Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নিযুক্ত এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নিযুক্ত এর বাংলা অর্থ হলো -

(p. 461) niyukta বিণ. 1 নিয়োজিত; 2 ব্রতী করানো হয়েছে এমন, প্রবৃত্ত, ব্যাপৃত (গৃহকর্মে নিযুক্ত); 3 বহাল (চাকরিতে নিযুক্ত)।
[সং. নি + √ যুজ্ + ত]।
নিযুক্তি বি. 1 নিয়োগ; 2 প্রবৃত্ত বা ব্যাপৃত করা; 3 চাকরিতে বহাল করা।
107)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নবীন
(p. 447) nabīna বিণ. 1 নতুন, নব (নবীন জীবন); 2 আধুনিক, নব্য (নবীন যুগের মানুষ); 3 তরুণ, তাজা (নবীন যুবক, নবীন সূর্য, নবীন সন্ন্যাসী, নবীন পাতা)। [সং. নব + ঈন (খ) স্বার্থে]। বি. ̃ তা, ̃ ত্ব। বিণ. স্ত্রী. নবীনা। 19)
নির্মোচন
(p. 468) nirmōcana বি. 1 নিঃশেষে মোচন, সম্পূর্ণ ত্যাগ করা; 2 পালক খোলস ইত্যাদি ছাড়া, moulting (বি. প.)। [সং. নির্ + √ মুচ্ + অন]।
নিরুদ্ধ
নত
(p. 444) nata বিণ. 1 হেঁট, আনত (নত হয়ে দেখা); 2 প্রণত (দেবমূর্তির সামনে নত হওয়া); 3 বিনীত, নম্র (নতভাবে কথা বলা); 4 নীচের দিকে অর্থাত্ মাটির দিকে নিবদ্ধ (নতদৃষ্টি, নতশির); 5 নিচু, অনুন্নত। [সং. √ নম্ + ত]। ̃ জানু বিণ. হাঁটু গেড়ে বসেছে এমন। ̃ দৃষ্টি বিণ. নীচের দিকে দৃষ্টিসম্পন্ন। ̃ নাস বিণ. চেপটা নাকবিশিষ্ট, খাঁদা। ̃ মস্তক, ̃ শির বি. মাথা নিচু করে আছে এমন (অপমানে নতশির)। ̃ মুখ বিণ. মুখ নিচু করে আছে এমন (নতমুখে আদেশ পালন করা)। বিণ. (স্ত্রী.) ̃ মুখী। নতি বি. 1 নত অবস্হা বা ভাব; 2 ঝোঁক, প্রবণতা; 3 প্রণাম; 4 পরাভব, পরাজয়, হার (নতি স্বীকার করা); 5 বিনয়, নম্রতা; 6 বিনীত প্রার্থনা বা আবেদন; 7 (গণি.) ক্ষিতিজ অথবা কোনো সরলরেখা বা তলরে সঙ্গে কোণের পরিমাণ, inclination (বি. প.)। 44)
নোয়া1
(p. 481) nōẏā1 বি. (লোহা -র আঞ্চ. রূপ) হিন্দু সধবা নারীর হাতে পরিধেয় লোহার বালাবিশেষ। 16)
নট৩
নিরখা
(p. 461) nirakhā ক্রি. (কাব্যে) নিরীক্ষণ করা, দেখা ('নিরখিয়া প্রাণে নাহি সয়': মধু.)। [সং. নির্ + √ ঈক্ষ্ + বাং. আ]। 125)
নাহয়, না হয়
(p. 458) nāhaẏa, nā haẏa অব্য. 1 বরং (নাহয় তুমিই সেখানে গেলে, নাহয় আমার বদলে তুমিই খেলে); 2 অথবা, কিংবা (তুমি নাহয় সে, একজন নিশ্চয় দায়ী); 3 নতুবা, অন্যথা (হয় কর, না হয় মর); 4 তর্কে স্বীকারপূর্বক (নাহয় আমিই হেরেছি); 5 বড়জোর (নাহয় দশটা টাকা লাগবে)। [বাং. না + হয়]। 6)
নির্ভীক
(p. 468) nirbhīka বিণ. ভয় নেই এমন, ভয়হীন; সাহসী। [সং. নির্ + √ ভী + ক]। ̃ তা বি. ভয়হীনতা; সাহসিকতা। 127)
নারকী2
(p. 454) nārakī2 দ্র নারক। 64)
নয়৩
(p. 447) naẏa3 বি. বিণ. 9 সংখ্যা বা সংখ্যক। [সং. নবন্]। ̃ ছয় বিণ. বিশৃঙ্খল; তছনছ, নষ্ট, পণ্ড। 52)
নির্মায়িক
নিষুপ্ত
নবি, (বর্জি.) নবী
নিরুচ্চার
(p. 468) niruccāra বিণ. নির্বাক, বাক্যহারা (সেই তর্কে তিনি নিরুচ্চার রইলেন)। [সং. নির্ + উচ্চার]। 14)
নির্বীজ
(p. 468) nirbīja বিণ. 1 জীবাণুমুক্ত, sterile (বি. প.)। [সং. নির্ + বীজ]। ̃ ন বি. জীবাণুশূন্যকরণ, sterilization, disinfection (বি. প.)। ̃ সমাধি বি. যে সমাধিতে পুনর্বন্ধনের বীজ থাকে না। নির্বীজিত বিণ. নির্বীজন করা বা জীবাণুমুক্ত করা হয়েছে এমন ('হাসপাতালের নির্বীজিত কামরা': বুদ্ধ)। 112)
নিপট2
(p. 461) nipaṭa2 বিণ. লম্পট, নষ্টচরিত্র। [সং. লম্পট]। 45)
নিছনি, (আঞ্চ) নিছুনি
নির্দায়
(p. 468) nirdāẏa বিণ. দায়শূন্য, দায়িত্বমুক্ত। [সং. নির্ + দায়]। 61)
নাড়ি, নাড়ী
(p. 454) nāḍ়i, nāḍ়ī বি. 1 ধমনি; 2 রক্তবাহী শিরা; 3 (আয়ু) বাত, পিত্ত কফ মানবদেহের এই তিন অবস্হাজ্ঞাপক ধমনি; 4 গর্ভনাড়ি যার সঙ্গে ভ্রূণমধ্যস্হ বা নবজাত শিশু সংযুক্ত থাকে; 5 (তন্ত্রশাস্ত্রে) যে তিনটি পথে প্রাণবায়ু প্রবাহিত যথা ইড়া, পিঙ্গলাসুষুম্না; 6 (বিরল) এক দণ্ড সময় বা 24 মিনিট। [সং. √ নল্ + ই]। নাড়ি কাটা ক্রি. সদ্যোজাত শিশুর গর্ভনাড়ি কাটা। ̃ চক্র বি. তন্ত্রশাস্ত্রমতে ইড়া পিঙ্গলা প্রভৃতি ষোলোটি নাড়ির নাভিমূলে মিলনস্হান। নাড়ি-ছেঁড়া ধন বি. সন্তান। নাড়ি জ্বলা ক্রি. বি. ক্ষুধায় অস্হির হওয়া। ̃ জ্ঞান বি. 1 নাড়ির স্পন্দন অনুভব করে রোগীর অবস্হা বিচারের ক্ষমতা; 2 (আল.) কোনো বিষয়ে সম্যক জ্ঞান বা ধারণা। নাড়ি-টেপা বিণ. কেবল নাড়ি টিপতেই জানে এমন, অনভিজ্ঞ ('নাড়ীটেপা ডাকতার': রবীন্দ্র)। নাড়ি দেখা ক্রি. বি. রোগীর নাড়ির স্পন্দন অনুভব করে তার অবস্হা বিচার করা। ̃ নক্ষত্র বি. 1 জন্মনক্ষত্র; 2 (আল.) আগাগোড়া সমস্ত সংবাদ বা তথ্য। ̃ ভুঁড়ি বি. পেটের ভিতরের অস্ত্র ইত্যআদি বিভিন্ন ক্রিয়াসাধক অঙ্গ, আঁতড়ি। নাড়ি মরা ক্রি. ক্রমাগত ক্ষুধার কষ্ট ভোগ করার ফলে খাওয়ার শক্তি নষ্ট হওয়া। নাড়ির টান, নাড়ির যোগ বি. জন্মসূত্রে মনের টান; সন্তানের প্রতি মায়ের স্নেহের টান। 7)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2541912
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2147594
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1739503
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 952452
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886399
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840068
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698543
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604042

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us