Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ধাতুর দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অচ্ছ
(p. 8) accha বিণ. 1 দৃষ্টি রোধ করে না এমন; 2 নির্মল, পরিষ্কার, স্বচ্ছ (সু+অচ্ছ); স্ফটিকের মতো স্বচ্ছ। বি. স্ফটিক। [সং. √ ছো (ছেদন করা অর্থে) + অ, দৃষ্টিকে যা ছেদন করে না, এই অর্থে ছো ধাতু]। 78)
অঞ্জন
(p. 8) añjana বি. 1 চোখের প্রসাধন দ্রব্য, কাজল, সুর্মা, যা দিয়ে চোখের উজ্জ্বলতা বাড়ানো হয়; 2 মালিন্য, কালিমা; 3 (আয়ু.) বিভিন্ন ধাতুঘটিত দ্রব্য (রসাঞ্জন); 4 আঁজনাই। [সং. √ অঞ্জ্+অন]। ̃ .শলাকা বি. চোখে কাজল বা সুর্মা দেবার কাঠি। অঞ্জনিকা বি. আঁজনাই। 138)
অতর্কিত
(p. 14) atarkita বিণ. অলক্ষিত, অপ্রত্যাশিত, যা আগে থেকে চিন্তা করা বা অনুমান করা যায়নি (অতর্কিত আক্রমণে শত্রুসৈন্য ছত্রভঙ্গ হল)। [সং. ন+তর্কিত (√ তর্ক্+ত), তর্ক্ ধাতু অনুমান করা অর্থে প্রযুক্ত]। অতর্কিতে ক্রি-বিণ. আচম্বিতে; অসতর্ক অবস্হায়, হঠাত্। 19)
অনু-সর্গ
(p. 32) anu-sarga বি. 1 বিশেষার্থবোধক শব্দ বা ধাতুর শেষে যোগ করা হয় এমন শব্দ, suffix; 2 যে শব্দ কোনো পদের পরে বসে বিভক্তির কাজ করে। [সং. অনু + √ সৃজ্ + অ]। 4)
অপ-শ্রুতি
(p. 39) apa-śruti বি. (ভাষাতত্ত্বে) একই ধাতু বা শব্দ থেকে কিংবা একই প্রত্যয় বা বিভক্তি যোগে নিষ্পন্ন পদে নির্দিষ্ট ক্রম অনুসারে স্বরধ্বনির অপসরণ বা গুণবৃদ্ধি ও সম্প্রসারণজনিত পরিবর্তন (যথা - √ কৃ-করণ, কারণ, কৃত), ablaut. [সং. অপ + শ্রুতি়]। 22)
অব-ধান
(p. 44) aba-dhāna বি. একাগ্রতা; মনোযোগ, অভিনিবেশ; প্রণিধান; মনোযোগ দিয়ে শোনা। অনু-ক্রি. (নামধাতু) অবধান করুন, দয়া করে শুনুন ('অবধান নরপতি': রক্ষ)। [সং. অব + √ ধা + অন]। অব-ধেয় বিণ. মনোযোগের যোগ্য। 22)
অভ্যুপেত
(p. 55) abhyupēta বিণ. 1 পাওয়া গেছে এমন, প্রাপ্ত; 2 স্বীকৃত, অঙ্গীকার করা হয়েছে এমন; 3 কাছে এসেছে এমন, নিকটে আগত। [সং. অভি + উপ + √ ই + ত]। অভ্র বি. 1 আকাশ (অভ্রংলিহ উচ্চতা); 2 মেঘ; 3 একরম খনিজ ধাতু, mica. [সং. অপ্ + √ ভৃ + অ অভ্র্ + অ] অভ্রং.লিহ, ̃ .ভেদী (-দিন্) বিণ. আকাশ স্পর্শ করে এমন, আকাশচুম্বী; অত্যুচ্চ (অভ্রংলিহ উচ্চাশা, অভ্রভেদী পর্বত)। ̃ .চ্ছায়া বি. মেঘের ছায়া। ̃ .নীল বিণ. আকাশের মতো নীল (অভ্রনীল বস্ত্র)। 29)
অভ্রক
(p. 55) abhraka বি. অভ্রধাতু, অভ্র, আভ। [সং. অভ্র +ক]। 30)
অষ্ট
(p. 67) aṣṭa (-ষ্টন্) বি. আট, আট সংখ্যা, 8। বিণ. আটসংখ্যক (অষ্টপ্রহর)। [সং. অশ্ + তন্]। অষ্ট ঐশ্বর্য বি. ঈশ্বর বা শিবের আটপ্রকার বিভূতি বা অলৌকিক গুণ। ̃ ক বি. আটের সমষ্টি; আটটি অধ্যায়যুক্ত বা শ্লোকসংবলিত গ্রন্হ। বিণ. আটসংখ্যক। ̃ চত্বারিংশ, ̃ .চত্বারিংশত্তম বিণ. আটচল্লিশসংখ্যক; আটচল্লিশের পূরক। ̃ .চত্তারিং-শত্ বি. বিণ. আটচল্লিশ। ̃ .দিক-পাল, ̃ .দিক্-পাল বি. ইন্দ্র বহ্নি যম র্নৈঋত বরুণ মরুত্ কুবের ঈশান-আটটি দিকের এই আট অধীশ্বর বা দেবতা। ̃ ধা অব্য. ক্রি-বিণ. আটরকম বা আটরকমে; আটবার বা আটবারে। ̃ ধাতু বি. সোনা, রূপা, তামা, পিতল, কাঁসা, রাং, সীসা ও লোহা-এই আট ধাতু। ̃ .নবতি বি. আটানব্বই। ̃ নবতি-তম বিণ. আটানব্বই সংখ্যক, আটানব্বইয়ের পূরক। ̃ নাগ বি. অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ষক কুলীর কর্কট ও শঙ্খ-এই আট সর্প। ̃ নায়িকা বি. মঙ্গলা বিজয়া ভদ্রা জয়ন্তী অপরাজিতা নন্দিনী নারসিংহী ও কৌমারী। ̃ নিধি বি. কুবেরের পদ্ম মহাপদ্ম প্রভৃতি আটটি নিধি বা রত্ন। ̃ পঞ্চাশ, ̃ পঞ্চাশত্ বি. বিণ. আটান্ন। ̃ পঞ্চাশত্তম বিণ. আটান্নর পূরক; আটান্নসংখ্যক। ̃ পর -অষ্ট-প্রহর -এর আঞ্চ. রূপ। ̃ পাদ বি. মাকড়সা। বিণ. আটটি পদবিশিষ্ট। ̃ প্রহর বি. 1 দিবারাত্র, দিবারাত্রি, দিনরাত; 2 সারা দিনরাত ধরে অনুষ্ঠিত সংকীর্তন। ক্রি-বিণ. দিনরাত ধরে (অষ্টপ্রহর সতর্ক থাকা)। ̃ বজ্র বি. বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, ব্রহ্মার অক্ষ, ইন্দ্রের বজ্র, বরুণের পাশ, যমের দণ্ড, কার্তিকের শক্তি এবং দুর্গার অসি। ̃ বসু বি. ভব ধ্রুব সোম বিষ্ণু অনিল অনল প্রত্যুষ প্রভাস (মতান্তরে প্রভব)-দক্ষকন্যা বসুর এই আট পুত্র। ̃ বিধ বিণ. আটরকম, আটরকমের। ̃ ভুজ বিণ. আটটি হাতবিশিষ্ট। ̃ ভুজা বিণ. (স্ত্রী.) আটটি হাতবিশিষ্টা। বি. দুর্গার রূপভেদ। ̃ ম বিণ. আট সংখ্যার পূরক, eighth. ̃ মী বি. তিথিবিশেষ। ̃ মূর্তি বি. সর্ব ভব রুদ্র উগ্র ভীম পশুপতি মহাদেব ও ঈশান-শিবের এই আট মূর্তি। ̃ রম্ভা বি. কিছুই না, ফাঁকি; তু. ঘোড়ার ডিম; কাঁচকলা। ̃ ষষ্টি বি. আটষষ্ট্টি। ̃ ষষ্টি-তম বিণ. আটষট্টির পূরক, আটষট্টিসংখ্যক। ̃ সপ্ততি বি. আটাত্তর। ̃ সপ্ততি-তম বিণ. আটাত্তরের পূরক, আটাত্তরসংখ্যক। ̃ সিদ্ধি বি. অণিমা মহিমা গরিমা লঘিমা প্রাপ্তি প্রাকাম্য ঈশিত্ব বশিত্ব-যোগের এই আটটি ঐশ্বর্য। অষ্টাংশিত বিণ. 1 আট ভাগে বিভক্ত; 2 (কাগজ সম্বন্ধে) আট পাতায় ভাঁজ-করা, octavo. অষ্টাঙ্গ বি. 1 দেহের আট অঙ্গ বা অবয়ব (যথা দুই হাত, হৃদয়, কপাল, দুই চোখ, কন্ঠ (মতান্তরে বাক্য), মেরুদণ্ড (মতান্তরে মন); অথবা পায়ের দুই বৃদ্ধাঙ্গুলি, দুই হাঁটু, দুই হাত, বুক ও নাক; 2 যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা ও সমাধি-এই আটরকম যোগ। বিণ. বি. (আয়ু.) শল্য-শলাকা-কায় ইত্যাদি আটরকম (চিকিত্সা)। অষ্টা-ত্রিংশ, অষ্টা-ত্রিংশত্তম বিণ. আটত্রিশসংখ্যক, আটত্রিশের পূরক। অষ্টা-ত্রিংসত্ বি. আটত্রিশ। অষ্টা-দশ বি. বিণ. আঠারো। বিণ. আঠারো, সংখ্যার পূরক, আঠারোসংখ্যক। অষ্টা-দশী বিণ. অষ্টাদশ-এর স্ত্রীলিঙ্গ রূপ। বি. (স্ত্রী.) আঠারো বত্সর বয়স্কা নারী (ধীর পদে এগিয়ে এল এক অষ্টাদশী)। অষ্টা-পদ বি. স্বর্ণ, সোনা ('কাঠের সেঁউতী মোর হইল অষ্টাপদ': ভা. চ)। অষ্টা-বক্র বি. পৌরাণিক মুনিবিশেষ (এঁর শরীরের আট স্হানে বক্রতা ছিল বলে বর্ণিত আছে)। অষ্টা-বিংশ, অষ্টা-বিংশতি-তম বিণ. আটাশ সংখ্যার পূরক, আটাশসংখ্যক। অষ্টা-বিংশতি বি. বিণ. আটাশ। অষ্টাশীতি, অষ্টাশি বি. আটাশি, অষ্টআশি। অষ্টাশীতি-তম বিণ. আটাশি সংখ্যার পূরক আটাশিসংখ্যক। অষ্টা-ষষ্টি-অষ্টষষ্টি -র রূপভেদ। অষ্টাহ বি. আট দিন। 20)
আগানো
(p. 82) āgānō ক্রি. এগিয়ে যাওয়া, অগ্রসর হওয়া। বি. উক্ত অর্থে (আগানোর পথ)। [বাং. √ আগা (আগ + আ নামধাতু) + আনো]। 56)
আগ্নেয়
(p. 82) āgnēẏa বিণ. 1 আগুনসম্বন্ধীয়; 2 অগ্নিগর্ভ (আগ্নেয়গিরি); 3 আগুন নিঃসরণ করে এমন (আগ্নেয়াস্ত্র); 4 আগুনের তাপে গলে গিয়ে উত্পন্ন হয়েছে এমন (আগ্নেয় প্রস্তর)। [সং. অগ্নি + এয়]। ̃ .গিরি বি. আগুন, তপ্ত গলিত ধাতু ইত্যাদি নিঃসরণ করে এমন পর্বতবিশেষ, volcano. আগ্নেয়াস্ত্র বি. কামান বন্দুক ইত্যাদি যেসব অস্ত্রে আগুন উত্পন্ন হয়; বজ্র, শতঘ্নী ইত্যাদি পৌরাণিক অস্ত্র। 69)
আঝালা2
(p. 85) ājhālā2 বিণ. ঝাল বা ধাতু জুড়বার পান দিয়ে জোড়া হয়নি এমন, unsoldered. [বাং. আ + হি. ঝাল + বাং. আ]। 49)
আটকানো
(p. 85) āṭakānō ক্রি. 1 আটকে রাখা, অবরুদ্ধ করা (খোঁয়াড়ে আটকানো); 2 বাধাপ্রাপ্ত হওয়া, বাধা পাওয়া (মুখে কথা আটকায় না); 3 লাগানো, সংবদ্ধ করা (দেওয়ালে ছবি আটকানো); 4 বাধা দেওয়া (বন্যা আটকানো); 5 বেধে যাওয়া (ঘুড়িটি গাছে আটকে গেছে)। বি. বিণ. উক্ত অর্থে। [বাং. আটক নামধাতু √ আটকা + আনো]। 64)
আতুর
(p. 89) ātura বিণ. 1 রুগণ্, রোগগ্রস্ত (অন্ধ-ধাতুর জন); 2 আর্ত, কাতর (শোকাতুর)। [সং. আ + √ তুর্ + অ]। বিণ. স্ত্রী. আতুরা (শোকাতুর জননী)। আতুরাশ্রম বি. রুগ্ণ ও আর্ত লোকেদের আশ্রয়স্হান। 13)
আধ্যাত্মিক
(p. 89) ādhyātmika বিণ. 1 আত্মাসম্বন্ধীয়; আত্মিক, spiritual: 2 ব্রহ্মবিষয়ক; 3 মানসিক (আধ্যাত্মিক চিন্তা, আধ্যাত্মিক সাধনা)। [সং আধাত্ম + ইক]। 117)
আম-রস
(p. 101) āma-rasa বি. অপক্ব বা অপরিণত রসধাতু, chyme.[সং. আম4 + রস]। 21)
আল-পিন
(p. 104) āla-pina বি. কাগজপত্র গাঁথবার জন্য ধাতুর তৈরি সরু ও ছোট কীলকবিশেষ। [পো. alfinete]। 69)
ইস্তিরি, ইস্ত্রি
(p. 116) istiri, istri বি. বস্ত্রাদি মসৃণ ও চকচকে করা, বস্ত্রাদি মসৃণ ও চকচকে করার জন্য ধাতুনির্মিত যন্ত্রবিশেষ। [পো. estirar]।
উখা2
(p. 119) ukhā2 বি. ধাতুদ্রব্যাদি ঘষে সমান করার জন্য ব্যবহৃত দাঁতওয়ালা যন্ত্রবিশেষ, রেতি, file, rasp. [দেশি]। 19)
উধাত্ত
(p. 128) udhātta বিণ. অদৃশ্য, নিরুদ্দেশ; চোখের আড়ালে চলে গেছে এমন (লোকটা টাকাটা নিয়ে উধাত্ত হয়ে গেছে)। বি. ঊর্ধ্বে ধাবন, ('উধাত্ত করিয়া আইল পাঢীনগর': গো. গী.)। [ সং. উদ্ধাবন]। 50)
উপ-ধাতু
(p. 132) upa-dhātu বি. 1 (আয়ু.) অষ্ট প্রধান ধাতুর মতো সাতটি ধাতু, যেমন মাক্ষিক তুঁতে বা তুত্থক নীলাঞ্জন অভ্র হরিতাল মনঃশিলা ও রসাঞ্জন; 2 দেহস্হ বা দেহ থেকে উদ্ভূত সাতটি পদার্থ, যেমন স্তন্য রজঃ শ্বেদ দন্ত কেশ ওজঃ বসা। [সং. উপ + ধাতু]। 16)
উপ-মাতা1
(p. 133) upa-mātā1 (-তৃ) বি. (স্ত্রী.) ধাত্রী পালয়িত্রী শিক্ষাদাত্রী পিসি মাসি শাশুড়ি প্রভৃতি মাতৃতুল্যা বা মাতৃস্হানীয়া নারী। [সং. উপ + মাতা]। 27)
উপ-সর্গ
(p. 133) upa-sarga বি. 1 মূল রোগের আনুষঙ্গিক অন্য রোগ (জ্বর ছাড়া অন্য সব উপসর্গই গেছে); 2 রোগজাত বিকার, রোগের লক্ষণ; 3 আকস্মিক উত্পাত বা বিঘ্ন (নানা উপসর্গ দেখা দিতে লাগল); 4 (ব্যাক.) ধাতুর পূর্বে বসে ধাতুর অর্থ পরিবর্তনকারী অব্যয়, যথা - আ, প্র, অপ (আকার, প্রকার, অপকার)। [সং. উপ + √ সৃজ্ + অ]। 66)
এনামেল
(p. 146) ēnāmēla বি. 1 কেওলিন নামে মাটি পাথর সিসা লবণ ইত্যাদির চূর্ণ তৈরি প্রলেপ; 2 ধাতুর পাত্রের উপর একরকম সাদা মসৃণ ও স্বচ্ছ কলাই; 3 দাঁতের স্বচ্ছ মসৃণ প্রলেপ। [ইং. enamel]। 62)
কড়া1
(p. 158) kaḍ়ā1 বি. ধাতুর বালা; বালার মতো হাতল (দরজার কড়া); আংটা। [সং. কটক]। 26)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2062627
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1764896
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1361604
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 719114
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 695677
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 593143
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541387
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 539663

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন