Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিজর এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বিজর এর বাংলা অর্থ হলো -

(p. 611) bijara বিণ. জরাহীন; বার্ধক্যহীন।
[সং. বি + জরা]।
34)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বেটাইম
(p. 633) bēṭāima বি. অসময়। বিণ. নির্দিষ্ট সময়বহির্ভূত। [ফা. বে + ইং. time]। 145)
ব্লটিং-পেপার
(p. 654) blaṭi-mpēpāra বি. শোষক কাগজ, চোষকাগজ, বাড়তি বা অতিরিক্ত কালি শুষে নেয় এমন কাগজ। [ইং. blotting paper]। 5)
বিচয়, বিচয়ন
(p. 610) bicaẏa, bicaẏana বি. 1 বেছে নিয়ে একত্র করা; 2 সংগ্রহ; 3 অনুসন্ধান; 4 ফুল ইত্যাদি চয়ন। [সং. বি + √ চি + অ, অন]। বিচিত বিণ. একত্রীকৃত; সংগৃহীত; অনুসন্ধিত; চয়িত। 11)
বিদ্যোত্সাহী
বৈকাল
বিপিন
(p. 619) bipina বি. অরণ্য, বন। [সং. √ বেপ্ + ইন্]। ̃ বিহারী (-রিন) বিণ. বনে ভ্রমণকারী। বি. শ্রীকৃষ্ণ। 21)
বর্ধিত, বর্ধিষ্ণু
(p. 580) bardhita, bardhiṣṇu দ্র বর্ধন। 127)
বিতি-কিচ্ছি, বিতি-কিচ্ছিরি
বল্লরি, বল্লরী
(p. 580) ballari, ballarī বি. 1 মুকুল, মঞ্জরি; 2 লতা। [সং.√ বল্ল্ + অর + ই, ঈ]। 199)
বরাদ্দ
বিলিয়ার্ড
(p. 626) biliẏārḍa বি. কাপড়ে ঢাকা এবং পকেটযুক্ত টেবিলে নানা রঙের বল ও দণ্ড নিয়ে পাশ্চাত্য খেলাবিশেষ। [ইং. billiards]। 6)
বাড়ি1
(p. 596) bāḍ়i1 বি. আঘাত (লাঠির বাড়ি, জুতোর বাড়ি); 2 লাঠি, দণ্ড (পাচনবাড়ি)। [দেশি]। 26)
বিসর্প1
(p. 630) bisarpa1 বি. বিষাক্ত চর্মরোগবিশেষ, erysipelas. [সং. বি + √ সৃপ্ + অ]। 12)
বিট1
(p. 611) biṭa1 বি. পিয়ন পাহারাওয়ালা প্রভৃতির এলাকা বা টহল দেওয়ার সীমা। [ইং. beat]। 54)
বিস্ফোরণ
(p. 630) bisphōraṇa বি. 1 সহসা সশব্দে ফেটে যাওয়া (বোমা বিস্ফোরণ); 2 জ্বলে ওঠা; 3 ভয়াবহ আকার ধারণ করা (জনসংখ্যার বিস্ফোরণ); 4 (আল.) আকস্মিকভাবে ফেটে পড়া (পরিস্হিতি বিস্ফোরণের মুখে)। [সং. বি + √ স্ফুর্ + ণিচ্ + অন]। বিস্ফোরক বিণ. সহসা জ্বলে ওঠে এমন। বি. ওইরকম পদার্থ, explosive. বিস্ফোরিত বিণ. সহসা সশব্দে ফেটে গেছে বা জ্বলে উঠেছে এমন। 25)
ব্রহ্ম2
(p. 652) brahma2 (-হ্মন্) বি. 1 নির্গুণ পরমাত্মা, পরব্রহ্ম, পরমপুরুষ, অদ্বিতীয় পরমেশ্বর; 2 পরমতত্ত্ব, পরম সত্য (ব্রহ্মজ্ঞান); 3 বিধাতা; 4 তপস্যা (ব্রহ্মচর্য); 5 বেদমন্ত্র; 6 ব্রহ্মা; 7 ওঙ্কার। [সং. √ বৃংহ্ + মন্]। ̃ .চর্য বি. 1 বেদাদি শাস্ত্রানুশীলন এবং পবিত্র জীবনযাপন; 2 যৌনসংগম, মৈথুনবর্জিত সংযম। ̃ .চর্যাশ্রম হিন্দুশাস্ত্র-অনুমোদিত জীবনের প্রথম অবস্হা। ̃ .চারী (-রিন্) বিণ. বি. 1 ব্রহ্মচর্যপালনকারী; 2 (উপনয়নান্তে) গুরুগৃহে অধ্যয়নরত ব্রাহ্মণকুমার। স্ত্রী. ̃ .চারিণী। ̃ জ্ঞ বিণ. ব্রহ্মজ্ঞানসম্পন্ন। ̃ .জ্ঞান বি. ব্রহ্মের স্বরূপ সম্বন্ধীয় জ্ঞান, তত্ত্বজ্ঞান। ̃ .জ্ঞানী (-নিন্) বিণ. বি. 1 ব্রহ্মজ্ঞান আছে এমন; 2 ব্রহ্মজ্ঞানবিত্; 3 (বাং.) ব্রাহ্মধর্মাবলম্বী। ̃ .ণ্য বিণ. ব্রহ্মসম্বন্ধীয় বা ব্রাহ্মণসম্বন্ধীয় (ব্রহ্মণ্যশক্তি)। বি. 1 ব্রহ্মতেজ; 2 ব্রাহ্মণের হিতকারী দেবতা নারায়ণ (ব্রহ্মণ্যদেব)। ̃ .তালু বি. মাথার চাঁদি; ব্রহ্মরন্ধ্রের উপরিভাগ। ̃ .তেজ বি. 1 ব্রহ্মজ্ঞানজনিত শক্তি; 2 ব্রাহ্মণের শক্তি। ̃ ত্ব বি. ব্রহ্মের বা ব্রহ্মতুল্য ভাব বা পদ। ̃ .দেব বি. নারায়ণ, বিষ্ণু। ̃ .দৈত্য বি. ব্রাহ্মণের প্রেতযোনি, ব্রাহ্মণের ভূত। ̃ .নাভ বি. বিষ্ণু। ̃ .পুরী বি. 1 ব্রহ্মের বাসস্হান; 2 পুরাণোক্ত সপ্তলোকের মধ্যে উচ্চতম লোক; 3 স্বর্গ। ̃ .বন্ধু বি হীন বা পতিত ব্রাহ্মণ। ̃ .বাদ বি. 1 ব্রহ্মতত্ত্ব বা ব্রহ্মতত্ত্বে বিশ্বাস; 2 একেশ্বরবাদ, কেবল ব্রহ্মে বিশ্বাস। ̃ .বাদী (-দিন্) বিণ. 1 ব্রহ্মবিদ্যার প্রবক্তা; 2 বেদাধ্যায়ী; 3 ব্রহ্মজ্ঞানী; 4 একেশ্বরবাদী, কেবল ব্রহ্মের অস্তিত্বে বিশ্বাসী; 5 বৈদান্তিক। স্ত্রী. ̃ .বাদিনী। ̃ .বিদ্যা বি. ব্রহ্মজ্ঞান বা তদ্বিষয়ক শাস্ত্র। ̃ .বিহার বি. (বৌ. শা.) সর্ব অবস্হায় বিশ্বজনীন মৈত্রী, করুণা মুদিতা অর্থাত্ অন্যের সুখে সুখবোধউপেক্ষা-এই চারপ্রকাকার ভাবনা, যা বৌদ্ধমতে ব্রহ্মলোকে যাবার উপায়। ̃ .বৈবর্ত বি. অষ্টাদশ পুরাণের অন্যতম। ̃ .ময়ী বি. কালিকাদেবী, কালী ('ব্রহ্মময়ী তারা তুমি': রা. প্র.)। ̃ .রন্ধ্র বি. ব্রহ্মতালুর কেন্দ্র বা কেন্দ্রস্হিত ছিদ্র; জীবাত্মার শাস্ত্রোক্ত নিষ্ক্রমণপথ। ̃ র্ষি বি. ঋষি নামের যোগ্য ব্রাহ্মণ, ঋষিব্রাহ্মণ। ̃ .লোক-ব্রহ্মপুরী -র অনুরূপ। ̃ .শাপ বি. ব্রাহ্মণের অভিশাপ। ̃ .শির, ̃শিরা বি. পুরাণোক্ত মহামন্ত্রবিশেষ। ̃ .সংগীত বি. ব্রহ্মের উপাসনাগীত, ব্রহ্মের পূজক বা ব্রাহ্মধর্মাবলম্বীদের দ্বারা রচিত গীfত। ̃ .সংহিতা বি. 1 চৈতন্যদেব দাক্ষিণাত্য থেকে যে বৈষ্ণবগ্রন্হ সংগ্রহ করেছিলেন; 2 ব্রহ্মজ্ঞানবিষয়ক বৈদিক গ্রন্হবিশেষ। ̃ .সাবর্ণি বি. দশম মনু। ̃ .সূত্র বি. 1 পইতে, উপবীত; 2 বাদরায়ণকৃত বেদান্তসূত্র। ̃ .স্ব বি. ব্রাহ্মণের সম্পত্তি। ̃ .হত্যা বি. ব্রাহ্মণবধ। 24)
বেবন্দেজ
বন্ধ
(p. 575) bandha বি. 1 বাঁধবার উপকরণ (কোমরবন্ধ); 2 বাঁধন ('মুক্ত কর হে বন্ধ': রবীন্দ্র); 3 আবেষ্টন (ভুজবন্ধ); 4 বাধা, অবরোধ (নিশ্বাসবন্ধ); 5 গ্রথন, রচনা (সেতুবন্ধ); 6 (বাং.) অবসান, অবকাশ, ছুটি (গ্রীষ্মের বন্ধ)। বিণ. (বাং.) 1 রুদ্ধ (বন্ধ দরজা); 2 রহিত (কথা বন্ধ, কাজ বন্ধ); 3 কাজ স্হগিত আছে এমন (অফিস বন্ধ); 4 বাধাপ্রাপ্ত (স্রোত বন্ধ); 5 অচল, কর্মহীন, গতিহীন (আলো-পাখা বন্ধ); 6 বন্দি, আটক (কারাগারে বন্ধ); 7 নিমীলিত, আবৃত (চোখ বন্ধ, বই বন্ধ)। [সং. √ বন্ধ্ + অ]। 98)
বাড়ন্ত
(p. 596) bāḍ়nta দ্র বাড়। 23)
বয়ো-গুণ, বয়ো-ধর্ম
(p. 580) baẏō-guṇa, baẏō-dharma বি. বয়সের স্বাভাবিক গুণ বা ধর্ম; বয়সের পক্ষে স্বাভাবিক লক্ষণ। [সং. বয়স্ + গুণ, ধর্ম]। 25)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2543436
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2149351
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1741416
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 955008
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886958
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840416
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698939
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604263

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us