Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নিছনি, (আঞ্চ) নিছুনি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নিছনি, (আঞ্চ) নিছুনি এর বাংলা অর্থ হলো -

(p. 460) nichani, (āñca) nichuni বি. 1 বিবাহে স্ত্রী-আচারের অঙ্গবিশেষ (নিছনি ডালা); 2 বালাই, অমঙ্গল; 3 লাবণ্য, কমনীয়তা; 4 প্রসাধন, অঙ্গসজ্জা; 5 উপহার, অর্ঘ্য ('দিতে চাই যৌবন নিছনি': অনন্ত আচার্য); 6 তুলনা।
[ সং. নির্মঞ্ছন প্রাকৃ. নেঞোছন]।
নিছানো ক্রি. 1 পূজা বা উত্সর্গ করা; 2 ভক্তিভরে মুছে দেওয়া ('নীরব নিশি তব চরণ নিছায়ে': রবীন্দ্র)।
26)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নিকেল
(p. 459) nikēla বি. রুপালিসাদা রঙের ধাতুবিশেষ বা তার প্রলেপ। [ইং. nickel]। 20)
নিকষ
(p. 459) nikaṣa বি. 1 কষ্টিপাথর; 2 শান; 3 কষণ চিহ্ন। [সং. নি + √ কষ্ + অ]। ̃ কালো বি. কষ্টিপাথরের মতো কালো। নিকষিত বিণ. 1 কষ্টিপাথরে ঘষা হয়েছে এমন; 2 মার্জিত, পালিশ করা; বিশুদ্ধ বলে পরীক্ষিত ('নিকষিত হেম': চণ্ডী)। 4)
নিষ্ঠুর
(p. 475) niṣṭhura বিণ. 1 নির্দয়, নির্মম; 2 কঠোর (নিষ্ঠুর বাস্তব)। [সং. নি + √ স্হা + উর]। বি. ̃ তা। 20)
নিষ্পাদক
(p. 475) niṣpādaka বিণ. নিষ্পত্তিকারক; নির্বাহ বা সম্পাদন করে এমন (কার্যনিষ্পাদক)। [সং. নির্ + √ পদ্ + ণিচ্ + অক]। 27)
নট৪
নভেল
নিদান
নির্বস্তুক
(p. 468) nirbastuka বিণ. বস্তুসম্পর্কহীন, ভাবসর্বস্ব, বিমূর্ত, abstract. [সং. নির্ + বস্তু + ক]। 84)
নবি, (বর্জি.) নবী
নিঃ
(p. 458) niḥ (নির্) অব্য. অভাব (নির্জন, নিশ্চয়তা (নির্ণয়), সম্পূর্ণতা (নিঃশেষ), বহির্গমন (নিশ্বাস) প্রভৃতি ভাবপ্রকাশক উপসর্গবিশেষ। [সং.]। ̃ ক্ষেত্র, ̃ ক্ষত্রিয় বিণ. ক্ষত্রিয়হীন (পরশুরাম পৃথিবীকে নিঃক্ষত্রিয় করার প্রতিজ্ঞা করেছিলেন)। ̃ শক্তি বিণ. শক্তিহীন। ̃ শঙ্ক বিণ. ভয়হীন, নির্ভীক। ̃ শত্রু বিণ. শত্রুহীন। ̃ শব্দ বিণ. শব্দহীন, নীরব। ̃ শরণ বিণ. আশ্রয়হীন, অসহায়। ̃ শর্ত বিণ. শর্তহীন, কড়ারহীন (নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা), unconditional, ̃ শেষ বিণ. শেষরহিত, সম্পূর্ণ ('পেয়েছ নিঃশেষ অধিকার': রবীন্দ্র)। ̃ শোষিত বিণ. সম্পূর্ণ ফুরিয়েছে এমন (তহবিল নিঃশেষিত, অর্থ নিঃশেষিত)। ̃ শোক বিণ. শোকহীন, শোক নেই যার। ̃ শ্বসন বি. নিশ্বাস-প্রশ্বাস; শ্বাস ত্যাগগ্রহণ। ̃ শ্বাস বি. 1 শ্বাসবায়ু, নাক বা ফুসফুস থেকে নির্গত বায়ু; 2 নিশ্বাস-প্রশ্বাস; 3 দম, শ্বাসগ্রহণ কাল (এক নিশ্বাস)। ̃ শ্মশ্রু বিণ. দাড়ি নেই এমন, শ্মশ্রুহীন। ̃ শ্রেয়ন বি. 1 মোক্ষ বা মুক্তি; 2 মঙ্গল, কল্যাণ; 3 পরমজ্ঞান, ব্রহ্মজ্ঞান। ̃ সংকোচ বিণ. কুণ্ঠাহীন। বি. কুণ্ঠাহীনতা। ̃ সংজ্ঞ বিণ. সংজ্ঞাহীন, অচেতন। ̃ সংশয়, ̃ সন্দেহ বিণ. সন্দেহহীন, নিশ্চিত। বি. ̃ সংশয়তা। ̃ সঙ্গ বিণ. 1 সঙ্গহীন, সঙ্গীহীন (নিঃসঙ্গ জীবন); 2 একাকী; 3 সম্পর্কহীন; 4 নিরাসক্ত। বি. ̃ সঙ্গতা। ̃ সত্ত্ব বিণ. 1 অসার; 2 দুর্বল; 3 ধৈর্যহীন; 4 প্রাণহীন, 5 প্রাণিহীন। ̃ সন্তান বিণ. সন্তানহীন। ̃ সন্দিগ্ধ বিণ. অসংশয়িত, সন্দেহহীন, নিশ্চিত। ̃ সন্দেহ-নিঃসংশয় দ্র। ̃ সম্পর্ক বিণ. সম্পর্কহীন, সম্বন্ধহীন। ̃ সম্বল বিণ. সম্বলহীন, বিত্তহীন, অসহায়। ̃ সরণ বি. নির্গমন, বার হওয়া, ক্ষরণ। ̃ সহায় বিণ. অসহায়, অনাথ। ̃ সাড় বিণ. 1 সাড়াহীন; 2 অসাড়, অবশ। ̃ সারক বিণ. নিঃসারণকারী, বাইরে বার করে দিচ্ছে এমন। ̃ সারণ বি. বহিষ্করণ, নির্গতকরণ, বার করে দেওয়া; নির্বাসন। ̃ সারিত বিণ. বার করা হয়েছে এমন। ̃ সীম বিণ. সীমাহীন, অসীম (নিঃসীম আকাশ, নিঃসীম লোভ)। ̃ সৃত বিণ. নির্গত, বহির্গত (নিঃসৃত রস)। ̃ স্পৃহ বিণ. বাসনাহীন, নিরাসক্ত। বি. ̃ স্পৃহতা। ̃ স্ব বিণ. যার নিজের কিছু নেই এমন; সম্বলহীন; অতি দরিদ্র। ̃ স্বত্ব বিণ. স্বত্বহীন, অধিকারহীন, দাবিহীন। ̃ স্বর বিণ. স্বরহীন; স্বর ফোটে না এমন, নীরব। ̃ স্বার্থ বিণ. স্বার্থবোধহীন, স্বার্থহীন। ̃ স্যন্দিত বিণ. পরিস্রুত; নিঃসৃত, ক্ষরিত। ̃ স্রব, ̃ স্রাব বি. ক্ষরণ, তরল বস্তুর নির্গমণ। ̃ স্রোত বিণ. স্রোতহীন। ̃ স্রোতা বিণ. স্রোতহীন (নিঃস্রোতা নদী)। 16)
নাল1
(p. 454) nāla1 বি. 1 শিরা; 2 নল; 3 পদ্মের ফাঁপা ডাঁটা; 4 পদ্ম বা শালুক। [সং. √ নল্ + অ]। 78)
নিষ্কর্ম
(p. 473) niṣkarma বিণ. কর্মহীন। বি. (বাং.) কর্মহীনতা; অবসর। [সং. নিষ্কর্মন্]। 61)
নক্ষত্র
(p. 444) nakṣatra বি. 1 তারকা, তারা; 2 (জ্যোতিষ.) চন্দ্রের পত্নীরূপে বর্ণিত সাতাশটি তারকাপুঞ্জ যথা-অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী মৃগশিরা আর্দ্রা পুনর্বসু পুষ্যা অশ্লেষা মঘা পূর্বফল্গুনী উত্তরফল্গুনী হস্তা চিত্রা স্বাতী বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা মূলা পূর্বাষাঢ়া উত্তরষাঢ়া শ্রবণা ধনিষ্ঠা শতভিষা পূর্বভাদ্রপদা উত্তরভাদ্রপদা রেবতী। [সং. ন + √ ক্ষি (=ক্ষয় হওয়া) + ত্র]। ̃ গতি, ̃ বেগ বি. অতি দ্রুত গতি (নক্ষত্রগতিতে ছুটে যাওয়া)। ̃ পতি বি. চন্দ্র। ̃ পাত বি. 1 উল্কাপাত; 2 (আল.) খ্যাতনামা ব্যক্তির মৃত্যু। ̃ পুঞ্জ বি. তারকাপুঞ্জ, নীহারিকা। ̃ বিদ্যা বি. জ্যোতিষশাস্ত্র। ̃ লোক বি. যে লোকে বা জগতে সমস্ত নক্ষত্র অবস্হান করে; মহাকাশ। 3)
নাকা2
(p. 452) nākā2 অব্য. (আঞ্চ.) মতো, সদৃশ। [দেশি]। 4)
নলিকা
(p. 447) nalikā দ্র নল। 86)
নিখিল
(p. 460) nikhila বিণ. সমগ্র, সমুদয়, সমস্ত ('নিখিল ভুবন উঠবে জেগে': রবীন্দ্র)। বি. সমগ্র সৃষ্টি; সমগ্র ভুবন (নিখিলনাথ)। [সং. নি + খিল]। 2)
নির্লোভ
(p. 473) nirlōbha বিণ. লোভহীন। [সং. নির্ + লোভ]। 13)
নির্বিঘ্ন
নাগা
নিম্ন
(p. 461) nimna বিণ. 1 নিচু, পদমর্যাদায় বা ক্ষমতায় নিচু (নিম্ন আদালত); 2 অনুন্নত (নিম্নভূমি); 3 নীচের, নীচে রয়েছে এমন, অধোভাগস্হ (নিম্নদেশ)। বি. তলদেশ, নিম্নবর্তী স্হান (পর্বতের নিম্ন, নদীর নিম্নে, নিম্নে উল্লিখিত)। [সং. নি + √ স্না + অ]। বি. ̃ তা। ̃ গ, ̃ গামী (-মিন্) বিণ. নীচের দিকে যায় এমন, অধোগামী (নিম্নগামী স্রোত, স্নেহ অতি নিম্নগামী)। ̃ গা বিণ. নিম্নগ -র স্ত্রীলিঙ্গ। বি. নদী। ̃ দেশ বি. নীচের অঞ্চল। ̃ বিত্ত বিণ. যাদের বিত্ত বা সম্পদ খুবই সামান্য আছে এমন, অসচ্ছল অবস্হাপন্ন। ̃ মধ্যবিত্ত বিণ. বি. মধ্যবিত্তদের মধ্যে দরিদ্রতর শ্রেণী বা ওই শ্রেণীভুক্ত। ̃ মুখী বিণ. 1 নীচের দিকে মুখ রয়েছে এমন; 2 নীচের দিকে বা কমতির দিকে গতিবিশিষ্ট। ̃ লিখিত বিণ. নীচে লেখা আছে এমন। ̃ সপ্তক বি. (সংগীতে) খাদের সপ্তক বা উদারার সপ্তক। ̃ সীমা বি. ন্যূনতম বা সবচেয়ে কম বা নীচের সীমা বা মান। নিম্নোক্ত, নিম্নোদ্ধৃত, নিম্ন-ধৃত বিণ. নীচে উল্লেখ করা হয়েছে এমন। নিম্নোন্নত বিণ. উঁচু-নিচু, অসমতল। 101)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2104906
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1781043
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1378838
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 726059
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 704491
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 598710
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 560513
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 544736

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন