Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নীরব। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অগত্যা
(p. 6) agatyā অব্য.ক্রি-বিণ. 1 অন্য গতি বা উপায় নেই বলে, উপায়ান্তর না থাকায় (অগত্যা রাজি হলাম, অগত্যা এই উপদ্রব সহ্য করলাম, অগত্যা নীরব রইলাম); 2 বাধ্য হয়ে; 3 কাজেকাজেই। [সং. ন+গতি+তৃতীয়ার এক বচনান্ত রূপ]। 13)
অনুত্তর
(p. 25) anuttara বিণ. 1 যার চেয়ে উত্তর অর্থাত্ উত্তম আর কিছু নেই এমন, শ্রেষ্ঠ; 2 নিরুত্তর, নীরব; 3 উত্তর দিক নয় এমন, উত্তর বাদে অন্য দিক; 4 উত্তীর্ণ হয় না এমন (অনুত্তর বিবাহ সম্বন্ধ)। [সং. ন (অন্) + উত্তর]।
আরতি৩
(p. 104) ārati3 বি. প্রদীপাদি দিয়ে দেবমূর্তি বরণ; নীরাজনা। [সং. আরাত্রিক]। 5)
আরাত্রিক
(p. 104) ārātrika বি. আরতি, নীরাজনা ('আমাকে ও-পার থেকে আরাত্রিকে আহ্বান পাঠায়': সু. দ.)। [সং. অরাত্রি + ইক]। 17)
কট-মট
(p. 156) kaṭa-maṭa বিণ. 1 কঠিন (কটমট করে তাকানো); 2 নীরস; 3 দুর্বোধ্য। কট-মটি বি. নীরসতা, দুর্বোধ্যতা। [বাং. কট (সং. কঠিন) + মট (অনুকার শব্দ)। 67)
কট1
(p. 156) kaṭa1 অব্য. শক্ত জিনিস কাটবার বা কামড়ে ভাঙবার শব্দবিশেষ। [সং. কট্ট]। কট-কট অব্য. কট করে কামড়ালে যেমন ব্যথা বোধ হয় সেইরকম (কান কটকট করা). কট-কটে বিণ. 1 কটকট শব্দকারী (কটকটে ব্যাঙ); 2 কঠোর, কর্কশ; 3 মর্মভেদী; 4 নীরস (কটকটে কথা)। কট-মট অব্য. ক্রোধের ভাব প্রকাশ (কটমট করে তাকানো)। কট-মটে বিণ. নীরস, কঠোর। 61)
কঠোর
(p. 158) kaṭhōra বিণ. 1 কঠিন, শক্ত, দৃঢ় (কঠোর শাসনে রাখা); 2 নির্মম, নিষ্ঠুর (কঠোর বাক্য); 3 ভীষণ (কঠোর পরীক্ষা, কঠোর সংগ্রাম); 4 দুঃসহ (কঠোর পরিশ্রম); 5 শুষ্ক, নীরস (কঠোর স্বর, কঠোর চিত্ত); 6 পূর্ণ (কঠোরগর্ভা)। [সং. √ কঠ্ + ওর]। বি. ̃ তা। 15)
কত2
(p. 160) kata2 বিণ. 1 কী পরিমাণ, কয়টি, কয়জন (কত দুধ? কত আম? কত লোক?); 2 বহু (কত লোকেই তো জানে)। ক্রি-বিণ. বহু পরিমাণে (কত এল, কত গেল)। সর্ব. কী পরিমাণ (আমার কাছে টাকা আছে, তোমার কত চাই?)। [সং. কতি]। কত করে 1 কী দামে, কী দরে (মাছ কত করে কিনলে); 2 বহু অনুনয়বিনয় করে (কত করে বললাম তবু শুনল না); 3 বহু চেষ্টার ফলে (কত করে পাশ করেছি)। ̃ ক বিণ. কিছু পরিমাণ (কতক লোক, কতক জল, ঘা কতক)। ক্রি-বিণ. অংশত (বইখানা কতক পড়েছি)। সর্ব. কিছু অংশ (আমগুলোর কতক কতক টক)। বি. কিছুসংখ্যক লোক (দেশের কতক অনাহারে কাটাচ্ছে)। ̃ কটা বিণ. কিছুপরিমাণ (কতকটা পথ গেছে)। ক্রি-বিণ. কিছু পরিমাণে (কতকটা তাই-ই হয়েছে)। কত কী বি. সর্ব. বিণ. নানারকম (কত কী খাবার, কত কী ঘটবে, কত কী দেখছি)। ̃ ক্ষণ বি. 1 কিছু সময়; 2 বহু সময়। ক্রি-বিণ. 1 কিছু সময় ধরে (কতক্ষণ নীরব রইল); 2 কত সময় পূর্বে (কতক্ষণ এসেছ?)। ̃ টা বিণ. কতখানি, কী পরিমাণ (কতটা দুধ পড়েছে?)। সর্ব. বি. কোনো জিনিসের কতটা, কতখানি বা কতগুলি জিনিস (তুমি কতটা খেয়েছ?)। ̃ দূর বি. কিছু দূর; অনেক দূর। ক্রি-বিণ. কিছু দূরে; কত দূরে (সে কত দূর গেছে)। কত-না বিণ. বহু, অসংখ্য; বহু পরিমাণ (কত-না দুঃখ পেয়েছ, কত-না কেঁদেছি)। ̃ বার ক্রি-বিণ. 1 কয়বার (কতবার ওখানে গেছে?); 2 বহুবার ('কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া': রবীন্দ্র)। ̃ মতো বিণ. ক্রি-বিণ. বহুপ্রকার, বহুপ্রকারে (কতমতো চেষ্টা করলাম, কতমতো করে দেখেছি)। ̃ শত বিণ. অসংখ্য (কতশত লোক)। ̃ হুঁ (ব্রজ.) বিণ. কতই, বিবিধ; বহু ('চুম্বন করল কতহুঁ ছন্দ': বিদ্যা)। 3)
কর্কশ
(p. 167) karkaśa বিণ. 1 অমসৃণ, খরখরে (কর্কশ মেঝে, কর্কশ দেওয়াল); 2 শ্রুতিকটু, কঠোর (কর্কশ বাক্য); 3 নির্মম, নিষ্ঠুর (কর্কশ প্রকৃতি); 4 নীরস, শুষ্ক। [সং. কর্ক + শ (অস্ত্যর্থে)]। বি. ̃ তা। 49)
কাগজ
(p. 177) kāgaja বি. 1 কাপড়, তুলো, কাঠ প্রভৃতির আঁশ থেকে প্রস্তুত লেখার, আঁকার বা মুদ্রণের উপকরণবিশেষ; 2 সংবাদপত্র (খবরটা সহ কাগজেই বেরিয়েছে); 3 দলিলপত্র (কোম্পানির কাগজ)। [আ. চৈ. কায়গদ্]। ̃ ওয়ালা বি. খবরের কাগজবিক্রেতা; সংবাদপত্রের সঙ্গে সম্পর্কিত ব্যক্তি (এ ব্যাপারে কাগজওয়ালারা নীরব কেন?)। ̃ পত্র বি. দলিলপত্র; প্রামাণিক লিখিত তথ্যাদি। 24)
কাষ্ঠ
(p. 188) kāṣṭha বি. বৃক্ষের ভিতরকার কঠিন অংশ; কাঠ, দারু। [সং. √ কাশ্ + থ]। ̃ কুট্ট বি. কাঠঠোকরা পাখি। ̃ পাদুকা বি. খড়ম। ̃ ফলক বি. কাঠের তক্তা। ̃ বত্ বিণ. কাঠের মতো; নীরস, শুষ্ক। ̃ ভার বি. কাঠের বোঝা। ̃ হাসি বি. আন্তরিকতাহীন বা লোক-দেখানো হাসি, কৃত্রিম হাসি। 34)
ক্ষেত্র
(p. 217) kṣētra বি. 1 জমি, ভূমি, শস্য-উত্পাদনের মাঠ (শস্যক্ষেত্র, ধান্যক্ষেত্র); 2 স্হান (যুদ্ধক্ষেত্র, কর্মক্ষেত্র); 3 সিদ্ধভূমি, তীর্থ (কুরুক্ষেত্র, জগন্নাথক্ষেত্র); 4 (দর্শ.) শরীর; 5 ইন্দ্রিয়; 6 মন; 7 (জ্যামি.) রেখার দ্বারা সীমাবদ্ধ স্হান; 8 স্ত্রী, পত্নী (পরক্ষেত্রে জাত সন্তান); 9 অবস্হা বা পরিস্হিতি (এক্ষেত্রে নীরব থাকাই ভালো)। [সং. √ ক্ষি + ত্র]। ̃ কর্ম বি. চাষবাস; অবস্হানুযায়ী কাজ। ̃ জ বিণ. 1 জমিতে জন্মেছে এমন (ক্ষেত্রজ ফসল) ; 2 কৃষিজাত; 3 স্বীয় পত্নীর গর্ভে অন্য পুরুষের ঔরসজাত। ̃ জ্ঞ বি. (দর্শ.) জীবাত্মা, অন্তর্যামী পুরুষ। বিণ. 1 কোন অবস্হায় কী কর্তব্য তা জানে এমন, অভিজ্ঞ; পণ্ডিত; 2 নিপূণ ; 3 কৃষিকর্ম সম্পর্কে অভিজ্ঞ। ̃ পতি বি. জমির মালিক। ̃ পাল বি. জমির রক্ষক বা পালক। ̃ ফল বি. জমির কালি বা পরিমাণ ফল। ̃ মিতি বি. জ্যামিতি। ̃ স্বামী (-মিন্) ক্ষেত্রাধি-কারী (-রিন্) বি. জমির মালিক। 57)
চিটা1, চিটে1
(p. 288) ciṭā1, ciṭē1 বিণ. শুকনো, নীরস, অসার। বি. যে ধানের মধ্যে চাল নেই। [দেশি]। 16)
চুপ
(p. 290) cupa বিণ. নীরব, নিঃশব্দ (চুপ থাকা, চুপ হওয়া)। অব্য. চুপ করার নির্দেশসূচক-চোপ্ (চুপ ও কী কথা?)। [বাং.-তু. সং. √চুপ্=নীরবে অগ্রগতি]। চুপ করা ক্রি. বি. কথা না বলা, কথা বলা বন্ধ করা। ̃ চাপ বিণ. একদম চুপ। চুপটি করে, চুপটি মেরে ক্রি-বিণ. একদম চুপ করে, সম্পূর্ণ নীরবে। চুপ মারা ক্রি. বি. হঠাত্ নীরব হয়ে যাওয়া। 92)
চুপসা, চোপসা
(p. 290) cupasā, cōpasā বিণ. 1 বসে বা তুবড়ে গেছে এমন (চোপসা গাল); 2 ভিতরের জিনিস বেরিয়ে যাওয়ার ফলে সংকুচিত (চোপসা ফোড়া)। ক্রি. 1 তুবড়ে যাওয়া; 2 নীরস হওয়া এবং শুকিয়ে যাওয়া; 3 সংকুচিত হওয়া (বকুনি শুনে চুপসে যাওয়া)। [সং. √চুষ্ + বাং. সা = চুপসা]। ̃ নো ক্রি. 1 শুষে নেওয়া; 2 তুবড়ে যাওয়া; 3 সংকুচিত হওয়া। বি. বিণ. উক্ত সব অর্থে। 94)
চুপি
(p. 290) cupi বি. নীরবতা। [বাং. চুপ + ই]। ̃ চাপি ক্রি-বিণ. গণ্ডগোল না করে অন্যের অগোচরে (চুপিচাপি সরে পড়া)। ̃ চুপি, চুপে চুপে ক্রি-বিণ. 1 খুব আস্তে আস্তে, ফিসফিস করে (চুপিচুপি বলা); 2 নিঃশব্দে, অন্যের অগোচরে (চুপিচুপি পালানো)। ̃ সারে ক্রি-বিণ. চুপিচুপি, নিঃশব্দে; অন্যের অগোচরে, গোপনে। চুপে ক্রি-বিণ. (সচ. কাব্যে) নীরবে, নিঃশব্দে। 95)
জোলো
(p. 331) jōlō বিণ. 1 জলমিশ্রিত (জোলো দুধ); 2 জলীয়, সজল (জোলো বাতাস); 3 জলের মতো স্বাদবিশিষ্ট, পানসে (জোলো রান্না, জোলো স্বাদ); 4 নীরস; 5 অন্তঃসারশূন্য; 6 হালকা (জোলো বক্তৃতা)। [বাং. জল + ও]। 2)
তা2
(p. 372) tā2 বি. 1 ডিম ফোটাবার জন্য ডিমের উপর বসে স্ত্রী পাখির দেওয়া তাপ (ডিমে তা দেওয়া); 2 (আল.) উসকানি, নীরবে বা গোপনে উত্সাহ দেওয়া (ওদের ঝগড়ায় তুমি কেন তা দিচ্ছ?)। [সং. তাপ]। 21)
তূষ্ণীম্ভাব
(p. 375) tūṣṇīmbhāba বি. মৌন, নীরবতা। [সং. তূষ্ণীম্ + √ ভূ + অ]। তূষ্ণীম্ভূত বিণ. মৌনী, নীরব। 244)
নাগিনী
(p. 452) nāginī বি. (স্ত্রী.) সর্পিণী ('নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস': রবীন্দ্র)। [সং. নাগ + বাং. ইনী (স্ত্রী.)]। 33)
নাতি2
(p. 454) nāti2 বিণ-বিণ. অনতি, অনধিক, বেশি নয় এমন (নাতিশীতোষ্ণ, নাতিদীর্ঘ, নাতিস্হূল)। [সং. ন + অতি]। ̃ দীর্ঘ বিণ. খুব দীর্ঘ নয় এমন (নাতিদীর্ঘ বক্তৃতা)। ̃ দূর বি. বিণ. বেশি দূর নয় এমন ('নাতিদূরে তর হাসি উন্মথে নীরবতা': সু. দ)। ̃ শীতোষ্ণ বিণ. বেশি ঠাণ্ডাও নয়, বেশি গরমও নয় এমন, ঠাণ্ডা-গরম কোনোটিই বেশি নয় এমন। ̃ শীতোষ্ণ-মণ্ডল বি. উত্তর বা দক্ষিণ হিমমণ্ডল ও গ্রীষ্মমণ্ডলের মধ্যবর্তী অঞ্চল, যেখানে শীত বা গরম কোনোটিই প্রবল নয়, temperate zone. 11)
নিঃ
(p. 458) niḥ (নির্) অব্য. অভাব (নির্জন, নিশ্চয়তা (নির্ণয়), সম্পূর্ণতা (নিঃশেষ), বহির্গমন (নিশ্বাস) প্রভৃতি ভাবপ্রকাশক উপসর্গবিশেষ। [সং.]। ̃ ক্ষেত্র, ̃ ক্ষত্রিয় বিণ. ক্ষত্রিয়হীন (পরশুরাম পৃথিবীকে নিঃক্ষত্রিয় করার প্রতিজ্ঞা করেছিলেন)। ̃ শক্তি বিণ. শক্তিহীন। ̃ শঙ্ক বিণ. ভয়হীন, নির্ভীক। ̃ শত্রু বিণ. শত্রুহীন। ̃ শব্দ বিণ. শব্দহীন, নীরব। ̃ শরণ বিণ. আশ্রয়হীন, অসহায়। ̃ শর্ত বিণ. শর্তহীন, কড়ারহীন (নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা), unconditional, ̃ শেষ বিণ. শেষরহিত, সম্পূর্ণ ('পেয়েছ নিঃশেষ অধিকার': রবীন্দ্র)। ̃ শোষিত বিণ. সম্পূর্ণ ফুরিয়েছে এমন (তহবিল নিঃশেষিত, অর্থ নিঃশেষিত)। ̃ শোক বিণ. শোকহীন, শোক নেই যার। ̃ শ্বসন বি. নিশ্বাস-প্রশ্বাস; শ্বাস ত্যাগ ও গ্রহণ। ̃ শ্বাস বি. 1 শ্বাসবায়ু, নাক বা ফুসফুস থেকে নির্গত বায়ু; 2 নিশ্বাস-প্রশ্বাস; 3 দম, শ্বাসগ্রহণ কাল (এক নিশ্বাস)। ̃ শ্মশ্রু বিণ. দাড়ি নেই এমন, শ্মশ্রুহীন। ̃ শ্রেয়ন বি. 1 মোক্ষ বা মুক্তি; 2 মঙ্গল, কল্যাণ; 3 পরমজ্ঞান, ব্রহ্মজ্ঞান। ̃ সংকোচ বিণ. কুণ্ঠাহীন। বি. কুণ্ঠাহীনতা। ̃ সংজ্ঞ বিণ. সংজ্ঞাহীন, অচেতন। ̃ সংশয়, ̃ সন্দেহ বিণ. সন্দেহহীন, নিশ্চিত। বি. ̃ সংশয়তা। ̃ সঙ্গ বিণ. 1 সঙ্গহীন, সঙ্গীহীন (নিঃসঙ্গ জীবন); 2 একাকী; 3 সম্পর্কহীন; 4 নিরাসক্ত। বি. ̃ সঙ্গতা। ̃ সত্ত্ব বিণ. 1 অসার; 2 দুর্বল; 3 ধৈর্যহীন; 4 প্রাণহীন, 5 প্রাণিহীন। ̃ সন্তান বিণ. সন্তানহীন। ̃ সন্দিগ্ধ বিণ. অসংশয়িত, সন্দেহহীন, নিশ্চিত। ̃ সন্দেহ-নিঃসংশয় দ্র। ̃ সম্পর্ক বিণ. সম্পর্কহীন, সম্বন্ধহীন। ̃ সম্বল বিণ. সম্বলহীন, বিত্তহীন, অসহায়। ̃ সরণ বি. নির্গমন, বার হওয়া, ক্ষরণ। ̃ সহায় বিণ. অসহায়, অনাথ। ̃ সাড় বিণ. 1 সাড়াহীন; 2 অসাড়, অবশ। ̃ সারক বিণ. নিঃসারণকারী, বাইরে বার করে দিচ্ছে এমন। ̃ সারণ বি. বহিষ্করণ, নির্গতকরণ, বার করে দেওয়া; নির্বাসন। ̃ সারিত বিণ. বার করা হয়েছে এমন। ̃ সীম বিণ. সীমাহীন, অসীম (নিঃসীম আকাশ, নিঃসীম লোভ)। ̃ সৃত বিণ. নির্গত, বহির্গত (নিঃসৃত রস)। ̃ স্পৃহ বিণ. বাসনাহীন, নিরাসক্ত। বি. ̃ স্পৃহতা। ̃ স্ব বিণ. যার নিজের কিছু নেই এমন; সম্বলহীন; অতি দরিদ্র। ̃ স্বত্ব বিণ. স্বত্বহীন, অধিকারহীন, দাবিহীন। ̃ স্বর বিণ. স্বরহীন; স্বর ফোটে না এমন, নীরব। ̃ স্বার্থ বিণ. স্বার্থবোধহীন, স্বার্থহীন। ̃ স্যন্দিত বিণ. পরিস্রুত; নিঃসৃত, ক্ষরিত। ̃ স্রব, ̃ স্রাব বি. ক্ষরণ, তরল বস্তুর নির্গমণ। ̃ স্রোত বিণ. স্রোতহীন। ̃ স্রোতা বিণ. স্রোতহীন (নিঃস্রোতা নদী)। 16)
নিছনি, (আঞ্চ) নিছুনি
(p. 460) nichani, (āñca) nichuni বি. 1 বিবাহে স্ত্রী-আচারের অঙ্গবিশেষ (নিছনি ডালা); 2 বালাই, অমঙ্গল; 3 লাবণ্য, কমনীয়তা; 4 প্রসাধন, অঙ্গসজ্জা; 5 উপহার, অর্ঘ্য ('দিতে চাই যৌবন নিছনি': অনন্ত আচার্য); 6 তুলনা। [ সং. নির্মঞ্ছন প্রাকৃ. নেঞোছন]। নিছানো ক্রি. 1 পূজা বা উত্সর্গ করা; 2 ভক্তিভরে মুছে দেওয়া ('নীরব নিশি তব চরণ নিছায়ে': রবীন্দ্র)। 26)
নিঝুম
(p. 460) nijhuma বিণ. 1 সম্পূর্ণ নীরব ও নিস্পন্দ (নিঝুম পুরী, নিঝুম রাত); 2 সম্পূর্ণ আচ্ছন্ন বা আবিষ্ট। [দেশি]।
নিরেস
(p. 468) nirēsa বিণ. নিকৃষ্ট, খারাপ, বাজে (নিরেস মাল)। [তু. সং. নীরস; তু. বিপ. সরেস]। 34)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2097071
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1777748
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1375613
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 724813
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 702784
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 597648
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 556531
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 544058

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন