Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিটপ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বিটপ এর বাংলা অর্থ হলো -

(p. 611) biṭapa বি. 1 গাছের শাখা বা ডাল; 2 পল্লব।
[সং. √ বিট্ + অপ]।
বিটপী (-পিন্) বি. গাছ, বৃক্ষ।
59)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বিজড়িত
(p. 611) bijaḍ়ita বিণ. 1 যুক্ত (স্মৃতিবিজড়িত); 2 বিশেষভাবে বা বিশ্রীরকম জড়িয়ে গেছে এমন। [সং. বি + জড়িত]। 25)
বড়ে, বোড়ে
(p. 575) baḍ়ē, bōḍ়ē বি. দাবা খেলার ঘুঁটিবিশেষ। [সং. বটিকা]। 30)
বওয়া2, বওয়াটে
(p. 572) bōẏā2, bōẏāṭē যথাক্রমে বখা ও বখাটে -র কথ্য রূপ। 13)
বিভীষিকা
(p. 621) bibhīṣikā বি. 1 ভীষণ ভয় বা আতঙ্ক; 2 ভয় প্রদর্শন; 3 ভীতিপূর্ণ বা ঘটনা (ভূমিকস্পের বিভীষিকা)। [সং. বি √ ভী + ণিচ্ + অক + আ]। ̃ পূর্ণ, ̃ ময় বিণ. অতি ভয়ংকর (বিভীষিকাময় দিনগুলির স্মৃতি)। 45)
বাহুড়া
(p. 605) bāhuḍ়ā (বর্ত. অপ্র.) ক্রি. বাহুড়ানো, ফিরিয়ে আনা, ফিরানো। [প্রাকৃ. বাহুড় সং. বি + আ + √ ঘুট্]। ̃ নো ক্রি. বি. 1 প্রত্যাবর্তিত করানো, ফিরানো; 2 নিবৃত্ত বা প্রতিহত করা। বিণ. উক্ত দুই অর্থে। 53)
বেলচা
বেআদব, বেয়াদব
বয়স
(p. 580) baẏasa বি. জন্মের সময় থেকে অস্তিত্বের কাল, বয়ঃক্রম; পরিণত বয়স (তার বয়স হয়েছে, এখন খাটতে পারে না)। [সং. বয়স্]। ̃ কাল বি. সাবালক অবস্হা, যৌবন; পরিণত বয়স (বয়সকালে এসব দোষ সেরে যাবে)। ̃ ফোড়া বি. যৌবনের আরম্ভে মুখ যে ব্রণ ওঠে। বয়স হওয়া ক্রি. বি. পূর্ণবয়স্ক হওয়া; বেশি বয়স হওয়া। বয়সা বি. যৌবনের আরম্ভে বা বয়ঃসন্ধির সময় কণ্ঠস্বরের বিকৃতি (বয়সা ধরেছে)। বয়সি বিণ. 1 বয়সযুক্ত (অল্পবয়সি ছেলে, সমবয়সি); 2 সমবয়স্ক (আমার বয়সি); 3 বয়স্হ (বয়সি লোক)। বয়সের ধর্ম বি. বয়সের বা বিশেষ বয়সের বৈশিষ্ট্য। বয়সের গাছপাথর না থাকা ক্রি. বি. খুব বেশি বয়স হওয়া। বয়সোচিত বিণ. বিশেষ বয়সের পক্ষে মানানসই, বয়সের উপযোগী, বয়সের যোগ্য (বয়সোচিত আচরণ)। 10)
বহু৩
(p. 589) bahu3 বিণ. 1 অনেক, নানা (বহু লোক, বহু রকমের জিনিস); 2 প্রচুর, অধিক, মহা (বহু ব্যয়, বহু দুঃখ); 3 দীর্ঘ (বহুকাল); 4 একের অধিক (বহুবচন, বহুবিবাহ)। [সং. √ বংহ্ (বৃদ্ধি) + উ]। ̃ কাল বি. দীর্ঘকাল; বহু বছর। ̃ জাতিক বিণ. আন্তর্জাতিক; বহু বিদেশি রাষ্ট্রসম্বন্ধীয়, multinational (বহুজাতিক সংস্হা)। ̃ জ্ঞ বিণ. অনেক বিষয় জানে এমন; বহুদর্শী; অভিজ্ঞ। ̃ ত বিণ. প্রচুর, খুব (বহুত প্রশংসা)। ̃ তর বিণ. 1 আরও অনেক; 2 অত্যধিক; 3 অনেক, প্রচুর (বহুতর উপকরণ)। ̃ তা, ̃ ত্ব বি. বহুর ভাব, অনেকত্ব; আধিক্য; প্রাচুর্য। ̃ ত্র ক্রি-বিণ. বহু ক্ষেত্রে। ̃ দর্শী (-র্শিন্) বিণ. অনেক দেখেছে এমন; অনেক অভিজ্ঞতাসম্পন্ন; বিচক্ষণ। বি. ̃ দর্শিতা। স্ত্রী. ̃ দর্শিনী। ̃ দূর বি. অনেক দূরত্ব বা ব্যবধান (বহুদূর থেকে আসে)। বিণ. 1 অনেক দূরে অবস্হিত (বহুদূর দেশ); 2 অনেক দীর্ঘ (বহুদূর পথ)। ̃ ধা ক্রি-বিণ. অব্য. নানাভাবে, নানাপ্রকারে, নানাদিকে (বহুধাবিভক্ত, বহুধাবিস্তৃত)। ̃ পত্নীক বিণ. একাধিক বা অনেক পত্নীবিশিষ্ট। ̃ প্রতীক্ষিত বিণ. যার জন্য অনেককাল প্রতীক্ষা করা হয়েছে। ̃ প্রসবিনী বিণ. (স্ত্রী.)বহু সন্তানের জন্মদাত্রী। ̃ বচন (ব্যাক.) বি. একের (সংস্কৃতে দুইয়ের) অধিক বাচক পদ। ̃ বর্ণ বিণ. নানা রঙের (বহুবর্ণ পতাকা)। বি. নানা রং। ̃ বল্লভ বি. 1 বহু জনের বা বহু রমণীর প্রিয় ব্যক্তি; 2 শ্রীকৃষ্ণ। স্ত্রী. ̃ বল্লভা। ̃ বার ক্রি-বিণ. অনেকবার, বারবার। ̃ বিচিত্র বিণ. নানা রঙের ('বহুবিচিত্র বর্ণের সমারোহে': নী. চ.)। ̃ বিধ বিণ. অনেকরকম (বহুবিধ ব্যাপার)। ̃ বিবাহ বি. একাধিকবার বিবাহ, polygamy. ̃ বেত্তা (-ত্তৃ) বিণ. বহুজ্ঞঅনুরূপ। ̃ ব্রীহি বি. (ব্যাক.) সমাসবিশেষ। ̃ ভাগ, ̃ ভাগ্য বিণ. অতি সৌভাগ্যশালী, মহাভাগ। বি. অতিশয় প্রসন্ন ভাগ্য। ̃ ভাষী (-ষিন্) বিণ. 1 নানা ভাষা বলে বা বলতে পারে এমন, বহুভাষাবিদ; 2 বাচাল, অত্যধিক কথা বলে এমন। ̃ ভুজ বি. বহু কোণ বা বাহুযুক্ত ক্ষেত্র বা জ্যামিতিক আকার, polygon. ̃ মত বিণ. অতিশয় সম্মানিত বা সমাদৃত। ̃ মান বি. অতিশয় সমাদর। ̃ মুখ বিণ. 1 অনেক মুখবিশিষ্ট; 2 অনেক বিষয়ে বা দিকে ব্যাপৃত, multi-purpose. স্ত্রী. ̃ মুখী (বহুমুখী পরিকল্পনা, বহুমুখী প্রতিভা)। ̃ মুত্র বি. মূত্রকৃচ্ছ্র রোগ, diabetes. ̃ মূল্য বিণ. অত্যন্ত মূল্যবান, অত্যন্ত দামি। ̃ রূপ বি. নানা রূপ বা আকৃতি (ঈশ্বর বহুরূপে প্রকাশিত হন)। বিণ. বহু রূপবিশিষ্ট (বহুরূপ ঈশ্বর)। বি. ̃ তা। ̃ রূপী (বাং.) বিণ. নানা মূর্তি বা রূপ ধারণকারী। বি. 1 (বহুবার দেহের রং বদলায় বলে) গিরগিটিজাতীয় জীববিশেষ; 2 নানা মূর্তিতে বা রূপে সাজে এমন ব্যক্তি। ̃ শ (-শস্) ক্রিবিণ. অনেকবার। ̃ শাখ বিণ. অনেক শাখাযুক্ত (বহুশাখ বৃক্ষ)। ̃ শ্রুত বিণ. নানা শাস্ত্রে পণ্ডিত। ̃ স্ত্রীক বিণ. (যে স্বামীর) বহু বা একাধিক স্ত্রী আছে এমন। ̃ স্বামিক বিণ. অনেক প্রভু বা স্বত্বাধিকারী আছে এমন। 18)
বিনিপাত
বাছ, বাছন, বাছনি1
(p. 591) bācha, bāchana, bāchani1 বি. 1 নির্বাচন, বাছাই; 2 মনোনয়ন, পছন্দকরণ; 3 অপকৃষ্ট অংশ থেকে পৃথক্করণ। [বাছা2 দ্র]। বাছ-পড়া বিণ. বেছে নেওয়ার সময় অগ্রাহ্য বলে বর্জিত। 98)
বেবাক
(p. 641) bēbāka বিণ. বি. (বর্ত. প্রধানত আঞ্চ.) সমস্ত, সমুদায় (বেবাক সম্পত্তি, বেবাক লোক)। [ফা. বে + আ. বাকী]। 17)
ব্রীহি
(p. 652) brīhi বি. আধশুন্য, আউশ ধান। [√ বৃহ্ + ই (নি.)]। 42)
বিগ্রহ
বিমুগ্ধ
বেনাম
বার৪
বান-চাল
(p. 599) bāna-cāla বিণ. 1 (নৌকাদি সম্বন্ধে) তলা ফুটো হয়ে গেছে এমন (নৌকো বানচাল হওয়া); 2 বিপর্যস্ত, পণ্ড (সমস্ত প্ল্যানটাই বানচাল হয়ে গেল); 3 ওলটপালট (ঝড়ে সব ব্যবস্হা বানচাল হয়ে গেছে)। [দেশি]। 12)
বেজায়গা
(p. 633) bējāẏagā বি. 1 অন্য বা ভিন্ন জায়গা; 2 অসুবিধাজনক বা খারাপ জায়গা (বেজায়গায় এসে এখন পস্তাচ্ছে)। [ফা. বে + বাং. জায়গা]। 138)
বৈষয়িক
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2542317
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2148008
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1739999
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 952934
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886518
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840163
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698650
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604098

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us