Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ধপ-ধপ, ধব-ধব এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ধপ-ধপ, ধব-ধব এর বাংলা অর্থ হলো -

(p. 430) dhapa-dhapa, dhaba-dhaba অব্য. বি. অতিশয় শুভ্রতা বা পরিষ্কার-পরিচ্ছন্নতার ভাব (ধুতিটা সাদা ধপধপ করছে)।
[ধ্বন্যা.]।
ধপ-ধপে, ধব-ধবে বিণ. অতিশয় শুভ্রউজ্জ্বল।
(ধপধপে কাপড়)।
32)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ধেড়া, ধ্যাড়া
(p. 439) dhēḍ়ā, dhyāḍ়ā ক্রি. ধ্যাড়ানো। [দেশি]। ̃ নো ক্রি. 1 বেসামাল হয়ে মলত্যাগ করে কাপড়চোপড় নষ্ট করা; 2 (আল.) অপটুতার দরুন কাজ পণ্ড করা। বি. বিণ. উক্ত উভয় অর্থে। 47)
ধুন্ধুমার
ধার্য
(p. 433) dhārya বিণ. 1 ধারণযোগ্য, ধারণীয়; 2 বহনীয়; 3 (বাং.) নির্ধারিত ('মোরা বড়ো বলে করেছি ধার্য': রবীন্দ্র); স্হিরীকৃত, নির্দিষ্ট (দিন ধার্য করা, দাম ধার্য করা)। [সং. √ ধৃ + য]। ̃ মাণ বিণ. ধরা বা স্হির করা হচ্ছে এমন। 88)
ধূত, ধূনন
(p. 439) dhūta, dhūnana যথাক্রমে ধুত ও ধুনন -এর বানানভেদ। 33)
ধেড়ে2
(p. 439) dhēḍ়ē2 বিণ. 1 ধাড়ি; 2 বেশি বয়সী (ধেড়ে ছেলে, ধেড়ে হয়ে ছোটদের মতো আচরণ করা); 3 যৌবনপ্রাপ্ত, প্রাপ্তবয়স্ক (ধেড়ে বাঘ)। [ধাড়ি দ্র]। 49)
ধূলি
(p. 439) dhūli বি. শুকনো মাটির গুঁড়ো, ধুলো, রজঃরেণু। [সং. √ ধূ + লি]। ̃ ধূসর, ̃ ধূসরিত, ̃ মলিন বিণ. ধুলো মেখে মলিন হয়েছে এমন, ধুলো-মাখা। ̃ পটল বি. আকাশে উড়ন্ত ধূলিরাশি। ̃ ময় বিণ. ধুলাপূর্ণ। ̃ শয্যা বি. ভূমিতে শয়ন; মৃত্তিকারূপ শয্যা। ̃ সাত্ বিণ. ধুলায় পরিণত; (আল.) সম্পূর্ণ ব্যর্থ। 39)
ধুলট
(p. 439) dhulaṭa বি. সংকীর্তনের পর ধুলো মাখামাখি বা ধুলোয় গড়াগড়ি দেওয়ার উত্সব। [বাং. ধুলা + ট]। 29)
ধার৩
(p. 433) dhāra3 বি. 1 প্রান্ত, কিনারা (রাস্তার ধার দিয়ে চলো); 2 তীক্ষ্ণতা (ছুরির ধার পরীক্ষা করছি); 3 প্রখরতা (কথার ধার, বুদ্ধির ধার); 4 কূল, তীর (নদীর ধার); 5 ঋণ (টাকা ধার দেওয়া); 6 তোয়াক্কা (আমি কারও ধার ধারি না)। [বাং. ধার সং. √ ধৃ + অ]। ধার করা ক্রি. বি. দেনা করা, ঋণ নেওয়া। ধার দেওয়া ক্রি. বি. ঋণ দেওয়া। ধার ধারা ক্রি. বি. 1 ঋণবদ্ধ হওয়া; 2 সম্পর্ক বা তোয়াক্কা রাথা ('কারো কথার ধার ধারি না, সব ব্যাটাকেই চিনি': সু. রা.)। ধার নেওয়া-ধারকরা -র অনুরূপ। ধার শোধ করা ক্রি. বি. দেনা চুকিয়ে দেওয়া। ধারে কাটা ক্রি. বি. স্বাভাবিক দক্ষতা বা বুদ্ধির জোরে কার্যোদ্ধার হওয়া। ধারে ডোবা ক্রি. বি. প্রচুর দেনায় জড়িয়ে পড়া। 67)
ধুম্ব, ধুম্বা, ধুম্বো
(p. 439) dhumba, dhumbā, dhumbō বিণ. লম্বামোটা। [তু. দুম্বা]। বিণ. (স্ত্রী.) ধুম্বি। 20)
ধড়-ফড়
ধুলা, (কথ্য) ধুলো
(p. 439) dhulā, (kathya) dhulō বি. 1 ধুলি, শুকনো মাটির গুঁড়ো; 2 যেকোনো বস্তুর গুঁড়ো, রেণু (গুঁড়িয়ে ধুলো করা); 3 মাটি (ধুলোয় বসা)। [সং. ধূলি]। ধুলো ওড়ানো ক্রি. বি. দ্রুত যাওয়ার ফলে বা ঝাড়ু দিয়ে ধুলো ওড়ানো। ̃ পড়া বি. মন্ত্রপূত ধুলো। গায়ে ধুলো দেওয়া ক্রি. বি. ঘৃণা প্রকাশ করা; ধিক্কার দেওয়া। চোখে ধুলো দেওয়া ক্রি. বি. ফাঁকি দেওয়া। ধুলো-মুঠি ধরলে সোনা-মুঠি হয় ভাগ্য সুপ্রসন্ন হলে সামান্য চেষ্টাতেই বিরাট সাফল্য আসে। 30)
ধবল
(p. 430) dhabala বিণ. সাদা, শুভ্র (ধবলগিরি, 'অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া': রবীন্দ্র)। বি. চর্মরোগবিশেষ-যাতে গাত্রচর্ম, চুল ও রোমরাজি শ্বেতবর্ণ ধারণ করে, শ্বেতি। [সং. √ ধাব্ + অল]। বিণ. স্ত্রী. ধবলা। ধবলিত বিণ. শ্বেতবর্ণ ধারণ করেছে বা সাদা হয়েছে এমন। ধবলিমা (-মন্) বি. শুভ্রতা, শুক্লতা। ধবলী বি. সাদা রঙের গাভী ('ধবলীরে আনো গোহালে': রবীন্দ্র)। ধবলী-কৃত বিণ. সাদা করা হয়েছে এমন। ধবলী-ভূত বিণ. সাদা হয়েছে এমন। 34)
ধান
(p. 433) dhāna বি. 1 সুপরিচিত খাদ্যশস্যবিশেষ, যা থেকে চাল পাওয়া যায়; তুষ বা খোসাসমেত চাল; 2 পরিমাণবিশেষ (=1/4 রতি বা 4 তিল)। [সং. ধান্য]। ধান কাঁড়া ক্রি. বি. ঢেঁকিতে কুটে তুষ থেকে চাল বার করা ('ধান কাঁড়তে হল বেলা')। ধান কাটা ক্রি. বি. ধান পাকার পর গাছগুলি কেটে স্তূপাকার করা বা আঁটি বাঁধা। ধান কাড়ানো ক্রি. বি. আগাছা নষ্ট করার জন্য ধানখেত চষা। ̃ ক্ষেত, ̃ খেত বি. যে মাঠে বা খেতে ধানের চাষ হয়। ধান গাছের তক্তা বি. অসম্ভব জিনিস। ধান ঝাড়া ক্রি. বি. ধান গাছ আছড়ে গাছ থেকে ধান পৃথক করে নেওয়া। ̃ দূর্বা বি. ধান ও দূর্বাঘাস; হিন্দুদের মাঙ্গল্য দ্রব্যবিশেষ (ধানদূর্বা দিয়ে আশীর্বাদ)। ধানদূর্বা (ধানদুব্বো) দিয়ে পূজা (পুজো) করা ক্রি. বি. (ব্যঙ্গে) সম্মান বা সমীহ করা (তার মতো লোককে ধানদূর্বা দিয়ে পূজা করতে হবে নাকি?)। ধান দিয়ে লেখাপড়া শেখা ক্রি. বি. যত্সামান্য খরচে লেখাপড়া শেখা। ধান নেড়ে দেওয়া ক্রি. বি. খেতে বীজ থেকে চারা গজাবার পর চারাগুলি তুলে ফাঁক ফাঁক করে পুঁতে দেওয়া। ধান বোনা ক্রি. বি. খেতে ধানের বীজ ছড়ানো। ধান ভানা ক্রি. বি. ধান কাঁড়া -র অনুরূপ। ধান ভানতে শিবের গীত অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা। ধান মাড়াই করা, ধান মাড়ানো ক্রি. বি. গোরুকে দিয়ে মাড়িয়ে শিষ থেকে ধান পৃথক করা, মাটিতে বিছানো ধানের উপর দিয়ে গোরুকে হাঁটিয়ে ধান ও খড় আলাদা করা। কত ধানে কত চাল প্রকৃত অবস্হা; কঠিন বাস্তব (ধনীর দুলাল তুমি, জানলে না কত ধানে কত চাল)। 36)
ধরতা
(p. 432) dharatā বি. 1 আগে থেকে যা বাদ বলে ধরে নেওয়া হয়, ধরতি; 2 মূল গায়কের মুখ থেকে ধরে নেওয়া গানের পদ। [ধরা2 দ্র]। 5)
ধাউড়
(p. 433) dhāuḍ় বিণ. 1 কপট, শঠ; 2 প্রবঞ্চক। [তু. প্রাকৃ. ধাডী]। 17)
ধোঁকা2
ধুপছায়া
(p. 439) dhupachāẏā দ্র ধুপ1। 12)
ধস
(p. 433) dhasa বি. 1 খাড়া পাহাড় থেকে খসে-পড়া পাথর বা মাটির চাঙড় (ধস নামা); 2 মাটি বরফ পাথর ইত্যাদির বড় চাঙড় উপর থেকে সবেগে খসে পড়ার শব্দ। [হি. সং. ধ্বংস (=নিপতন)]। 8)
ধ্বনা
(p. 442) dhbanā ক্রি. (কাব্যে) ধ্বনিত হওয়া বা ধ্বনিত করা ('ধ্বনিল আহ্বান': রবীন্দ্র)। [সং. √ ধ্বন্ + বাং. আ]। 3)
ধন্বী
(p. 430) dhanbī (-ন্বিন্) বিণ. ধনুর্ধারী, তিরন্দাজ। [সং. ধন্ব + ইন্]। 28)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2542195
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2147895
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1739886
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 952741
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886483
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840148
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698631
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604082

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us