Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

শ1
(p. 768) śa1 বাংলা ভাষার ত্রিংশ ব্যঞ্জনবর্ণ এবং তালব্য উষ্ম শ্ধ্বনির বর্ণরূপ। 2)
শ2, শো
(p. 768) śa2, śō বি. শত -র কথ্য রূপ (একশো, শ তিনেক)। 3)
শংকর
(p. 768) śaṅkara বিণ. মঙ্গলকারী। বি. 1 শিব ('হে ভবেশ, হে শংকর, সবারে দিয়েছ ঘর': রবীন্দ্র); 2 বেদান্তসূত্র ও উপনিষদ ইত্যাদির সুপ্রসিদ্ধ ভাষ্যকার শংকরাচার্য; 3 সামুদ্রিক মাছবিশেষ। [সং. শম্ + √ কৃ + অ]। শংকরী বিণ. (স্ত্রী.) মঙ্গলকারিণী। বি. (স্ত্রী.) শিবপত্নী দুর্গা। 4)
শংকরা
(p. 768) śaṅkarā বি. সংগীতের রাত্রিকালীন রাগিণীবিশেষ। [সং. শংকর]। শংকরাভরণ বি. রাত্রিকালীন রাগবিশেষ। [সং. শংকর + আভরণ]। 5)
শংসন, শংসা
(p. 768) śaṃsana, śaṃsā বি. 1 প্রশংসা (শংসাপত্র); 2 উক্তি, কথন; 3 অভিলাষ, ইচ্ছা। [সং. √ শন্স্ + অন, অ + আ়। ̃ .পত্র বি. 1 প্রয়োজনীয় দলিল বা প্রমাণপত্র; 2 প্রশংসাপত্র, certificate. শংসিত বিণ. 1 প্রশংসিত; 2 উক্ত; 3 ঈপ্সিত। 6)
শক
(p. 768) śaka বি. 1 মধ্য এশিয়ার প্রাচীন জাতিবিশেষ ('শক-হুনদল': রবীন্দ্র); 2 শকরাজ কর্তৃক প্রবর্তিত অব্দ বা বত্সর, শকাব্দ; 3 দেশবিশেষ 4 শকদেশীয় লোক। [সং. √ শক্ + অ]। শকাব্দ বি. প্রাচীন ভারতে প্রচলিত অব্দবিশেষ। শকারি বি. শকদের শত্রু ও বিজেতা, রাজা বিক্রমাদিত্য। 7)
শকট
(p. 768) śakaṭa বি. 1 গাড়ি, যান; 2 দৈত্যবিশেষ। [সং. √ শক্ + অট]। ̃ .চালক বি. গাড়োয়ান, গাড়ির চালক। শকটারি বি. শকট-দৈত্যের বধকারী শ্রীকৃষ্ণ। শকটিকা বি. 1 ছোটো গাড়ি; 2 কাঠ প্রভৃতির দ্বারা নির্মিত খেলনা গাড়ি। 8)
শকর-কন্দ
(p. 768) śakara-kanda বি. মিষ্টি আলু, লাল আলু। [সং. শর্করা-কন্দ]। 9)
শকল
(p. 768) śakala বি. 1 খণ্ড, অংশ; 2 মাছের আঁশ, শল্ক; 3 চাঁদের অংশ; 4 বিন্দু। [সং. √ শক্ + অল]। শকলী (-লিন্) বিণ. আঁশযুক্ত। বি. মাছ। 10)
শকাব্দ, শকারি
(p. 768) śakābda, śakāri দ্র শক। 11)
শকার-বকার
(p. 768) śakāra-bakāra বি. শ-কারাদ্য ও ব-কারাদ্য শব্দযোগে অশ্লীল গালি। 12)
শকুন
(p. 768) śakuna বি. 1 মৃত জীবজন্তু ভোজনকারী বৃহদাকার পাখিবিশেষ, গৃধ্র; 2 শুভাশুভসূচক চিহ্ন বা লক্ষণ। [সং. √ শক্ + উন]। ̃ জ্ঞ বিণ. লক্ষণ বা চিহ্নের দ্বারা শুভাশুভ নির্ণয়ে পারদর্শী। 13)
শকুনি
(p. 768) śakuni বি. 1 শকুনপাখি গৃধ্র; 2 (মহাভারতে) দুর্যোধনের কূটবুদ্ধি মাতুল; 3 (আল.) কূটবুদ্ধি ব্যক্তি। [সং. √ শক্ + উনি]। 14)
শকুন্ত
(p. 768) śakunta বি. 1 পাখি 2 ভাসপাখি। [সং. √ শক্ + উন্ত]। ̃ .লা বি. (স্ত্রী.) পাখির দ্বারা রক্ষিতা ও কণ্বমুনির পালিতা মেনকা-বিশ্বামিত্রের কন্যা এবং দুষ্মন্ত রাজার পত্নী। 15)
শকুল
(p. 768) śakula বি. শাল বা শোল গাছ। [সং. √ শক্ + উর]। 16)
শক্কর
(p. 768) śakkara বি. অপরিষ্কৃত চিনি। [ সং. শর্করা]। 17)
শক্ত1
(p. 768) śakta1 বিণ. 1 সমর্থ, কার্যক্ষম (বৃদ্ধ বয়সেও সে যথেষ্ট শক্ত আছে); 2 শক্তিযুক্ত, বলবান (শক্ত দেহ); 3 কর্মকুশল, বিচক্ষণ, পাকা, ধুরন্ধর (শক্ত লোকের পাল্লায় পড়া)। [সং. √ শক্ + ত]। 18)
শক্ত2
(p. 768) śakta2 বিণ. 1 কঠিন, সহজে ভাঙে না এমন, অনমনীয় (শক্ত লাঠি); 2 মজবুত, টেকসই (শক্ত বাঁধন); 3 কঠোর, নির্মম (শক্ত হাকিম); 4 দৃঢ়, অবিচলিত (শক্ত মন); 5 রূঢ়, কড়া, কর্কশ (শক্ত কথা); 6 জটিল, দুরূহ, দুর্বোধ্য ('জলের মত বিষয় হত ইঁটের মত শক্ত': দ্বি. রা; শক্ত প্রশ্ন, শক্ত বই, শক্ত ভাষা); 7 দুরারোগ্য, কঠিন (শক্ত রোগ); ̃ কষ্টসাধ্য (বলা শক্ত, চাকরি মেলা শক্ত); 9 যার সমাধান সহজ নয় (শক্ত মামলা, শক্ত পরীক্ষা)। [ফা. স্খ্ত্]। শক্ত ঘানি (আল.) কঠোরপ্রকৃতি জবরদস্ত লোক; যে ব্যক্তি নির্মমভাবে কাজ আদায় করে নেয়। ̃ .পোক্ত বিণ. মজবুত ও টেকসই। শক্তের ভক্ত নরমের যম শক্তিমান জবরদস্ত লোকের কাছে বিনীত ও বাধ্য থাকে অথচ দুর্বলের উপর অত্যাচার করে এমন ব্যক্তি। 19)
শক্তি
(p. 768) śakti বি. 1 ক্ষমতা, সামর্থ্য, বল (প্রাণশক্তি, শরীরের শক্তি); 2 প্রভাব, প্রতিপত্তি; 3 পরাক্রান্ত স্বাধীন রাষ্ট্র (ইয়োরোপীয় শক্তিবর্গ); 4 হোমিয়োপ্যাথিক ওষুধের ক্রম অথবা গুণের মাত্রা (নাক্স ভম 3 শক্তি); 5 দুর্গা, কালী, কমলা এই তিন স্ত্রী-দেবতা; 6 পৌরাণিক অস্ত্রবিশেষ (শক্তিশেল); 7 দেবসেনাপতি কার্তিকেয়র অস্ত্র; 8 (বিজ্ঞা.) কর্মক্ষমতাদির মাত্রা, energy (বি. প.)। [সং. √ শক্ + তি]। ̃ .উপাসক বি. দুর্গা কালী প্রভৃতি স্ত্রী-দেবতার উপাসক, শাক্ত। ̃ .ধর বিণ. প্রচুর শক্তি বা ক্ষমতার অধিকারী (শক্তিধর রাষ্ট্র, শক্তিধর মল্ল)। বি. 'শক্তি'-অস্ত্রধারী কার্তিকেয়র এক নাম। ̃ .পূজা, ̃ আরাধনা বি. কালী দুর্গা প্রভৃতি স্ত্রী-দেবতার আরাধনা। ̃ .বর্ধক বিণ. যাতে শক্তি বা জোর বাড়ে (শক্তিবর্ধক ওষুধ)। ̃ .ময় বিণ. শক্তিশালী। স্ত্রী. ̃ .ময়ী। ̃.মান, ̃.শালী বিণ. শক্তি আছে এমন, বলবান। স্ত্রী. ̃ .মতী, ̃.শালিনী। বি. ̃ .মত্তা, ̃.শালিতা। ̃.শেল বি. রাবণের 'শক্তি'-নামক অনিবার্য ও মারাত্মক অস্ত্রবিশেষ যার আঘাতে লক্ষণ ধরাশায়ী ও প্রায় নিহত হয়েছিলেন। ̃ .সাধক-শক্তিউপাসক -এর অনুরূপ। ̃ .হীন বিণ. শক্তি নেই এমন, দুর্বল। স্ত্রী. ̃ .হীনা। বি. ̃ .হীনতা। ̃ ..হ্রাস বি. শক্তি কমে যাওয়া বা কমিয়ে দেওয়া। 20)
শক্তু
(p. 768) śaktu বি. ছাতু। [সং. সক্তু]। 21)
শক্য
(p. 768) śakya বিণ. সাধ্য, করতে পারা যায় এমন। [সং. √ শক্ + য]। বি. ̃ তা। 22)
শক্র
(p. 768) śakra বি. দেবরাজ ইন্দ্র। [সং. √ শক্ + র]। ̃ .ধনু বি. ইন্দ্রের ধনুক। ̃ .ভবন বি. ইন্দ্রের আবাস বা গৃহ।
শখ
(p. 769) śakha বি. 1 আগ্রহ মনের ঝোঁক (ছবি আঁকার শখ); 2 পছন্দ, সাধ, খেয়াল (শখের জিনিস); 3 চিত্তবিনোদনের অভিপ্রায় (শখ করে বিদেশে যাওয়া)। [আ. শৌক]। ̃ শৌখিনতা বি. মনের ঝোঁক, খেয়াল এবং বিলাসিতা। শখের থিয়েটার বি. অপেশাদারি এবং নাটকাভিনয়ের প্রতি ভালোবাসার জন্য সংগঠিত থিয়েটার। 2)
শঙ্কনীয়
(p. 769) śaṅkanīẏa বিণ. ভয়ের যোগ্য, যাতে ভয়ের ব্যাপার আছে এমন। [সং. √ শঙ্ক্ + অনীয়]। 3)
শঙ্কা
(p. 769) śaṅkā বি. 1 ভয়, আশঙ্কা; 2 সংশয়। [সং. √ শঙ্ক্ + অ + আ]। ̃ হর, ̃ হরণ বিণ. শঙ্কাদূরকারী। স্ত্রী. ̃ হরা। ̃ হীন বিণ. নির্ভীক, ভয়হীন। শঙ্কিত বিণ. শঙ্কাপ্রাপ্ত, শঙ্কাযুক্ত, ভীত। স্ত্রী. শঙ্কিতা। শঙ্কিল বিণ. শঙ্কাপূর্ণ বা বিপজ্জনক ('শঙ্কিল পঙ্কিল বাট': গো. দা.; 'মরণশঙ্কিল পথে': রবীন্দ্র)। শঙ্কী (-ঙ্কিন্) বিণ. (সমাসের উত্তরপদে) শঙ্কাযুক্ত (পাপশঙ্কী, অমঙ্গলশঙ্কী)। 4)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 1778271
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1687588
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1266676
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 670741
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 637560
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 552182
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 521242
Charukola Round Head Bangla Font
Charukola Round Head
Download
View Count : 426659

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন