(p. 483) pakēṭa বি. জিনিসপত্র রাখার জন্য জামার সংলগ্ন ছোটো থলিবিশেষ, জেব। [ইং. pocket]। পকেট কাটা, পকেট মারা ক্রি. বি. পরের পকেট থেকে চুরি করা। পকেট খালি বি. পকেটে পয়সাকড়ি না থাকা। ̃ .ঘড়ি দ্র ঘড়ি। পকেটস্হ করা ক্রি. বি. আত্মসাত্ করা। ̃ .মার, ̃ .কাটা বি. যে অন্যের পকেট থেকে টাকাপয়সা চুরি করে। 17)