Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

স্বাবলম্বন, স্বাবলম্ব এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  স্বাবলম্বন, স্বাবলম্ব এর বাংলা অর্থ হলো -

(p. 855) sbābalambana, sbābalamba বি. 1 আত্মনির্ভরতা; 2 নিজশক্তিদ্বারা কর্ম করা, অন্যের সাহায্য ছাড়াই কাজকর্ম করার ক্ষমতা; 3 অনন্যপরতা।
[সং. স্ব + অবলম্বন, অবলম্ব]।
স্বাবলম্বী (-ম্বিন্) বিণ. আত্মনির্ভরশীল।
স্ত্রী. স্বাবলম্বিনী।
বি. স্বাবলম্বিতা।
4)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


সংবাদ
(p. 792) sambāda বি. 1 খবর, সমাচার, বার্তা (সংবাদপত্র); 2 বৃত্তান্ত; 3 আলাপ, পরস্পর কথোপকথন (সখীসংবাদ, কর্ণকুন্তীসংবাদ); 4 (বিরল) মতের ঐক্য (তু. বিবাদসংবাদ, বিসংবাদ)। [সং. সম্ + √ বদ্ + অ]। ̃ দাতা বি. যে খবর দেয় বা জোগায়। ̃ পত্র বি. খবরের কাগজ। ̃ প্রাপ্তি বি. খবর পাওয়া। 73)
সাংঘাতিক
(p. 822) sāṅghātika বিণ. মারাত্মক, ভয়ানক (সাংঘাতিক অস্ত্র, সাংঘাতিক রোগ)। [সং. সংঘাত + ইক]। 22)
সমন্তাত্, সমন্ততঃ
(p. 808) samantāt, samantatḥ (-তস্) অব্য. (অপ্র.) সর্বত, সর্বদিকে, সর্বত্র। [সং. সমস্ত + আত্, তস্]। 53)
সাংসারিক
সন্তত
(p. 803) santata বিণ. 1 অবিচ্ছিন্ন; 2 বহুদূরব্যাপী; 3 সতত ('সন্তত আভাসে ঘুমন্ত তোমাকে দেখি': বিষ্ণু)। [সং. সম্ + √ তন্ + ত]। 48)
স্টেশন
সাষ্টাঙ্গ
সমুন্নয়, সমুন্নয়ন
(p. 814) samunnaẏa, samunnaẏana বি. 1 সম্যক উন্নত করা (গ্রাম-সমুন্নয়ন); 2 উত্ক্ষেপণ। [সং. সম্ + উদ্ + √ নী + অ, অন]। 28)
সাই-কেল
(p. 822) sāi-kēla বি. পা দিয়ে চালাতে হয় এমন দুই চাকার যানবিশেষ। [ইং. bicycle]। 9)
সভা
(p. 808) sabhā বি. 1 সমিতি, পরিষদ (আইনসভা); 2 প্রতিষ্ঠান, গোষ্ঠী (ব্রাহ্মসভা, আত্মীয়সভা); 3 সম্মেলন, বৈঠক (সাংবাদিক সভা); 4 জনসমাবেশ (জনসভা); 5 রাজদরবার (রাজসভা)। [সং. সহ + √ভা + অ]। সভা আহ্বান করা, সভা ডাকা ক্রি-বিণ. সভার বৈঠকে সদস্যদের যোগদানের জন্য আমন্ত্রণ করা; বক্তব্য প্রচার করার জন্য জনসমাবেশের ব্যবস্হা করা। সভা করা ক্রি. সভার অনুষ্ঠান করা। ̃ কক্ষ, ̃ গৃহ, ̃ তল, ̃ মণ্ডপ, ̃ স্হল বি. যেখানে সভার অধিবেশন হয়। ̃ কবি বি. রাজার সভায় নিযুক্ত কবি। ̃ কুট্টিম বি. সভার পাকা মেঝে। ̃ জন বি. সভাস্ত লোক, সদস্য; সভাসদ। ̃ নেত্রী বি. (স্ত্রী.) সভার কার্যাদির পরিচালিকা; কোনো প্রতিষ্ঠানের পরিচালিকা। ̃ পতি বি. সভার কার্যাদির বা প্রতিষ্ঠানের পরিচালক। ̃ ভঙ্গ বি. সভার অধিবেশনের শেষ। ̃ রম্ভ বি. সভার কার্যাদির শুরু। ̃ সদ বি. সভায় যোগদানকারী, সদস্য; সভার সদস্য। ̃ সমিতি বি. সভা বৈঠক বা ওইজাতীয় লোকসমাগম (তিনি আজকাল বড়ো-একটা সভাসমিতিতে যান না)। ̃ সাহিত্য বি. রাজসভার পৃষ্ঠপোষকতায় সভাসাহিত্যেকের রচিত সাহিত্য, court literature. ̃ সাহিত্যিক বি. রাজসভায় বিশেষভাবে সমাদৃত সাহিত্যিক। ̃ সীন বিণ. সভায় বা দরবারে উপস্হিত বা উপবিষ্ট। ̃ স্হ বিণ. সভায় উপস্হিত (সভাস্হ লোকজন)। 38)
স্তব্ধ
সব
(p. 806) saba বিণ. সমস্ত, সকল (সব মানুষই মরণশীল, সব কথা শোনা যায় না)। সর্ব. বি. 1 সকল লোক বা বিষয় বা বস্তু (সবে মিলে যাও, সব জানি); 2 সমস্ত সম্পদ (সব হারানো)। [সং. সর্ব]। ̃ কিছু সর্ব. সমস্ত বিষয় বা বস্তু (নিজের সবকিছু নিয়ে গেছে)। ̃ চিন বিণ. সবাইকে চেনে এমন। ̃ জান্তা (ব্যঙ্গে) বিণ. সবকিছু জানে এমন, সর্বজ্ঞ (কী এমন সবজান্তা হয়েছ?)। ̃ টা সর্ব. সমস্ত অংশ (সবটা তুমি একাই খেয়ো না)। ̃ রকম বি. সর্ব. সমস্তরকম (সবরকমই দেখেছি)। বিণ. সমস্ত রকমের (সবরকম খেলাই হবে)। ̃ সুদ্ধ বিণ. ক্রি-বিণ. মোট, সবসমেত (সবসুদ্ধ পাঁচশো লোক খাবে)। সবাই, (ঝোঁকযুক্ত) সব্বাই সর্ব. সকলেই; প্রত্যেকেই (সবাই এসেছে, সব্বাই যাবে)। সবা-কার, সবার বিণ. সকলের ('আমার ভাণ্ডার আছে ভ'রে তোমা সবাকার ঘরে ঘরে': রবীন্দ্র', 'যেথায় থাকে সবার আপন দীনের হতে দীন': রবীন্দ্র)। সবারে সর্ব. (রে বিভক্তি) (কাব্যে) সকলকে ('সবারে আমি প্রণাম করে যাই': রবীন্দ্র)। সবে সর্ব. সকলে ('সবে মিলি করি কাজ')।
সংসদ
সমানু-পাত
(p. 808) samānu-pāta বি. 1 সদৃশ সম্বন্ধ; 2 (গণি.) আনুপাতিক সমতা, এক বস্তুর হ্রাস-বৃদ্ধির তুল্য অপরের হ্রাসবৃদ্ধি, proportion. [সং. সম্ + অনুপাত]। 96)
সিঙ্গা-পুরি, সিঙা-পুরি
(p. 833) siṅgā-puri, siṅā-puri বিণ. বি. সিঙাপুরের; সিঙাপুর থেকে আগত। [সিঙাপুর + বাং. ই]। 11)
স্যমীক
(p. 855) syamīka বি. 1 বল্মীক, উই; 2 বৃক্ষবিশেষ। [সং. √ স্যম্ + ঈ + ক]। 34)
সংসার
(p. 796) saṃsāra বি. 1 জগত্, পৃথিবী ('বৃথা জন্ম এ সংসারে'); 2 ইহলোক, মর্তলোক (সংসারলীলা); 3 গার্হস্হ্যজীবন (সংসারাশ্রম); 4 পরিবার, ঘরকন্না (সংসারের দাবি, সংসার চালানো); 5 মায়াবন্ধন, পার্থিব আকর্ষণ (সংসারবৈরাগ্য); 6 (বাং.) বিবাহ (কর্তার দুই সংসার); 7 পত্নী (প্রথম পক্ষের সংসার)। [সং. সম্ + √ সৃ + অ]। ̃ ক্ষেত্র বি. কর্মজীবন। সংসার চালানো ক্রি. বি. ঘরকন্না করা বা দৈনন্দিন জীবন নির্বাহ করা। ̃ ত্যাগী (-গিন্) বিণ. বি. গার্হস্হ্য জীবন ত্যাগ করেছে এমন; বৈরাগী, সন্ন্যাসী। ̃ ধর্ম, সংসারাশ্রম বি. গার্হস্হ্যজীবন। সংসার পাতা ক্রি. বি. বিবাহ করে ঘরকন্না আরম্ভ করা। ̃ বন্ধন বি. মায়াবন্ধন, পার্থিব আকর্ষণ; গার্হস্হ্যজীবনের প্রতি টান। ̃ বাসনা বি. গার্হস্হ্য জীবন যাপনের ইচ্ছা; সংসার পাতার ইচ্ছা; পার্থিব ইচ্ছা। ̃ বৈরাগ্য বি. পার্থিব জীবন সম্পর্কে অনাসক্তি। ̃ যাত্রা বি. জীবনযাত্রা, পার্থিব জীবন; গার্হস্হ্য জীবন (সংসারযাত্রা নির্বাহ)। ̃ লীলা বি. পার্থিব জীবন; মানবজন্ম, জীবজন্ম। ̃ সমুদ্র বি. বিরাট ইহজীবন; বিশাল পার্থিব জীবন; পার্থিব জীবনরূপ সমুদ্র। ̃ স্রোত বি. সৃষ্টির জীবনপ্রবাহ; পার্থিব জীবনের ধারা। সংসারাশ্রম বি. 1 পার্থিব জীবন; 2 গৃহীজীবন, বিবাহিত জীবন। সংসারাসক্ত বিণ. সংসারধর্মের প্রতি আকর্ষণযুক্ত; পার্থিব জীবনের বা গৃহীজীবনের প্রতি তীব্র আকর্ষণযুক্ত। সংসারী (রিন্) বিণ. 1 গৃহী, গার্হস্হ্য জীবন যাপনকারী; 2 গার্হস্হ্য জীবন সম্পর্কে বিশেষভাবে অভিজ্ঞ; 3 অত্যন্ত হিসাবি। ঘোর সংসারী পারিবারিকবৈষয়িক ব্যাপারে অত্যন্ত আসক্ত। 22)
সমা-সীন
সা2
সুতল
(p. 838) sutala বি. ষষ্ঠ পাতাল। [সং. সু + তল]। 28)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2542170
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2147885
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1739854
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 952736
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886482
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840141
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698622
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604081

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us