Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ছিরি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ছিরি এর বাংলা অর্থ হলো -

(p. 304) chiri বি. (মূলত কথা) 1 শ্রী, কান্তি, রূপ (ছিরি তো খুব খুলেছে); 2 ধরন (কথার ছিরি দেখ); 3 বিবাহাদি শুভকার্যের জন্য রঙিন পিঠালি দিয়ে গড়া চূড়ার মতো মাঙ্গলিক দ্রব্যবিশেষ।
[সং. শ্রী]।
ছাঁদ
বি. লাবণ্য ও গঠন; সৌকর্য (কথাবার্তার কোনো ছিরিছাঁদ নেই)।
86)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ছাট
(p. 304) chāṭa বি. বায়ুতাড়িত জলের ধারা বা ছিটা (বৃষ্টির ছাট)। [সং. ছটা]। 2)
ছাও
(p. 303) chāō বি. (আঞ্চ.) শাবক, ছানা, ছা। [ছা দ্র]। 5)
ছুটা, ছোটা
(p. 304) chuṭā, chōṭā ক্রি. 1 দৌড়ানো (জোরে ছোটো); 2 বেগে চলা বা প্রবাহিত হওয়া (বাতাস ছুটছে, গাড়ি ছুটছে); 3 প্রবলভাবে নির্গত হওয়া (ফিনকি দিয়ে রক্ত ছুটছে); 4 বেগে বর্ষিত হওয়া ('ভোর হতে আজ বাদল ছুটেছে': রবীন্দ্র); 5 দূর হওয়া (নেশা ছুটে গেছে, মায়া-মোহ ছুটে যাবে); 6 ছিঁড়ে বা টুটে যাওয়া (বাঁধন ছোটা); 7 ভেঙে বা খুলে যাওয়া (খিল ছুটে গেল); 8 লোপ পাওয়া, নিশ্চিহ্ন হওয়া (এই রং সহজে ছুটবে না)। বি. উক্ত সব অর্থে। [প্রাকৃ. ছূঢ-তু. হি. √ ছুট]। ̃ ছুটি বি. দৌড়াদৌড়ি; ব্যস্ততা। ̃ নো ক্রি. 1 ধাবিত করানো (কুকুরটাকে মাঠে একটু ছুটিয়ে আনো); 2 বন্ধনহীন করা (মুখ ছুটানো); 3 বিচ্ছিন্ন করা (তক্তা থেকেপেরেকটা ছোটানো গেল না); 4 দূর করা। বি. বিণ. উক্ত সব অর্থে। 105)
ছলা
(p. 301) chalā বি. ছল, ছলনা। ক্রি. ছলনা করা, প্রতারণা করা, ঠকানো, ধোঁকা দেওয়া ('কোন ছলে ছলিয়া': রবীন্দ্র)। [সং. ছল + বাং. আ স্বার্থে]। ̃ কলা বি. শঠতা; মন-ভোলানো হাবভাব বা কৌশল। 54)
ছুঁয়া
(p. 304) chum̐ẏā দ্র ছোঁয়া। 98)
ছোঁকা
ছাতিম
(p. 304) chātima বি. পাতা ও ডালপালাসহ ছাতার মতো আকৃতিযুক্ত গাছবিশেষ, সপ্তপর্ণী। [বাং. ছাতি + ম, তু-সং. সপ্তপর্ণ]। 14)
ছেঁড়া, ছেঁড়াছিঁড়ি
ছটাক
(p. 301) chaṭāka বি. 1 ওজনের পরিমাণবিশেষ (=5 তোলা বা 1/16 সের বা 1/4 পোয়া); 2 ভূমির পরিমাণবিশেষ (=5 হাত লম্বা ও 4 হাত চওড়া)। [হি. ছটাংক ? সং. ষট্টঙ্ক]। 14)
ছাঁকা
(p. 303) chān̐kā ক্রি. 1 বস্ত্রাদির সাহায্যে তরল বস্তু থেকে বর্জনীয় অংশ বার করে ফেলা, পরিস্রুত বা শোধন করা (দুধ ছাঁকা); 2 চালা, গুঁড়ো পৃথক করা (আটা ছাঁকা)। বি. ছাঁকার কাজ। বিণ. 1 ছাঁকা হয়েছে এমন (ছাঁকা দুধ); 2 খাঁটি (ছাঁকা কথা বলে দিলাম); 3 বিশেষভাবে নির্বাচিত (ছাঁকা ছাঁকা লোককে নিয়ে যাবে); 4 নির্ভেজাল, বিশুদ্ধ (ছাঁকা গঙ্গাজল); 5 সহজলভ্য (ছাঁকা পয়সা); 6 ছাঁকার জন্য উদ্দিষ্ট (দুধ-ছাঁকা কাপড়); আটা-ছাঁকা চালুনি)। [বাং. √ ছাঁক্ + আ]। ছাঁকা তেলে ভাজা ক্রি. বি. ঝাঁঝরির দ্বারা ছেঁকে তোলা যায় এমন বেশি তেলে ভাজা। ছেঁকে ধরা ক্রি. বি. ঘিরে ধরা; চারদিক থেকে অনেকে মিলে ব্যতিব্যস্ত করা (পিঁপড়েয় ছেঁকে ধরেছে, পাওনাদারেরা ছেঁকে ধরেছে)। 11)
ছুট2
(p. 304) chuṭa2 বি. 1 ফাঁক; অবসর; 2 মুক্তি (ছুট পাওয়া ভার)। [বাং. ছুটি]। 102)
ছোলা1
(p. 304) chōlā1 বি. চণক, চানা, বুট। [সং. চণক হি. চনা]। 170)
ছোবা
ছ্যাঁক, ছ্যাঁচড়, ছ্যাঁচড়া
ছুপা, ছোপা
(p. 304) chupā, chōpā ক্রি. 1 ছোপ ধরানো; 2 রাঙানো, রং করা (শাড়ি ছোপানো)। [বাং. √ ছোপা]। ̃ নো ক্রি. রঞ্জিত করা, রং করা, ছোপা। বি. রঞ্জন। বিণ. রঞ্জিত (ছোপানো শাড়ি)। 111)
ছন
(p. 301) chana বি. পূর্ববঙ্গে ঘর ছাওয়ার খড়জাতীয় তৃণবিশেষ। [তু. সং. শণ]। 34)
ছুঁত, ছুঁত্
(p. 304) chun̐ta, chun̐t বি. 1 স্পর্শ; স্পর্শদোষ; 2 খুঁত; 3 অশৌচ। [হি. ছুত সং. √ ছুপ্]। ̃ মার্গ বি. 1 তথাকথিত অস্পৃশ্য জাতিকে স্পর্শ করলে দোষ হয়-এই মত; 2 ছোঁয়াছুঁয়ির বিচার। 97)
ছুঁচালো, ছুঁচলো
(p. 304) chun̐cālō, chun̐calō বিণ. 1 সুচের ডগার মতো সরু ও তীক্ষ্ণাগ্র, সুচালো (ছুঁচলো পিন); 2 ক্রমশ আগার দিকে সরু হয়ে এসেছে এমন (ছুঁচলো দাড়ি)। [বাং. ছুঁচ ( সূচি) + আলো]। 93)
ছিট1
(p. 304) chiṭa1 বি. 1 ফোঁটা, বিন্দু, ছিটা (কালির ছিট, জলের ছিট); 2 ছাপযুক্ত রঙিন কাপড় (ছিটের কাপড়, বিলিতি ছিট); 3 অস্পষ্ট লক্ষণ, আভাস (পাগলামির ছিট দেখা দিয়েছে); 4 ঈষত্ পাগলামি (মাথায় ছিট আছে)। [হি. ছিট]। 58)
ছিলকা, (কথ্য) ছিলকে
(p. 304) chilakā, (kathya) chilakē বি. গাছের ছালের টুকরো; বল্কল, ত্বক, খোসা। [সং. ছল্লি]। 87)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2542170
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2147885
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1739854
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 952736
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886482
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840141
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698622
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604081

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us