Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নামা৩ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নামা৩ এর বাংলা অর্থ হলো -

(p. 454) nāmā3 ক্রি. 1 উপর থেকে নীচে আসা, অবতরণ করা (দোতলা থেকে নামা, ছাদ থেকে নামা); 2 ভিতর থেকে বাইরে আসা (গাড়ি থেকে নামা); 3 ঝোঁকা, অবনত হওয়া (ছাদটা নেমে এসেছে); 4 রান্না শেষ হওয়া (ভাত নেমেছে?); 5 হ্রাস পাওয়া, কমা (তাপ নেমেছে, জিনিসের দর নেমেছে); 6 (বৃষ্টি) শুরু হওয়া (বৃষ্টি নেমেছে); 7 ঢলে পড়া (সূর্য পশ্চিমে নেমেছে, 'সূর্য নামে অস্তাচলে': রবীন্দ্র); 8 নৈতিক অবনতি হওয়া (সে অনেক নেমে গেছে); 9 দাস্ত হওয়া (পেট নেমেছে); 1 সকলের সামনে হাজির হওয়া (এবার সে আসরে নামবে); 11 প্রবৃত্ত হওয়া (কাজে নামা, যুদ্ধে নামা); 12 প্রবেশ করা (জলে নামা)।
বি. বিণ. উক্ত সব অর্থে।
[সং. √ নম্ব্ (গত্যর্থক) + বাং. আ]।
নামা-ওঠা বি. একবার নামা একবার ওঠা।
নো ক্রি. 1 অবতরণ করানো, নীচে আনা (বোঝাটা নামাও, কাঁধ থেকে নামাও); 2 রান্না শেষ করা (ভাত-ডাল নামিয়েছি); 3 কমানো (এ ওষুধ জ্বর নামাবে, তোমার গলাটা নামাও); 4 অধোগতি করা; 5 প্রবৃত্ত করানো (তাকে আসরে নামানো যাবে না); 6 উদরাময় বা দাস্ত করানো (পেট নামানো); বিদূরিত করানো, তাড়ানো (ঘাড়ের ভূত নামানো)।
বি. বিণ. উক্ত সব অর্থে।
50)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নিধুবন1
(p. 461) nidhubana1 বি. 1 রমণ, মৈথুন; 2 ক্রীড়াকৌতুক, আমোদপ্রমোদ। [সং. নি + ধুবন]। 33)
নির্বাসন
নির্দোষ
নাজির
নিয়ম
(p. 461) niẏama বি. 1 বিধান, নির্দেশ (শাস্ত্রীয় নিয়ম); 2 প্রণালী, পদ্ধতি (তাঁর কাজের নিয়মই ওইরকম); 3 প্রথা (প্রচলিত নিয়ম); 4 অভ্যাস (প্রাত্যহিক নিয়মে প্রাতর্ভ্রমণ করেন); 5 সংযত আচার (নিয়মে থাকা, অনিয়ম না করা); 6 সংযম, কৃচ্ছ্রসাধন, ব্রত-উপবাসাদি (নিয়মভঙ্গ); 7 আইন (বিদ্যালয়ের নিয়ম)। [সং. নি + √ যম্ + অ]। ̃ কানুন বি. বিধিব্যবস্হা, নিয়মাবলি (কেউ নিয়মকানুন মানছে না)। ̃ তন্ত্র বি. নির্দিষ্ট নিয়মাবলি; নির্দিষ্ট নিয়মাবলি মেনে চলার প্রথা। ̃ তান্ত্রিক বিণ. 1 নিয়মতন্ত্রসম্বন্ধীয়; 2 নিয়মতন্ত্র বা সংবিধান মেনে চলে এমন, constitutional (নিয়মতান্ত্রিক সরকার)। ̃ ন বি. নিয়মের দ্বারা বন্ধন, ব্যবস্হাপন; নিয়ন্ত্রণ, সংযমন। ̃ নিষ্ঠ বিণ. নিষ্ঠার সঙ্গে নিয়ম মেনে চলে এমন। ̃ পালন বি. নিয়ম মেনে চলার অভ্যাস। ̃ পূর্বক ক্রি-বিণ. নিয়ম বেঁধে; নিয়ম মেনে; নিয়মিতভাবে; বাঁধাধরা নিয়ম অনুসারে। ̃ বিরুদ্ধ বিণ. নিয়মবহির্ভূত, অবৈধ; বেআইনি; অশাস্ত্রীয়। ̃ ভঙ্গ বি. 1 নিয়ম বা বিধি ভঙ্গ করা; 2 ব্রত-উপবাসাদি পালনের অবসান; 3 অশৌচ পালনের নির্দিষ্ট সময়ের অবসান। ̃ মাফিক বিণ. ক্রি-বিণ. নিয়ম অনুসারে, নিয়ম মেনে করা হচ্ছে এমন। নিয়মাধীন বিণ. নির্দিষ্ট বিধি বা নির্দেশ পালনে বাধ্য এমন। নিয়মানুগ বিণ. নিয়ম-অনুসারী, নিয়ম মেনে হচ্ছে এমন। নিয়মানুবর্তী (-র্তিন্) বিণ. নির্দিষ্ট নিয়ম মেনে চলে এমন। নিয়মানুযায়ী (-য়িন্) বিণ. নিয়মানুগত, নিয়মানুবর্তী। ক্রি-বিণ. নিয়মের বশবর্তী হয়ে (নিয়মানুযায়ী কাজ করা)। নিয়মাবলি বি. নানাবিধ নিয়ম। নিয়মিত বিণ. 1 নিয়ম-অনুযায়ী; 2 নিয়ন্ত্রিত (শাস্ত্রনিয়মিত অনুষ্ঠান)। ক্রি-বিণ. প্রায় প্রতিদিন নির্দিষ্টভাবে (সে এখানে নিয়মিত আসে)। নিয়মী (-মিন্) বিণ. নিয়ম পালনকারী। নিয়ম্য বিণ. নিয়মের অধীনে আনার যোগ্য; নিয়ন্ত্রণযোগ্য। 117)
নিদেশ
(p. 461) nidēśa বি. 1 আদেশ; 2 নির্দেশ; 3 উক্তি। [সং. নি + √ দিশ্ + অ]। ̃ পত্র বি. কোনো বিষয়ে নির্দেশসংবলিত লিপি বা পত্র, directive (স.প.)। নিদিষ্ট বিণ. আদিষ্ট; নির্দিষ্ট; উক্ত। নিদেষ্টা (-ষ্টৃ) বিণ. আদেশকারী, নির্দেশকারী। 27)
নিম্নাংশ
(p. 461) nimnāṃśa বি. নীচের অংশ। [সং. নিম্ন + অংশ]। 102)
নিমগ্ন
নির্লিপ্ত
নির্বর্ষ
(p. 468) nirbarṣa বিণ. বর্ষাহীন বা বৃষ্টিহীন (নির্বর্ষ দিন)। [সং. নির্ + বর্ষা]। 82)
নৈরাজ্য
নুটি
(p. 475) nuṭi বি. সুতো আঁশ লোম প্রভৃতি জড়ানো আঁটি বা পিণ্ড। [দেশি]। 109)
নিম্ন
(p. 461) nimna বিণ. 1 নিচু, পদমর্যাদায় বা ক্ষমতায় নিচু (নিম্ন আদালত); 2 অনুন্নত (নিম্নভূমি); 3 নীচের, নীচে রয়েছে এমন, অধোভাগস্হ (নিম্নদেশ)। বি. তলদেশ, নিম্নবর্তী স্হান (পর্বতের নিম্ন, নদীর নিম্নে, নিম্নে উল্লিখিত)। [সং. নি + √ স্না + অ]। বি. ̃ তা। ̃ গ, ̃ গামী (-মিন্) বিণ. নীচের দিকে যায় এমন, অধোগামী (নিম্নগামী স্রোত, স্নেহ অতি নিম্নগামী)। ̃ গা বিণ. নিম্নগ -র স্ত্রীলিঙ্গ। বি. নদী। ̃ দেশ বি. নীচের অঞ্চল। ̃ বিত্ত বিণ. যাদের বিত্ত বা সম্পদ খুবই সামান্য আছে এমন, অসচ্ছল অবস্হাপন্ন। ̃ মধ্যবিত্ত বিণ. বি. মধ্যবিত্তদের মধ্যে দরিদ্রতর শ্রেণী বা ওই শ্রেণীভুক্ত। ̃ মুখী বিণ. 1 নীচের দিকে মুখ রয়েছে এমন; 2 নীচের দিকে বা কমতির দিকে গতিবিশিষ্ট। ̃ লিখিত বিণ. নীচে লেখা আছে এমন। ̃ সপ্তক বি. (সংগীতে) খাদের সপ্তক বা উদারার সপ্তক। ̃ সীমা বি. ন্যূনতম বা সবচেয়ে কম বা নীচের সীমা বা মান। নিম্নোক্ত, নিম্নোদ্ধৃত, নিম্ন-ধৃত বিণ. নীচে উল্লেখ করা হয়েছে এমন। নিম্নোন্নত বিণ. উঁচু-নিচু, অসমতল। 101)
নিবিড়
নগদ
(p. 444) nagada বি. 1 ক্রয় করার সময় হাতে হাতে যে মূল্য দিতে হয়, রোক (নগদে কিনেছি); 2 খুচরো বা কাঁচা টাকা অর্থাত্ যে টাকা চেকে আবদ্ধ নয়, cash (নগদ কী আছে বার করো)। বিণ. হাতে হাতে প্রদেয় (নগদ টাকা, নগদ দামে কেনা, নগদ কারবার)। [আ. নক্দ্]। নগদ বিদায় বি. কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পারিশ্রমিক দেওয়া। নগদা বিণ. 1 সঙ্গে সঙ্গে দিতে হয় এমন (নগদা দাম); 2 দেনা-পাওনা সঙ্গে সঙ্গে মেটানো হয় এমন (নগদা কারবার); 3 সঙ্গে সঙ্গে মজুরি বা পারিশ্রমিক নেয় এমন (নগদা মজুর)। নগদা-নগদি বিণ. নগদে লেনদেন হয় এমন। ক্রি-বিণ. নগদে (নগদানগদি মিটিয়ে দেয়)। নগদি বি. 1 পাইক, বরকন্দাজ; 2 জমিদারের প্রাপ্য খাজনা নগদে আদায়কারী কর্মচারী। 10)
নৈসর্গিক
নির্লোম
(p. 473) nirlōma বিণ. লোমহীন (নির্লোম দেহ)। [সং. নির্ + লোমন্]। 15)
নিষ্প্রভ
(p. 475) niṣprabha বিণ. 1 প্রভা নেই যার, দীপ্তিশূন্য, অনুজ্জ্বল; 2 নিরুত্তেজ, নিস্তেজ। [সং. নির্ + প্রভা]। বি. ̃ তা। 36)
নিবুনিবু
(p. 461) nibunibu দ্র নিবা। 78)
নাগাদ,
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2541930
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2147616
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1739524
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 952478
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886400
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840073
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698543
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604042

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us