Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দুর্বৃত্ত। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অসজ্জন
(p. 67) asajjana বি. সজ্জন বা সাধু (ব্যক্তি) নয় এমন; দুর্বৃত্ত। [সং. ন + সজ্জন]। 61)
অসদাচরণ
(p. 67) asadācaraṇa বি. মন্দ ব্যবহার, দুর্ব্যবহার; খারাপ বা নিন্দনীয় বৃত্তি; দুর্বৃত্ততা। [সং. অসত্ + আচরণ]। অসদাচার বি. মন্দ আচরণ, দুর্বৃত্ততা। (বিরল) বিণ. অসত্ আচরণ করে এমন। অসদাচারী (-রিন্) বিণ. কদাচারী, দুর্বৃত্ত, অন্যায় আচরণকারী। 73)
কদাচার, কদাচরণ
(p. 160) kadācāra, kadācaraṇa বি. জঘন্য বা বিশ্রী আচরণ, খুব খারাপ কাজকর্ম। বিণ. কুত্সিত আচারবিশিষ্ট। [সং. কু + আচার, আচরণ]। কদাচারী (-রিন্) বিণ. জঘন্য আচরণকারী, দুর্বৃত্ত। 32)
কুবৃত্তি
(p. 197) kubṛtti বি. অসত্ আচরণ, মন্দ বা নিন্দাযোগ্য আচরণ। বিণ. অসত্ আচরণকারী; দুর্বৃত্ত। [সং. কু + বৃত্তি]। 29)
খচ্চর
(p. 221) khaccara বি. 1 অশ্বতর, ঘোড়া ও গাধার মিলনজাত জীববিশেষ; 2 (আল.) দুর্বৃত্ত, বদমাশ লোক (আচ্ছা খচ্চর তো!)। [দেশি]। তিলে খচ্চর গায়ে তিলের মতো দাগযুক্ত খচ্চর; হাড়ে হাড়ে বদমাশ। 19)
খল1
(p. 224) khala1 বিণ. 1 হিংসক, হিংসাকারী; 2 কপট, ক্রূর; 3 নীচ। [সং. √খল্ + অ]। বি. ̃ তা। ̃ নায়ক বি. (নাটকে) নায়ক বা নায়িকার দুর্বৃত্ত শত্রু, villain. 28)
গুণ্ডা
(p. 253) guṇḍā বি. বিণ. 1 দুর্বৃত্ত, বদমাশ; 2 অশান্ত, বেয়াড়া (গুণ্ডা হাতি) ; 3 জবরদস্তি করে এমন। [দেশি]। ̃ মি, ̃ মো বি. গুণ্ডার বৃত্তি বা আচরণ, গুণ্ডার মতো আচরণ। 2)
জাল্ম
(p. 324) jālma বি. 1 ইতর বা নীচ লোক; 2 নিচু বংশে জাত লোক। বিণ. 1 দুর্বৃত্ত; 2 মূর্খ; 3 নীচাশয়; 4 ছোট বংশে জাত। [সং. জাল2 + ম]। 17)
দুরাচার
(p. 413) durācāra বিণ. 1 দুর্বৃত্ত, পাপিষ্ঠ; 2 কদাচারী; 3 অতি কষ্টে আচরণ বা পালন করা যায় এমন। বি. দুর্বৃত্ততা, অসত্ বা অন্যায় আচরণ; কদাচার। [সং. দুর্ + আচার]। স্ত্রী. দুরাচারিণী। 24)
দুরাত্মা
(p. 413) durātmā (-ত্মন্) বিণ. 1 পাপিষ্ঠ, দুর্বৃত্ত; 2 দুঃশীল, দুশ্চরিত্র; 3 অত্যাচারী। [সং. দুর্ + আত্মন্]। 25)
দুর্জন
(p. 414) durjana বি. দুষ্ট বা খল ব্যক্তি, দুরাত্মা, মন্দ লোক ('দুর্বলেরে রক্ষা করো দুর্জনেরে হানো': রবীন্দ্র)। বিণ. দুষ্ট, খল, দুর্বৃত্ত। [সং. দুর্ + জন]। 21)
দুর্বৃত্ত
(p. 414) durbṛtta বিণ. 1 দুষ্ট স্বভাববিশিষ্ট, দুরাত্মা, দুশ্চরিত্র; 2 কুকর্মকারী, অসত্ বা সমাজবিরোধী কাজ করে এমন। বি. দুশ্চরিত্র ব্যক্তি; কুকর্মে নিযুক্ত ব্যক্তি (গুলির আওয়াজে দুর্বৃত্তরা পালিয়ে গেল)।[সং. দুর্ + বৃত্ত (চরিত্র)]। 56)
দুশ-মন
(p. 416) duśa-mana বি. শত্রু; দুর্বৃত্ত। বিণ. বিকট, ভয়ংকর (দুশমন চেহারা)। [ফা. দুশ্মন]। দুশমনি বি. শত্রুতা, দুর্বৃত্ততা। 21)
দুষ্ট
(p. 416) duṣṭa বিণ. 1 দোষযুক্ত, দূষিত (দুষ্টব্রণ, দুষ্টক্ষত); 2 অসত্, মন্দ (দুষ্টচরিত্র); 3 অশুভ (দুষ্টগ্রহ); 4 অশান্ত, দুরন্ত (দুষ্ট ছেলে)। [সং. √ দুষ্ + ত]। ̃ কর্মা (-র্মন্) বিণ. বি. কুকাজকারী। ̃ ক্ষুধা বি. পেট ভরতি থাকা সত্ত্বেও ক্ষুধাবোধ। ̃ গ্রহ বি. অশুভ বা ক্ষতিকর গ্রহ। ̃ চক্র বি. 1 কুকর্মকারীদের গোষ্ঠী বা দল; 2 এক মন্দ বা ভ্রম থেকেই আর এক মন্দ বা ভ্রমের ক্রমাগত উত্পত্তি, vicious circle. ̃ বুদ্ধি বি. 1 কুবুদ্ধি; 2 চালাকি বুদ্ধি (ছেলেটার দুষ্টবুদ্ধি কম নয়)। ̃ ব্রণ বি. মারাত্মক ফোড়াবিশেষ। দুষ্টা বিণ. (স্ত্রী.) কুচরিত্রা; ব্যভিচারিণী। দুষ্টাশয় বিণ. দুর্বৃত্ত, অসত্ চরিত্রবিশিষ্ট। 38)
বজ্জাত
(p. 575) bajjāta বিণ. দুষ্ট, বদমাশ, দুর্বৃত্ত ('হতভাগা মাতাল বেঁটে বজ্জাত': রাজ. বসু)। [ফা. বদ্জাত]। বজ্জাতি বি. বজ্জাতের আচরণ, বদমায়েশি। 2)
বদ
(p. 575) bada বিণ. 1 খারাপ, মন্দ (বদগন্ধ); 2 অসত্ (বদ সঙ্গ, বদ বুদ্ধি); 3 রুক্ষ, রূঢ় (বদমেজাজ); 4 দূষিত (বদরক্ত); 5 ভিন্ন, অন্য ('বদ হাওয়া লেগে খাঁচায় পাখি কখন উড়ে যায়')। [ফা. বদ]। ̃ খত বিণ. 1 হাতের লেখা ভালো নয় এমন; 2 বেয়াড়া, দুষ্টু। ̃ খেয়াল বি. অসত্ প্রবৃত্তি। ̃ জবান বি. কুবাক্য, গালি। ̃ জাত, ̃ জাতি যথাক্রমে বজ্জাত ও বজ্জাতি -র মূল রূপ। ̃ নাম বি. দুর্নাম, অখ্যাতি, অপযশ। ̃ নেশা বি. খারাপ নেশা বা অভ্যাস। ̃ বু বি. বাজে গন্ধ, দুর্গন্ধ। ̃ বুদ্ধি বি. অসত্ বুদ্ধি; দুষ্ট বুদ্ধি। ̃ ভ্যাস বি. খারাপ বা ক্ষতিকর অভ্যাস। ̃ মতলব বি. বদবুদ্ধি -র অনুরূপ। ̃ মাশ, ̃ মায়েশ, ̃ মাইশ বিণ. দুষ্ট, দুর্বৃত্ত। বি. ̃ মাশি, ̃ মায়েশি, ̃ মাইশি। ̃ মেজাজ বি. রুক্ষ বা উগ্র মেজাজ। বিণ. উগ্র বা রুক্ষ মেজাজযুক্ত। ̃ মেজাজি বিণ. বদমেজাজবিশিষ্ট। ̃ রং বি. 1 বেরং বা ভিন্ন রঙের তাস; 2 খারাপ রং। বিণ. বিবর্ণ। ̃ রসিকতা বি. স্হূল বা কুরুচিপূর্ণ রসিকতা। ̃ রাগি বিণ. রগচটা, একটুতেই রেগে যায় এমন, বদমেজাজি। ̃ হজম বি. অজীর্ণ, হজম না হওয়া। 43)
বাট-পাড়
(p. 596) bāṭa-pāḍ় বি. রাহাজান, লুঠেরা, দস্যু, লোকের জিনিসপত্র লুটে নেয় বা ডাকাতি করে এমন দুর্বৃত্ত। [হি. বাট্পার্না-তু. প্রাকৃ. বট্ট]। বাট-পাড়ি বি. বাটপাড়ের বৃত্তি বা কাজ (চোরের উপর বাটপাড়ি)। 6)
বৃত্ত
(p. 633) bṛtta বি. 1 (জ্যামি.) যে গোলাকার ক্ষেত্রের মধ্যবিন্দু থেকে পরিধিরেখা সর্বত্র সমব্যবধানবিশিষ্ট; 2 চরিত্র, স্বভাব (দুর্বৃত্ত, রাজবৃত্ত); 3 অক্ষর বা মাত্রার সংখ্যাদ্বারা নিয়মিত ছন্দ (স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত)। বিণ. 1 গোলাকার, বর্তুল; 2 নিযুক্ত; 3 সংঘটিত (পুরাবৃত্ত, পুনরাবৃত্ত); 4 অভ্যস্ত; 5 জাত। [সং. √ বৃত্ + ত]। ̃ কলা বি. (জ্যামি.) দুই ব্যাসার্ধদ্বারা সীমাবদ্ধ বৃত্তাংশ; বৃত্তাংশ, sector. ̃ গন্ধি বি. যে গদ্যরচনার অংশবিশেষকে অক্ষরবদ্ধ পদ্যের মতো মনে হয়। ̃ স্হ বিণ. বৃত্তের অন্তর্ভুক্ত, বৃত্তের ভিতরকার। বৃত্তাংশ বি. বৃত্তের অংশ। 60)
লুম্পেন
(p. 760) lumpēna বিণ. 1 দুর্বৃত্ত বা বদমাশ; 2 ভবঘুরে। [ইং. জার্মান lumpen]। 87)
শয়-তান
(p. 769) śaẏa-tāna বি. 1 ইহুদি খ্রিস্টান ও ইসলামি পুরাণোক্ত ঈশ্বরবিদ্বেষী দেবদূতবিশেষ; 2 পাপাত্মা, অতি দুর্বৃত্ত লোক; 3 (আল.) অতি দুষ্ট লোক। [আ. শৈতান্]। শয়-তানি বি. 1 দুর্বৃত্ততা, বদমাশি; 2 (স্ত্রী.) অতি দুষ্টা নারী। বিণ. শয়তান-সংক্রান্ত বা শয়তানের মতো। 59)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2097652
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1778010
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1375923
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 724937
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 702931
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 597756
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 556739
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 544096

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন