(p. 77) ān̐kā ক্রি. 1 রেখা টেনে চিত্র করা; দাগ কাটা; 2 লেখা (বিধাতা মানুষের ললাটে যা আঁকেন তা মোছা যায় না)। বি. অঙ্কন, চিত্রণ (ছবি আঁকা তার পেশা)। বিণ. অঙ্কিত, চিত্রিত (তোমার আঁকা ছবি); চিহ্নিত, লিখিত। [বাং. √ আঁক্ + অ]। ̃ নো ক্রি. অঙ্কিত বা চিত্রিত করানো। বিণ. অঙ্কিত করানো হয়েছে এমন। আঁকা-জোঁকা বি. বিণ. ক্রি. দাগ কাটা, চিত্রবিচিত্র করা, নকশা করা। আঁকিয়ে বি. যে ছবি আঁকে; শিল্পী। 56)