Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অস্পৃশ্য দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অচ্ছুত্, অচ্ছুত
(p. 8) acchut, acchuta বিণ. ছোঁওয়া যায় না বা ছোঁওয়া উচিত নয় এমন, অস্পৃশ্য; অশুচি (অচ্ছুত্ জাতি)। [(1) সং. অশুদ্ধ অশুধ অচ্ছুত (?); (2) সং. অশুচ (?) (3) সং. ন+√ছুপ ছুত্ (?)]। 82)
অস্পর্শ
(p. 73) asparśa বি. স্পর্শের অভাব; সম্পর্কের অভাব। বিণ. স্পর্শহীন; অসম্পর্কিত, অসংলগ্ন। [সং. ন + স্পর্শ]। ̃ ন বি. স্পর্শের অভাব। ̃ নীয় বিণ. স্পর্শ করা বা ছোঁয়া উচিত নয় এমন, অস্পৃশ্য; ছোঁয়া যায় না এমন। অস্পর্শ্য বিণ. অস্পৃশ্য, অস্পর্শনীয়, ছোঁয়া উচিত নয় এমন। অস্পৃশ্য বিণ. ছোঁয়ার অযোগ্য, ছোঁয়া উচিত নয় এমন; ছোঁয়া নিষেধ এমন; অচ্ছুত; ঘৃণ্য; অশুচি। বি. অস্পৃশ্যতা। 41)
অস্পৃশ্য
(p. 73) aspṛśya দ্র অস্পর্শ। 44)
গো2
(p. 256) gō2 বি. 1 ধেনু, গাভী, গোরু; 2 গোজাতি; 3 বৃষ; 4 ইন্দ্রিয় (গোচর); 5 পৃথিবী (গোপতি)। [সং. √গম্ + ও]। ̃ কর্ণ বি. অনামিকা ও বৃদ্ধাঙ্গুলি প্রসারিত করলে তার মধ্যবর্তী ব্যবধান; গণ্ডূষ। ̃ কুল বি. 1 গোরুর পাল; 2 গোষ্ঠ; 3 যমুনাতীরের গ্রামবিশেষ, যেখানে শ্রীকৃষ্ণ ও বলরাম নন্দগৃহে পালিত হয়েছিলেন। গোকুলের ষাঁড় (ব্যঙ্গে) বৃন্দাবনের মুক্তভাবে বিচরণশীল ষাঁড়ের মতো স্বেচ্ছাচারী এবং দায়দায়িত্বহীন ব্যক্তি। ̃ ক্ষীর বি. গোদুগ্ধ, গোরুর দুধ। ̃ খুর, ̃ ক্ষুর বি. 1 কাঁটা গাছবিশেষ; 2 গোরুর ক্ষুর; 3 গোখরো সাপ। ̃ ক্ষুরা, ̃ খুরা, গোখরো বি. ফণায় গোরুর ক্ষুরের মতো চিহ্নযুক্ত বিষধর সাপবিশেষ। গোখাদক বিণ. গোমাংস ভক্ষণকারী। ̃ গৃহ বি. গোশালা, গোয়াল। ̃ গ্রন্হি বি. ঘুঁটে। ̃ গ্রাস বি. 1 প্রায়শ্চিত্তের পর গোরুর মুখে মন্ত্রপূত ঘাস দান; 2 বড় বড় গ্রাস (গোগ্রাসে গেলা)। ̃ ঘৃত বি. গাওয়া ঘি। ̃ ঘ্ন বিণ. গোহত্যাকারী। ̃ চন্দন বি. গোরোচনা। ̃ চারণ বি. গোরু চরানো; গোরুকে মাঠে নিয়ে ঘাস খাওয়ানো। ̃ দান বি. গাভিদানরূপ পূণ্যকর্ম। ̃ দোহনী, ̃ দোহিনী বি. দুধের ভাঁড় বা হাঁড়ি। ̃ ধন বি. গাভিরূপ সম্পদ। ̃ ধূলি বি. যখন গোরুর পাল খুরের আঘাতে ধুলো উড়িয়ে গোয়ালে ফেরে সেই সময়; সূর্যাস্তকাল। গোধূলি লগ্ন বি. গোধূলির শুভক্ষণ (গোধূলি লগ্নে বিয়ে)। ̃ পাট, ̃ বাট বি. গোগৃহ, গোয়াল। ̃ বত্স বি. বাছুর। ̃ বধ বি. গোহত্যা। ̃ বেড়েন বি. গোরুকে প্রহার করার মতো নির্দয় প্রহার। ̃ বৈদ্য বি. 1 গোরুর রোগের চিকিত্সক। ̃ ব্রজ বি. গোষ্ঠ; গোচারণ মাঠ। ̃ ভাগাড় বি. মরা গোরু ফেলবার স্হান। ̃ মাংস বি. গোরুর মাংস। ̃ মাতা (-তৃ) বি. 1 সমস্ত গোজাতির মাতৃস্হানীয়া সুরভি নামের গাভী; 2 মাতৃস্বরূপা গোজাতি। ̃ মুখ বি. 1 গোরুর মুখ; 2 গোরুর মুখাকৃতিবিশিষ্ট বাদ্যযন্ত্রবিশেষ; 3 জপমালার ঝুলি। বিণ. গোরুর মুখের মতো আকৃতিবিশিষ্ট। ̃ মূখী বি. 1 হিমালয়ের গোমুখাকৃতি গহ্বরবিশেষ যার ভিতর দিয়ে গঙ্গা নির্গত হয়েছে; 2 জপমালার ঝুলি। ̃ মূর্খ বিণ. গোরুর মতো নির্বোধ, নিরেট, বোকা; অক্ষরপরিচয় পর্যন্ত নেই এমন। ̃ মূত্র বি. চোনা, গোরুর প্রস্রাব। ̃ মেধ বি. গোবলিঘটিত বৈদিক যজ্ঞবিশেষ। ̃ যান বি. বলদে টানা গাড়ি, গোরুর গাড়ি। ̃ রক্ত বি. গোরুর রক্ত; (হিন্দুর পক্ষে) অস্পৃশ্য বস্তু। ̃ রক্ষক বি. রাখাল। ̃ রস বি. গোদুগ্ধ; গোদুগ্ধজাত দই. ঘি, ইত্যাদি। ̃ শালা বি. গোয়াল; গোরুর থাকার জায়গা। ̃ স্তন বি. 1 গোরুর স্তন; 2 চারটি 'নর' বি পঙ্ক্তিযুক্ত হারবিশেষ। ̃ স্তনী বি. আঙুর ফলের গোছা। ̃ হত্যা বি. গোবধ -এর অনুরূপ। 46)
ছুঁত, ছুঁত্
(p. 304) chun̐ta, chun̐t বি. 1 স্পর্শ; স্পর্শদোষ; 2 খুঁত; 3 অশৌচ। [হি. ছুত সং. √ ছুপ্]। ̃ মার্গ বি. 1 তথাকথিত অস্পৃশ্য জাতিকে স্পর্শ করলে দোষ হয়-এই মত; 2 ছোঁয়াছুঁয়ির বিচার। 97)
ছোঁয়া, ছুঁয়া
(p. 304) chōm̐ẏā, chum̐ẏā ক্রি. স্পর্শ করা (ময়লা ছোঁয়া)। বি. স্পর্শ (ছোঁয়া লেগেছে)। বিণ. 1 স্পৃষ্ট, ছোঁয়া লেগেছে এমন (পাপে ছোঁয়া মন); 2 ছুঁয়েছে বা ঠেকেছে এমন, স্পর্শী (আকাশছোঁয়া)। [সং. √ ছুপ + বাং. আ]। ̃ চে বিণ. স্পর্শ করলেই বা ছুঁলেই সংক্রামিত হয় এমন (ছোঁয়াচে রোগ)। ̃ ছুঁয়ি বি. পরস্পর স্পর্শ; স্পর্শদোশ; ছুঁতমার্গ। ̃ নো ক্রি. স্পর্শ করানো, ঠেকানো (মাথা ছোঁয়ানো, একটা টাকাও ছোঁয়াল না)। বি. বিণ. উক্ত অর্থে। ̃ লেপা বি. অস্পৃশ্য বস্তু বা ব্যক্তির সঙ্গে সংস্পর্শদোষ। 153)
শুদ্ধ
(p. 781) śuddha বিণ. 1 নির্দোষ; 2 নির্মল, পবিত্র, শুচি; 3 শোধিত; 4 খাঁটি, নির্ভেজাল; 5 নির্ভুল (শুদ্ধ উত্তর); 6 শুধু, কেবল (শুদ্ধ তোমাকে বলছি)। [সং. √ শুধ + ত]। স্ত্রী. শুদ্ধা। বি. ̃ তা, ̃ ত্ব। ̃ চিত্ত, ̃ মতি বিণ. পবিত্র হৃদয়বিশিষ্ট। বি. পবিত্র হৃদয়। ̃ শীল বিণ. নির্মল চরিত্রবিশিষ্ট। শুদ্ধাচার বি. পবিত্র বা নির্দোষ আচরণ। বিণ. আচারব্যবহার পবিত্র এমন। শুদ্ধান্ত বি. 1 অন্তঃপুর; 2 অন্তঃপুরস্ত্রী। শুদ্ধাশুদ্ধ বিণ. নির্ভুল ও ভুল; পবিত্র ও অপবিত্র (শুদ্ধাশুদ্ধ বিচার না করা)। শুদ্ধি বি. 1 শোধন (ঋণশুদ্ধি); 2 ভ্রম দূরীকরণ; 3 পবিত্রতা, শুদ্ধতা; 4 নির্মলতা (মুখশুদ্ধি); 5 ভ্রমহীনতা; 6 ভেজালবিহীনতা; 7 শাস্ত্রীয় সংস্কারদ্বারা ধর্মচ্যুত অস্পৃশ্য বা ভিন্ন ধর্মাবলম্বী ব্যক্তির উদ্ধার। শুদ্ধি-পত্র বি. গ্রন্হাদির ভ্রমসংশোধন তালিকা। শুদ্ধোদন বুদ্ধদেবের পিতা। শুদ্ধ্যশুদ্ধি বি. পবিত্রতা ও অপবিত্রতা; ভ্রমহীনতা ও ভ্রমযুক্ততা। 37)
স্পর্শ
(p. 849) sparśa বি. 1 দেহত্বক দ্বারা অনুভব করার গুণ বা ত্বগিন্দ্রিয়গ্রাহ্য গুণ; 2 ছোঁয়া, ঠেকাঠেকি। [সং. √ স্পৃশ্ + অ]। ̃ ক বিণ. স্পর্শকারী; (জ্যামি.) যে সরল রেখা বৃত্তাদির পরিধি স্পর্শ করে কিন্তু বর্ধিত হলেও ছেদ করে না, tangent (বি. প.)। ̃ কাতর বিণ. স্পর্শমাত্রে বা তুচ্ছ কারণে মনে আঘাত সৃষ্টি করে এমন বা মনে আঘাত পায় এমন (স্পর্শকাতর ভাব, ব্যক্তি বা ব্যাপার), sensitive. বি. ̃ কাতরতা। ̃ ক্রামী (-মিন্) বিণ. স্পর্শদ্বারা সংক্রমিত হয় এমন, সংক্রামক, ছোঁয়াচে। ̃ ন বি. স্পর্শ করা। ̃ নীয়, স্পৃশ্য বিণ. স্পর্শনযোগ্য (তু. বিপ. অস্পৃশ্য)। ̃ বর্ণ বি. বর্গীয় বর্ণ, ক থেকে ম পর্যন্ত বর্ণ। ̃ মণি বি. যে (কাল্পনিক) রত্নের ছোঁয়া লাগলেই সব কিছু সোনায় পরিণত হয়, পরশপাথর। স্পর্শী (-র্শিন্) বিণ. স্পর্শকারী (আকাশস্পর্শী)। স্ত্রী. স্পর্শিনী। স্পর্শেন্দ্রিয় বি. ত্বক। স্পৃষ্ট বিণ. স্পর্শ করা হয়েছে এমন (বিদ্যুত্স্পৃষ্ট = বৈদ্যুতিকস্পর্শে মৃত, electrocuted)। স্পৃষ্টি বি. স্পৃষ্ট অবস্হা; স্পর্শন। 34)
হরি
(p. 860) hari বি. 1 নারায়ণ, বিষ্ণু, কৃষ্ণ; 2 যম; 3 বায়ু; 4 চন্দ্র; 5 সূর্য; 6 সিংহ; 7 অশ্ব। বিণ. হরিত্ কপিল বা পিঙ্গল বর্ণবিশিষ্ট। [সং. √ হৃ + ই]। হরির লুট হরি সংকীর্তনের পর প্রসাদি বাতাসা ভক্তদের মধ্যে ছড়িয়ে দেওয়া। ̃ গুণ-গান বি. বিষ্ণুর নাম ও মহিমা কীর্তন। ̃ চন্দন বি. দেবতরুবিশেষ। [চন্দন দ্র]। ̃ জন বি. উচ্চবর্ণ হিন্দু কর্তৃক অস্পৃশ্য বলে অবহেলিত ভারতের হিন্দু সম্প্রদায় বা উক্ত সম্প্রদায়ের লোক; মেথর। [গান্ধিজীর প্রদত্ত নাম]। ̃ দ্বার বি. হিমালয়ের পাদদেশস্হ হিন্দু তীর্থবিশেষ। ̃ নাম বি. হরির নাম, ওই নাম জপ বা কীর্তন। হরি নামের ঝুলি হরিনামের মালা রাখার ঝুলি। হরি নামের মালা হরিনাম জপকালে নামোচ্চারণের সংখ্যা ঠিক রাখার জন্য ব্যবহৃত মালা; বৈষ্ণবের জপমালা। ̃ প্রিয়া বি. (স্ত্রী.) 1 লক্ষ্মীদেবী; 2 তুলসী পাতা বা গাছ। ̃ বাসর বি. 1 দ্বাদশীর প্রথম পাদযুক্ত একাদশীর দিন; 2 (ব্যঙ্গে) উপবাস, অনশন। ̃ বোল বি. (সচ. সমবেতকণ্ঠে ও উচ্চস্বরে) হরির নামোচ্চারণ (হিন্দুরা পূজান্তে, কীর্তনান্তে এবং শববহনকালে ও শবদাহকালে এই ধ্বনি উচ্চারণ করে। ̃ ভক্ত বিণ. 1 হরির প্রতি ভক্তিমান; 2 বৈষ্ণব। ̃ ভক্তি বি. হরির প্রতি ভক্তি। হরিভক্তি উবে যাওয়া ক্রি. বি. (ব্যঙ্গে) শ্রদ্ধা নষ্ট হয়ে যাওয়া। ̃ মটর বি. (কৌতু.) উপবাস, অনশন। সংকীর্তন বি. দলবদ্ধভাবে হরিগুণ গান করা। ̃ সভা বি. হরির মহিমা আলোচনার্থ সভা। ̃ হর বি. হরি ও হর, বিষ্ণু ও শিব; বিষ্ণু ও শিবের অভেদমূর্তি। ̃ হরাত্মা বিণ. বি. অভিন্নহৃদয়, একপ্রাণ একদেহ। 28)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2063335
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1765098
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1361798
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 719260
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 695816
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 593207
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541424
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 539860

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন