Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

(p. 334) jh বাংলা বর্ণমালার নবম ব্যঞ্জমবর্ণ, এবং ঘোষ মহাপ্রাণ তালব্য ঝ্-ধ্বনির দ্যোতক বর্ণবিশেষ। 2)
ঝংকার, ঝঙ্কার
(p. 334) jhaṅkāra, jhaṅkāra বি. 1 মৃদু ঝনঝন শব্দ, ঝনত্কার (বীণার ঝংকার); 2 গুঞ্জন, মধুর ও অস্ফুট ধ্বনি ('ভ্রমরা ঝঙ্কার করে পিয়ে মকরন্দ': বি. গু.); 3 তর্জন (ঝংকার দিয়ে ওঠা)। [সং. ঝন্ + √ কৃ + অ]। ঝংকার ক্রি. (কাব্যে) ঝংকার করা; গুঞ্জন করা ('ঝঙ্কারিবে অলি')। ঝংকৃতি বি. ঝংকার। 3)
ঝক-ঝক, ঝক-মক
(p. 334) jhaka-jhaka, jhaka-maka বি. 1 তীব্র আলো বা ঔজ্জ্বল্যের ভাব (আনন্দে চোখ ঝকমক করে উঠল); 2 অত্যন্ত পরিষ্কার ও সুসজ্জিত ভাব বা অবস্হা (ঘরদোর ঝকঝক করছে)। [তু. তুর. চকমক]। ঝক-ঝকানো, ঝক-মকানো ক্রি. বি. ঝকঝক বা ঝকমক করা। ঝক-ঝকানি, ঝক-মকানি বি. ঝকঝক করার ভাব। ঝক-ঝকে, ঝক-মকে বিণ. ঝকঝক করছে এমন (ঝকঝকে থালাবাসন)। 4)
ঝকমক
(p. 334) jhakamaka দ্র ঝকঝক। 5)
ঝকমারি
(p. 334) jhakamāri বি. 1 (অনুশোচনায়) বোকামি, ভুল, অপরাধ (এ কাজ করতে যাওয়াই ঝকমারি হয়েছে); 2 ল্যাঠা, ঝঞ্ঝাট (এ কাজে কি কম ঝকমারি ?)। [হি. ঝখ্ (ত্রুটি) + বাং. মারা + ই-তু. হি. ঝখ মারনা]। 6)
ঝক্কি
(p. 334) jhakki বি. 1 ঝুঁকি, দায়িত্ব (কাজের ঝক্কি নেওয়া); 2 ঝঞ্ঝাট, ধকল, উপদ্রব (ঝক্কি পোহানো)। [হি. ঝক্কী]। 7)
ঝগড়
(p. 334) jhagaḍ় বি. 1 (প্রা. বাং.) ঝগড়া; 2 অপরাধ, ত্রুটি ('কি মোর ঝগড় ভেল': শ্রীকৃ)। [ঝগড়া দ্র] 8)
ঝগড়া
(p. 334) jhagaḍ়ā বি. বিবাদ, কলহ; অপ্রীতিকর তর্কাতর্কি; বচসা। [হি. ঝগড়া]। ̃ ঝাঁটি বি. কলহবিবাদ প্রভৃতি; অপ্রীতিকর বাদবিসংবাদ। ̃ টে বিণ. কলহপরায়ণ, ঝগড়া করাই যার স্বভাব। 9)
ঝঙ্কার, ঝঙ্কৃত
(p. 334) jhaṅkāra, jhaṅkṛta যথাক্রমে ঝংকার ও ঝংকৃত -র বানানভেদ। 10)
ঝঞ্ঝনা
(p. 334) jhañjhanā দ্র ঝন। 11)
ঝঞ্ঝা
(p. 334) jhañjhā বি. প্রবল ঝড়বৃষ্টি। [সং. ঝম্ + √ ঝট্ + অ + আ]। ̃ ক্ষুব্ধ বিণ. প্রবল ঝড়ে আলোড়িত। ̃ নিল, ̃ বাত বি. প্রবল ঝোড়ো বাতাস। ̃ বর্ত বি. ঝড়বৃষ্টিসহ ঘূর্ণিবাতাস। বিক্ষুব্ধ-ঝঞ্ঝাক্ষুব্ধ -র অনুরূপ। 12)
ঝঞ্ঝাক্ষুব্ধ, ঝঞ্ঝানিল, ঝঞ্ঝাবর্ত, ঝঞ্ঝাবাত
(p. 334) jhañjhākṣubdha, jhañjhānila, jhañjhābarta, jhañjhābāta দ্র ঝঞ্ঝা। 14)
ঝঞ্ঝাট
(p. 334) jhañjhāṭa বি. ঝামেলা; জটিলতা; হাঙ্গামা, অশান্তি (ঝঞ্ঝাট পোহানো, ঝঞ্ঝাট চুকিয়ে দেওয়া)। [সং. ঝঞ্ঝা + বাং. ট]। 13)
ঝট
(p. 334) jhaṭa বি. ক্রি-বিণ. অতি দ্রুত, শীঘ্র (ঝট করে নিয়ে এসো)। [সং. ঝটিতি]। 15)
ঝট-পট1
(p. 334) jhaṭa-paṭa1 ক্রি-বিণ. অতি শীঘ্র, খুব তাড়াতাড়ি (ঝটপট কাজ শেষ করো)। [ঝট দ্র]। 17)
ঝট-পট2
(p. 334) jhaṭa-paṭa2 বি. (পাখির) ডানা নাড়ার শব্দ (পাখির ঝটপট)। [ধ্বন্যা.]। ঝট-পটানি বি. ডানা নাড়ানো। ঝট-পটানো ক্রি. বি. ঝটপট শব্দ করা। 18)
ঝটকা, ঝটকানি
(p. 334) jhaṭakā, jhaṭakāni বি. আকস্মিক তীব্র টান, হেঁচকা টান। [হি. ঝটক্]। 16)
ঝটা-পটি
(p. 334) jhaṭā-paṭi বি. পরস্পর জড়াজড়ি, হাতাহতি। [ধ্বন্যা.]। 19)
ঝটিকা
(p. 334) jhaṭikā বি. ঝড়। [প্রাকৃ. ঝড়ী]। ̃ বর্ত বি. ঘূর্ণিবাতাস, cyclone. ̃ সফর বি. ঝড়ের গতিতে পর্যটন বা প্রচার অভিযান; খুব অল্প সময়ের জন্য সফর। 20)
ঝটিতি
(p. 334) jhaṭiti ক্রি-বিণ. তাড়াতাড়ি, খুব শীঘ্র, ঝট করে। [সং. √ ঝট্ + ইতি]। 21)
ঝড়
(p. 334) jhaḍ় বি. প্রচণ্ড বায়ুপ্রবাহ, ঝটিকা। [প্রাকৃ. ঝড়ী] ̃ জল বি. ঝড় ও বৃষ্টি। ̃ ঝাপটা বি. 1 ঝড়ের তাড়না বা দমক; 2 (আল.) বিপদ-আপদ (জীবনে অনেক ঝড়ঝাপটা পার হয়ে এসেছি)। 22)
ঝড়তি-পড়তি
(p. 334) jhaḍ়ti-paḍ়ti বি. 1 যে অংশ নাড়াচাড়ায় বা গুদামে থেকে নষ্ট হয়; 2 যে অংশ সহজে ঝড়ে পড়ে যায়; 3 (আল.) যত্সামান্য; 4 (আল.) যা পড়ে থাকে, অবশিষ্ট অংশ (আমার ভাগে ছিল কিছু ঝড়তিপড়তি)। [বাং. ঝাড়তি (ঝাড়া জিনিস) + পড়তি (পড়ে থাকা অংশ)]। 23)
ঝন
(p. 334) jhana বি. ধাতুদ্রব্যাদি পড়ার বা আঘাত পাওয়ার তীক্ষ্ণ শব্দ। ̃ ঝন বি. 1 অপেক্ষাকৃত দীর্ঘ সময় ধরে ক্রমাগত ঝন শব্দ; 2 টনটন (মাথাটা ঝনঝন করছে)। ঝন-ঝনা, ঝঞ্ঝনা বি. 1 (ঝনঝন আওয়াজ, ঝনত্কার (অস্ত্রের ঝনঝনা); 2 বজ্র ('ঝঞ্ঝনা পড়ুক তার মাথার উপর': চণ্ডী)। ঝন-ঝনানো ক্রি. ঝনঝন আওয়াজ করা বা হওয়া; আঘাত ইত্যাদির জন্য টনটন করা, বেদনা বোধ করা (মাথাটা ঝনঝনাচ্ছে)। বি. উক্ত অর্থে। 24)
ঝন-কাঠ, ঝন-কাট
(p. 334) jhana-kāṭha, jhana-kāṭa বি. (আঞ্চ.) দরজার মাথার কাঠ, কপালি। [দেশি]। 25)
ঝনত্-কার
(p. 334) jhanat-kāra বি. (অলংকার ইত্যাদি ধাতুনির্মিত দ্রব্যের সংযোগজনিত) ঝনঝন শব্দ। [বাং. ঝনত্ (ধ্বন্যা.) + কার]। 26)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2246082
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1877131
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1470505
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 761194
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 760881
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 647726
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 626473
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 562106

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন