Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দৈহিক দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনু-ভাব
(p. 30) anu-bhāba বি. 1 প্রভাব; মহিমা; মাহাত্ম্য; 2 মানসিক অভিপ্রায়সূচক ভাবভঙ্গি; 3 সুখ বা আনন্দের অনুভূতি ('কামুক পরশে যতেক অনুভব': গো. দা.) 4 (অল.) স্হায়িভাবের উদ্ভবজনিত দৈহিক বিকারাদির সঞ্চার sensation. [সং. অনু + √ ভূ + অ (ঘঞ্)]। 4)
আধি
(p. 89) ādhi বি. মানসিক পীড়া; দুশ্চিন্তা ('ব্যাধির চেয়ে আধি হল বড়ো': রবীন্দ্র)। [স. আ (=সম্যক্) + ̃ধা + ই] ̃ক্ষীণ বিণ. মনঃপীড়ায় কাতর। ̃. ব্যাধি বি. মানসিক ও দৈহিক পীড়া। 97)
ঔর্ধ্ব-দেহিক, ঔর্ধ্ব-দৈহিক
(p. 155) aurdhba-dēhika, aurdhba-daihika বিণ. অন্ত্যেষ্টিসম্বন্ধীয়। বি. মৃত্যুর পরে করণীয় অগ্নিসংস্কার শ্রাদ্ধ, তর্পণ ইত্যাদি; অন্ত্যেষ্টি। [সং. ঊর্ধ্বদেহ + ইক]। 32)
কায়িক
(p. 181) kāẏika বিণ. দৈহিক, শারীরিক (কায়িক পরিশ্রম)। [সং. কায় + ইক]। 120)
গতর
(p. 239) gatara বি. (আঞ্চ.) 1 শরীর, দেহ (গতর খাটানো); 2 স্বাস্হ্য (গতরখানা দেখেছ?) ; 3 দেহের শক্তি বা সামর্থ্য। [সং. গাত্র]। ̃ খাকি, ̃ খাগি বি. বিণ. (স্ত্রী.) (গালিবিশেষ) সামর্থ্য থাকা সত্ত্বেও অলস বা শ্রমবিমুখ (স্ত্রীলোক)। পুং. ̃ খেকো, ̃ খেগো। গতর খাটানো ক্রি. বি. দৈহিক পরিশ্রম করা। ̃ পোষা বিণ. শরীরকে পুষে রাখে অর্থাত্ পরিশ্রম করে না এমন। 7)
জীব2
(p. 326) jība2 বি. 1 প্রাণী; 2 প্রাণ ('জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি'); 3 দেহধারী আত্মা; জীবাত্মা; 4 (বিজ্ঞা.) যার জীবন আছে, প্রাণী বা উদ্ভিদ (জীব ও জ়ড়)। [সং. √ জীব্ + অ]। ̃ জগত্ বি. সমগ্র প্রাণীজগত্, চেতনজগত্। ̃ জন্তু বি. নানা জন্তু। ̃ তারা বি. জীবনরূপ তারা, জীবন। ̃ ধর্ম বি. প্রাণীর যাবতীয় দৈহিক ব্যাপার। ̃ ধাত্রী বিণ. জীবজগতের পালনকারিণী (জীবধাত্রী বসুন্ধরা)। ̃ বলি বি. দেবতার উদ্দেশে পশুবধ। ̃ বিজ্ঞান, ̃ বিদ্যা বি. প্রাণী ও উদ্ভিদের জীবনবিষয়ক বিজ্ঞান, biology. ̃ লোক বি. সংসার, মর্তলোক। ̃ হিংসা, ̃ হত্যা বি. প্রাণীহত্যা। কৃষ্ণের জীব বি. অত্যন্ত নিরীহ জীব; যে জীব একান্ত কৃপাপাত্র। 16)
দেহাতীত
(p. 421) dēhātīta বিণ. দেহের অতীত, দৈহিক সম্পর্কবর্জিত (দেহাতীত আনন্দ)। [সং. দেহ + অতীত]। 46)
দৈহিক
(p. 421) daihika বিণ. দেহসম্বন্ধীয়, দেহগত (দৈহিক শক্তি)। [সং. দেহ + ইক]। ̃ তা বি. দেহের সঙ্গে সম্বন্ধ। 67)
পুং2
(p. 523) pu2 বি. (অন্য শব্দ বা প্রত্যয়ের পূর্বে পুম্স্-শব্দের রূপ) পুরুষ প্রাণী। বিণ. পুরুষ, পুরুষজাতীয় (পুংলিঙ্গ, পুংকেশর)। [সং. পুম্স্]। ̃ কেশর বি. ফুলের যে অংশে পরাগ জন্মে, stamen. ̃ গব-পুঙ্গব দ্র। ̃ বাচক বিণ. পুরুষ বোঝায় এমন। ̃ লিঙ্গ বি. 1 (ব্যাক.) শব্দের পুরুষবাচকতা; 2 লিঙ্গ, পুরুষের জননেন্দ্রিয়। বিণ. পুরুষবাচক (পুংলিঙ্গ শব্দ)। পংশ্চলী বি. (স্ত্রী.) 1 বেশ্যা; 2 কুলটা। পুংশ্চিহ্ন বি. পুরুষের শিশ্ন ও অন্যান্য দৈহিক লক্ষণ যেমন গোঁফদাড়ি। ̃ সন্তান বি. ছেলে। ̃ সবন বি. গর্ভিণীর দ্বিতীয় বা তৃতীয় মাসে পুত্রসন্তান কামনায় পালনীয় সংস্কারবিশেষ। ̃ স্কোকিল বি. পুরুষ কোকিল। ̃ স্ত্ব বি. 1 পুরুষত্ব; 2 বীর্য; 3 (ব্যাক.) শব্দের পুংলিঙ্গবাচকতা। 17)
পেশি, পেশী
(p. 533) pēśi, pēśī বি. 1 শরীরের যে-কোনো অংশের মাংসপিণ্ড, muscle; 2 তরবারির খাপ বা কোষ। [সং. √ পিশ্ + ই, ঈ]। ̃ শক্তি বি. 1 পেশির শক্তি; 2 (আল.) দৈহিক শক্তি, বাহুবল। 10)
পৌর্ব
(p. 534) paurba বিণ. 1 পূর্বকালের, আগের, বিগত (পৌর্বদেহ); 2 পূর্বদিকের, পূর্বাঞ্চলের, প্রাচ্য। [সং. পূর্ব + অ]। স্ত্রী. পৌর্বী। ̃ দেহিক, ̃ দৈহিক বিণ. পূর্বদেহঘটিত; পূর্বজন্মের। 66)
প্রতি-বন্ধ
(p. 541) prati-bandha বি. বাধা, ব্যাঘাত, বিঘ্ন, অন্তরায়। [সং. প্রতি + √ বন্ধ্ + অ]। ̃ ক বিণ. বাধাজনক; পরিপন্হী। বি. বাধা, অন্তরায় (পদে পদে প্রতিবন্ধক)। ̃ কতা বি. 1 বাধাদান (কাজে প্রতিবন্ধকতা করা); 2 বাধা (কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করা)। প্রতি-বন্ধী (-ন্ধিন্) বিণ. বি. বাধাযুক্ত; বাধাজনক; দৈহিক শক্তির একান্ত অভাবের জন্য বা অঙ্গহানির জন্য যারা আশৈশব বাধাপ্রাপ্তমূক বধির খঞ্জ ইত্যাদি। 34)
বংশ2
(p. 572) baṃśa2 বি. 1 পুরুষপরম্পরা (বংশানুক্রমে); 2 কুল, গোষ্ঠী, গোত্র (একই বংশের সন্তান); 3 সন্তানসন্ততি (বংশরক্ষা, নির্বংশ)। [সং. √ বম্ + শ]। ̃ কৌলীন্য বি. বংশমর্যাদা, উঁচু বংশের গৌরব। ̃ গত বিণ. পুরুষানুক্রমে প্রাপ্ত (বংশগত রোগ); বংশের বৈশিষ্ট্যস্বরূপ। ̃ গতি বি. বংশানুক্রমে দৈহিক ও মানসিক বৈশিষ্ট্যের সংক্রমণ, heredity (বি. প.)। ̃ চরিত বি. বংশের ইতিহাস। ̃ চ্যুত বিণ. বংশ থেকে বিচ্যুত। ̃ জ বিণ. 1 বংশে জাত; 2 সদ্বংশীয়; 3 কুলভ্রষ্ট কুলীন, মৌলিক। ̃ তিলক বি. বিণ. বংশের গৌরব বা গৌরবস্বরূপ। ̃ ধর বি. যে কুলের অস্তিত্ব বজায় রাখে, বংশের পরবর্তী সন্তান; সন্তান। ̃ নাশ ̃ ক্ষয়, ̃ ধ্বংস বি. বংশের অবলুপ্তি। ̃ পরম্পরা বি. বংশের ধারা। ̃ বৃদ্ধি বি. বংশের সন্তানদের জন্ম; বংশধরদের সংখ্যাবৃদ্ধি। ̃ মর্যাদা বি. বংশের ঐতিহ্য অনুযায়ী প্রাপ্য সম্মান, আভিজাত্য। ̃ রক্ষা বি. সন্তানের জন্মদান করে বংশকে অব্যাহত রাখা। ̃ লোপ - বংশনাশ -এর অনুরূপ। ̃ লতা বি. শাখাপ্রশাখাক্রমে বিন্যস্ত বংশতালিকা। বংশে বাতি দেওয়া ক্রি. বি. 1 মৃত পিতৃপুরুষদের আত্মার মঙ্গল কামনায় কার্তিক মাসের পিতৃপক্ষে আকাশপ্রদীপ জ্বালা; 2 (আল.) বংশধররূপে বংশ বাঁচিয়ে রাখা। 15)
বল৩
(p. 580) bala3 বি. 1 দৈহিক শক্তি, গায়ের জোর (তুমি কত বল ধর); 2 ক্ষমতা, সামর্থ্য ('এত বল নাইরে তোমার': রবীন্দ্র); 3 জোর, শক্তি (মনোবল, যোগবল); 4 সৈন্য (চতুরঙ্গ বল); 5 দাবা খেলার ঘুঁটি; 6 সহায় (তিনিই আমার বল)। [সং. √ বল্ + অ]। ̃ কর, ̃ কারক বিণ. বলদায়ক, যাতে বল বা শক্তি পাওয়া যায়। ̃ গর্বিত, ̃ দৃপ্ত বিণ. শক্তিমত্ত। ̃ দ বিণ. বলকারক। ̃ পূর্বক ক্রি-বিণ. জোর করে, সবলে (বলপূর্বক ধরে নিয়ে গেছে)। ̃ প্রয়োগ বি. শক্তি ব্যবহার (বলপ্রয়োগ না করেই জিনিসটি পেতে চাই)। ̃ বত্ বিণ. 1 শক্তিযুক্ত; 2 কার্যকর, প্রচলিত, বহাল (আইনটি এখনও বলবত্ আছে)। ̃ বত্তা বি. শক্তিশালিতা, শক্তিমত্তা। ̃ বন্ত বিণ. 1 বলবান; 2 বলবত্। [সং. বল + বাং. বন্ত]। ̃ বান (-বত্) বিণ. শক্তিশালী, ক্ষমতাবান। স্ত্রী. ̃ বতী। ̃ বর্ধক বিণ. শক্তিবৃদ্ধিকারী। ̃ বর্ধন বি. শক্তির বৃদ্ধি। বিণ. শক্তিবৃদ্ধিকারী। ̃ বিদ্যা বি. পদার্থের বেগসম্বন্ধীয় বিজ্ঞান, mechanics. ̃ বিন্যাস বি. যুদ্ধের জন্য সৈন্যস্হাপন; ব্যূহরচনা। ̃ ভরসা বি. জোর এবং অবলম্বন (তিনিই আমাদের একমাত্র বলভরসা)। ̃ শালী (-লিন্) বিণ. শক্তিমান, বলবান। স্ত্রী. ̃ শালিনী। বি. ̃ শালিতা। ̃ হীন বিণ. দুর্বল। বি. ̃ হীনতা। 153)
ব্যাধি
(p. 651) byādhi বি. 1 রোগ, পীড়া; 2 দৈহিক অপুটতা। (তু. আধি)। [সং. বি + আ + √ ধা + ই]। ̃ ত বিণ. ব্যাধিগ্রস্ত, রোগাক্রান্ত। ̃ .মন্দির বি. 1 রোগের আলয়; 2 শরীর, দেহ। 6)
মেহ-নত
(p. 717) mēha-nata বি. (প্রধানত দৈহিক) পরিশ্রম বা খাটুনি।[আ. মিহ্নত্]। মেহ-নতি বিণ. মেহনতকারী, শ্রমজীবী (মেহনতি মানুষ) বি. মেহনতের মজুরি, পারিশ্রমিক। 22)
যৌবন
(p. 728) yaubana বি. 1 যুবকাল, যুবাবস্হা; 2 তারুণ্য, তরুণ বয়স। [সং. যুবন্ + অ]। ̃ .কণ্টক বি. বয়সফোড়া। ̃ .চাঞ্চল্য বি. তরুণ বয়সের অস্হিরতা, তারুণ্যসুলভ মানসিক অস্হিরতা। ̃ .বতী বিণ. বি. (স্ত্রী.) যুবতী; যুবতী নারী। ̃ .ভার বি. যৌবনজনিত দৈহিক পুষ্টি। ̃ .মদ-মত্তা। বিণ. (স্ত্রী.) পূর্ণযৌবনা; যৌবনরসে ভরপুর। যৌবনাবস্হা বি. যৌবনবয়স, যৌবনকাল। যৌবনোদয় বিণ. যৌবনের আরম্ভ। 65)
রোগ
(p. 750) rōga বি. 1 ব্যাধি, পীড়া; 2 (আল.) বাতিক বা কু-অভ্যাস (সিনেমা দেখার রোগ)। [সং. √ রুজ্ + অ]। ̃ .ক্লিষ্ট বিণ. রোগে কষ্ট পাচ্ছে এমন। ̃ .গ্রস্ত বিণ. রোগ হয়েছে এমন, রোগে আক্রান্ত। ̃ .জীবাণু দ্র জীবাণু। ̃ .জীর্ণ বিণ. ব্যাধিগ্রস্ত হওয়ার ফলে শীর্ণ বা দুর্বল (রোগজীর্ণ শরীর)। ̃ .ভোগ বি. ব্যাধিতে কষ্ট ভোগ। ̃ .মুক্ত বিণ. আরোগ্য লাভ করেছে এমন। ̃ .যন্ত্রণা বি. ব্যাধিজনিত কষ্ট, অসুখের কষ্ট। ̃ .শয্যা বি. রোগীর বিছানা রোগীর শোওয়া অবস্হা। ̃ .শান্তি বি. আরোগ্য লাভ। ̃ .শোক বি. দৈহিক পীড়া ও মানসিক দুঃখকষ্ট। ̃ .হীন বিণ. নীরোগ (রোগহীন শরীর)। 3)
শ্রম
(p. 786) śrama বি. মেহনত, পরিশ্রম, দৈহিক খাটুনি। [সং. √ শ্রম্ + অ]। শ্রম আদালত বি. শ্রমিক ও কর্মচারীদের সঙ্গে মালিকের বিরোধজনিত মামলার বিচারের বিশেষ আদালত, labour tribunal. ̃কাতর বিণ. পরিশ্রম করতে কষ্টোবোধ করে এমন। ̃জল, ̃বারি বি. ঘাম। ̃জীবী (-বিন্) বিণ. বি. দৈহিক শ্রমের সাহায্যে জীবিকার্জনকারী, শ্রমিক, মজুর। ̃দপ্তর, ̃দফ-তর বি. শ্রমিকদের স্বার্থসংক্রান্ত ব্যাপারে ভারপ্রাপ্ত সরকারি দপ্তর। ̃ বণ্টন, ̃ বিভাগ বি. একই দ্রব্য বা তার বিভিন্ন অংশ বিভিন্ন শ্রমিককে দিয়ে প্রস্তুত করানোর ব্যবস্হা, division of labour, ̃ বিমুখ বিণ. পরিশ্রম করতে চায় না এমন; অলস। ̃ লব্ধ বিণ. পরিশ্রমের ফলে অর্জিত। ̃ শীল বিণ. পরিশ্রমী। ̃ সাধ্য বিণ. যা সম্পাদন করতে পরিশ্রমের প্রয়োজন হয়। 56)
শ্রমোপ-জীবী
(p. 786) śramōpa-jībī (-বিন্) বিণ. দৈহিক পরিশ্রমের দ্বারা জীবিকার্জনকারী, মেহনতি। [সং. শ্রম + উপ + √ জীব্ + ইন্]। 60)
সাত্ত্বিক
(p. 823) sāttbika বিণ. 1 সত্ত্বগুণসম্বন্ধীয়; 2 সত্ত্বগুণজাত; 3 সত্ত্বগুণবিশিষ্ট; 4 ফলাকাঙ্ক্ষাহীন, নিষ্কাম (সাত্ত্বিক পূজা বা দান); 5 নিরীহ, সাধু; 6 অনাড়ম্বর, সরল (সাত্ত্বিক মানুষ, সাত্ত্বিক জীবনযাপন); 7 নিরামিষ (সাত্ত্বিক আহার)। বি. স্তম্ভ স্বেদ রোমাঞ্চ স্বরভঙ্গ কম্প বিবর্ণতা অশ্রু মূর্ছা; এই অষ্ঠবিধ দৈহিক ও মানসিক লক্ষণযুক্ত গভীর প্রণয়াদিজনিত মনোভাববিশেষ। [সং. সত্ত্ব + ইক]। 62)
স্বাস্হ্য
(p. 855) sbāshya বি. 1 সুস্হতা, রোগহীনতা, শরীরের সুস্হ অবস্হা (স্বাস্হ্যের প্রয়োজনে খাদ্য, স্বাস্হ্যবর্ধক); 2 সুখ, স্বস্তি; 3 (বাং.) শরীরের অবস্হা (তোমার স্বাস্হ্য কেমন? স্বাস্হ্যের কারণে পদত্যাগ)। [সং. স্বস্হ + য]। ̃ কর, ̃ পদ বিণ. 1 শারীরিক সুস্হতাবিধায়ক; 2 দৈহিক পুষ্টিবর্ধক। ̃ নাশ, ̃ ভঙ্গ, ̃ হানি বি. শরীর নষ্ট হওয়া, অসুস্হতা। ̃ পালন বি. 1 স্বাস্হ্যরক্ষা; 2 স্বাস্হ্যরক্ষার জন্য বিধিনিয়ম পালন। ̃ রক্ষা বি. শরীরের সুস্হতা বজায় রাখা। ̃ হীন বিণ. রুগ্ণ, অসুস্হ। স্বাস্হ্যোদ্ধার বি. রোগাদিতে নষ্ট স্বাস্হ্যের পুনরুদ্ধার; শরীর ভালো করা। 13)
হেদা
(p. 873) hēdā ক্রি. হেদানো। [ সং. খেদ]। ̃ নো ক্রি. (কথ্য) দৈহিক বা মানসিক কষ্টহেতু ব্যাকুলতা বা আলস্যের ভাব প্রকাশ করা (হেদিয়ে পড়া)। বি. উক্ত অর্থে। 6)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2060877
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1764125
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1360936
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 718841
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 695212
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 592913
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541287
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 538687

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন