Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গাছের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অচ্ছদ
(p. 8) acchada বিণ. 1 ছদ বা আচ্ছাদন নেই এমন, অনাচ্ছাদিত, অনাবৃত, আঢাকা, খোলা (অচ্ছদ অঙ্গন); 2 পত্রহীন, (যে গাছে) পাতা নেই এমন। [সং. ন+ছদ (=আচ্ছাদন)]। 79)
অপর্ণ
(p. 39) aparṇa বিণ. (গাছের) পাতা নেই এমন ('অপর্ণ সে উপবন': সু. দ.)। [সং. ন + পর্ণ]। 12)
আঁকশি, আঁকুশি
(p. 77) ān̐kaśi, ān̐kuśi বি. গাছের উঁচু ডাল ইত্যাদি থেকে ফলফুল পাড়ার জন্য অঙ্কুশের মতো আগাবিশিষ্ট লাঠি বা লগা। [সং. অঙ্কুশ]। 55)
আগা
(p. 82) āgā বি. অগ্রভাগ, উপরের অংশ, ডগা (গাছের আগা, সূচের আগা)। [সং. অগ্র]। ̃ .গোড়া ক্রি-বিণ. প্রথম থেকে শেষ পর্যন্ত, আদ্যন্ত। 54)
আটকানো
(p. 85) āṭakānō ক্রি. 1 আটকে রাখা, অবরুদ্ধ করা (খোঁয়াড়ে আটকানো); 2 বাধাপ্রাপ্ত হওয়া, বাধা পাওয়া (মুখে কথা আটকায় না); 3 লাগানো, সংবদ্ধ করা (দেওয়ালে ছবি আটকানো); 4 বাধা দেওয়া (বন্যা আটকানো); 5 বেধে যাওয়া (ঘুড়িটি গাছে আটকে গেছে)। বি. বিণ. উক্ত অর্থে। [বাং. আটক নামধাতু √ আটকা + আনো]। 64)
আঠা
(p. 85) āṭhā বি. 1 গঁদ, কাই, লেই; চট্চটে রস বা রসজাতীয় জিনিস (গাছের আঠা); 2 (আল.) আগ্রহ, উত্সাহ (তোমার দেখেছি কাজে বড়ই আঠা)। ̃ কাটি, ̃ কাঠি বি. পাখি ধরার জন্য আঠা-মাখানো শলা; (আল.) ফাঁদ। ̃ লো বিণ. চট্চটে, আঠাযুক্ত। 73)
আড়াই
(p. 85) āḍ়āi বিণ. দুই এবং আধ, 21 / 2। [প্রাকৃ. আড়্ঢাইয়]। ̃ হাতি বিণ. আড়াই হাত দৈর্ঘ্যবিশিষ্ট। তাল গাছের আড়াই হাত কোনো কাজের শেষ এবং সবচেয়ে কঠিন অংশ। ̃ য়া বি. আড়াই গুনের নামতা; (বর্ত বিরল) আড়াই সের ওজনের বাটখারা। 95)
আড়ে
(p. 85) āḍ়ē ক্রি-বিণ. 1 আড়ালে ('সে ছিল গাছের আড়েই': নজরুল); 2 প্রস্হের দিকে (কাপড়টা আড়ে এক হাত)। 100)
আন্দোলন
(p. 95) āndōlana বি. 1 কম্পন; দোলন; আলোড়ন (গাছের পাতার আন্দোলন); 2 কোনো লক্ষ্য সিদ্ধির জন্য প্রচার, উত্তেজনা, সংঘবদ্ধ বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি। [সং. √ আন্দোলি + অন]। আন্দোলিত বিণ. আলোড়িত, কম্পিত; উত্তেজিত। 29)
আপেল
(p. 97) āpēla বি. গোলাপজাতীয় (rosaceous) পার্বত্য গাছের গোলাকার ফল বিশেষ। [ইং. apple] 15)
আর
(p. 103) āra সমু. অব্য. 1 এবং, ও (তুমি আর আমি); 2 এর বেশি (অনেক লিখেছি, আর কী লিখব?); 3 অতঃপর (রাত হয়েছে, আর গল্প নয়); 4 অথবা, কিংবা (চাও আর না চাও); 5 যুগপত্ (এইসব দেখি আর দুঃখ পাই); 6 পক্ষান্তরে, কিন্তু (শক্তের ভক্ত আর নরমের যম); 7 পুনরায়, আবার (আর সেকথা কেন?); 8 এখনও (আর কেন বৃথা চেষ্টা); 9 এখন (আর সেদিন নেই); 1 কখনো (ধানগাছে কি আর তক্তা হয়); 11 আগে বা পরে কখনো (এমনটি আর হবে না); 12 অবশ্য (তুমি তো আর গরিব নও); 3 তদবধি (গেলে আর ফিরলে না)। বিণ. 1 অন্য, অপর (আর কেউ, আর পারে আমবন); 2 দ্বিতীয়, অন্য একটি (আর এমন লোক পাবে না); 3 বিগত (আর বছর এসেছিল); 4 আগামী (আর শনিবারে যাব)। সর্ব. অন্য কিছু (এক করতে আর হয়)। [সং. অপর আবার আর]। আর-আর অব্য. বিণ. অন্যান্য (আর-আর লোকে, আর-আর দিন)। আরও অব্য. বিণ. বিণ-বিণ. ক্রি-বিণ. 1 অধিকতর (আরও কষ্ট, আরও ভালো, আরও কাঁদবে); 2 এ ছাড়া অন্য (আরও লোকে জানে); 3 অধিকন্তু (আরও শোনো)। 29)
আলবাল
(p. 106) ālabāla বি. জল সেচনের জন্য গাছের গোড়ায় মাটির ঘের। [সং. আ + লব + আ + √লা + অ]। 5)
উঠা, ওঠা
(p. 119) uṭhā, ōṭhā ক্রি. 1 উত্থিত হওয়া (জলের ভিতর থেকে ডাঙ্গা উঠছে); 2 আসন ছেড়ে উঠে দাঁড়ানো (অনেক রাত হল, এখন সবাই ওঠো); 3 শয্যা ত্যাগ করা (সকালে কটায় ওঠো?); 4 গজানো (দাঁত উঠছে না); 5 উদিত হওয়া, প্রকাশ পাওয়া (চাঁদ উঠেছে); 6 চড়া, আরোহণ করা (গাছে ওঠা, কাঁধে ওঠা); 7 স্খলিত হওয়া (চুল ওঠা); 8 উঁচু ধাপে বা ক্লাসে উন্নীত হওয়া (ক্লাস ফাইভে উঠেছে); 9 সংগৃহীত হওয়া (অনেক চাঁদা উঠেছে); 1 গোচরে আসা (কথাটা কর্তার কানে উঠেছে); 11 আমদানি হওয়া, দোকানে-বাজারে আসা (বাজারে আম উঠেছে); 12 উন্নীত হওয়া (জাতে ওঠা); 13 মুছে যাওয়া (কালির দাগটা উঠছে না); 14 প্রচারিত হওয়া (চারদিকে একটা রব উঠছে); 15 উল্লিখিত বা তালিকাভুক্ত হওয়া (তার নামটা লিস্টে উঠেছে); 16 পরিবর্তন, বিকৃতি ইত্যাদি দেখা দেওয়া (পেকে ওঠা, পচে উঠছে, কেঁপে উঠছে)। [বাং. উঠ্ ( সং. উত্ + √ স্হা)]। উঠা-উঠি, (কথ্য) ওঠা-উঠি বি. পরস্পর ওঠা; ক্রমাগত বা বারবার ওঠা। উঠানো, ওঠানো ক্রি. বি. উত্থিত বা উত্তেলিত করা; খাড়া করা; উপরে তুলে দেওয়া; অপসারিত করা বা উচ্ছেদ করা। উঠিয়ে দেওয়া ক্রি. বি. উঠানো; তুলে দেওয়া বা উচ্ছেদ করা (ভাড়াটেকে উঠিয়ে দেওয়া)। উঠেপড়ে লাগা ক্রি. বি. দৃঢ়সংকল্পে কাজে লাগা। উঠে যাওয়া 1 স্হানত্যাগ করা; 2 লুপ্ত হওয়া (রং উঠে গেছে, দোকান উঠে গেছে); 3 রহিত হওয়া (পণপ্রথা উঠে যাচ্ছে)। 84)
এলাচ, এলাচি
(p. 149) ēlāca, ēlāci বি. সুগন্ধি মশলাবিশেষ; এলা গাছের ফল. cardamom. [সং. এলা; হি. ইলাইচ]। 16)
কচা
(p. 156) kacā বি. 1 গাছের কচি ডাল (চলতে চলতে একটা জিয়লের কচা ভেঙে নিল); 2 লাঠি, দণ্ড (কচা হাতে ছুটে এল)। [দেশি]। 40)
কণ্টক
(p. 159) kaṇṭaka বি. 1 গাছের বা মাছের কাঁটা (কণ্টকাকীর্ণ পথ); 2 অন্তরায়, বাধা, বিঘ্ন (সুখের কণ্টক); 3 লজ্জা বা কষ্টের কারণ; 4 শত্রু; 5 রোমাঞ্চ। [সং. √ কণ্ট্ + অক]। ̃ ফল, কণ্টকি-ফল, কণ্টকী-ফল বি. কাঁঠাল; কাঠালগাছ। ̃ শষ্যা বি. অস্বস্তি; অত্যন্ত অস্বস্তিকর বা যন্ত্রণাদায়ক অবস্হা। কণ্টকিত বিণ. 1 রোমাঞ্চিত (শরীর কণ্টকিত হল); 2 বাধাজনক; জটিলতাপূর্ণ (সমস্যাকণ্টকিত পথ)। কণ্টকী (-কিন্) বিণ. যাতে কাঁটা আছে এমন। বি. 1 খেজুর বা ওইজাতীয় কাঁটাযুক্ত গাছ; 2 বেউড় বাঁশ; 3 কাঁটাওয়ালা মাছবিশেষ। কণ্টকোদ্ধার বি. কাঁটা দূরীকরণ, বিঘ্ননাশ; শত্রুদমন। কণ্টকে কণ্টকোদ্ধার শত্রুকে দিয়ে শত্রু দমন করা, কাঁটা দিয়ে কাঁটা তোলা; এক শত্রুর বিরুদ্ধে অন্য শত্রুকে লেলিয়ে দেওয়া। 20)
কপালি1
(p. 163) kapāli1 বি. 1 চৌকাঠের মাথা বা মাথার কাঠ, ঝনকাঠ; 2 (আঞ্চ.) খেজুর গাছের মাথার দিকের অংশ যেখান থেকে রস নির্গত হয়। [দেশি]। 9)
কর্ক
(p. 167) karka বি. ছিপি; ইয়োরোপীয় কর্ক গাছের ছালে প্রস্তুত ছিপি। [ইং. cork। 46)
কলম1
(p. 169) kalama1 বি. 1 কোনো গাছ থেকে কেটে-নেওয়া কচি ডাল যা থেকে অন্য গাছ হয়; 2 কোনো গাছের কচি ডাল যা অন্য গাছের সঙ্গে জুড়ে নতুন গাছ উত্পাদন করা হয়। [আ. ক'লম্]। কলম করা ক্রি. বি. নতুন গাছ জন্মাবার জন্য বড় গাছের ডাল কেটে নিয়ে তাই দিয়ে গাছ উত্পাদন করা। 53)
কলা2
(p. 169) kalā2 বি. 1 (প্রধানত) গ্রীষ্মমণ্ডল উত্পন্ন লম্বা ফলবিশেষ, কদলী, রম্ভা; 2 (আল.) কিছুই না (সে কলা করবে); (গৌণার্থে) বুড়ো আঙুল (কলা দেখিয়ে চলে গেল)। [সং. কদলী]। কলা খাওয়া ক্রি. বি. ব্যর্থ হয়ে পড়ে থাকা (তুমি এখন বসে কলা খাও)। কলা দেখানো ক্রি. বি ফাঁকি দেওয়া। কলাপোড়া খাওয়া (তু. কচুপোড়া খাওয়া) ক্রি. বি. ব্যর্থ হয়ে পড়ে থাকা। ̃ বউ, ̃ বধূ, ̃ বৌ বি. 1 দুর্গাপূজার প্রথম দিনে পূজিত পাতাসহ কলাগাছের বধূমূর্তি; 2 কলা, ধান প্রভৃতি নয়টি গাছ দিয়ে তৈরি দেবীমূর্তি; 3 নবপত্রিকা; 4 নবদুর্গা; 5 (সাধারণের ভ্রান্ত ধারণায়) গণেশপত্নী; 6 (বিদ্রূপে) দীর্ঘ ঘোমটা-দেওয়া বধূ; অতি লজ্জাশীলা বধূ। 68)
কষ1
(p. 172) kaṣa1 বি. 1 হরীতকী আম গাব প্রভৃতি ফল বা গাছের কষায় রস (কলার কষ); 2 ওই রসের ছোপ (কষ লাগা); 3 চামড়া পাকাবার কষায় রস বা ক্বাথ, tannin. [সং. কষায়]। 55)
কাঁটা
(p. 174) kān̐ṭā বি. 1 সূক্ষ্মাগ্র অর্থাত্ ছুঁচলো বস্তু; কণ্টক (গাছের কাঁটা, খোঁপার কাঁটা); 2 কাঁটার মতো লোহার ছুঁচ (ঘড়ির কাঁটা); 3 সূক্ষ্ম ও সূক্ষ্মাগ্র হাড় (মাছের কাঁটা); 4 খাদ্যবস্তু মুখে তোলার জন্য শলাকাবিশেষ, fork; 5 তুলাদণ্ড, বড় নিক্তি (কাঁটার ওজন); 6 ছোট পেরেক; 7 পুলক, রোমাঞ্চ ('শুনে তোমার গায়ে দেবে কাঁটা': রবীন্দ্র)। [সং. কণ্টক]। কাঁটা করা ক্রি. বি. ওজন করা (আলুর বস্তাটা এখনও কাঁটা করা হয়নি)। কাঁটা-চামচ, কাঁটা-ছুরি বি. ইয়োরোপীয় প্রথায় ভোজনের জন্য কাঁটা অর্থাত্ fork এবং চামচ বা ছুরি। ̃ ঝাঁপ বি. চড়কের সময় বাঁশের ভারার উপর থেকে মাটিতে খাড়াভাবে বিছানো লোহার কাঁটার উপর ঝাঁপ দেওয়া। ̃ ঝোপ, ̃ বন বি. কাঁটাওয়ালা গাছে ভরা ঝোপ বা বন। ̃ তারের বেড়া বি. কাঁটার মতো সূক্ষ্মাগ্র লোহার শলাকাযুক্ত বাঁকানো তারের বেষ্টনী, barbed wire. ̃ নটে বি. শাকবিশেষ। কাঁটায় কাঁটায় ক্রি-বিণ. ঠিক ঠিক, সময়ের এতটুকু ব্যতিক্রম না করে (কাঁটায় কাঁটায় কাজ করা)। কাঁটা দিয়ে কাঁটা তোলা ক্রি. বি. এক দুষ্টের বিরুদ্ধে অন্য এক দুষ্টকে লেলিয়ে দিয়ে উভয়েরই বিনাশ করা। গায়ে কাঁটা দেওয়া-গাঁ3 দ্র। কাঁটা হওয়া ক্রি. বি. ভয়ে শিউরে ওঠা। পথের কাঁটা বি. বাধা, পথের প্রতিবন্ধক; উন্নতি বা সাফল্যের পথে বাধা। 64)
কাঁদি
(p. 174) kān̐di বি. ফলের বড় গুচ্ছ (কলার কাঁদি)। [সং. স্কন্ধ]। গাছে না উঠতেই এক কাঁদি-গাছ দ্র। 78)
কাঠ
(p. 179) kāṭha বি. গাছের কঠিন অংশ, কাষ্ঠ। বিণ. 1 কাঠের মতো অনড় ও নিস্পন্দ (ভয়ে কাঠ); 2 অসাড়, শক্ত (মরে কাঠ); 3 রসহীন (শুকিয়ে কাঠ); 4 অবাক, নিস্তব্ধ। [সং. কাষ্ঠ]। ̃ কয়লা বি. কাঠ পুড়িয়ে তৈরি কয়লা। কাঠ-কাঠ বিণ. কাঠের মতো শুষ্ক, শক্ত ও লাবণ্যহীন। ̃ কুড়ানি, ̃ কু়ড়নি বি. (স্ত্রী.) যে কাঠকুটো কুড়িয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করে অথবা বিক্রি করে। ̃ খড় বি. কাঠ ও শুকনো তৃণ; পোড়াবার উপকরণ; জোগাড়যন্ত্র। অনেক কাঠখড় পোড়ানো বহু চেষ্ঠা ও পরিশ্রম করা। ̃ খোলা বি. বালিহীন ভাজার পাত্র, বালি, তেল ইত্যাদি ছাড়াই কেবল তাপে ভাজার পাত্র; (কাঠখোলায় ভাজা চিঁড়ে)। ̃ গড়া বি. আদালতে কাঠের রেলিংযুক্ত সাক্ষীর মঞ্চ, dock. ̃ গোলা বি. কাঠের আড়ত। ̃ গোলাপ বি. গন্ধহীন গোলাপজাতীয় ফুলবিশেষ। ̃ ঝুনো বিণ. (নারকেল সম্বন্ধে) শাঁস কাঠের মতো শক্ত হয়ে গেছে এমন। ̃ ঠোকরা বি. কাঠে ঠোকর মেরে কাঠের পোকা খেতে অভ্যস্ত পাখিবিশেষ, woodpecker. ̃ পিঁপড়ে বি. বড় কালো পিঁপড়েবিশেষ। ̃ ফড়িং বি. কাঠির মতো রোগা ফড়িংবিশেষ। ফাটা বিণ. (তাপে) কাঠ ফেটে যায় এমন (কাঠফাটা রোদ)। ̃ বমি বি. যে বমিতে ভুক্ত দ্রব্য উঠে আসে না। ̃ বিড়াল বি. (সচ.) বৃক্ষচারী ঝাঁকড়া লেজওয়ালা ছোট জন্তুবিশেষ। স্ত্রী. ̃ বিড়ালী। ̃ মল্লিকা বি. বনমল্লিকা। কাঠে কাঠে ক্রি-বিণ. পরস্পরের জোড়ের সঙ্গে (কাঠে কাঠে মিলে গেছে); সমানে সমানে; সেয়ানে সেয়ানে (কাঠে কাঠে লড়াই)। 30)
কাণ্ড
(p. 179) kāṇḍa বি. 1 গাছের মূল থেকে শাখা পর্যন্ত অংশ, গুঁড়ি; 2 পর্ব, পাব; 3 গ্রন্হের অধ্যায় বা বিষয়বিভাগ (বেদের কর্মকাণ্ড, রামায়ণের সপ্তকাণ্ড); 4 ব্যাপার, ঘটনা (অবাক কাণ্ড, কত কাণ্ড ঘটে গেল); 5 (বিরল) বাণ, কাঁড় (ধনুষ্কাণ়্ড)। [সং. √ কন্ + ড]। ̃ কারখানা বি. ঘটনাসমূহ; কার্যাবলি। ̃ জ বিণ. কাণ্ড বা গুঁড়ি থেকে উত্পন্ন। ̃ জ্ঞান বি. সহজাত বুদ্ধি; অবস্হা অনুযায়ী কর্তব্য-অকর্তব্য বিচারের ক্ষমতা, common sense. কাণ্ডা-কাণ্ড-জ্ঞান, কাণ্ডা-কাণ্ডি-জ্ঞান বি. ভালো-মন্দ বোধ, কর্তব্য-অকর্তব্য জ্ঞান। 44)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2097644
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1778009
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1375910
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 724937
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 702930
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 597754
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 556738
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 544095

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন