Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কর্মহীন দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অকর্ম (-র্মন্)
(p. 2) akarma (-rman) বি. 1 অকাজ, কুকাজ অপকর্ম; 2 কর্মের অভাব, নিষ্ক্রিয়তা, ক্রিয়াহীনতা। [সং. ন+কর্মন্]। ̃ ক বিণ. (ব্যাক.) কর্মপদহীন অর্থাত্ যে ক্রিয়ার কর্ম নেই (অকর্মক ক্রিয়া), intransitive, ̃ ণ্য বিণ. যে লোক কোনো কাজের নয় এমন, অপদার্থ, অক্ষম। ̃ ণ্যাতা বিণ. অক্ষমতা, অযোগ্যতা। অকর্মা (-র্মন্) বিণ. 1 কর্মহীন; 2 অলস; 3 অকর্মণ্য। বি. অকর্মণ্য ব্যক্তি। অকর্মার ধাড়ি অত্যন্ত অলস ব্যক্তি; একেবারে অকর্মণ্য ও অলস ব্যক্তি। 20)
অক্রিয়
(p. 4) akriẏa বিণ. 1 কর্মহীন, নিষ্ক্রিয় (অক্রিয় চিত্তবৃত্তি); 2 নিরুদ্যম; 3 ধর্মকর্মরহিত। বি. ক্রিয়া বা কর্মের অতীত যিনি অর্থাত্ পরামাত্মা। [সং. ন+ক্রিয়া]। 17)
কাজ
(p. 178) kāja বি. 1 কার্য (একটা কাজ করো); 2 প্রয়োজন, দরকার (এখানে তোমার কী কাজ? কথায় কাজ কী?); 3 কর্তব্য (দেশরক্ষা সরকারের কাজ); 4 চাকরি (তার কাজটা গেছে); 5 বৃত্তি, পেশা (চুরি করাই তার কাজ); 6 অভ্যাস, স্বভাব (আড্ডা দেওয়াই তার কাজ); 7 সুফল, প্রয়োজনসাধন (উপদেশে কাজ হয়েছে, ওষুধে কাজ হয়েছে); 8 কলাকৌশল, কারুকার্য (ছবিতে রঙের কাজ)। [সং. কার্য প্রা. কজ্জ]। কাজও নেই কামাইও নেই কর্মহীন হয়েও সদ্যব্যস্ত; অকারণে এবং অকাজে ব্যস্ত। কাজ আদায় করা ক্রি. বি. অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়া। কাজ চলা ক্রি. বি. উপযুক্ত হওয়া, চলনসই হওয়া (এতেই আমার কাজ চলে যাবে)। কাজ দেওয়া ক্রি. বি. 1 চাকরি দেওয়া; 2 কাজের ভার দেওয়া; 3 সুফল দেওয়া, প্রয়োজনসাধন করা (ঘড়িটায় বেশ কাজ দিচ্ছে)। কাজ দেখা ক্রি. বি. 1 কাজ তদারক করা; 2 চাকরি খোঁজা। কাজ দেখানো ক্রি. বি. 1 কর্মব্যস্ততার ভান করা; 2 কাজ করে নিজের যোগ্যতা প্রকাশ করা। কাজ হাসিল হওয়া ক্রি. বি. কাজ সম্পন্ন হওয়া। কাজের কাজি করণীয় কাজের যোগ্যতাসম্পন্ন কর্মী। কাজের বার (বাহির) বিণ. অকর্মণ্য; অকেজো। কাজের বেলায় কাজি, কাজ ফুরোলে পাজি (উক্তি) কার্যসাধনের জন্য অনুনয়বিনয় করে, কিন্তু কাজ মিটে গেলে কৃতজ্ঞতা প্রকাশ হবে না। ̃ কর্ম বি. জীবিকা, পেশা, চাকরি; দৈনন্দিন ব্যাপার। ̃ পাগল, ̃ পাগলা বিণ. কাজ করতে ভীষণ ভালোবাসে এমন, অস্বাভাবিক রকমের কাজের নেশাযুক্ত। 20)
দীপ্তি
(p. 408) dīpti বি. 1 আলোক; 2 দ্যুতি, প্রভা; 3 তেজ; 4 শোভা। [সং. √ দীপ্ + তি]। ̃ মান (মত্), (বর্জি.) ̃ মান্ বিণ. দীপ্তিবিশিষ্ট; উজ্জ্বল; তেজোময়; শোভাময়। স্ত্রী ̃ মতী। ̃ হীন বিণ. দীপ্তি নেই এমন ('কর্মহীন গর্বহীন দীপ্তিহীন সুখে': রবীন্দ্র)। দীপ্তোজ্জ্বল বিণ. দীপ্তি অর্থাত্ আলোক, প্রভা, ইত্যাদির জন্য উজ্জ্বল। 68)
নিশ্চেষ্ট
(p. 473) niścēṣṭa বিণ. 1 চেষ্টাহীন, কোনো চেষ্টা করে না এমন; 2 অলস (নিশ্চেষ্ট মন); 3 কর্মহীন, নিষ্ক্রিয় (নিশ্চেষ্ট হয়ে বসে থাকা)। [সং. নির্ + চেষ্টা]। বি. ̃ তা। 42)
নিষ্কর্ম
(p. 473) niṣkarma বিণ. কর্মহীন। বি. (বাং.) কর্মহীনতা; অবসর। [সং. নিষ্কর্মন্]। 61)
নিষ্কর্মা
(p. 473) niṣkarmā (-র্মন্) বিণ. 1 কর্মহীন, বেকার; 2 অলস (নিষ্কর্মার মতো দিন কাটানো)। [সং. নির্ + কর্মন্]।
নিষ্ক্রিয়া
(p. 475) niṣkriẏā বি. (বাং.) কর্মহীনতা। [সং. নির্ + ক্রিয়া]। 16)
নৈষ্কর্ম্য
(p. 480) naiṣkarmya বি. 1 নিষ্ক্রিয়তা; 2 কর্মে অনীহা বা বীতস্পৃহা; 3 কর্মহীনতা, বেকারত্ব; 4 আলস্য। [সং. নিষ্কর্মন্ + য]।
বন্ধ
(p. 575) bandha বি. 1 বাঁধবার উপকরণ (কোমরবন্ধ); 2 বাঁধন ('মুক্ত কর হে বন্ধ': রবীন্দ্র); 3 আবেষ্টন (ভুজবন্ধ); 4 বাধা, অবরোধ (নিশ্বাসবন্ধ); 5 গ্রথন, রচনা (সেতুবন্ধ); 6 (বাং.) অবসান, অবকাশ, ছুটি (গ্রীষ্মের বন্ধ)। বিণ. (বাং.) 1 রুদ্ধ (বন্ধ দরজা); 2 রহিত (কথা বন্ধ, কাজ বন্ধ); 3 কাজ স্হগিত আছে এমন (অফিস বন্ধ); 4 বাধাপ্রাপ্ত (স্রোত বন্ধ); 5 অচল, কর্মহীন, গতিহীন (আলো-পাখা বন্ধ); 6 বন্দি, আটক (কারাগারে বন্ধ); 7 নিমীলিত, আবৃত (চোখ বন্ধ, বই বন্ধ)। [সং. √ বন্ধ্ + অ]। 98)
বসা2
(p. 580) basā2 ক্রি. বি. 1 উপবেশন করা (চৌকির উপর বসেছে); 2 অধিষ্ঠান করা (গদিতে বসা, পাটে বসা, ঘাটে বসা); 3 স্হায়ীভাবে বাস করা (এই গ্রামে দশ ঘর বাউরি বসেছে); 4 স্হাপিত হওয়া (গ্রামে একটি বাজার বসেছে); 5 আরম্ভ হওয়া (স্কুল এগারোটায় বসবে); 6 জমাট বাঁধা (দইটা এখনও বসেনি, বুকে সর্দি বসেছে); 7 মাপসই হওয়া, খাপ খাওয়া (টুপিটা মাথায় বেশ বসেছে); 8 নিবিষ্ট হওয়া (পড়ায় মন বসা); 9 ভিতরে ঢোকা (গায়ে জল বসা, দেওয়ালে পেরেকটা বসছে না, গাড়ির চাকা কাদায় বসে গেছে); 1 শুকিয়ে যাওয়া, রুগ্ণ দেখানো, চুপসানো (চোখমুখ বসে গেছে); 11 অপেক্ষা বা প্রতীক্ষা করা (কখন থেকে বসে আছি); 12 অবরুদ্ধ হওয়া (গলা বসে গেছে); 13 বাস স্হাপন করা (বাড়িতে ভাড়াটে বসেছে); 14 নাবাল বা নিচু হওয়া (ঘরের মেঝে বসে গেছে); 15 রত বা নিযুক্ত হওয়া (সভায় বসা, বিচারে বসা); 16 থিতানো (তেলে ময়লা বসা); 17 বিদ্ধ বা অঙ্কিত হওয়া (দাগ বসে গেছে, দাঁত বসে গেছে); 18 হঠাত্ কিছু করা (কথাটা বলে বসেছি, কাজটা করে বসেছে); 19 দমে যাওয়া (ব্যাবসায় ক্ষতি হওয়ায় লোকটা একেবারে বসে গেছে); 2 উপক্রম হওয়া (সমস্ত উদ্যোগ নষ্ট হতে বসেছে)। বিণ. উক্ত সব অর্থে (বসা চোখ, বসা জমি, বসা গলা); বেকার, কর্মহীন (তাঁর দুটি বসা ছেলে)। [সং. √ বস্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 উপবিষ্ট করানো (বৃদ্ধ লোকটিকে ধরে বসাল); 2 স্হাপন করা, প্রতিষ্ঠা করা (বাজার বসানো, হাট বসানো); 3 বাস করানো (বাড়িতে ভা়ড়াটে বসানো); 4 প্রবিষ্ট করানো (দেওয়ালে পেরেক বসানো); 5 বেঁধানো (দাঁত বসানো); 6 খচিত করা (আংটিতে পাথর বসানো); 7 আঘাত করা বা মারা (চড় বসানো); 8 চড়ানো, চাপানো (উনুনে হাঁড়ি বসানো); 9 জমানো (দই বসানো)। বিণ. উক্ত সব অর্থে। বসিয়ে দেওয়া ক্রি. বি. 1 দমিয়ে দেওয়া, নিরুত্সাহ করা; 2 সর্বনাশ করা (এই লোকসানটা তাকে একেবারে বসিয়ে দিয়েছে)। বসে থাকা ক্রি. বি. 1 অপেক্ষা বা প্রতীক্ষা করা; 2 অনেকক্ষণ ধরে বসা; 3 বেকার থাকা। বসে পড়া ক্রি. বি. 1 হতাশ হওয়া (ট্রেন ফেল করে বসে প়ড়ল); 2 বিপন্ন হওয়া (মামলায় হেরে একেবারে বসে পড়লাম)। বসে বসে খাওয়া ক্রি. বি. নিষ্কর্মা বা বেকার হয়ে জীবনযাপন করা। বসে যাওয়া ক্রি. বি. 1 নাবাল বা নিচু হওয়া (বাড়িটা ক্রমেই বসে যাচ্ছে); 2 মিলিয়ে যাওয়া (ফোড়াটা বসে গেছে); 3 হতাশ হওয়া (ট্রেন চলে গেছে দেখে সে বসে গেল); 4 সর্বনাশগ্রস্ত হওয়া (এই লোকসানে লোকটা একেবারে বসে গেছে)। বসে বসে ক্রি-বিণ. 1 বহুক্ষণ যাবত্ বসে থেকে (বসে বসে পা ব্যথা হয়ে গেল); 2 অপেক্ষা বা প্রতীক্ষা করে (বসে বসে অধৈর্য হয়ে গেল)। 219)
বেকার
(p. 633) bēkāra বিণ. 1 কর্মহীন (সারাটা দিন বেকার গেল); 2 চাকুরিহীন, জীবিকাহীন (বেকার যুবক); 3 নিরর্থক, অনর্থক (বেকার খাটুনি)। বি. বেকার লোক। [ফা. বে + সং. কার (কর্ম)-তু-ফা. বেগার]। ̃ ত্ব বি. বেকারি -র অনুরূপ। ̃ ভাতা বি. বেকারদের ন্যূনতম অন্নবস্ত্রাদি সংস্হানের জন্য সরকার কর্তৃক প্রদত্ত অর্থসাহায্য। বেকারি বি. বেকার অবস্হা (বেকারির জ্বালা)। 115)
হালকা
(p. 867) hālakā বিণ. 1 লঘু, অল্পভার (বোঝাটা হালকা করো); 2 মৃদু (হালকা হাওয়া); 3 গুরুত্ব (হালকা ব্যাপার বা কথা); 4 চিন্তাশূন্য (হালকা মন); 5 আলতো (হালকা হাত); 6 কর্মহীন (হাত হালকা হওয়া)। [সং. লঘুক প্রাকৃ. লহুঅ হলুঅ]। 51)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2064767
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1765489
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1362280
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 719505
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 696119
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 593354
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541538
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 540304

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন