Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিল্লি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বিল্লি এর বাংলা অর্থ হলো -

(p. 626) billi বি. (কথ্য) বিড়াল।
[হি. বিল্লী]।
21)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বংশ2
(p. 572) baṃśa2 বি. 1 পুরুষপরম্পরা (বংশানুক্রমে); 2 কুল, গোষ্ঠী, গোত্র (একই বংশের সন্তান); 3 সন্তানসন্ততি (বংশরক্ষা, নির্বংশ)। [সং. √ বম্ + শ]। ̃ কৌলীন্য বি. বংশমর্যাদা, উঁচু বংশের গৌরব। ̃ গত বিণ. পুরুষানুক্রমে প্রাপ্ত (বংশগত রোগ); বংশের বৈশিষ্ট্যস্বরূপ। ̃ গতি বি. বংশানুক্রমে দৈহিকমানসিক বৈশিষ্ট্যের সংক্রমণ, heredity (বি. প.)। ̃ চরিত বি. বংশের ইতিহাস। ̃ চ্যুত বিণ. বংশ থেকে বিচ্যুত। ̃ জ বিণ. 1 বংশে জাত; 2 সদ্বংশীয়; 3 কুলভ্রষ্ট কুলীন, মৌলিক। ̃ তিলক বি. বিণ. বংশের গৌরব বা গৌরবস্বরূপ। ̃ ধর বি. যে কুলের অস্তিত্ব বজায় রাখে, বংশের পরবর্তী সন্তান; সন্তান। ̃ নাশ ̃ ক্ষয়, ̃ ধ্বংস বি. বংশের অবলুপ্তি। ̃ পরম্পরা বি. বংশের ধারা। ̃ বৃদ্ধি বি. বংশের সন্তানদের জন্ম; বংশধরদের সংখ্যাবৃদ্ধি। ̃ মর্যাদা বি. বংশের ঐতিহ্য অনুযায়ী প্রাপ্য সম্মান, আভিজাত্য। ̃ রক্ষা বি. সন্তানের জন্মদান করে বংশকে অব্যাহত রাখা। ̃ লোপ - বংশনাশ -এর অনুরূপ। ̃ লতা বি. শাখাপ্রশাখাক্রমে বিন্যস্ত বংশতালিকা। বংশে বাতি দেওয়া ক্রি. বি. 1 মৃত পিতৃপুরুষদের আত্মার মঙ্গল কামনায় কার্তিক মাসের পিতৃপক্ষে আকাশপ্রদীপ জ্বালা; 2 (আল.) বংশধররূপে বংশ বাঁচিয়ে রাখা। 15)
বৈশ্য
বেহারা
(p. 642) bēhārā বি. পালকিবাহক, কাহার। [ইং. bearer - তু. সং. বাহক]। 62)
বৃষস্কন্ধ
(p. 633) bṛṣaskandha দ্র বৃষ। 80)
বিধিত্সা
(p. 616) bidhitsā বি. বিধান করার বা ব্যবস্থা করার ইচ্ছা। [সং. বি + √ ধা + সন্ + অ + আ]। বিধিত্সু বিণ. বিধান করতে ইচ্ছুক। 21)
বাটিক
(p. 596) bāṭika বি. গলানো মোমের সাহায্যে কাপড়ে রঙের নকশা করার পদ্ধতিবিশেষ। [ইং. batik]। 14)
বন্দ
(p. 575) banda বি. 1 গৃহাদির দৈর্ঘ্য-প্রস্হের সমষ্টির পরিমাণ (পঁচিশের বন্দ ঘর); 2 খণ্ড (তিন বন্দ জমি)। [ফা. বন্দ্]। 83)
বার-মুখ্যা
বর্ণানুক্রম, বর্ণান্ধ
(p. 580) barṇānukrama, barṇāndha দ্র বর্ণ। 103)
বাজনা
(p. 595) bājanā বি. 1 বাদ্য; 2 বাদ্যধ্বনি (বাজনা শুনে ঘুম ভেঙে গেছে); 3 বাদ্যযন্ত্র (বাজনা নিয়ে বাজনদার এল); 4 বাদন। [বাজা দ্র]। ̃ ওয়ালা, ̃ দার বি. পেশাদার বাদক, বাজনদার। 12)
ব্যপ-দেশ
বলা2
(p. 580) balā2 ক্রি. 1 কহা, কওয়া (কথা বলা); 2 উল্লেখ করা (তার কথা আর বোলো না); 3 জানানো, জ্ঞাপন করা (এই কথাটা তাকে বোলো); 4 অনুমতি বা সম্মতি দেওয়া (তুমি বললে তবেই যাব); 5 আদেশ বা অনুরোধ করা (তাকে আসতে বলেছি); 6 পরামর্শ মন্ত্রণা বা উপদেশ দেওয়া (এই হল অবস্হা, এখন বল আমি কী করব); 7 আহ্বান নিমন্ত্রণ বা আমন্ত্রণ করা, ডাকা (এই অনুষ্ঠানে তাঁকে বলনি?); 8 প্রকাশ করা (মনের দুঃখের কথা বলাই ভালো); 9 বর্ণনা বা বিবৃত করা (ছেলেবেলার কথা বলতে শুরু করল); 1 তিরস্কার বা নিন্দা করা (নিজের ভুল বুঝতে পেরেছে, আর কিছু বোলো না); 11 বিচার করে দেখা (অর্থ বল, মান বল, সবই বৃথা)। বি. 1 কথন; 2 উল্লেখ; 3 জ্ঞাপন; 4 বর্ণন। বিণ. বলা হয়েছে এমন (বারবার বলা গল্প)। [সং. √ বদ্ প্রাকৃ. বোল্ল √ বল্ তু. হি. বোলনা]। ̃ কওয়া, ̃ কহা বি. 1 বিশেষ করে বলা বা অনুরোধ করা (অনেক বলা-কওয়া করে রাজি করানো হয়েছে); 2 জ্ঞাপন (সেখানে যাবে তো বলছ, তা আগে থেকে বলা-কওয়া আছে?)। ̃ নো ক্রি. বি. পরকে দিয়ে বলার কাজ করানো, কওয়ানো। বিণ. উক্ত অর্থে। ̃ বলি বি. 1 কথোপকথন (আগে থেকে ওটা সম্বন্ধে একটু বলাবলি করে নেওয়াই ভালো); 2 পরস্পর কানাকানি বা মন্ত্রণা (ব্যাপারটা নিয়ে কীসব বলাবলি হচ্ছে); 3 ক্রমাগত অনুরোধ (অনেক বলাবলি করেছি, তবে রাজি হয়েছেন)। বলে-কয়ে ক্রি-বিণ. বিশেষভাবে বলে এবং অনুরোধ করে (বলে-কয়ে রাজি করানো)। 172)
বাহিনী৩
(p. 605) bāhinī3 বি. নদী। [সং. √ বহ্ + ইন্ + ঈ]। 47)
বিল্ব
(p. 626) bilba বি. বেলফল বা তার গাছ। [সং. √ বিল্ + ব]। ̃ পত্র বি. বেলপাতা। ̃ স্তনী বিণ. বেলের মতো সুগোলদ়ৃঢ় স্তনবিশিষ্টা। 20)
বাকল, (কথ্য) বাকলা
(p. 591) bākala, (kathya) bākalā বি. গাছের ছাল। [সং. বল্কল]। 35)
ব্যাজ2
(p. 648) byāja2 বি. 1 ছল ('কি কাজে এ ব্যাজ আমি বুঝিতে না পারি': মধু.); 2 কপটতা; 3 বিঘ্ন; 4 (বাং.) বিলম্ব; 5 সুদ। [সং. বি + √ অজ্ +অ]। ̃ স্তুতি বি. 1 কপট স্তুতি; 2 (অল.) নিন্দাচ্ছলে স্তুতি বা স্তুতিচ্ছলে নিন্দারূপ অলংকার-যথা 'অতি বড় বৃদ্ধ পতি সিদ্ধিতে নিপুণ': ভা. চ.)। ব্যাজোক্তি বি. ছলপূর্ণ কথা; ছল দ্বারা প্রকৃত বক্তব্যকে গোপন করা। 62)
বিজলি, (বর্জি.) বিজলী
বিস্রংস, বিস্রংসন
(p. 630) bisraṃsa, bisraṃsana বি. 1 পতন, স্খলন; 2 ক্ষরণ। [সং. বি + √ স্রন্স্ + অ, অন]। বিস্রংসী (-সিন্) বিণ. পতনশীল, স্খলনশীল; ক্ষরণশীল। 33)
বর্জাইস
বালি2
(p. 602) bāli2 বি. সমুদ্রতীরে সঞ্চিত শিলা প্রস্তরাদির ক্ষয়িত কণা, বালু, বালুকা। [তু. অসম. ওড়ি. বালি]। বালির বাঁধ (আল.) ক্ষণস্হায়ী বস্তু বা ব্যাপার ('বড়র পীরিতি বালির বাঁধ': ভা. চ.)। ̃ ঘড়ি বি. সময় নির্ণয়ের জন্য বালুকাপূর্ণ যন্ত্রবিশেষ। 77)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2542393
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2148118
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1740094
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 953175
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886539
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840185
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698669
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604110

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us