Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-ধর
(p. 432) -dhara বিণ. ধারী, ধারণকারী (ভূধর, জলধর, নবজলধর, হলধর)। [সং. √ ধৃ + অ]। 2)
(p. 430) dh বাংলা বর্ণমালার ঊনবিংশ ব্যঞ্জনবর্ণ, এবং মহাপ্রাণ দন্ত্য ঘোষধ্বনি ধ্-এর দ্যোতক বর্ণ। 2)
ধক
(p. 430) dhaka বি. অব্য. 1 হঠাত্ আগুন জ্বলে ওঠার চাপা আওয়াজ; 2 হৃত্পিণ্ডে প্রবল স্পন্দনের শব্দ (বুকের ভিতর ধক করে উঠল)। [ধ্বন্যা.]। ধক ধক অব্য. বি. 1 আগুন জ্বলে ওঠার এবং উত্তরোত্তর বৃদ্ধির অব্যক্ত আওয়াজ; 2 ভয় ইত্যাদির জন্য হৃত্পিণ্ডের ক্রমাগত প্রবল স্পন্দনের শব্দ। ̃ ধকানি বি. প্রবল স্পন্দন। 3)
ধকল
(p. 430) dhakala বি. 1 ধাক্কা; 2 কাজের চাপ, খাটুনি (রোগা শরীরে এত ধকল কি সইবে?); 3 ব্যবহারজনিত ক্ষয় (ঘড়িটা খুব ধকল সয়েছে); 4 উপদ্রব, উত্পাত (সংসারের ধকল)। [হি. ধকল্, ঢকেল্ (=ধাক্কা)]। 4)
ধট, ধটক
(p. 430) dhaṭa, dhaṭaka বি. ওজন করার যন্ত্র, তুলাদণ্ড বা তুলাযন্ত্র। [সং. √ ধণ (=শব্দ) + অ, ণ=ট, বিকল্পে √ ধন্ + ট]। 5)
ধটি, ধটী
(p. 430) dhaṭi, dhaṭī বি. 1 কটিবাস, কৌপীন, ধড়া ('তোমার কটিতটের ধটি কে দিল রাঙিয়া': রবীন্দ্র); 2 পুরোনো বস্ত্র। [সং. ধট + ইন্]। 6)
ধড়
(p. 430) dhaḍ় বি. 1 কাঁধ বা ঘাড় থেকে কোমর পর্যন্ত দেহাংশ; 2 মস্তকহীন দেহ; 3 দেহ ('যেন প্রাণ আসল ধড়ে': নজরুল)। [হি.ধড়]। 7)
ধড়-ফড়
(p. 430) dhaḍ়-phaḍ় বি. অব্য. 1 অস্হিরতা বা হৃত্পিণ্ডের দ্রুত কম্পন (বুক ধড়ফড় করছে); 2 ছটফট (কাটা পাঁঠার মতো ধড়ফড় করছে)। [দেশি]। ধড়-ফড়ানি বি. চঞ্চলতা, ছটফটানি। 8)
ধড়-মড়
(p. 430) dhaḍ়-maḍ় বি. অব্য. আকস্মিক চঞ্চলতা বা ব্যস্ততার ভাব (ধড়মড় করে বিছানা থেকে নামা)। [ধ্বন্যা.]। 9)
ধড়া
(p. 430) dhaḍ়ā বি. ধটি, কটিবস্ত্র (পীতধড়া)। [সং. ধটিকা]। ̃ চূড়া, (কথ্য) ̃ চুড়ো বি. 1 শ্রীকৃষ্ণের কটিবাস ও মুকুট; 2 (কৌতুকে বা ব্যঙ্গে) সাজপোশাক, কোটপ্যাণ্ট জাতীয় ভারী পোশাক (এই অবেলায় ধড়াচুড়ো পরে কোথায় চললে?)। 10)
ধড়াস
(p. 430) dhaḍ়āsa অব্য. বি. 1 জোরে পতনের শব্দ (ওটাকে ধড়াস করে ফেললে কেন?); 2 হৃত্স্পন্দনের প্রবল ধ্বনি, ধক (বুকটা ধড়াস করে উঠল)। [ধ্বন্যা.]। ধড়াস ধড়াস বি. অব্য. ক্রমাগত জোরে হৃত্স্পন্দনধ্বনি; প্রবল ধড়ফড়। 11)
ধড়ি-বাজ
(p. 430) dhaḍ়i-bāja বিণ. 1 ধূর্ত, কূটকৌশলী, ফন্দিবাজ (এরকম ধড়িবাজ লোকের সঙ্গে এঁটে ওঠা শক্ত); 2 প্রতারক, ধাপ্পাবাজ। [বাং. ধড় ( সং. ধূর্ত) + ফা. বাজ]। ধড়ি-বাজি বি. ধড়িবাজের মতো আচরণ, ধূর্তামি। 12)
ধন
(p. 430) dhana বি. 1 অর্থ, টাকাকড়ি (ধনশালী, ধনবল, ধনদৌলত); 2 মহামূল্য কাম্য সামগ্রী ('প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে': রবীন্দ্র); 3 স্নেহের পাত্রকে সম্বোধন (যাদুধন, বাপধন); 4 সম্পদ (গোধন); 5 (গণি.) যোগচিহ্ন; '+' (ধনচিহ্ন)। [সং. √ ধন্ + অ]। ̃ কুবের বি. (ধনদেবতা কুবেরের মতো) অতিশয় ধনী ব্যক্তি। ̃ ক্ষয় বি. অর্থের বা সম্পদের অপচয়। ̃ গর্ব বি. ধনবান হওয়ার জন্য অহংকার। ̃ গৌরব বি. 1 ঐশ্বর্যশালী হওয়ার জন্য গর্ব; 2 ধনের মহিমা। ̃ জন বি. 1 অর্থবল ও লোকবল; 2 অর্থ ও পরিজন ('ধনে জনে আছি জড়ায়ে': রবীন্দ্র)। ̃ ঞ্জয় বি. (ধন জয়কারী) অর্জুন। ̃ তন্ত্র বি. পুঁজিবাদ, capitalism. ̃ তৃষা, ̃ তৃষ্ণা বি. অর্থলাভের প্রবল বাসনা। ̃ দ বিণ. ধনদানকারী। বি. ধনের অধিদেবতা কুবের। ̃ দা বিণ. (স্ত্রী.) ধনদানকারিণী। বি. (স্ত্রী.) ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী। ̃ দাতা (-তৃ) ̃ দায়ক বিণ. ধনদানকারী। স্ত্রী. ̃ দাত্রী, ̃ দায়িকা, ̃ দায়িনী। ̃ দাস বি. 1 ধনলাভের জন্য বা ধন সঞ্চয়ের জন্য যে সবরকম আত্মনিগ্রহ স্বীকার করে; 2 অত্যন্ত কৃপণ বা অর্থলোভী ব্যক্তি। ̃ দেবতা বি. কুবের। ̃ দৌলত বি. অর্থ ও অন্যান্য সম্পত্তি। ̃ ধান্য বি. অর্থ বা টাকাপয়সা ও শস্যপ্রাচুর্য ('ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা': দ্বি. রা.)। ̃ নাশ বি. অর্থ ও সম্পদের হানি, ধনক্ষয়। ̃ পতি বি. 1 ধনদেবতা কুবের; 2 অতিশয় ধনী ব্যক্তি। ̃ পিপাসা - ধনতৃষ্ণা -র অনুরূপ। ̃ পিশাচ বি. ধর্ম-অধর্ম বা উচিত-অনুচিত বিচার না করে যে ধন অর্জনে প্রয়াসী। ̃ প্রাণ বি. অর্থাদি ও জীবন (ধনেপ্রাণে মারা যাব)। ̃ বতী বিণ. (স্ত্রী.) ধনশালিনী। ̃ বত্তা বি. ধনশালিতা; সমৃদ্ধি। ̃. বান (-বত্) বিণ. ধনী। ̃ বিজ্ঞান বি. ধনসম্পদের সর্বপ্রকার ব্যবহারসম্বন্ধীয় শাস্ত্র, অর্থশাস্ত্র। ̃ বিনিয়োগ বি. ব্যাবসাবাণিজ্যে অর্থনিয়োগ। ̃ বৃদ্ধি বি. অর্থ ও সম্পদের বৃদ্ধি বা উন্নতি। ̃ ভাণ্ডার বি. ধনাগার, কোষ; তহবিল। ̃ মদ-ধনগর্ব -র অনুরূপ। ̃ মান বি. বিত্ত ও সম্মান। ̃ রত্ন বি. টাকাপয়সা ও সোনাদানা। ̃ লালসা, ̃ লিপ্সা - ধনতৃষ্ণা -র অনুরূপ। ̃ শালী (-লিন্) বিণ. ধনী। স্ত্রী. ̃ শালিনী। বি. ̃ শালিতা। ̃ সম্পত্তি, ̃ সম্পদ বি. টাকাপয়সা ও ভূসম্পত্তি, ধনদৌলত। ̃ স্হান বি. (জ্যোতিষ) লগ্ন থেকে দ্বিতীয় স্হান, যা ধনসম্পর্কে লাভালাভের সূচক। ̃ হারী (-রিন্) বিণ. অন্যের ধন অপহরণকারী; চোর। ̃ হীন বিণ. নির্ধন, গরিব। স্ত্রী. ̃ হীনা। ধনাকাঙ্ক্ষা বি. অর্থের লোভ; ঐশ্বর্যলাভের ইচ্ছা। ধনাগম বি. ধনলাভ; অর্থোপার্জন, আয়। ধনাগার বি. অর্থভাণ্ডার, কোষ। ধনাঢ্য বিণ. ধনী, বড়লোক। ধনাধ্যক্ষ বি. কোষাধ্যক্ষ, ধনাগারের ভারপ্রাপ্ত কর্মচারী। ধনার্জন বি. অর্থ উপার্জন, আয়। ধনার্থী (-র্থিন্) বিণ. অর্থপিপাসু; ধনলাভ করতে চায় এমন। স্ত্রী. ধনার্থিনী। 13)
ধনশ্রী, ধনাশ্রী
(p. 430) dhanaśrī, dhanāśrī বি. সংগীতের রাগিণীবিশেষ, ধানশি। [সং. ধন + শ্রী (সমাসান্ত)]। 14)
ধনি1
(p. 430) dhani1 অব্য. (ব্রজ. ও প্রা. বাং. কাব্যে) রমণীকে সম্বোধনকালে ব্যবহৃত শব্দবিশেষ, ধন্যা ('ধনি ধনি তুহারি সোহাগ': বিদ্যা; 'সোহাগ চাঁদবদনী ধনি নাচো তো দেখি')। [সং. ধন্যা]। 15)
ধনি2
(p. 430) dhani2 বিণ. বি. (কাব্যে) সুন্দরী, যুবতী ('ধনি মুখমণ্ডল চান্দবিরাজিত': বিদ্যা., 'সেথায় আজিকে যাও তুমি, ধনি': রবীন্দ্র)। [সং. ধনিকা]। 16)
ধনিক
(p. 430) dhanika বিণ. বি. 1 পুঁজিপতি, স্বীয় অর্থবলে ব্যাবসাবাণিজ্য পরিচালনাকারী বা নিয়ন্ত্রণকারী (ধনিকশ্রেণি); 2 মহাজন; 3 ধনশালী, ধনী (ধণিকের ধন, গরিবের শ্রম)। [সং. ধন + ইক, কিংবা ধনিন্ + ক (স্বার্থে)]। ধনিকা বিণ. বি. (স্ত্রী.) 1 ধনিকবধূ; 2 যুবতী; 3 সুন্দরী। 17)
ধনিচা, ধনচে
(p. 430) dhanicā, dhanacē বি. মূলত সবুজসাররূপে এবং জ্বালানি হিসাবে ব্যবহৃত পাটগাছের মতো গাছবিশেষ। [দেশি]। 18)
ধনিষ্ঠা
(p. 430) dhaniṣṭhā বি. (জ্যোতি.) নক্ষত্রবিশেষ। [সং. ধনবত্ + ইষ্ঠ + আ]। 20)
ধনিয়া, ধনে
(p. 430) dhaniẏā, dhanē বি. মশলা হিসাবে ব্যবহৃত শস্যবিশেষ, বা তার গাছ। [সং. ধন্যাক]। 19)
ধনী2
(p. 430) dhanī2 (-নিন্) বিণ. ধনবান, ধনশালী, বড়লোক। [সং. ধন + ইন্]। স্ত্রী. ধনিনী। 21)
ধনু, ধনুঃ
(p. 430) dhanu, dhanuḥ (-নুস্) বি. 1 যা থেকে শর বা তির নিক্ষেপ করা হয়, ধনুক, শরাসন, কার্মুক, কোদণ্ড (হরধনু); 2 পরিমাণবিশেষ (1 ধনু=4 হাত); 3 (জ্যোতিষ.) রাশিচক্রের নবম রাশি। [সং. √ ধন্ + উস্ (ধ্বন্যা.)]। ধনুঃকাণ্ড বি. ধনুক ও তির, ধনুর্বাণ। ধনুঃশর বি. ধনুক ও তির। ধনুর্গুণ বি. জ্যা, ধনুকের ছিলা। ধনুর্ধর বি. 1 যে যোদ্ধা তিরধনুক নিয়ে যুদ্ধ করে, তিরন্দাজ; 2 (প্রায়শ ব্যঙ্গে) অত্যন্ত বাহাদুর, যে ব্যক্তি খুব কেরামতি দেখায়। ধনুর্ধারী (-রিন্) বি. তিরন্দাজ। ধনুর্বাণ বি. ধনুক ও তির। ধনুর্বিদ্যা বি. তিরধনুক নিয়ে যুদ্ধ করার কৌশল। ধনুর্বেদ বি. ধনুর্বিদ্যাসম্বন্ধীয় প্রাচীন শাস্ত্রবিশেষ যা যজুর্বেদের উপবেদ বলে পরিচিত। ধনুর্ভঙ্গ পণ বি. 1 (রামায়ণে) সীতাকে যিনি বিবাহ করবেন তাঁকে অবশ্যই হরধনু ভঙ্গ করতে হবে-রাজা জনকের এই প্রতিজ্ঞা বা সংকল্প; 2 (গৌণার্থে) অতি কঠিন ও অনড় প্রতিজ্ঞা। ধনুষ্কোটি বি. 1 ধনুকের অগ্রভাগ বা হুল; 2 সেতুবন্ধনের নিকটস্হ হিন্দু তীর্থস্হানবিশেষ। ধনুষ্টংকার বি. 1 ধনুকের ছিলা আকর্ষণের শব্দ; 2 অঙ্গের আক্ষেপমূলক রোগবিশেষ (কোনো কোনো ক্ষেত্রে শরীর ধনুকের মতো বেঁকে যায় বলে এই নাম); tetanus. 22)
ধনেশ
(p. 430) dhanēśa বি. 1 ধনদেবতা, কুবের; 2 শক্ত ও লম্বা বাঁকানো ঠোঁটওয়ালা পাখিবিশেষ, hornbill. বিণ. ধনবান, ধনী। [সং. ধন + ঈশ]। 23)
ধন্দ, ধন্ধ
(p. 430) dhanda, dhandha বি. 1 সংশয়, খটকা, সন্দেহ, ধোঁকা, ধাঁধা (মনে ধন্ধ লেগেছে); 2 সাংসারিক সমস্যা বা ভাবনাচিন্তা (সংসার-ধন্দ)। [ সং. দ্বন্দ্ব]। 24)
ধন্দা
(p. 430) dhandā বি. (ব্রজ.) সংশয়, ধাঁধা ('মঝু মনে লাগল ধন্দা': বিদ্যা.)। [ সং. দ্বন্দ্ব]। 25)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2246073
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1877119
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1470498
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 761182
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 760875
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 647718
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 626468
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 562101

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন