Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কুলক এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কুলক এর বাংলা অর্থ হলো -

(p. 199) kulaka বি. একটিমাত্র ক্রিয়াপদের সাহায্যে রচিত কমপক্ষে পাঁচটি শ্লোকের সমষ্টি।
[সং. কুল + ক]।
27)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কুক
কাঁড়ার, কাঁঢার
কার-বাইড
(p. 185) kāra-bāiḍa বি. চুন ও অঙ্গারঘটিত দ্রব্যবিশেষ; এই দ্রব্য জলে দিলে একপ্রকার গ্যাস উত্পন্ন হয় এবং তা থেকে আলো হয়। [ইং. carbide]। 18)
কর্ম
(p. 169) karma (-র্মন্) বি. 1 যা করা হয়, কার্য; 2 কর্তব্য; 3 উপযোগিতা (সে কোনো কর্মের নয়); 4 বিবাহাদি সামাজিক অনুষ্ঠান; ধর্মানুষ্ঠান (ক্রিয়াকর্ম); 5 বৃত্তি, পেশা, ব্যবসায় (চিকিত্সকের কর্ম, কর্মস্হল); 6 (ব্যাক.) কর্মপদ বা কর্মকারক, object. objective case. [সং. √ কৃ + মন্]। ̃ কর্তা (-র্তৃ) বি. কাজকর্মের ব্যাপারে প্রধান ব্যক্তি। ̃ কর্তৃ-বাচ্য বি. (ব্যাক.) যে বাচ্যে কর্মই কর্তা বলে প্রতীত হয় এবং ক্রিয়াটি আপনাআপনিই নিষ্পন্ন হচ্ছে বলে মনে হয়, যথা, ভাত ফুটছে, বাঁশি বাজছে। ̃ কাণ্ড বি. 1 বেদের যে অংশে যজ্ঞাদি কর্মের বিধান আছে; 2 কর্মসমূহ। ̃ কারী (-রিন্) বিণ. বি. কর্মী, কর্ম করে এমন (ব্যক্তি)। ̃ কুশল বিণ. কার্যদক্ষ, কাজেকর্মে পটু। ̃ ক্ষম বি. কাজের জায়গা। ̃ চারী (-রিন্) বি. নির্দিষ্ট কাজের জন্য বেতনভোগী ব্যক্তি, যে বেতনের বিনিময়ে কাজ করে। ̃ ঠ বিণ. কার্যক্ষম, কাজ করতে সমর্থ। ̃ ণ্য বিণ. কার্যক্ষম; কাজের উপযোগী। ̃ ত্যাগ বি. কাজ ছাড়া; চাকরি ছেড়ে দেওয়া। ̃ দোষ বি. কুকর্ম বা অন্যায় কাজ করার জন্য অপরাধ; পূর্বজন্মে কৃত পাপ; দুরদৃষ্ট। ̃ নাশা বিণ. কাজ পণ্ড করে এমন। বি. নদীবিশেষ। ̃ নিষ্ঠ বিণ. কাজে মনোযোগী; কর্তব্যপরায়ণ। ̃ ফল বি. কৃতকর্মের ফল (বিশেষত যা জন্মান্তরেও ভোগ করতে হয়)। ̃ বাচ্য বি. (ব্যাক.) যে বাচ্যে কর্মই প্রধান হয়ে ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে। ̃ বাদ বি. যে মতবাদ অনুসারে কৃতকর্মের ফল ইহজন্মেই হোক বা পরজন্মেই হোক ভোগ করতে হবে। ̃ বাদী (-দিন্) বিণ. কর্মবাদ মানে এমন। ̃ বিপাক বি. কর্মের পরিণাম বা শেষ ফল; কৃতকর্মের ফলভোগ। ̃ বিরতি বি. কোনো দাবি আদায়ের জন্য বা কোনো কিছুর প্রতিবাদে কর্মচারী শ্রমিক ইত্যাদির সাময়িক কাজ বন্ধ, cease-work. ̃ বীর বিণ. অসাধারণ কর্মী, কাজে উত্সর্গীকৃত জীবন যার। ̃ ভূমি বি. কর্মক্ষেত্র, কাজের জায়গা; সংসার। ̃ ভোগ বি. কর্মের ফলভোগ; বৃথা কষ্টভোগ; অনর্থক পরিশ্রম। ̃ মুখী বিণ. কর্ম অর্থাত্ বৃত্তি বা ব্যবসায় যার লক্ষ্য (কর্মমুখী শিক্ষা)। ̃ যোগ বি. 1 চিত্তের সংযম ও শুদ্ধিকারক শাস্ত্রোক্ত কর্ম; 2 গীতায় নির্দিষ্ট নিষ্কাম অর্থাত্ ফলের আকাঙ্ক্ষা না করে কর্মের দ্বারা আত্মোন্নতিবিধান। &tilde ; যোগী (-গিন্) বিণ. বি. কর্মযোগে বিশ্বাসী; কর্মযোগপালনকারী। ̃ শালা বি. কর্মস্হান; কারখানা। ̃ শীল বিণ. কার্যসাধনে তত্পর, কর্মে নিষ্ঠা আছে এমন। ̃ সচিব বি. 1 কার্য পরিচালনে সহায়তাকারী, সহকারী; 2 কার্যপরিচালক মন্ত্রী। ̃ সাক্ষী (-ক্ষিন্) বি. সকল কর্মের সাক্ষাত্ দ্রষ্টা; চন্দ্রসূর্যাদি। ̃ সিদ্ধি বি. কাজে সাফল্য; ইষ্টপূরণ। ̃ সূত্র বি. 1 কাজের নিয়ম, ক্রম বা প্রয়োজন; 2 কর্মফল; 3 নিয়তি। ̃ সূত্রে ক্রি-বিণ. কাজের প্রয়োজনে (কর্মসূত্রে একবার সেখানে গিয়েছিলাম); নিয়তির বন্ধনে; কর্মফলস্বরূপ। ̃ স্হল বি. কাজের জায়গা; কার্যালয়, অফিস। 20)
কুড়2
ক্যাটকেটে
কষ্টে-সৃষ্টে
(p. 174) kaṣṭē-sṛṣṭē ক্রি-বিণ. কায়ক্লেশে, বহুকষ্টে; কোনোক্রমে ('কষ্টেসৃষ্টে দিন চলে যায়': সু. বা.)। [সং. কষ্ট + বাং. এ + বাং. সৃষ্ট (সহচর শব্দ) + বাং. এ]। 7)
কোটা2
(p. 209) kōṭā2 বি. 1 মিহি বস্ত্রবিশেষ; 2 মিহি সুতোর তৈরি শাড়িবিশেষ (কোটা শাড়ি)। [বাং. কোষ্টা (পাট) সং. কোষ্ট]।
কুশাঙ্কুর
(p. 201) kuśāṅkura বি. কুশতৃণের নবজাত পাতা বা ফলা, নবজাত কুশ। [সং. কুশ + অঙ্কুর]। 16)
কেঁচে
(p. 205) kēn̐cē অস-ক্রি. 1 পণ্ড হয়ে (সব কেঁচে গেছে); 2 নতুন করে (কেঁচে আরম্ভ করা)। [বাং. √কাঁচ্ + ইয়া = কাঁচিয়া কেঁচে]। কেঁচে গণ্ডূষ করা ক্রি. বি. সম্পূর্ণ নতুনভাবে আরম্ভ করা, আবার গোড়া থেকে শুরু করা। 21)
কুঁচিলা, কুঁচে2
(p. 192) kun̐cilā, kun̐cē2 যথাক্রমে কুচিলা ও কুচে -র রূপভেদ। 22)
কাম2
(p. 181) kāma2 বি. কন্দর্পদেব, মদন, অনঙ্গ। [সং. √কম্ + ণিচ্ + অ]। 82)
কূটার্থ
(p. 202) kūṭārtha বি. 1 দুরূহ অর্থ; 2 গুপ্ত বা গূঢ় অর্থ; 3 বিরুদ্ধ অর্থ। [সং. কূট + অর্থ]। 33)
ক্রোড়1
(p. 215) krōḍ়1 বি. 1 অঙ্ক, কোল ('বালিকা মাতার ক্রোড়ে ফিরিয়া আসিল': রবীন্দ্র); 2 শূকর; 3 শনিগ্রহ। [সং. √ ক্রুড্ + অ]। ক্রোড় অঙ্ক, ক্রোড়াঙ্ক বি. নাটকের শেষে সংযোজিত অংশ। ̃ চ্যুত বিণ. কোল থেকে বিচ্যুত, কোলছাড়া। ̃ পত্র বি. 1 গ্রন্হ দলিল প্রভৃতির অতিরিক্ত অংশ বা সংযোজন, supplement; 2 উইলের অতিরিক্ত অংশ, codicil. 29)
ক্যাঁচ
কার্পট
কাল-বুদ
(p. 186) kāla-buda বি. 1 জুতো তৈরি করার কাঠের ফর্মা বা ছাঁচ; 2 খিলান-করা ছোট সাঁকো, culvert,; 3 খিলান গাঁথবার ফর্মা। [ফা. কাল্বুদ্]। 30)
কার্টিজ
(p. 186) kārṭija বি. বন্দুকের টোটা। [ইং. cartridge]। 5)
কালিনী1
(p. 188) kālinī1 বিণ. (প্রা. কাব্যে) দুঃখিনী, শোকার্তা। [বাং. কালি + নী]। 9)
কুগঠন
(p. 192) kugaṭhana বিণ. কুত্সিত গড়নবিশিষ্ট, গড়ন বা আকৃতি মন্দ এমন। বি. কুত্সিত গড়ন; ত্রুটিপূর্ণ গড়ন। [সং. কু + গঠন]। 58)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2542193
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2147895
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1739886
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 952741
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886483
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840148
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698631
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604082

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us