Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শিলী-পদ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  শিলী-পদ এর বাংলা অর্থ হলো -

(p. 779) śilī-pada বি. পা-ফোলা রোগ, গোদ, শ্লীপদ।
[সং. শিলী (=স্তম্ভশীর্ষ) + পদ]।
27)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


শপ্ত
(p. 769) śapta বিণ. শাপগ্রস্ত, অভিশপ্ত। [সং. √ শপ্ + ত]। 38)
শিল্প
(p. 779) śilpa বি. 1 কারুকর্ম, কারিগরি; 2 ক্রিয়াকৌশল; 3 বিবিধ দ্রব্য নির্মাণের কাজ (চর্মশিল্প, তাঁতশিল্প), industry. [সং. √ শিল্ + প]। ̃ কলা দ্র কলা 1। ̃ কার বি. শিল্পকর্মকারী, শিল্পী, কারিগর। ̃ কৌশল বি. শিল্পদ্রব্যাদি নির্মাণে দক্ষতা বা নির্মাণের কৌশল। ̃ জাত বিণ. কলকারখানায় তৈরি হয়েছে এমন (শিল্পজাত দ্রব্যের রপ্তানি)। ̃ নির্দেশক বিণ. বি. (প্রধানত সিনেমায় বা নাটকাভিনয়ে) যে ব্যক্তি শিল্প অর্থাত্ সংগীত সাজসজ্জা ইত্যাদি পরিচালনা করে, art director. ̃ বিদ্যালয় বি. শিল্পকর্ম শিক্ষার বিদ্যালয়, আর্ট স্কুল; ইণ্ডাস্ট্রিয়াল স্কুল। ̃ শালা বি. 1 কারখানা; 2 কারিগরি কর্মশালা, workshop; 3 স্টুডিয়ো। শিল্পায়ন বি. শিল্প-রূপায়ণ, শিল্পসুলভ রূপদান। শিল্পিক, শৈল্পিক বিণ. শিল্পী-সম্বন্ধীয়; শিল্পগত (শৈল্পিক উত্কর্ষ)। শিল্পিত বিণ. শিল্পে পরিণত ('গদ্যকে শিল্পিত করা যায়': রবীন্দ্র)। শিল্পী (-ল্পিন্) বি. বিণ. 1 কারিগর; 2 আর্টিস্ট, সংগীত চিত্রকলা ইত্যাদি শিল্পের স্রষ্টা। 31)
শকুল
(p. 768) śakula বি. শাল বা শোল গাছ। [সং. √ শক্ + উর]। 16)
শীত্-কার
(p. 779) śīt-kāra বি. 1 নারীর যৌন সংগমকালীন ধ্বনি, ইস্ এই শব্দ; 2 শিহরন। [সং. শীত্ (ধ্বন্যা.) + √ কৃ + অ]। 55)
শিশু-মার
(p. 779) śiśu-māra বি. শুশুক। [সং. শিশু + √ মারি + অ, তু. ফা. সূস্মার]। 41)
শুকনো
(p. 781) śukanō বিণ. 1 শুষ্ক (শুকনো জামা); 2 রসহীন, মাধুর্যহীন (শুকনো চেহারা); 3 মলিন, বিষণ্ণ (শুকনো মুখ); 4 অসার, ফাঁকা (শুকনো কথা)। [সং. শুষ্ক]। শুকনো কথায় চিঁড়ে ভেজে না (আল.) কেবল মুখের কথায় কাজ উদ্ধার হয় না। 22)
শতাক্ষী
(p. 769) śatākṣī বিণ. একশত চক্ষুবিশিষ্ট। বি. 1 শতপুষ্পা; 2 দুর্গা। [সং. শত + অক্ষী]। 23)
শিলা
শণ
(p. 769) śaṇa বি. পাটজাতীয় ক্ষুদ্র ও সরু গাছবিশেষ বা তার আঁশ, hemp, flax. [সং. √ শণ্ + অ]। ̃ সূত্র বি. শণের আঁশে তৈরি সুতো। শণের দড়ি শণের আঁশ দিয়ে তৈরি দড়ি। শণের নুড়ি 1 সাদা শণের আঁশের গোছা; 2 (আল.) এক গোছা পাকা চুল। 18)
শায়েস্তা
শিব
(p. 776) śiba বি. 1 শুভ, মঙ্গল; 2 মহাদেব, মহেশ। বিণ. 1 শুভদ, শুভদায়ক; 2 সুখদায়ক; 3 রম্য, সুন্দর। [সং. √ শী + ব]। শিব গড়তে বাঁদর গড়া (আল.) খুব ভালো কিছু করতে গিয়ে খারাপ কিছু করে ফেলা। ̃ চতুর্দশী বি. ফাল্গুনমাসের কৃষ্ণচতুর্দশী। ̃ জ্ঞান বি. শুভজ্ঞান; সমস্তই শুভ বা মঙ্গল-এই ধারণা; শুভাশুভকালজ্ঞাপক শাস্ত্র। ̃ ত্ব বি. শিবের চরিত্রব্যক্তিত্ব। ̃ ত্ব. প্রাপ্তি বি. মৃত্যু। ̃ নেত্র বি. ধ্যানী শিবের মতো ঊর্ধ্ব দৃষ্টি। ̃ পুরী, ̃ লোক বি. 1 শিবের বাসস্হান; 2 কৈলাস; 3 বারাণসী। ̃ প্রিয়া বি. দুর্গাদেবী। ̃ বাহন বি. বৃষ, ষাঁড়। ̃ রাত্রি বি. শিবচতুর্দশীর রাত্রি। শিবরাত্রির সলতে (আল.) একমাত্র সন্তান বা জীবিত বংশধর। ̃ লিঙ্গ বি. পাথর মাটি প্রভৃতি দিয়ে তৈরি শিবের লিঙ্গমূর্তি। শিবহীন যজ্ঞ (আল.) প্রধান ব্যক্তিকে বাদ দিয়ে অনুষ্ঠান। শিবা বি. (স্ত্রী.) 1 শিবজায়া দুর্গা; 2 শৃগালী। শিবানী বি. (স্ত্রী.) দুর্গা। শিবানু-চর বি. শিবের অনুচর, ভূতপ্রেত; প্রমথ। শিবালয় বি. 1 কৈলাস; 2 শিবমন্দির; 3 বারাণসী। শিবেতর বি. অশুভ, অমঙ্গল। শিবের অসাধ্য (আল.) সর্বতোভাবে অসাধ্য এবং অসম্ভব, যে-কাজ কেউই পারবে না এমন। 78)
শ্রুতি
(p. 789) śruti বি. 1 শ্রবণ; 2 শ্রবণেন্দ্রিয়, কান (শ্রুতিগোচর); 3 লোকপরম্পরায় প্রচলিত কাহিনি প্রবচন প্রভৃতি, কিংবদন্তি, প্রবাদ (জনশ্রুতি); 4 গুরুমুখ থেকে যা শ্রুত হয়, যেমন বেদ (শ্রুতিস্মৃতি); 5 (সংগীতে) সুর থেকে সুরান্তরে কণ্ঠ পরিবর্তনকালে যে সূক্ষ্ম সুরাংশ শ্রুত হয়। [সং. √ শ্রু + তি]। ̃ কটু, ̃ কঠোর বিণ. শুনতে কর্কশ। ̃ গম্য, ̃ গোচর বিণ. শোনা যায় বা শোনা যেতে পারে এমন ('বাসুকির নাভিশ্বাস শ্রুতিগম্য হল অচিরাত্': সু. দ.)। ̃ ধর, শ্রুত-ধর বি. শোনামাত্র স্মৃতিতে ধরে রাখতে পারে এমন ব্যক্তি। ̃ নাটক বি. যে-নাটকের অভিনয় কেবল কানে শোনার জন্য রচিত। ̃ পথ বি. 1 কানের ছিদ্র; 2 কর্ণরূপ পথ ('শ্রুতিপথে শুনলু')। ̃ মধুর বিণ. শুনতে মিষ্টি। বি. ̃ মধুরতা, ̃ মাধুর্য। ̃ মূল বি. কানের গোড়া। 2)
শিরনি
শরাব, শবারি
(p. 772) śarāba, śabāri বি. মদ, সূরা। [আ. শরাব্]। 14)
শ্রদ্দ-ধান
শরিয়ত
শয়ে শয়ে
(p. 772) śaẏē śaẏē বিণ. অনেক, বহুসংখ্যক (শয়ে শয়ে লোক)। ক্রি-বিণ. বহু সংখ্যায় (শয়ে শয়ে আসছে)। [বাং. শ শত]। 2)
শান2
(p. 773) śāna2 বি. 1 কোষ্টিপাথর; 2 অস্ত্রাদিতে ধার দেবার পাথর বা যন্ত্র; 3 তীক্ষ্ণ করা (শান দেওয়া)। [সং. √ শান্ + অ]। শান দেওয়া ক্রি. বি. শানযন্ত্রে বা পাথরে ঘষে অস্ত্রাদি ধার দেওয়া; তীক্ষ্ণ করা (ছুরিতে শান দেওয়া, বুদ্ধিতে শান দেওয়া)। ̃ ওয়ালা বি. শানযন্ত্রে অস্ত্রাদিতে ধার যে দেয় বা দেওয়ার ব্যাবসা করে। ̃ পাথর বি. অস্ত্রাদিতে ধার দেবার বা ধাতু পালিশ করার পাথর। 57)
শ্রেণি, শ্রেণী
শুদ্ধ
(p. 781) śuddha বিণ. 1 নির্দোষ; 2 নির্মল, পবিত্র, শুচি; 3 শোধিত; 4 খাঁটি, নির্ভেজাল; 5 নির্ভুল (শুদ্ধ উত্তর); 6 শুধু, কেবল (শুদ্ধ তোমাকে বলছি)। [সং. √ শুধ + ত]। স্ত্রী. শুদ্ধা। বি. ̃ তা, ̃ ত্ব। ̃ চিত্ত, ̃ মতি বিণ. পবিত্র হৃদয়বিশিষ্ট। বি. পবিত্র হৃদয়। ̃ শীল বিণ. নির্মল চরিত্রবিশিষ্ট। শুদ্ধাচার বি. পবিত্র বা নির্দোষ আচরণ। বিণ. আচারব্যবহার পবিত্র এমন। শুদ্ধান্ত বি. 1 অন্তঃপুর; 2 অন্তঃপুরস্ত্রী। শুদ্ধাশুদ্ধ বিণ. নির্ভুল ও ভুল; পবিত্রঅপবিত্র (শুদ্ধাশুদ্ধ বিচার না করা)। শুদ্ধি বি. 1 শোধন (ঋণশুদ্ধি); 2 ভ্রম দূরীকরণ; 3 পবিত্রতা, শুদ্ধতা; 4 নির্মলতা (মুখশুদ্ধি); 5 ভ্রমহীনতা; 6 ভেজালবিহীনতা; 7 শাস্ত্রীয় সংস্কারদ্বারা ধর্মচ্যুত অস্পৃশ্য বা ভিন্ন ধর্মাবলম্বী ব্যক্তির উদ্ধার। শুদ্ধি-পত্র বি. গ্রন্হাদির ভ্রমসংশোধন তালিকা। শুদ্ধোদন বুদ্ধদেবের পিতা। শুদ্ধ্যশুদ্ধি বি. পবিত্রতাঅপবিত্রতা; ভ্রমহীনতাভ্রমযুক্ততা। 37)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2542172
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2147885
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1739860
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 952736
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886482
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840142
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698622
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604081

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us