Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ধাঁধা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ধাঁধা এর বাংলা অর্থ হলো -

(p. 433) dhān̐dhā বি. 1 দৃষ্টিভ্রম, চোখের ভুল (চোখে কেমন যেন ধাঁধা লেগে গেল); 2 ধোঁকা, সংশয়, ধন্দ; 3 দুরূহ সমস্যা, জটিল ব্যাপার; 4 কৌতূহলজনকবিদ্ধিবিভ্রমকারী প্রশ্ন, হেঁয়ালি।
ক্রি. দৃষ্টিভ্রম জন্মানো বা হওয়া (চোখ ধেঁধে যায়)।
[প্রাকৃ. ধন্ধঅ-তু. হি. ধন্ধা]।
নো ক্রি. দৃষ্টিভ্রম জন্মানো, চোখ ঝলসানো; ধাঁধা লাগানো।
বি. বিণ. উক্ত সব অর্থে।
22)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ধুতুরা
(p. 433) dhuturā বি. উপক্ষারধারী বনৌষধিবিশেষ, বিষাক্ত ফলবিশেষ ও তার গাছ বা ফুল। [সং. ধুস্তুর]। 118)
ধূর্জটি
(p. 439) dhūrjaṭi বি. শিব। [সং. ধূর্ (বিশ্বের ভার বা গঙ্গা) + জটা + ইন্ (সমাসান্ত)]। 37)
ধুল
(p. 439) dhula বি. 1 ধুলা; 2 (গণি.) কড়ার ভগ্নাংশবিশেষ-1/2 কাঠা ('কাঠায় কাঠায় ধুল পরিমাণ': শুভঙ্করের আর্যা)। [হি. ধুল সং. ধূলি]। 28)
ধানাইপানাই
ধরণি, ধরণী
(p. 432) dharaṇi, dharaṇī বি. পৃথিবী, ধরা ('আর নাইরে বেলা নামল ছায়া ধরণীতে': রবীন্দ্র)। [সং. √ ধৃ + অনি]। ̃ তল বি. ভূতল, ভূপৃষ্ঠ। ̃ ধর বি. 1 যে পৃথিবীকে ধারণ করে আছে; 2 পর্বত; 3 নারায়ণ; 4 বাসুকিনাগ। ̃ পতি বি. রাজা। ̃ সূত বি. মঙ্গলগ্রহ। ̃ সুতা বি. স্ত্রী. (রামায়ণের) সীতাদেবী। 4)
ধোয়া, ধুয়া
(p. 441) dhōẏā, dhuẏā ক্রি. 1 (জল প্রভৃতি দিয়ে) ধৌত করা (জল দিয়ে শাক ধুই); 2 প্রক্ষালন করা (হাত-পা ধোয়া); 3 কাচা, ধোলাই করা (কাপড় ধুয়ে পরো)। বি. উক্ত সব অর্থে (ধোয়ামোছা হয়নি)। বিণ. উক্ত সব অর্থে (ধোয়া কাপড়)। [প্রাকৃ. ধোঅ + বাং. আ]। ̃ নি বি. যে জল দিয়ে কিছু ধোয়া হয়। ̃ নো ক্রি. 1 ধৌত করানো; 2 প্রক্ষালিত করানো; 3 কাচানো। বি. উক্ত সব অর্থে (ধোয়ানোটা ভালো হয়নি)। বিণ. উক্ত সব অর্থে (ধোয়ানো কাপড় পরেছি, ধোয়ানো তুলসী)। 9)
ধুপচি
(p. 439) dhupaci বি. ধুনুচি, যে পাত্রে ধুপধুনো জ্বালা হয়। [সং. ধূপ + তুর. চি]। 11)
ধাঁচ, ধাঁচা
(p. 433) dhān̐ca, dhān̐cā বি. 1 ধরন, রকম (দোহারা ধাঁচের শরীর); 2 ছাঁদ, গড়ন। [হি. ঢাঁচা]। 21)
ধুপ2
(p. 439) dhupa2 বি. ধপ-এর চেয়ে লঘুতর পতনের শব্দ। [ধ্বন্যা.]। ̃ ধাপ, ̃ ধুপ বি. ক্রমাগত ধুপ শব্দ (ধুপধাপ করে সিঁড়ি দিয়ে নামছে)। 10)
ধারী2
(p. 433) dhārī2 (-রিন্) বিণ. ধারণকারী (অস্ত্রধারী)। [সং. √ ধৃ + ইন্]। 83)
ধাতু
(p. 433) dhātu বি. 1 স্বর্ণরৌপ্যাদি খনিজ পদার্থ; 2 উপাদান (লোকটি কোন ধাতুতে গড়া); 3 স্বভাব, প্রকৃতি, ধাত (কঠিন ধাতুর মানুষ); 4 শুক্র (ধাতুদৌর্বল্য); 5 (আয়ু.) দেহস্হ বায়ু পিত্ত কফ মাংস অস্হি প্রভৃতি; 6 ক্ষিতি অপ্ তেজঃ মরুত্ ব্যোম এই পঞ্চভূত; 7 (ব্যাক.) ক্রিয়াবাচক শব্দমূল। [সং. √ ধা + তু]। ̃ গত বিণ. ধাতুসংক্রান্ত; শারীরিক বা মানসিক প্রকৃতিঘটিত; স্বভাবগত; ক্রিয়াবাচক শব্দমূলঘটিত; শুক্রঘটিত। ̃ গর্ভ বিণ. অভ্যন্তরে ধাতু আছে এমন। ̃ ঘটিত বিণ. ধাতুগত -র অনুরূপ। ̃ বিজ্ঞান, ̃ বিদ্যা বি. ধাতুসংক্রান্ত বিদ্যা, metallurgy. ̃ ময় বিণ. ধাতুর তৈরি, ধাতুপূর্ণ। ̃ মল বি. মরচে, জং। ̃ রূপ বি. ক্রিয়ামূলের নানা রূপ; বিভিন্ন কালে, বিভিন্ন বচনে ও পুরুষে ক্রিয়ামূলের রূপ। 33)
ধন
(p. 430) dhana বি. 1 অর্থ, টাকাকড়ি (ধনশালী, ধনবল, ধনদৌলত); 2 মহামূল্য কাম্য সামগ্রী ('প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে': রবীন্দ্র); 3 স্নেহের পাত্রকে সম্বোধন (যাদুধন, বাপধন); 4 সম্পদ (গোধন); 5 (গণি.) যোগচিহ্ন; '+' (ধনচিহ্ন)। [সং. √ ধন্ + অ]। ̃ কুবের বি. (ধনদেবতা কুবেরের মতো) অতিশয় ধনী ব্যক্তি। ̃ ক্ষয় বি. অর্থের বা সম্পদের অপচয়। ̃ গর্ব বি. ধনবান হওয়ার জন্য অহংকার। ̃ গৌরব বি. 1 ঐশ্বর্যশালী হওয়ার জন্য গর্ব; 2 ধনের মহিমা। ̃ জন বি. 1 অর্থবললোকবল; 2 অর্থ ও পরিজন ('ধনে জনে আছি জড়ায়ে': রবীন্দ্র)। ̃ ঞ্জয় বি. (ধন জয়কারী) অর্জুন। ̃ তন্ত্র বি. পুঁজিবাদ, capitalism. ̃ তৃষা, ̃ তৃষ্ণা বি. অর্থলাভের প্রবল বাসনা। ̃ দ বিণ. ধনদানকারী। বি. ধনের অধিদেবতা কুবের। ̃ দা বিণ. (স্ত্রী.) ধনদানকারিণী। বি. (স্ত্রী.) ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী। ̃ দাতা (-তৃ) ̃ দায়ক বিণ. ধনদানকারী। স্ত্রী. ̃ দাত্রী, ̃ দায়িকা, ̃ দায়িনী। ̃ দাস বি. 1 ধনলাভের জন্য বা ধন সঞ্চয়ের জন্য যে সবরকম আত্মনিগ্রহ স্বীকার করে; 2 অত্যন্ত কৃপণ বা অর্থলোভী ব্যক্তি। ̃ দেবতা বি. কুবের। ̃ দৌলত বি. অর্থ ও অন্যান্য সম্পত্তি। ̃ ধান্য বি. অর্থ বা টাকাপয়সাশস্যপ্রাচুর্য ('ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা': দ্বি. রা.)। ̃ নাশ বি. অর্থ ও সম্পদের হানি, ধনক্ষয়। ̃ পতি বি. 1 ধনদেবতা কুবের; 2 অতিশয় ধনী ব্যক্তি। ̃ পিপাসা - ধনতৃষ্ণা -র অনুরূপ। ̃ পিশাচ বি. ধর্ম-অধর্ম বা উচিত-অনুচিত বিচার না করে যে ধন অর্জনে প্রয়াসী। ̃ প্রাণ বি. অর্থাদি ও জীবন (ধনেপ্রাণে মারা যাব)। ̃ বতী বিণ. (স্ত্রী.) ধনশালিনী। ̃ বত্তা বি. ধনশালিতা; সমৃদ্ধি। ̃. বান (-বত্) বিণ. ধনী। ̃ বিজ্ঞান বি. ধনসম্পদের সর্বপ্রকার ব্যবহারসম্বন্ধীয় শাস্ত্র, অর্থশাস্ত্র। ̃ বিনিয়োগ বি. ব্যাবসাবাণিজ্যে অর্থনিয়োগ। ̃ বৃদ্ধি বি. অর্থ ও সম্পদের বৃদ্ধি বা উন্নতি। ̃ ভাণ্ডার বি. ধনাগার, কোষ; তহবিল। ̃ মদ-ধনগর্ব -র অনুরূপ। ̃ মান বি. বিত্তসম্মান। ̃ রত্ন বি. টাকাপয়সাসোনাদানা। ̃ লালসা, ̃ লিপ্সা - ধনতৃষ্ণা -র অনুরূপ। ̃ শালী (-লিন্) বিণ. ধনী। স্ত্রী. ̃ শালিনী। বি. ̃ শালিতা। ̃ সম্পত্তি, ̃ সম্পদ বি. টাকাপয়সাভূসম্পত্তি, ধনদৌলত। ̃ স্হান বি. (জ্যোতিষ) লগ্ন থেকে দ্বিতীয় স্হান, যা ধনসম্পর্কে লাভালাভের সূচক। ̃ হারী (-রিন্) বিণ. অন্যের ধন অপহরণকারী; চোর। ̃ হীন বিণ. নির্ধন, গরিব। স্ত্রী. ̃ হীনা। ধনাকাঙ্ক্ষা বি. অর্থের লোভ; ঐশ্বর্যলাভের ইচ্ছা। ধনাগম বি. ধনলাভ; অর্থোপার্জন, আয়। ধনাগার বি. অর্থভাণ্ডার, কোষ। ধনাঢ্য বিণ. ধনী, বড়লোক। ধনাধ্যক্ষ বি. কোষাধ্যক্ষ, ধনাগারের ভারপ্রাপ্ত কর্মচারী। ধনার্জন বি. অর্থ উপার্জন, আয়। ধনার্থী (-র্থিন্) বিণ. অর্থপিপাসু; ধনলাভ করতে চায় এমন। স্ত্রী. ধনার্থিনী। 13)
ধ্বনি
(p. 442) dhbani বি. 1 শব্দ, রব (ক্রন্দনধ্বনি); 2 বাক্ধ্বনি (ধ্বনিতত্ত্ব); 3 ব্যঙ্গ্যার্থ। [সং. √ ধ্বন্ + ই]। ̃ কাব্য বি. (অল.) যে উত্কৃষ্ট কাব্যে বাচ্যার্থের চেয়ে ব্যঙ্গ্যার্থ বেশি মনোহর হয়। ̃ ত বিণ. শব্দিত, নিনাদিত। ̃ তত্ত্ব বি. বিশেষ ভাষায় ব্যবহৃত ধ্বনির বিশ্লেষণসংক্রান্ত বিদ্যা, phonology. ̃ পরিবর্তন বি. উচ্চারণে শব্দের মূল ধ্বনির পরিবর্তন। ̃ বিজ্ঞান বি. বাগ্ধ্বনির প্রক্রিয়া সম্বন্ধে বৈজ্ঞানিক অনুসন্ধানবিশ্লেষণ, phonetics. ̃ ভোট বি. সভায় গলার আওয়াজে প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে মত জ্ঞাপন, vote of voice. ̃ মাধুর্য বি. শ্রুতিমধুরতা। ̃ রেখা বি. শব্দের আঘাতে বাতাসে আলোড়ন ('ধ্বনিরেখা টেনে দিয়ে বাতাসের বুকে': রবীন্দ্র)। 4)
ধার1
ধান্যেশ্বরী
(p. 433) dhānyēśbarī বি. (ব্যঙ্গে) ধান বা চাল থেকে চোলাই করা মদ, ধেনো মদ। [সং. ধান্য + ঈশ্বরী]। 45)
ধসকা
(p. 433) dhasakā বিণ. 1 ধসে পড়ার মতো ভাবযুক্ত, ধসে পড়বে বা পড়তে পারে এমন; শিথিল (ধসকা মাটি); 2 কমজোর, শক্তিহীন, অন্তঃসারশূন্য (ধসকা শরীর)। [ধস দ্র]। ̃ নো ক্রি. 1 ধসকা হওয়া; 2 ধসা, ভেঙে পড়া (নদীর পাড় ধসকেছে); 3 ধসানো। বি. বিণ. উক্ত সব অর্থে। 9)
ধুয়া2
(p. 439) dhuẏā2 দ্র ধোয়া। 24)
ধক
ধৃষ্ণু
(p. 439) dhṛṣṇu বিণ. 1 প্রগল্ভ; 2 উদ্ধত; 3 ধর্ষণশীল; 4 দমনশীল। [সং. √ ধৃষ্ + নু]। 44)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2542925
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2148691
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1740739
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 953977
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886725
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840320
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698786
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604179

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us