Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বয়ন1 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বয়ন1 এর বাংলা অর্থ হলো -

(p. 580) baẏana1 বি. (বস্ত্রাদি) বুনন, বোনা (বয়নশিল্প, বয়নযন্ত্র)।
[সং. √ বে + অন]।
6)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বগ্গা
(p. 573) baggā দ্র একবর্গা। 43)
বীর
(p. 630) bīra বিণ. 1 বলবানসাহসী, শূর; 2 রণকুশল; 3 তেজস্বী; 4 প্রধান, শ্রেষ্ঠ (ধর্মবীর, দানবীর); 5 তান্ত্রিক বীরাচারী। বি. 1 বলবীর্যসম্পন্ন পুরুষ, বীরপুরুষ; 2 কাব্যের রসবিশেষ; 3 তান্ত্রিক কুলাচারবিশেষ; 4 (বাং.) বানরদলের নেতা, গোদা। [সং. √ বীর্ + অ]। বি. ̃ ত্ব। ̃ গাথা বি. বীরপুরুষদের কীর্তির কাহিনিসংবলিত গান বা কাব্য। ̃ নারী বি. বীরত্বপূর্ণা নারী; বীরের স্ত্রী। ̃ প্রসবিনী, ̃ প্রসূ বিণ. বীর সন্তান প্রসবকারিণী। ̃ বর বি. শ্রেষ্ঠ বীর। ̃ বৌলি বি. পুরুষের কানের গহনাবিশেষ, কুণ্ডল। ̃ ভদ্র বি. 1 শিবানুচর বা রুদ্রবিশেষ; 2 নিত্যানন্দ প্রভুর পুত্র। ̃ ভোগ্যা বিণ. কেবল বীরপুরুষের ভোগের উপযুক্তা (বীরভোগ্যা বসুন্ধরা)। ̃ রস বি. বীরত্বব্যঞ্জক বা উদ্দীপনাজ্ঞাপক রস বা স্হায়ী ভাব। 74)
বাইল
বালি-য়াড়ি
(p. 602) bāli-ẏāḍ়i বি. সমুদ্র বা নদনদীর বালিপূর্ণ উঁচু তীরভূমি। [তু. বালি + আড়া (ভাঙা)]। 79)
বাছনি2
(p. 591) bāchani2 বি. (কাব্যে) বাছা, বত্স। [বাং. বাছা + নি (আদরার্থে বা ক্ষুদ্রার্থে)]। 99)
বিমর্দ, বিমর্দন
(p. 621) bimarda, bimardana বি. 1 পেষণ; 2 চূর্ণন; 3 ঘূর্ণন; 4 মন্হন; 5 বিনাশ। [সং. বি + √ মৃদ্ + অ, অন]। বিমর্দক বিণ. বিমর্দনকারী। বিমর্দিত বিণ. পিষ্ট; চূর্ণিত; দলিত, মথিত; সম্পূর্ণ পরাজিতবিধ্বস্ত। 60)
বোঝা2
(p. 646) bōjhā2 বি. ভার, মোট, যা বহন করা হয় ('এ বোঝা আমার নামাও বন্ধু নামাও': রবীন্দ্র)। [তু. হি. বোঝা (=ভার, মোট)]। ̃ ই বি. ভারস্হাপন; পূর্ণ বা ভরতি করা ('বোঝাই করা কলসি হাঁড়ি': রবীন্দ্র)। বিণ. পূর্ণ, ভরতি, মাল যাত্রী প্রভৃতিতে পূর্ণ (মালবোঝাই লরি, বোঝাই নৌকো)। 25)
বিকেন্দ্রণ
বহ
(p. 580) baha বিণ. (সমাসের উত্তরপদরূপে); 1 বহনকারী (বার্তাবহ, গন্ধবহ); 2 প্রতিপালনকারী (আজ্ঞাবহ)। বি. 1 বাহন, যান; 2 পথ; 3 বায়ু; 4 বাহু; 5 নদ। [সং. √বহ্ + অ]। বহা বি. (স্ত্রী.) নদী। 230)
বদল
বিনামা1
(p. 616) bināmā1 বি. জুতো। [বাং. বি + সং. নামন্ নামোল্লেখ অনুচিত বা অশোভন অর্থে (?)]। 46)
বাঁট1
বিশ্ব
(p. 627) biśba বি. পৃথিবী ও তার বাইরের গ্রহনক্ষত্রসমন্বিত সমস্ত স্থান, ব্রহ্মাণ্ড; পৃথিবী, ভূবন, জগত্। বিণ. সর্ব, সমগ্র, যাবতীয় (বিশ্বসংসার, বিশ্বমানব)। [সং. √ বিশ্ + ব]। ̃ কবি বি. পৃথিবীর শ্রেষ্ঠ বা অন্যতম শ্রেষ্ঠ কবি, যে কবির কাব্য সমগ্র পৃথিবীর সমাদরের যোগ্য। &tilde ; কর্মা (-র্মন্) বি. দেবশিল্পী, যাবতীয় শিল্পের অধিদেবতা। &tilde ; কেতু বি. মদন, কামদেব। ̃ কোষ, ̃ কোশ বি. পৃথিবীর সমস্ত বিষয়ের তথ্যকোষ বা অভিধান, emcyclopaedia, ̃ গ্রাসী (-সিন্) বিণ. সমগ্র পৃথিবীকে গ্রাস করতে চায় এমন (বিশ্বগ্রাসী ক্ষুধা)। ̃ চক্র বি. বিশ্বজগত্, চরাচর। ̃ চরাচর বি. স্থাবর-জঙ্গমাদিসহ মানবজাতি। ̃ জনীন বিণ. 1 পৃথিবীর সমস্ত মানুষ সম্বন্ধীয় (বিশ্বজনীন কল্যাণচিন্তা); 2 সর্বজনহিতকর। বি. যজ্ঞবিশেষ। বি. ̃ জনীনতা। ̃ জোড়া বিণ. পৃথিবীব্যাপী ('বিশ্বজোড়া ফাঁদ পেতেছ': রবীন্দ্র)। ̃ তোমুখী বিণ. সর্বতোমুখী; সর্বাত্মক (বিশ্বতোমুখী প্রতিভা)। ̃ ত্রাস বিণ. পৃথিবীর সমস্ত লোককে যে ভীত করে। ̃ দেব বি. 1 অগ্নি; 2 বিশ্বের দেবতা; 3 গণদেবতাবিশেষ। ̃ নাথ বি. 1 জগদীশ্বর; 2 মহাদেব। ̃ নিন্দুক (অপ্র.) ̃ নিন্দক বিণ. সবার বা সমস্ত বিষয়ের নিন্দাকারী, সবকিছুকেই যে নিন্দা করে। ̃ পরিক্রমা বি. সমগ্র পৃথিবী ভ্রমণ বা পরিক্রমা। ̃ পা বি. 1 জগত্পালক, পরমেশ্বর; 2 সূর্য; 3 চন্দ্র; 4 অগ্নি। ̃ পাতা (-তৃ) বিণ. বি. জগত্পালক। ̃ প্রকৃতি বি. সমগ্র বিশ্ব; বিশ্বের প্রকৃতি। ̃ প্রেম বি. সর্বজনের প্রতি সমান প্রেম বা প্রীতি। ̃ প্রেমিক বিণ. বি. বিশ্বের সকল মানুষপ্রাণীকে ভালোবাসে এমন। ̃ বকা, ̃ বকাট, ̃ বকাটে, ̃ বখা, ̃ বখাটে বিণ. যত্পরোনাস্তি ফাজিল বা বখে-যাওয়া। ̃ বাসী (-সিন্) বিণ. জগদ্বাসী, জগতে বাসকারী (বিশ্ববাসী প্রাণী)। বি. জগতের সমগ্র মানবজাতি। ̃ বিখ্যাত বিণ. সারা পৃথিবীতে খ্যাত। ̃ বিজয়ী বিণ. সমগ্র পৃথিবীকে জয়কারী। ̃ বিদ্যালয় বি. সর্বপ্রকার বিদ্যাশিক্ষার জন্য উচ্চতম প্রতিষ্ঠান, university. ̃ বিধাতা (-তৃ) বি. সৃষ্টিকর্তা, ঈশ্বর। ̃ বিমোহন, ̃ বিমোহী (-হিন্) বিণ. সমগ্র জগত্-মুগ্ধকারী। স্ত্রী. ̃ বিমোহিনী। &tilde বিশ্রুত বিণ. সারা জগতে প্রসিদ্ধ। ˜ বীক্ষা বি. সমগ্র বিশ্ব সম্পর্কে জ্ঞান বা অভিজ্ঞতা। ̃ ব্যাপী (-পিন্) বিণ. পৃথিবীর সকল স্হানে বিস্তৃত, সর্বত্র বর্তমান। ̃ ব্রহ্মাণ্ড বি. সমস্ত জগত্, ত্রিভুবন। ̃ ভাষা বি. পৃথিবীর সকল স্হানেরমানুষের মধ্যে প্রচলিত একই ভাষা ̃ ভ্রাতৃত্ব বি. পৃথিবীর সমস্ত লোকের মধ্যে ভ্রাতৃবত্ সৌহার্দ্য। ̃ মৈত্রী বি. বিশ্বের সমস্ত মানুষে মানুষে বন্ধুত্ব। ̃ ম্ভর বিণ. বি. বিশ্বকে যিনি ধারণ করেন। ̃ ম্ভরা বি. পৃথিবী। ̃ যুদ্ধ বি. সমগ্র পৃথিবী জুড়ে যুদ্ধ। ̃ রূপ, ̃ মূর্তি বি. অনন্তরূপী, যে এক দেহের মধ্যে সমস্ত পৃথিবী প্রতিফলিত হয়; বিরাটরূপী নারায়ণ, পরমেশ্বর। ̃ লোক, ̃ সংসার বি. নিখিল জগত্। ̃ শান্তি বি. পৃথিবীর সব দেশের মানুষের শান্তি। ̃ সাহিত্য বি. বিশ্বের সাহিত্য; সর্বদেশকালোপযোগী সাহিত্য। 20)
ব্যাগ
(p. 648) byāga বি. চামড়া কাপড় প্রভৃতির তৈরি থলি বা আধার। [ইং. bag]। 57)
বুনন1
(p. 633) bunana1 বি. (শস্যবীজাদি) বপন (বর্ষায় বীজ বুনন)। [বুনা1 দ্র]। 32)
বামাক্ষী
(p. 600) bāmākṣī বিণ. সুলোচনা, সুন্দর চোখবিশিষ্টা। [সং. বাম2 + অক্ষি + ঈ]। 23)
ব্রীহি
(p. 652) brīhi বি. আধশুন্য, আউশ ধান। [√ বৃহ্ + ই (নি.)]। 42)
বসন্ত
(p. 580) basanta বি. 1 ফাল্গুনচৈত্র মাসব্যাপী ঋতু, মধুকাল ('বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা': রবীন্দ্র); 2 মসূরিকা রোগ, small pox; 3 সংগীতের রাগবিশেষ। [সং. √ বস্ + অন্ত]। ̃ তিলক বি. সংস্কৃত ছন্দবিশেষ। ̃ দূত বি. কোকিল। স্ত্রী. ̃ দূতী। ̃ পঞ্চমী বি. মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি, শ্রীপঞ্চমী তিথি-যে তিথিতে সরস্বতীর পূজা হয়। ̃ বায়, ̃ বায়ু বি. দখিনা বাতাস, মলয় বাতাস, বসন্তকালে প্রবাহিত দখিনা বাতাস ('বসন্ত বায় বহিছে কোথায়, কোথায় ফুটেছে ফুল': রবীন্দ্র)। ̃ বাহার বি. সংগীতের মিশ্র রাগবিশেষ, বসন্তবাহার এই দুই রাগের মিশ্র রূপ। ̃ মুখারি বি. সংগীতের রাগবিশেষ। ̃ সখ বি. বসন্তের সখা, কোকিল। ̃ সখা বি. বসন্ত যার সখা, কামদেব। বসন্তের কোকিল বি. (আল.) সুখের দিনের বন্ধু। বসন্তোত্-সব বি. 1 (প্রাচীনকালে প্রচলিত) বসন্তকালীন কামদেবের পূজানুষ্ঠান; 2 দোল বা হোলির উত্সব। 215)
বিকচ্ছ
(p. 605) bikaccha বিণ. 1 কচ্ছহীন, কাছা নেই এমন; 2 কাছা খুলে পড়েছে এমন, মুক্তকচ্ছ। [সং. বি + কচ্ছ]। 76)
বিতংস, বীতংস
(p. 611) bitaṃsa, bītaṃsa বি. পাখি হরিণ প্রভৃতিকে বাঁধবার রজ্জু ফাঁদ বা জাল; ফাঁদ। [সং. বি + √ তন্স্ + অ, বিকল্পে বী]। 71)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2542170
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2147885
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1739850
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 952732
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886481
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840141
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698622
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604081

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us