Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মাইক এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  মাইক এর বাংলা অর্থ হলো -

(p. 692) māika বি. ধ্বনি-বিবর্ধক যন্ত্রবিশেষ।
[ইং. microphone]।
23)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


মারাত্মক
মাণিক্য
(p. 692) māṇikya বি. 1 রত্ন (মণিমাণিক্য); 2 চুনি, পদ্মরাগমণি। [সং. মাণিক + য]। 92)
মুঠ, মুঠা, মুঠি, মুঠো
(p. 710) muṭha, muṭhā, muṭhi, muṭhō বি. 1 মুষ্টি, সংকুচিত করতল (মুঠিভরা ফুল, 'মুঠোয় ভরি গোটা ভুবনটাই': শ. ঘো.); 2 অধিকার, কবল (জমিদারের মুঠি থেকে বেরিয়ে আসা, মুঠোয় পাওয়া)। বি. মুষ্টি-পরিমিত (একমুঠো চাল)। [সং. মুষ্টি]। মুঠা-মুঠা, মুঠো-মুঠো বিণ. 1 অনেক মুঠো (মুঠোমুঠো ধুলো); 2 (আল.) অনেক (মুঠোমুঠো টাকা)। 22)
মুকুতা
(p. 707) mukutā বি. মুক্তা -র কোমল রূপ। 32)
ম্যাচ2
(p. 721) myāca2 বি. দিয়াশলাই। [ইং. matches, matchbox]। 13)
মাগ
(p. 692) māga বি. (গ্রা. অশা.) পত্নী, স্ত্রী (মাগ-ভাতার)। [ পা. মাতুগাম]। 50)
মৌ
(p. 719) mau বি. মধু। [সং. মধু মউ]। 48)
মর
(p. 685) mara বিণ. 1 মরণশীল, নশ্বর (মরলোক, মরজগত্); 2 (বাং.) মৃত (মরদেহ)। [সং. √ মৃ + অ]। 23)
মূর্বিকা, মূর্বী
(p. 714) mūrbikā, mūrbī মূর্বা -র রূপভেদ। 2)
মায়া
(p. 700) māẏā বি. 1 (দর্শ.) যার সত্যকার অস্তিত্ব নেই; 2 ভ্রমাত্মক কোনো-কিছু; 3 অবিদ্যা; 4 অজ্ঞান; 5 ব্রহ্মের অঘটন পটীয়সী শক্তি; 6 নিজের অব্যক্ত স্বরূপ থেকে সমস্ত জগত্ নির্মাণে পরমেশ্বরের অচিন্ত্য শক্তি; 7 সত্ত্বরজস্তমোময়ী প্রকৃতি; 8 মোহ; 9 স্নেহ, মমতা, টান (প্রাণে মায়া আছে); 1 সুখদুঃখের বন্ধন; 11 ইন্দ্রজাল, জাদু (মায়াবিদ্যা); 12 কাপট্য, ছলনা; 13 ছদ্মবেশ (মায়ামৃগ, মায়াসীতা)। [সং. √ মা + য + আ]। ̃ .কানন বি. জাদুবলে সৃষ্ট উপবন বা উদ্যান। ̃ .কান্না বি. কপট কান্না, কান্নার ভান। ̃ .ঘোর বি. মোহের বা জাদুর প্রভাব। ̃ .জাল, ̃ .ডোর, ̃ .পাশ, ̃ .রজ্জু বি. মোহ মমতা বা স্নেহের বন্ধন। ̃ .দণ্ড বি. জাদুলাঠি। ̃ .দয়া বি. মমতা সমবেদনা। ̃ .দেবী বি. বুদ্ধদেবের জননী। ̃ .প্রপঞ্চ বি. 1 মায়ার বিস্তার বা ব্যাপ্তি; 2 মায়ার সৃষ্টি বা প্রকাশ। ̃ .বদ্ধ বিণ. মোহের ঘোরে বা মমতার বশে সংসারে আসক্ত। ̃ .বল বি. মায়ার শক্তি; স্নেহমমতা বা জাদুর জোর। ̃ .বাদ (দর্শ.) বি. জগত্প্রপঞ্চ সবই মিথ্যা, ব্রহ্মই শুধু সত্য-এই মতবাদ। ̃ .বাদী (-দিন্) বিণ. মায়া বাদে বিশ্বাসী। ̃ .বিদ্যা বি. জাদুবিদ্যা। ̃ বী (-বিন্) বিণ. বি. ঐন্দ্রজালিক, জাদুকর, জাদু জানে এমন (মায়াবী রাক্ষস)। বিণ. কপটাচারী, শঠ। স্ত্রী. ̃ বিনী। ̃ .ময় বিণ. ছলনাপূর্ণ মোহদ্বারা পরিব্যাপ্ত, ছলনাময়। স্ত্রী ̃ .ময়ী। ̃ .মুকুর বি. জাদুআয়না। ̃ .মুক্ত বিণ. মোহযুক্ত। ̃ .মৃগ বি. জাদু-হরিণ, জাদু বলে সৃষ্ট হরিণ। ̃ .রথ বি. জাদুবলে নির্মিত রথ। ̃ .রাজ্য বি. জাদুবলে সৃষ্ট রাজ্য। মায়িক, মায়ী (-য়িন্) বিণ. 1 ঐন্দ্রজালিক; 2 মায়াময়, মায়াবিশিষ্ট। 11)
মাত্র
মার্কেট
(p. 700) mārkēṭa বি. বাজার (হগমার্কেট, নিউমার্কেট)। [ইং. mercury]। 39)
মিত2
(p. 705) mita2 বিণ. পরিমিতি, অল্প, সংযত (শক্তির মিত প্রয়োগ)। [সং. &tickমা + ত]। ˜ .বাক (-বাচ), ̃ .ভাষী (-ষিণ্) বিণ. অল্প কথা বলে এমন, সংযতবাক। স্ত্রী ̃ .ভাষিণী। বি ̃ .ভাষিতা। ̃.ব্যয় বি. 1 পরিমিত ব্যয়; 2 আয়অনুযায়ী ব্যয়। ̃ .ব্যয়িতা বি. পরিমিত বা আয় বুঝে ব্যয় করার স্বভাব। ̃ .ব্যয়ী (-য়িন্) বিণ. পরিমিতভাবে বা আয় বুঝে ব্যয় করে এমন, হিসাবি। ̃ .ভোজন, মিতাশন, মিতাহার বি. পরিমিত বা সংযত আহার। ̃ .ভোজী (-জিন্), মিতাশী (-শিন্) মিতাহারী (-রিন্) বিণ. পরিমিত বা সংযত আহার করে এমন। মিতাচার বি. 1 সংযত ব্যবহার; 2 সংযত জীবনযাপন। মিতাচারী (-রিন্) বিণ. সংযমী। স্ত্রী. মিতাচারিণী। 2)
মারাঠা
মুদ্রা
(p. 710) mudrā বি. 1 ধাতুর চাকতির টাকা পয়সা ইত্যাদি; 2 ধন, অর্থ (মুদ্রাস্ফীতি); 3 সিলমোহর (মুদ্রাঙ্কিত); 4 ছাপ; 5 উপাসনার সময় বিবিধ ভঙ্গিতে করাঙ্গুলিবিন্যাস (অভয়মুদ্রা, বরমুদ্রা); 6 নাচের অঙ্গভঙ্গি; 7 অঙ্গভঙ্গি (মুদ্রাদোষ)। 8 তান্ত্রিকের সাধনার পঞ্চ 'ম'-কার-এর একটি; 9 মদের চাট; 1 (জ্যোতিষ.) করতলে বা পদতলে মোহরসদৃশ চিহ্ন।[সং. √ মৃদু + র + আ]। ̃ .কর বি. যে ব্যক্তি ছাপাখানায় পুস্তকাদি ছাপে। ̃ ক্ষর বি. ছাপার কাজে ব্যবহৃত ধাতব অক্ষর, printing type. ̃ ঙ্কন বি. 1 ছাপ দেওয়া; 2 ছাপানো; 3 সিলমোহর করা। ̃ .ঙ্কিত বিণ. মুদ্রাঙ্কন করা হয়েছে এমন। ̃ .দোষ বি. ভাবভঙ্গির বা কথা বলার ধরনের অস্বাভাবিক অভ্যাস। ̃ .বিজ্ঞান বি. (প্রধানত প্রাচীন যুগের) মোহর টাকা ইত্যাদি সম্বন্ধীয় বিদ্যা বা জ্ঞান, numismatics. ̃ .মান বি. আন্তর্জাতিক বাজারে দেশের মুদ্রার দর। ̃ .যন্ত্র বি. ছাপানোর তুলনায় মুদ্রার অর্থাত্ টাকার অস্বাভাবিক পরিমাণ বৃদ্ধি, inflation. 55)
মোহর
(p. 719) mōhara বি. 1 স্বর্ণমুদ্রা 2 সিল বা নামের ছাপ। [ফা. মোহর্]। মোহারাঙ্কিত বিণ. সিলমোহর দ্বারা ছাপ দেওয়া হয়েছে এমন। 40)
মাহুত
(p. 704) māhuta বি. হস্তিচালক (হাতির পিঠে মাহুত)। [হি. মহাবত]। 8)
মলা2
(p. 687) malā2 ক্রি. বি. মর্দন করা, ডলা; পীড়ন করা (কান মলা, গোরুর লেজ মলা)। বিণ. উক্ত অর্থে [সং. √ মল্ (=ধারণ) + বাং. আ]। ̃ ই বি. মর্দনের কাজ, ডলন (ডলাইমলাই)। ̃ নো ক্রি. বি. মর্দন বা পিষ্ট করানো, ডলাইমলাই করানো। বিণ. উক্ত অর্থে। 22)
মাতা
মসি, মসী
(p. 688) masi, masī বি. 1 লেখবার কালি (মসিজীবি); 2 মাকড়সার ঝুল; 3 কলঙ্ক ('পূর্ণ শশী মাখে মসি': রবীন্দ্র)। [সং. √ মস্ + ই, ঈ]। ̃ কৃষ্ণ বিণ ঝুলকালির মতো কালো, ঘোর কালো (মসিকৃষ্ণ মেঘ)। ̃ জীবী (-বিন্) বিণ. বি. লেখক; কেরানি। ̃ নিন্দিত ̃ লাঞ্ছিত বিণ. কালিও হার মানে এমন ঘোর কালো। ̃ ময় বিণ. কালিতে মাখা; ঘোর কৃষ্ণবর্ণ। ̃ যুদ্ধ বি. লিখিত তর্কবিতর্ক, লেখার মাধ্যমে বাদ-প্রতিবাদ। 25)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2542409
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2148133
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1740125
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 953199
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886548
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840194
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698673
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604111

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us