Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অনুসারে দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অক্ষৌহিণী
(p. 4) akṣauhiṇī বি. পুরাণ অনুসারে 1935 পদাতি, 6561 অশ্ব, 2187 হস্তী এবং 2187 রথ নিয়ে মোট 2187 চতুরঙ্গ সেনাবিশিষ্ট বাহিনী (কোনো কোনো প্রাচীন সাহিত্যে অক্ষৌহিণী বলতে কোনো বিশেষ সংখ্যা না বুঝিয়ে সাধারণভাবে উচ্চ সংখ্যা বোঝানো হয়েছে)। [সং. অক্ষ (রথগজাদি অর্থে) + ঊহিনী (সমূহবিশিষ্ট)]। 41)
অজিহ্ব
(p. 8) ajihba বিণ. জিহ্বা নেই এমন। বি. ব্যাং (পৌরাণিক কাহিনী অনুসারে অগ্নির অভিশাপে ব্যাং জিভ হারিয়েছিল)। [সং. ন+জিহ্বা]। 121)
অনু-ক্রম
(p. 25) anu-krama বি. 1 যথাক্রম (বর্ণানুক্রম, পুরুষানুক্রমে); 2 ক্রমান্বয়, পারম্পর্য, sequence; 3 কর্মসূচি, programme. [সং. অনু + √ ক্রম্ + অ]। ̃ ণ বি. অনুসরণ; পিছন পিছন যাওয়া। ̃ ণিকা, ̃ ণী বি. বইয়ের মুখবন্ধ বা ভূমিকা। অনু-ক্রমিক বিণ. পারম্পর্যযুক্ত, ক্রম-অনুসারী, পরপর ঘটে এমন। 75)
অনু-গত
(p. 25) anu-gata বিণ. 1 মতের অনুসারী, মত অনুসারে চলে এমন (পিতার অনুগত); 2 অধীন; 3 আশ্রিত; 4 অনুগ (মূলের অনুগত ব্যাখ্যা)। [সং. অনু + √ গম্ + ত]। 78)
অনু-পাত
(p. 28) anu-pāta বি. 1 (গণি.) এক রাশির সঙ্গে অন্য রাশির ভাগ সম্বন্ধ; ratio (বি. প.); 2 এক বস্তুর হ্রাস-বৃদ্ধি অনুসারে অন্য বস্তুর হ্রাস-বৃদ্ধি, proportion (বি. প.); 3 হিসাব; 4 হার (সেই অনুপাতে এদেশের ভালোই উন্নতি হয়েছে বলতে হবে)। [সং. অনু + √ পত্ + অ]।
অনু-বিধান
(p. 29) anu-bidhāna বি. 1 সদৃশ করা, একরকম করা; 2 নির্দেশ অনুসারে কাজ। [সং. অনু + বিধান]. 24)
অনু-মত
(p. 30) anu-mata বিণ. স্বীকৃত; সম্মত; অনুমোদিত। বি. আজ্ঞা; নির্দেশ বা আদেশ; অনুমোদন। [সং. অনু + √ মন্ + ত]। অনু-মতি বি. অনুমোদন; সম্মতি; স্বীকৃতি; আজ্ঞা। [সং. অনু + √ মন্ + তি]। অনু-মত্যনু-সারে ক্রি-বিণ. আজ্ঞা অনুসারে; আদেশ অনুসারে (by order এর অনুবাদ)। 10)
অনু-যায়ী
(p. 30) anu-yāẏī (-য়িন্) বিণ. 1 অনুগামী, অনুবর্তী; 2 সদৃশ; অনুরূপ। ক্রি-বিণ. অনুসারে। 20)
অনু-রূপ
(p. 31) anu-rūpa বিণ. তূল্য, সদৃশ, মতন; সমান গুণ বা আকৃতিবিশিষ্ট; যোগ্য; অনুসারী (সাধনার অনুরূপ সিদ্ধি)। [সং. অনু + রূপ]। ̃ তা বি. সাদৃশ্য; তূল্যতা। 6)
অনু-লোম
(p. 31) anu-lōma বি. ক্রম; অনুক্রম, যথাক্রম। বিণ. অনুকূল। ক্রি-বিণ. যথাক্রমে, ক্রমানুসারে; প্রকৃষ্ট প্রণালী অনুসারে। [সং. অনু + লোম]। অনুলোম বিবাহ বি. উচ্চবর্ণের পূরুষের সঙ্গে নিম্নবর্ণের কন্যার বিবাহ। তু. প্রতিলোম বিবাহ। 15)
অনু-সার
(p. 32) anu-sāra বি. অনুসরণ; অনুরূপ আচরণ। [সং. অনু + √ সৃ + অ]। অনু-সারী (-রিন্) বিণ. অনুসরণকারী, পিছু নেয় বা অনুসরণ করে এমন। অনু-সারে ক্রি-বিণ. অনুযায়ী, মতো (শক্তি অনুসারে, যোগ্যতা অনুসারে, নিয়ম অনুসারে)। 5)
অনুগ
(p. 25) anuga বিণ. 1 অনুসরণকারী; অনুগমনকারী, অনুগামী; 2 অনাযায়ী, অনুসারী (নিয়মানুগ); 3 অনুচর; 4 সেবক। [সং. অনু + √ গম্ + অ]। 77)
অপ-শ্রুতি
(p. 39) apa-śruti বি. (ভাষাতত্ত্বে) একই ধাতু বা শব্দ থেকে কিংবা একই প্রত্যয় বা বিভক্তি যোগে নিষ্পন্ন পদে নির্দিষ্ট ক্রম অনুসারে স্বরধ্বনির অপসরণ বা গুণবৃদ্ধি ও সম্প্রসারণজনিত পরিবর্তন (যথা - √ কৃ-করণ, কারণ, কৃত), ablaut. [সং. অপ + শ্রুতি়]। 22)
অভি-মত
(p. 50) abhi-mata বি. মত, মতামত; উদ্দেশ্য, অভিপ্রায়। বিণ. অনুমোদিত; উদ্দেশ্য বা ইচ্ছা অনুসারে করা হয়েছে এমন, উদ্দিষ্ট, অভীষ্ট। [সং. অভি + মত]। 109)
অমৃত
(p. 57) amṛta বি. 1 যা পান করলে মৃত্যু হয় না, সুধা, পীযূষ; অতি মধুর বা জীবনরক্ষক খাদ্য বা পানীয়; 2 দেবতা (অমৃতলোক, অমৃতের পুত্র); 3 দেবলোক, স্বর্গ; 4 মোক্ষ; মুক্তি। বিণ. অত্যন্ত মধুর (অমৃত ফল); 2 জীবনরক্ষাকারী; 3 অমর। [সং. ন + মৃত]। ̃ .কুণ্ডু বি. যে কুণ্ড বা কূপের মধ্যে অমৃত থাকে; অমৃতের মতো মধুর খাদ্য থাকে এমন পাত্র। ̃ .ফল বি. আম। ̃ .বল্লী বি. গুলঞ্চ। ̃ .ভাষী (-ষিন্) বিণ. মধুরভাষী। স্ত্রী. ̃ .ভাষীণী। ̃ .মন্হন বি. (হিন্দু পুরাণের কাহিনী অনুসারে) সমুদ্র মন্হন করে অমৃত উদ্ধার; (আল.) প্রবল প্রচেষ্টার দ্বারা বিশেষ মূল্যবান কোনো সামগ্রী আহরণ। ̃ .যোগ বি. (জ্যোতিষ.) শুভ যোগবিশেষ। ̃ .রস বি. সুধারস; অতি মধুর রস। ̃ .লোক বি. দেবলোক, স্বর্গ। ̃ ..হ্রদ বি. অমৃত বা সুধায় পূর্ণ হ্রদ। অমৃতা বি. 1 হরীতকী; 2 নাড়ীবিশেষ। অমৃতি বি. জিলিপির মতো আকৃতিবিশিষ্ট কিন্তু আরও বড় আরও পুষ্ট মিষ্টান্নবিশেষ। অমৃতে অরুচি (ব্যঙ্গে) অতি প্রিয় বস্তু সম্পর্কে বিরাগ (সিগারেট খেতে ইচ্ছে করছে না? হঠাত্ অমৃতে এমন অরুচি কেন?) অমৃতোপম বিণ. অমৃতের তুল্য, অমৃতের মতো; অতি মধুর। 49)
আইন
(p. 77) āina বি. সরকারি বিধি; বিধান, কানুন; যে নিয়মাবলি দেশের সমস্ত মানুষ মেনে চলে বা মানতে বাধ্য। [আ. আঈন, ফা. আইন]। আইন অমান্য বি. সরকারের বিরুদ্ধে বিক্ষোভ জানাবার উপায় হিসাবে আইন ভাঙার আন্দোলন, civil disobedience. ̃ কানুন বি. বিধিব্যবস্হা, নিয়মাবলি। ̃ জীবী (-বিন্) বি. উকিল, ব্যারিষ্টার প্রভৃতি যাঁরা ওকালতি করে জীবিকা নির্বাহ করেন। ̃ জ্ঞ বিণ. আইন সম্পর্কে অভিজ্ঞ। ̃ ব্যবসায়ী (-য়িন্) বি. আইনজীবী। ̃ ত, (বর্জি.) ̃ তঃ (-তস) ক্রি-বিণ. আইনের বিচারে, আইনের চোখে; আইন অনুসারে। ̃ মাফিক, ̃ মোতাবেক বিণ. ক্রি-বিণ. আইন অনুযায়ী, আইন অনুসারে। ̃ সম্মত, ̃ সংগত বিণ. আইনের দিক দিয়ে সমর্থনযোগ্য। আইনানুগ বিণ. আইনসম্মত; আইন অনুসারী। আইন পাশ করা ক্রি. বি. 1 ওকালতি পরীক্ষায় পাশ করা (আইন পাশ করার পর সে ওকালতি শুরু করল); 2 আইন বা বিধি প্রবর্তন বা চালু করা; সংসদে বিধি প্রবর্তন করা। পাঁচ আইন বি. পুলিশের ক্ষমতা ও কর্তব্যবিষয়ক আইন। 11)
আনু-পাতিক
(p. 94) ānu-pātika বিণ. অনুপাত অর্থাত্ সংগত অংশ অনুসারে বিবেচিত, proportional. [সং. অনুপাত + ইক]।
ইত্যনু-সারে
(p. 114) ityanu-sārē ক্রি-বিণ. এই অনুযায়ী; এইভাবে। [সং. ইতি + অনুসারে]। 17)
উলেমা
(p. 133) ulēmā বি. (মূল অর্থ অনুসারে বহুবচন কিন্তু বাংলায় একবচনেই প্রয়োগ হয়) মুসলমান পণ্ডিত ও শাস্ত্রজ্ঞ। [আ. উলমা, আ'লিম শব্দের বহুবচনের রূপ]। 166)
এনকোর
(p. 146) ēnakōra বি. (অভিনয় নৃত্যগীত প্রভৃতি শিল্পকলা) আবার দেখাবার বা শোনাবার জন্য অনুরোধ; আবার আবার; বাহবা (শ্রোতারা তাঁর বক্তৃতা শুনে এনকোর দিতে লাগল)। [ফা. encore (মূল উচ্চারণ অঁকর্। কিন্তু শব্দটির ইংরেজি উচ্চারণ অনুসারে এনকোর বাংলায় প্রচলিত হয়েছে]। 59)
এপ্রিল
(p. 148) ēprila বি. ইংরেজি বছরের চতুর্থ মাস-বাংলা চৈত্রের মাঝামাঝি থেকে বৈশাখের মাঝামাঝি পর্যন্ত। [ইং. April]। ̃ ফুল বি. পাশ্চাত্য প্রথা অনুসারে পয়লা এপ্রিল কাউকে কৌতুক করে ঠকানো (ওকে এপ্রিল ফুল করা সহজ হবে না)। 4)
ঐতিহ্য
(p. 150) aitihya বি. 1 পরম্পরায় চলে আসে এমন চিন্তা বিশ্রুতি বা বিশ্বাস (ভারতের প্রাচীন ঐতিহ্য অনুসারে মহাভারত রচিত হয়েছিল কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসের দ্বারা); 2 পরম্পরাগত চিন্তা সংস্কার ভাবধারা অভ্যাস প্রভৃতি, tradition (ভারতের জাতীয় ঐতিহ্য. দেশের ঐতিহ্যের বিরোধী কাজ)। [সং. ইতিহ + য]। 24)
কর্ম
(p. 169) karma (-র্মন্) বি. 1 যা করা হয়, কার্য; 2 কর্তব্য; 3 উপযোগিতা (সে কোনো কর্মের নয়); 4 বিবাহাদি সামাজিক অনুষ্ঠান; ধর্মানুষ্ঠান (ক্রিয়াকর্ম); 5 বৃত্তি, পেশা, ব্যবসায় (চিকিত্সকের কর্ম, কর্মস্হল); 6 (ব্যাক.) কর্মপদ বা কর্মকারক, object. objective case. [সং. √ কৃ + মন্]। ̃ কর্তা (-র্তৃ) বি. কাজকর্মের ব্যাপারে প্রধান ব্যক্তি। ̃ কর্তৃ-বাচ্য বি. (ব্যাক.) যে বাচ্যে কর্মই কর্তা বলে প্রতীত হয় এবং ক্রিয়াটি আপনাআপনিই নিষ্পন্ন হচ্ছে বলে মনে হয়, যথা, ভাত ফুটছে, বাঁশি বাজছে। ̃ কাণ্ড বি. 1 বেদের যে অংশে যজ্ঞাদি কর্মের বিধান আছে; 2 কর্মসমূহ। ̃ কারী (-রিন্) বিণ. বি. কর্মী, কর্ম করে এমন (ব্যক্তি)। ̃ কুশল বিণ. কার্যদক্ষ, কাজেকর্মে পটু। ̃ ক্ষম বি. কাজের জায়গা। ̃ চারী (-রিন্) বি. নির্দিষ্ট কাজের জন্য বেতনভোগী ব্যক্তি, যে বেতনের বিনিময়ে কাজ করে। ̃ ঠ বিণ. কার্যক্ষম, কাজ করতে সমর্থ। ̃ ণ্য বিণ. কার্যক্ষম; কাজের উপযোগী। ̃ ত্যাগ বি. কাজ ছাড়া; চাকরি ছেড়ে দেওয়া। ̃ দোষ বি. কুকর্ম বা অন্যায় কাজ করার জন্য অপরাধ; পূর্বজন্মে কৃত পাপ; দুরদৃষ্ট। ̃ নাশা বিণ. কাজ পণ্ড করে এমন। বি. নদীবিশেষ। ̃ নিষ্ঠ বিণ. কাজে মনোযোগী; কর্তব্যপরায়ণ। ̃ ফল বি. কৃতকর্মের ফল (বিশেষত যা জন্মান্তরেও ভোগ করতে হয়)। ̃ বাচ্য বি. (ব্যাক.) যে বাচ্যে কর্মই প্রধান হয়ে ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে। ̃ বাদ বি. যে মতবাদ অনুসারে কৃতকর্মের ফল ইহজন্মেই হোক বা পরজন্মেই হোক ভোগ করতে হবে। ̃ বাদী (-দিন্) বিণ. কর্মবাদ মানে এমন। ̃ বিপাক বি. কর্মের পরিণাম বা শেষ ফল; কৃতকর্মের ফলভোগ। ̃ বিরতি বি. কোনো দাবি আদায়ের জন্য বা কোনো কিছুর প্রতিবাদে কর্মচারী শ্রমিক ইত্যাদির সাময়িক কাজ বন্ধ, cease-work. ̃ বীর বিণ. অসাধারণ কর্মী, কাজে উত্সর্গীকৃত জীবন যার। ̃ ভূমি বি. কর্মক্ষেত্র, কাজের জায়গা; সংসার। ̃ ভোগ বি. কর্মের ফলভোগ; বৃথা কষ্টভোগ; অনর্থক পরিশ্রম। ̃ মুখী বিণ. কর্ম অর্থাত্ বৃত্তি বা ব্যবসায় যার লক্ষ্য (কর্মমুখী শিক্ষা)। ̃ যোগ বি. 1 চিত্তের সংযম ও শুদ্ধিকারক শাস্ত্রোক্ত কর্ম; 2 গীতায় নির্দিষ্ট নিষ্কাম অর্থাত্ ফলের আকাঙ্ক্ষা না করে কর্মের দ্বারা আত্মোন্নতিবিধান। &tilde ; যোগী (-গিন্) বিণ. বি. কর্মযোগে বিশ্বাসী; কর্মযোগপালনকারী। ̃ শালা বি. কর্মস্হান; কারখানা। ̃ শীল বিণ. কার্যসাধনে তত্পর, কর্মে নিষ্ঠা আছে এমন। ̃ সচিব বি. 1 কার্য পরিচালনে সহায়তাকারী, সহকারী; 2 কার্যপরিচালক মন্ত্রী। ̃ সাক্ষী (-ক্ষিন্) বি. সকল কর্মের সাক্ষাত্ দ্রষ্টা; চন্দ্রসূর্যাদি। ̃ সিদ্ধি বি. কাজে সাফল্য; ইষ্টপূরণ। ̃ সূত্র বি. 1 কাজের নিয়ম, ক্রম বা প্রয়োজন; 2 কর্মফল; 3 নিয়তি। ̃ সূত্রে ক্রি-বিণ. কাজের প্রয়োজনে (কর্মসূত্রে একবার সেখানে গিয়েছিলাম); নিয়তির বন্ধনে; কর্মফলস্বরূপ। ̃ স্হল বি. কাজের জায়গা; কার্যালয়, অফিস। 20)
কর্মানু-রূপ
(p. 169) karmānu-rūpa বিণ. কর্মানুযায়ী, কাজ অনুসারে (কর্মানুরূপ ফল, কর্মানুরূপ বেতন)। [সং. কর্মন্ + অনুরূপ]। 27)
কাম৩
(p. 181) kāma3 বি. 1 কামনা, বাসনা, অভিলাষ (মনস্কাম); 2 অনুরাগ; 3 যৌন সম্ভোগের ইচ্ছা। [সং. √ কম্ + অ]। ̃ কলহ বি. প্রণয়কলহ, প্রণয়ী-প্রণয়িনীর ঝগড়া। ̃ কলা বি. রতিবিদ্যা, রতিশাস্ত্র। ̃ কেলি বি. রতিক্রীড়া, যৌনসম্ভোগ। ̃ ক্ষুধা বি. সম্ভোগের ইচ্ছা, যৌনকামনা। ̃ গন্ধ বি. কামের আভাস বা লেশ। ̃ চর বি. স্বেচ্ছাচার। বিণ. সেচ্ছাচারী। ̃ চারী (-রিন্) বিণ. ইচ্ছা অনুসারে সর্বত্রগামী; স্বেচ্ছাচারী; কামের বশীভূত হয়ে চলে এমন; লম্পট। স্ত্রী. ̃ চারিণী। ̃ জ বিণ. কাম থেকে অর্থাত্ সম্ভোগবাসনার ফলে উত্পন্ন। ̃ জ্বর বি. তীব্র সম্ভোগেচ্ছা। ̃ দ বিণ. অভীষ্ট পূরণকারী, কামনাপূরক। বি. শিব। ̃ দা বিণ. অভিষ্টদাত্রী। বি. কামধেনু। ̃ দেব বি. মদনদেব। ̃ ধেনু বি. পুরাণোক্ত সর্ব-অভীষ্টদায়িনী গাভী। ̃ পত্নী বি. রতিদেবী। ̃ প্রদ বিণ. অভীষ্টপূরক। কাম-বসায়িতা, কাম-বশায়িতা বি. 1 অলৌকিক শক্তিবিশেষ; 2 নীজের সর্বকামনা পূরণ করার ক্ষমতা; 3 ইন্দ্রিয়নিগ্রহশক্তি। ̃ বাই বি. কামোন্মত্ততা। ̃ বাণ, ̃ শর বি. মদনদেবের পঞ্চবাণ যার আঘাতে প্রাণীরা কামোন্মত্ত হয়ে ওঠে। ̃ রূপ, ̃ রূপী (-পিন্) বিণ. 1 ইচ্ছানুসারে রূপ বা চেহারা ধারণ করতে পারে এমন; 2 সুন্দর। ̃ শাস্ত্র, ̃ সূত্র বি. রতিশাস্ত্র, কামকেলিসম্বন্ধীয় শাস্ত্র। ̃ সখ বি. বসন্ত ঋতু। কামাগ্নি, কামানল বি. প্রবল যৌন সম্ভোগেচ্ছা, তীব্র যৌন লালসা। কামাতুর, কামার্ত বিণ. উদগ্র যৌন কামনায় পীড়িত। স্ত্রী. কামাতুরা, কামার্তা। কামান্ধ বিণ. কামপ্রবৃত্তির বশে হিতাহিতজ্ঞানশূন্য। কামাসক্ত বিণ. কামপ্রবৃত্তির পরবশ; লম্পট। 83)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2062456
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1764827
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1361536
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 719098
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 695624
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 593122
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541379
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 539562

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন