Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কর্ম এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কর্ম এর বাংলা অর্থ হলো -

(p. 169) karma (-র্মন্) বি. 1 যা করা হয়, কার্য; 2 কর্তব্য; 3 উপযোগিতা (সে কোনো কর্মের নয়); 4 বিবাহাদি সামাজিক অনুষ্ঠান; ধর্মানুষ্ঠান (ক্রিয়াকর্ম); 5 বৃত্তি, পেশা, ব্যবসায় (চিকিত্সকের কর্ম, কর্মস্হল); 6 (ব্যাক.) কর্মপদ বা কর্মকারক, object. objective case. [সং. √ কৃ + মন্]।
কর্তা
(-র্তৃ) বি. কাজকর্মের ব্যাপারে প্রধান ব্যক্তি।
কর্তৃ-বাচ্য
বি. (ব্যাক.) যে বাচ্যে কর্মই কর্তা বলে প্রতীত হয় এবং ক্রিয়াটি আপনাআপনিই নিষ্পন্ন হচ্ছে বলে মনে হয়, যথা, ভাত ফুটছে, বাঁশি বাজছে।
কাণ্ড
বি. 1 বেদের যে অংশে যজ্ঞাদি কর্মের বিধান আছে; 2 কর্মসমূহ।
কারী
(-রিন্) বিণ. বি. কর্মী, কর্ম করে এমন (ব্যক্তি)।
কুশল
বিণ. কার্যদক্ষ, কাজেকর্মে পটু।
ক্ষম
বি. কাজের জায়গা।
চারী
(-রিন্) বি. নির্দিষ্ট কাজের জন্য বেতনভোগী ব্যক্তি, যে বেতনের বিনিময়ে কাজ করে।
ঠ বিণ. কার্যক্ষম, কাজ করতে সমর্থ।
ণ্য বিণ. কার্যক্ষম; কাজের উপযোগী।
ত্যাগ
বি. কাজ ছাড়া; চাকরি ছেড়ে দেওয়া।
দোষ বি. কুকর্ম বা অন্যায় কাজ করার জন্য অপরাধ; পূর্বজন্মে কৃত পাপ; দুরদৃষ্ট।
নাশা
বিণ. কাজ পণ্ড করে এমন।
বি. নদীবিশেষ।
নিষ্ঠ
বিণ. কাজে মনোযোগী; কর্তব্যপরায়ণ।
ফল বি. কৃতকর্মের ফল (বিশেষত যা জন্মান্তরেও ভোগ করতে হয়)।
বাচ্য
বি. (ব্যাক.) যে বাচ্যে কর্মই প্রধান হয়ে ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে।
বাদ বি. যে মতবাদ অনুসারে কৃতকর্মের ফল ইহজন্মেই হোক বা পরজন্মেই হোক ভোগ করতে হবে।
বাদী
(-দিন্) বিণ. কর্মবাদ মানে এমন।
বিপাক
বি. কর্মের পরিণাম বা শেষ ফল; কৃতকর্মের ফলভোগ।
বিরতি
বি. কোনো দাবি আদায়ের জন্য বা কোনো কিছুর প্রতিবাদে কর্মচারী শ্রমিক ইত্যাদির সাময়িক কাজ বন্ধ, cease-work.বীর বিণ. অসাধারণ কর্মী, কাজে উত্সর্গীকৃত জীবন যার।
ভূমি
বি. কর্মক্ষেত্র, কাজের জায়গা; সংসার।
ভোগ বি. কর্মের ফলভোগ; বৃথা কষ্টভোগ; অনর্থক পরিশ্রম।
মুখী
বিণ. কর্ম অর্থাত্ বৃত্তি বা ব্যবসায় যার লক্ষ্য (কর্মমুখী শিক্ষা)।
যোগ বি. 1 চিত্তের সংযম ও শুদ্ধিকারক শাস্ত্রোক্ত কর্ম; 2 গীতায় নির্দিষ্ট নিষ্কাম অর্থাত্ ফলের আকাঙ্ক্ষা না করে কর্মের দ্বারা আত্মোন্নতিবিধান।
&tilde ; যোগী (-গিন্) বিণ. বি. কর্মযোগে বিশ্বাসী; কর্মযোগপালনকারী।
শালা
বি. কর্মস্হান; কারখানা।
শীল বিণ. কার্যসাধনে তত্পর, কর্মে নিষ্ঠা আছে এমন।
সচিব
বি. 1 কার্য পরিচালনে সহায়তাকারী, সহকারী; 2 কার্যপরিচালক মন্ত্রী।
সাক্ষী
(-ক্ষিন্) বি. সকল কর্মের সাক্ষাত্ দ্রষ্টা; চন্দ্রসূর্যাদি।
সিদ্ধি
বি. কাজে সাফল্য; ইষ্টপূরণ।
সূত্র
বি. 1 কাজের নিয়ম, ক্রম বা প্রয়োজন; 2 কর্মফল; 3 নিয়তি।
সূত্রে
ক্রি-বিণ. কাজের প্রয়োজনে (কর্মসূত্রে একবার সেখানে গিয়েছিলাম); নিয়তির বন্ধনে; কর্মফলস্বরূপ।
স্হল
বি. কাজের জায়গা; কার্যালয়, অফিস।
20)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কচ্ছ
(p. 156) kaccha বি. 1 জলময় ভূমি, জলা জমি; 2 সমুদ্রতীরের ভূমি; 3 গুজরাতের উত্তরে সমুদ্রতীরবর্তী অঞ্চলবিশেষ; 4 নদী হ্রদ প্রভৃতির তীরদেশ; 5 কাছা, পরিধেয় বস্ত্রের যে শেষ অংশ পিছনে কোমরে গোঁজা হয়। [সং. ক + √ ছো + অ]। ̃ টিকা বি. 1 কাছা, কাছুটি; 2 কৌপীন। 48)
করুণ
(p. 167) karuṇa বিণ. 1 শোক বা করুণা উদ্রেককারী (করুণ বিলাপ); 2 করুণাপূর্ণ (করুণ হৃদয়); 3 আর্ত, কাতর (করুণ স্বরে)। বি. (অল.) 1 শোকরূপ স্হায়িভাব থেকে জাত করুণা উদ্রেককারী রস; 2 দয়া, অনুগ্রহ। [সং. করুণা + অ (অস্ত্যর্থে)]। 41)
কুঁদুলি
(p. 192) kun̐duli বিণ. (স্ত্রী.) ঝগড়াটে (তার মতো কুঁদুলি মেয়ে সচরাচর দেখা যায় না)। [বাং. কোঁদল ( সং. কন্দল) + ইয়া এ + ই]। বিণ. (পুং.) কুঁদুলে। 41)
কান্দ
(p. 181) kānda বিণ. কন্দজাত; কন্দসম্বন্ধীয়। [সং. কন্দ + অ]। 48)
কপাল
(p. 163) kapāla বি. 1 মাথার খুলি, করোটি; 2 ললাটস্হল; ভ্রূ ও মাথার মধ্যবর্তী অংশ, forehead; 3 ভাগ্য, অদৃষ্ট; 4 কলসির অর্ধাংশ, খাপরা। [সং. ক + √ পালি + অ]। ̃ ক্রমে ক্রি-বিণ. ভাগ্যক্রমে, ভাগ্যগুণে; হঠাত্। কপাল চাপড়ানো ক্রি. বি. হা-হুতাশ করা, আফশোস করা। ̃ জোর বি. ভাগ্যের জোর, ভাগ্যের অনুকূলতা। কপাল ঠুকে কাজে নামা ক্রি. বি. ফলাফল ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে কাজ আরম্ভ করা। কপাল ঠোকা ক্রি. বি. 1 মাটিতে মাথা ঠুকে প্রণাম করা, মাথা খোঁড়া; 2 যে কাজের ফল অনিশ্চিত তাতে সাফল্য অর্জনের জন্য মাথা খুঁড়ে দৈবের সাহায্য পাবার চেষ্টা করা। ̃ পোড়া বিণ. হতভাগ্য। কপাল ফেরা ক্রি. বি. ভাগ্যের উন্নতি হওয়া। কপাল ভাঙা ক্রি. বি. ভাগ্যহত হওয়া। ̃ ভৃত্, ̃ মালী বি. (নরমুণ্ডধারী) শিব। কপালের ফের বি. ভাগ্যের বিড়ম্বনা। কপালের লেখা বি. ভাগ্যলিপি, ভবিতব্য। 8)
কানাই
কুচা, কুচি, কুচো
(p. 194) kucā, kuci, kucō ক্রি. কুচি কুচি করে অর্থাত্ খুব ছোট ছোট করে কাটা। বি. ছোট টুকরো (পাথর-কুচি)। [বাং. √ কুচ্ + আ; তু. ফা. কুচক্]। কুচানো ক্রি. কুচি কুচি করে কাটা। বি. কুচি করে কর্তন। বিণ. কুচি কুচি করে কাটা হয়েছে এমন। 9)
কাঁদোকাঁদো
কিউ
(p. 188) kiu বি. সারিবদ্ধভাবে কোনোকিছুর জন্য অপেক্ষা, লাইন করে পরপর দাঁড়ানো। [ইং. queue]। 55)
কুপ্য
(p. 197) kupya বি. সোনা ও রুপো ভিন্ন অন্য যেকোনো ধাতু, base metal. [সং. √ গুপ্ + য]। ̃ শালা বি. 1 যেখানে কুপ্য অর্থাত্ সোনা-রুপো ছাড়া অন্য ধাতু তৈরি হয়; 2 কাঁসারির দোকান বা কর্মশালা। 13)
কুলাঙ্গার
(p. 199) kulāṅgāra বি. যে ব্যক্তির কুকর্মের জন্য তার নিজ বংশ কলঙ্কিত হয়। [সং. কুল3 + অঙ্গার]। 41)
কামান
(p. 181) kāmāna বি. মহাশক্তিশালী আগ্নেয় ক্ষেপণাস্ত্রবিশেষ, তোপ। [ফা. কমান্; তু. ইং. cannon]। 100)
কী
(p. 191) kī সর্ব. কোন্ বস্তু; কোন্ ধরনের জিনিস বা ব্যাপার (কী চাই? কী খাচ্ছ? কী যে বল)। বিণ. কেমন, কীরূপ (কী খেলা, কী কথা)। (বিস্ময়সূচক) অব্য. খুব, অতিশয় (কী আশ্চর্য!)। [বাং. কী সং. কিম্]। ̃ জন্য অব্য. কেন (কীজন্য কাঁদছ?)। ̃ রকম অব্য. বিণ. কেমন, কী ধরনের (কীরকম আছ? কীরকম লোক তিনি?)। 20)
কাকা-তুয়া
(p. 177) kākā-tuẏā বি. শুক বা তোতাজাতীয় বড় কথা-বলা পাখিবিশেষ। [মাল. কাকাতুয়া]। 16)
কাটি-খাল
(p. 179) kāṭi-khāla বি. মানুষের কাটা খাল বা জলপথ। [বাং. কাটা + খাল]। 25)
কচর-মচর, কচর-কচর
ক্যান-ভাস2
(p. 210) kyāna-bhāsa2 বি. ভোট চাঁদা ইত্যাদি চাওয়ার জন্য লোকের কাছে যাওয়া; ভোটের জন্য বা কারও পক্ষে জনমত তৈরির জন্য প্রচার (সারা দিন ভোটের ক্যানভাস করে ক্লান্ত)। [ইং. canvass]। 118)
কারী
কিতার
(p. 190) kitāra দ্র কাতার। 8)
কোরাস
(p. 210) kōrāsa বি. 1 সমবেত কণ্ঠ বা যন্ত্রসংগীত (আমরা একখানা কোরাস গাইব); 2 (আল.) সমবেদ ধ্বনি (ব্যাঙের কোরাস শুনছি)। [ইং. chorus]। 43)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2097020
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1777701
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1375579
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 724812
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 702772
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 597639
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 556509
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 544057

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন