Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দূতী। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

আপ্ত1
(p. 97) āpta1 বিণ. 1 প্রাপ্ত, লব্ধ, পাওয়া গেছে এমন (আপ্ত কাম); 2 অভ্রান্ত, ভুল নেই এমন, প্রামাণিক (আপ্তবাক্য); 3 বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ইত্যাদিস্হানীয় (আপ্তজন)। [সং. √ আপ্ + ত]। ̃ .কাম বিণ. মনোরথ বা মনোবাসনা পূর্ণ হয়েছে এমন। ̃ .দূতী বি. যে দূতী প্রিয়ভাষিণী, চতুরা, বিশ্বস্তা এবং মন বুঝে কাজ করে। ̃ .বচন, ̃ .বাক্য বি. 1 দেবতার কাছ থেকে পাওয়া আদেশ; 2 নির্বিচারে গ্রহণীয় বেদ ইত্যাদির বিধান; 3 (আল.) অভ্রান্ত বী প্রামাণিক কথা। 17)
কুটনি
(p. 194) kuṭani বি. (স্ত্রী.) নায়ক-নায়িকার বা স্ত্রী-পুরুষের অবৈধ মিলন সংঘটনকারিণী; দূতী। [সং. কুট্টনী]। বি. (পুং.) কোটনা। 39)
কুট্টন
(p. 194) kuṭṭana বি. 1 ছেদন, কর্তন; 2 খনন, খোঁড়া; 3 নিষ্পেষণ; 4 নিন্দা করা, দোষারোপ। [সং. √ কুট্ট্ + অন]। কুট্টক বিণ. বি. পেষণকারী; ছেদক। কুট্টনী বি. (স্ত্রী.) দূতী, কুটনি। 50)
কুরিয়ার
(p. 199) kuriẏāra বি. বিশেষ উদ্দেশ্যে নিযুক্ত দূত বা উক্ত দূতের মাধ্যমে সংবাদ চিঠি ইত্যাদি প্রেরণ। [ইং. courier]। 11)
দূতাবাস
(p. 416) dūtābāsa বি. রাষ্ট্রদূতের কার্যালয়, এমব্যাসি। [সং. দূত + আবাস]। 60)
দূতালি
(p. 416) dūtāli বি. দূতের কাজ, দৌত্য, দূতগিরি। [সং. দূত + বাং. আলি]। 61)
দূতিয়ালি, দূতীয়ালি
(p. 416) dūtiẏāli, dūtīẏāli বি. দূতীর কাজ। [সং. দূতি (দূতী) + বাং. আলি]। 63)
দূতী
(p. 416) dūtī বি. 1 স্ত্রী-দূত; সংবাদবাহিকা; 2 প্রণয়ী-প্রণয়িনীর মধ্যে সংবাদ বা পত্র আদান-প্রদানকারিণী, কুটনি। [সং. দূত + ঈ]। 62)
দৌত্য
(p. 425) dautya বি. দূতের কাজ বা বৃত্তি (শান্তির দৌত্য ব্যর্থ হয়েছে)। [সং. দূত + য]।
প্রমুখাত্
(p. 548) pramukhāt অব্য. মুখ থেকে, জবানি (দূতের প্রমুখাত্ এই কথা শুনে)। [সং. প্রমুখ + আত্ (5মী বিভক্তি)]। 54)
প্রেষণ, প্রেষণা
(p. 554) prēṣaṇa, prēṣaṇā বি. 1 প্রেরণা, প্রবর্তনা; 2 মন্ত্রাদিদ্বারা আনুষ্ঠানিকভাবে প্রবর্তন বা নিয়োগ। [সং. √ প্র + ইষ্ + ণিচ্ + অন]। প্রেষক বিণ. প্রেষণকারী; প্রেরক। স্ত্রী. প্রেষিকা। প্রেষণী (প্রা. কা.) বি. দাসী; দূতী। প্রেষণীয় বিণ. প্রেষণের যোগ্য। প্রেষিত বিণ. প্রেষণ করা হয়েছে এমন; প্রেরিত; প্রেরণাপ্রাপ্ত; নিয়োজিত। স্ত্রী. প্রেষিতা। প্রেষ্য, প্রৈষ্য বিণ. 1 প্রেষণীয়; 2 পাঠাবার যোগ্য। বি. 1 দাস, ভৃত্য; 2 দূত। প্রেষ্যা বি. (স্ত্রী.) দাসী। 119)
বসন্ত
(p. 580) basanta বি. 1 ফাল্গুন ও চৈত্র মাসব্যাপী ঋতু, মধুকাল ('বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা': রবীন্দ্র); 2 মসূরিকা রোগ, small pox; 3 সংগীতের রাগবিশেষ। [সং. √ বস্ + অন্ত]। ̃ তিলক বি. সংস্কৃত ছন্দবিশেষ। ̃ দূত বি. কোকিল। স্ত্রী. ̃ দূতী। ̃ পঞ্চমী বি. মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি, শ্রীপঞ্চমী তিথি-যে তিথিতে সরস্বতীর পূজা হয়। ̃ বায়, ̃ বায়ু বি. দখিনা বাতাস, মলয় বাতাস, বসন্তকালে প্রবাহিত দখিনা বাতাস ('বসন্ত বায় বহিছে কোথায়, কোথায় ফুটেছে ফুল': রবীন্দ্র)। ̃ বাহার বি. সংগীতের মিশ্র রাগবিশেষ, বসন্ত ও বাহার এই দুই রাগের মিশ্র রূপ। ̃ মুখারি বি. সংগীতের রাগবিশেষ। ̃ সখ বি. বসন্তের সখা, কোকিল। ̃ সখা বি. বসন্ত যার সখা, কামদেব। বসন্তের কোকিল বি. (আল.) সুখের দিনের বন্ধু। বসন্তোত্-সব বি. 1 (প্রাচীনকালে প্রচলিত) বসন্তকালীন কামদেবের পূজানুষ্ঠান; 2 দোল বা হোলির উত্সব। 215)
বৃন্দা
(p. 633) bṛndā বি. 1 রাধিকার দূতী; 2 তুলসী গাছ। [সং.বৃন্দ + আ (স্ত্রী.)]। 74)
সখী
(p. 796) sakhī বি. (স্ত্রী.) 1 বয়স্যা, নারীর নারীবন্ধু; 2 সহচরী, সঙ্গিনী (কৃষ্ণের সখী)। [সং. সখি + ঈ]। ̃ তত্ত্ব বি. (বৈ. শা.) ললিতা বিশাখা চন্দ্রাবলী প্রভৃতি সখীরা শ্রীকৃষ্ণেরই লীলাবিস্তারিকা এবং নানাভাবে শ্রীরাধার প্রেমাভিব্যক্তির সহায়িকা-এই তত্ত্ব। ̃ ত্ব বি. সখীতুল্য আচরণ, সখীভাব। ̃ ভাব বি. 1 সখীতুল্য আচরণ; 2 নিজেকে শ্রীকৃষ্ণের সখীতুল্য জ্ঞানরূপ বৈষ্ণব সাধনপ্রণালীবিশেষ। ̃ সংবাদ বি. মথুরাগত শ্রীকৃষ্ণের কাছে বৃন্দাদূতী দ্বারা বিরহপীড়িতা রাধিকার মনোবেদনা জ্ঞাপন। 75)
সঞ্চার, সঞ্চারণ
(p. 796) sañcāra, sañcāraṇa বি. 1 সংক্রমণ, এক স্হান থেকে অন্য স্হানে গমন (তাপসঞ্চার); 2 (জ্যোতিষ.) গ্রহাদির অন্য রাশিতে গমন বা অধিষ্ঠান; 3 গতি, ব্যাপ্তি; 4 আবির্ভাব, উদয় (যৌবনসঞ্চার, রসসঞ্চার); 5 প্রতিষ্ঠাকরণ, স্হাপন (প্রাণসঞ্চার); 6 উদ্রেক, উত্তেজন (বলসঞ্চার, পুলকসঞ্চার); 7 সঞ্চালন (রক্তসঞ্চার)। [সং. সম্ + √ চর্ + অ, অন]। সঞ্চারক বিণ. বি. সঞ্চারকারী। সঞ্চারিকা বি. (স্ত্রী.) দূতী, কুটনি। সঞ্চারিত বিণ. সঞ্চার করানো হয়েছে বা করেছে এমন (রোগের বিষ অন্য দেহে সঞ্চারিত)। সঞ্চারী (-রিন্) বিণ. 1 সঞ্চরণশীল; 2 অস্হায়ী; 3 আগন্তুক। বি. 1 (অল.) হৃদয়ের যে ভাবগুলি স্হায়ী নয়, অন্য কিছুকে কেন্দ্র করে আবির্ভূত এবং অন্তর্হিত হয়, ব্যভিচারী ভাব; 2 (সংগীতে) রাগ-রাগিণীর আলাপের বা গীতের তৃতীয় চরণ বা কলি বা অংশ। স্ত্রী. সঞ্চারিণী। 129)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2098917
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1778638
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1376498
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 725121
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 703232
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 597943
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 557816
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 544198

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন