Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দেব এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  দেব এর বাংলা অর্থ হলো -

(p. 419) dēba বি. 1 ঈশ্বর; 2 স্বর্গের অধিবাসী পুরুষদেবতা; 3 রাজা প্রভু গুরুজন ব্রাহ্মণ বা তত্স্হানীয় ব্যক্তিদের সম্বোধন বা উল্লেখের সময় তাঁদের প্রতি প্রযোজ্য শব্দ (পিতৃদেব, গুরুদেব, পরমহংসদেব); 4 ব্রাহ্মণের উপাধিবিশেষ (দেবশর্মা); 5 প্রধান বা শ্রেষ্ঠজন (ভুদেব, নরদেব)।
[সং. √ দিব্ + অ]।
স্ত্রী. দেবী।
কাষ্ঠ
বি. দেবদারু গাছ।
কুল বি. 1 মন্দির, দেবালয়; 2 দেবগণ।
খাত বি. কোনো মানুষ খোঁড়েনি এমন স্বাভাবিক জলাশয়, হ্রদ।
গুরু
বি. বৃহস্পতি।
গৃহ বি. দেবালয়, মন্দির।
চর্যা
বি. দেবতার পূজা।
চ্ছদ
বি. শতনরি হার।
তরু বি. স্বর্গের পঞ্চবৃক্ষ যথা মন্দার পারিজাত সন্তান কল্পবৃক্ষহরিচন্দন।
তা বি. দেবদেবী (মূলত স্ত্রীলিঙ্গ হলেও বাংলায় উভয়লিঙ্গে ব্যবহৃত)।
তুল্য
বিণ. দেবতার সদৃশ, দেবতার মতো।
ত্ব বি. দেবতার ধর্ম গুণ অবস্হাঐশ্বর্য।
ত্র, (কথ্য) দেবোত্তর বিণ. দেবতার সেবার জন্য উত্সর্গীকৃত (দেবত্র সম্পত্তি)।
বি. ওইরকম সম্পত্তি।
দত্ত
বিণ. 1 ঈশ্বরের দেওয়া; 2 দেবতার উদ্দেশে প্রদত্ত; 3 তৃতীয় পাণ্ডব অর্জুনের শঙ্খের নাম।
দর্শন
বি. মন্দিরের মধ্যে বা পূজার স্হানে দেবতার প্রতিমা দর্শন।
দারু
বি. বড় গাছবিশেষ, দেওদার।
দাসী
বি. দেবমন্দিরের নর্তকী বা পরিচারিকা।
দুর্লভ
বিণ. দেবতাদের পক্ষেও দুষ্প্রাপ্য এমন।
দূত বি. স্বর্গীয় দূত, ঈশ্বর বা দেবগণের প্রেরিত দূত।
দেব বি. শ্রেষ্ঠ দেবতা; মহাদেব; ব্রহ্মা; বিষ্ণু।
দ্বিজ
বি. দেবতাব্রাহ্মণ (দেবদ্বিজে ভক্তি নেই)।
দ্বেষী
(-ষিন্) বিণ. দেবগণের প্রতি হিংসাকারী।
বি. অসুর।
ধান্য
বি. দেধান, জোয়ার।
ধূপ বি. গুগ্গুল।
নাগর,নাগরী
বি. যে লিপিতে হিন্দি, সংস্কৃত প্রভৃতি ভাষা লেখা হয়, নাগরী।
পতি বি. ইন্দ্র।
পশু বি. বলির পশু।
পুরী
বি. 1 স্বর্গ, অমরাবতী, ইন্দ্রালয়; 2 (আল.) অতি সুন্দর ভবন।
প্রসাদ
বি. 1 দেবতার আশীর্বাদ; 2 দেবতার কাছে নিবেদিত সামগ্রী।
প্রিয়
বিণ. দেবগণএর প্রিয়।
বি. ফুলবিশেষ, বকফুল।
বাক্য,বাণী
বি. দেবতার বাণী, দৈববাণী।
ব্রত
বি. ভীষ্ম।
ভাষা
বি. সংস্কৃত ভাষা।
ভূমি
বি. 1 স্বর্গ; 2 হিমালয়; 3 পবিত্র স্হান; 4 (আল.) স্বর্গতুল্য সুন্দর স্হান।
মাতা
(-তৃ) বি. কশ্যপপত্নী অদিতি।
মাতৃক
বিণ. 1 ইন্দ্র কর্তৃক বা তাঁর সৃষ্ট মেঘ কর্তৃক মাতারূপে পালিত; 2 বৃষ্টির জলেই প্রচুর শস্য উত্পন্ন হয় এমন।
মায়া
বি. 1 অবিদ্যা, অজ্ঞান; 2 পার্থিব মোহ।
মূর্তি
বি. দেবতার প্রতিমা।
যাত্রা
বি. দেবতা দর্শনের উদ্দেশ্যে যাত্রা, তীর্থযাত্রা।
যান বি. 1 দিব্যরথ, ব্যোমযান, আকাশে ভ্রমণকারী রথ; 2 পুণ্যবানের স্বর্গগমনের পথ।
যানী
বি. শুক্রাচার্যের কন্যা ও রাজা যযাতির পত্নী।
যোনি
বি. ভূতপ্রেতাদি উপদেবতা।
রথ বি. দেবযান; সূর্যরথ।
রাজ বি. ইন্দ্র।
র্ষি
বি. দেবতা হয়েও মন্ত্রদর্শী ঋষি, যেমন নারদ।
ল বি. নিত্যসেবায় নিযুক্ত পূজাব্যবসায়ী, পূজারি ব্রাহ্মণ।
লোক বি. স্বর্গ।
শত্রু
বি. অসুর, দৈত্য।
শর্মা
(-র্মন্) বি. ব্রাহ্মণদের সাধারণ উপাধি।
শিল্পী
(-ল্পিন্) বি. বিশ্বকর্মা।
সেনা
বি. 1 দেবতাদের সৈন্য; 2 কার্তিকেয়র পত্নী।
সেনা-পতি
বি. কার্তিকেয়।
স্ব বি. দেবত্র; দেবতাদের প্রাপ্য বা সম্পত্তি।
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


দংষ্ট্র
(p. 395) daṃṣṭra বি. যা দিয়ে দংশন করা হয়, দাঁত। [সং. √ দন্শ্ + ত্র]। 13)
দমন
(p. 398) damana বি. 1 দণ়্ড দেওয়া, শাস্তিদান, শাসন (শত্রুদমন); 2 সংযম (ইন্দ্রিয়দমন); 3 নিবারণ (রোগ দমন)। বিণ. দমনকারী ('শমন-দমন রাবণ রাজা, রাবণ দমন রাম')। [সং. √ দম্ + অন]। দমনীয় বিণ. দমন বা শাসন করার যোগ্য। দময়িতা (-তৃ) বিণ. দমনকারী, শাসক। দময়িত্রী বিণ. (স্ত্রী.) দমনকারিণী। 17)
দুর্যোগ
দোহন
(p. 425) dōhana বি. 1 দুধ দোয়া; 2 (আল.) শোষণ। [সং.√ দুহ্ + অন]। ̃ পাত্র, দোহনী বি. দুধ দোহনের পাত্র। দোহনীয়, দোহ্য বিণ. দোহনযোগ্য। 18)
দুপুর
দক্ষিণাকালী
(p. 395) dakṣiṇākālī দ্র দক্ষিণ। 22)
দুর্ভোগ
(p. 414) durbhōga বি. দুর্গতি, কষ্ট, লাঞ্ছনা (অনেক দুর্ভোগ ভুগতে হল)। [সং. দুর্ + ভোগ]। 69)
দুমদাম
(p. 411) dumadāma দ্র দুম। 36)
দাদরা
দুরাক্রম, দুরাক্রম্য
(p. 413) durākrama, durākramya বিণ. আক্রমণ করা কঠিন এমন। [সং. দুর্ + আক্রম, আক্রম্য]। 21)
দেউল
দ্রষ্টব্য
(p. 426) draṣṭabya বিণ. 1 দর্শনীয়, দেখার বা বিবেচনার যোগ্য; 2 কোনো বিষয় উপলব্ধি করার জন্য অধ্যয়নযোগ্য, জ্ঞাতব্য, বিবেচ্য। [সং. √ দৃশ্ + তব্য]। 62)
দড়কচা, দড়কাঁচা
(p. 396) daḍ়kacā, daḍ়kān̐cā দ্র দর3। 18)
দুর্জন
(p. 414) durjana বি. দুষ্ট বা খল ব্যক্তি, দুরাত্মা, মন্দ লোক ('দুর্বলেরে রক্ষা করো দুর্জনেরে হানো': রবীন্দ্র)। বিণ. দুষ্ট, খল, দুর্বৃত্ত। [সং. দুর্ + জন]। 21)
দুর্মেধা
দম্ভোলি
(p. 399) dambhōli বি. বজ্র। [সং. √ দন্ভ্ + ওলি]। 3)
দুর্গা
(p. 414) durgā বি. দুর্গতিনাশিনী দেবী, শিবপত্নী ভগবতী। [সং. দুর্ + √ গম্ (অথবা √ গৈ) + অ + আ]। ̃ পূজা, দুর্গোত্সব বি. শরত্কালে দেবী দুর্গার পূজা ও তদুপলক্ষ্যে উত্সব। 12)
দেহাত্ম-বাদ
দুরাসদ
(p. 413) durāsada বিণ. 1 দুর্ধর্ষ; 2 দুর্জ্ঞেয়; 3 দুষ্প্রাপ্য। [সং. দুর্ + আ + √ সদ্ + অ]। 33)
দুগ্ধ
(p. 411) dugdha বি. 1 দুধ, স্তন্য; 2 ক্ষীর। [সং. √ দুহ্ + ত]। ̃ দা বিণ. যে দুধ দেয়, পয়স্বিনী (দুগ্ধদা গাভী)। ̃ পোষ্য বিণ. শুধুমাত্র দুধ পান করিয়ে পালন করতে হয় এমন (দুগ্ধপোষ্য শিশু)। ̃ ফেননিভ বিণ. দুধের ফেনার মতো অতি শুভ্র ও কোমল (দুগ্ধফেননিভ শয্যা)। ̃ বতী বিণ. (স্ত্রী.) দুধ দেয় এমন, পয়স্বিনী। ̃ বিকার বি. ছানা। 13)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2541916
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2147600
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1739505
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 952457
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886399
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840068
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698543
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604042

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us