Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চুক এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  চুক এর বাংলা অর্থ হলো -

(p. 290) cuka বি. ত্রুটি; বিস্মৃতিজনিত স্খলন (ভুলচুক)।
[হি. চুক]।
66)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


চেষ্টা
(p. 294) cēṣṭā বি. কোনো কর্মসাধনের জন্য দেহের বা মনের চালনা; প্রয়াস (চেষ্টায় কী না হয়); উদ্যোগ। [সং. √চেষ্ট্ + অ + আ]। চেষ্টিত বিণ. চেষ্টাযুক্ত, সচেষ্ট (এই কাজে চেষ্টিত আছে)। ̃ চরিত্র বি. উদ্যোগ; প্রয়াস। 87)
চন্দ্রিকা
চট-পট
চাঁদ
চাকু
(p. 281) cāku বি. মুড়ে বা ভাঁজ করে রাখা যায় এমন ফলাযুক্ত ছুরি। [তুর্. চাকু]। 68)
চুবানি
(p. 290) cubāni দ্র চুবানো। 96)
চেয়ে1, চাইতে
(p. 294) cēẏē1, cāitē অনু. অপেক্ষা, থেকে (অপমানের চেয়ে মৃত্যুও ভালো, তোমার চাইতে সে বড়)। [বাং. চাহিয়া]। 72)
চাতক
(p. 281) cātaka বি. কোকিলবর্গের বৃষ্টিপ্রেমী পাখিবিশেষ, pied crested cuckoo - ভ্রান্ত ধারণা আছে যে এরা মেঘের কাছে জল প্রার্থনা করে এবং কেবল সেই জলই পান করে ('চাতক বারি যাচে রে': স. দ.)। [সং. √চত্ + অক]। স্ত্রী. চাতকী, (অশু.) চাতকিনী। 95)
চিঙ্গট, চিঙ্গড়
(p. 288) ciṅgaṭa, ciṅgaḍ় বি. চিংড়ি। [সং. চিঙ্গ (মনোহর) + √অট্ (গমন করা) + অ]। চিঙ্গটী বি. (স্ত্রী.) ছোট চিংড়ি। 8)
চার্ম
(p. 281) cārma বিণ. চর্মসম্বন্ধীয়, চামড়াসম্বন্ধীয়। [সং. চর্ম + অ]। 160)
চর্ব্য
(p. 279) carbya বিণ. চর্বণযোগ্য। [সং. √চর্ব্ + য]। ̃ চুষ্য, ̃ চোষ্য বিণ. চিবিয়ে এবং চুষে খেতে হয় এমন। বি. 1 চিবিয়ে এবং চুষে খেতে হয় এমন খাবার; 2 (আল.) উত্তম আহার্য। 44)
চোঁ
(p. 294) cō অব্য. দ্রুত গমন বা শোষণ সূচক। [ধ্বন্যা.]। চোঁ করে ক্রি-বিণ. 1 অতিবেগে (চোঁ করে দৌড়ে যাও); 2 নিমেষের মধ্যে; একটুও দেরি না করে (দুধটা চোঁ করে খেয়ে ফেলো)। চোঁ চোঁ বিণ. ক্রি-বিণ. সটান, কোনোদিকে দৃক্পাত না করে সবেগে (চোঁ চোঁ দৌড় লাগাল)। চোঁ চোঁ করে ক্রি-বিণ. দ্রুতক্রমাগত (চোঁ চোঁ করে দৌড় লাগাল); 2 দ্রুততার সঙ্গে এবং সাগ্রহে (দুধটা চোঁ চোঁ করে খেয়ে ফেলল)। 99)
চিরাগ, চিরাগি
(p. 290) cirāga, cirāgi দ্র চেরাগ। 41)
চাচা
চুড়, চূড়
(p. 290) cuḍ়, cūḍ় বি. চুড়ির মতো হাতের অলংকার। [বাং.-তু. হি. চুড়ী]। 79)
চচ্চড়
চির2
(p. 290) cira2 বিণ. 1 নিত্য, সর্বদা, সদা, অনন্ত (চিরসত্য); 2 দীর্ঘকালব্যাপী ('সুচির শর্বরী' : রবীন্দ্র); 3 সর্ব. সমস্ত (চিরজীবন); 4 আবহমান, আজীবন (চিরকাল, চিরদিন, চিরদুঃখ)। বি. দীর্ঘকাল (আচিরে, চিরতরে)। [সং. √চি + র]। ̃ কর্মা (র্মন্), ̃ কারী (-রিন্), ̃ ক্রিয় বিণ. দীর্ঘসূত্র, কাজে দেরি করে এমন। বি. ̃ কারিতা, ̃ ক্রিয়তা। ̃ কাঙ্ক্ষিত বিণ. চিরদিন যা চাওয়া হয়েছে (চিরকাঙ্ক্ষিত সুখ)। ̃ কাল বি. ক্রি-বিণ. অনন্তকাল, সবসময়, সারাজীবন (চিরটা কাল ভুগছি)। ̃ কালীন, ̃ কেলে বিণ. চিরকালের, চিরন্তন (চিরকালীন সত্য, চিরকেলে ঢং)। ̃ কুমার বিণ. আজীবন অবিবাহিত। বি. (স্ত্রী.) ̃ কুমারী। ̃ ক্রীত বিণ. 1 চিরদিনের জন্য কেনা; 2 কোনো প্রতিদান দেওয়া যায় না এমনভাবে উপকৃত (আপনার কাছে চিরক্রীত হয়ে রইলাম)। ̃ জীবন বি. সারা জীবন, সমস্ত জীবিতকাল। ক্রি-বিণ. আজীবন, সারা জীবন ধরে। ̃ জীবী (-বিন্) বিণ. 1 দীর্ঘায়ু, দীর্ঘজীবী; অমর। বি. অশ্বত্থামা কৃপাচার্য পরশুরাম বলিরাজ ব্যাসদেব বিভীষণহনুমান-এই সাতজন অমর বা চিরজীবী ব্যক্তি। বিণ. (স্ত্রী.) ̃ জীবিনী। ̃ ঞ্জীব, ̃ ঞ্জীবী (-বিন্) - চিরজীবী -র অনুরূপ। ̃ ত্ব বি. চিরস্হায়িত্ব (ছড়া ও লোকগীতির মধ্যে একটা চিরত্ব আছে)। ̃ দারিদ্র, ̃ দারিদ্র্য বি. চিরকালের দারিদ্র, দারিদ্র কখনো ঘোচে না এমন অবস্হা। ̃ দিন বি. ক্রি-বিণ. সারাজীবন; আবহমান কাল। ̃ দীন বিণ. চিরকাল ধরে দীন বা দরিদ্র; দারিদ্র বা দৈন্য কখনো ঘোচে না এমন। বি. ̃ দৈন্য, ̃ দীনতা। ̃ দুঃখ বি. জীবনব্যাপী দুঃখ। ̃ নবীন বিণ. বরাবর নবীন থাকে এমন; পুরোনো হয় না এমন (চিরনবীন প্রেম)। ̃ নিদ্রা বি. যে নিদ্রা কখনো ভাঙে না; মৃত্যু (চিরনিদ্রায় ঢলে পড়ল)। ̃ নির্দিষ্ট, ̃ বিণ. চিরকালের জন্য নির্ধারিত বা স্হিরীকৃত। ̃ নির্বাসন বি. চিরকালের জন্য দেশান্তরীকরণ; স্বদেশ থেকে চিরকালের মতো বহিষ্কার। ̃ নির্ভর বিণ. চিরদিন ভরসা রাখা যায় এমন; চিরকাল আশ্রয় দেয় এমন ('চিরবন্ধু, চিরনির্ভর, চিরশান্তি': রবীন্দ্র)। ̃ নীহার, ̃ তুষার বি. যে তুষার কখনো গলে না। ̃ নীহার-রেখা, ̃ তুষার-রেখা - হিমরেখা -র অনুরূপ। ̃ নূতন বিণ. কখনো পুরোনো হয় না এমন। ̃ স্তন বিণ. 1 চিরকালীন (চিরন্তন সত্য); 2 চিরকালব্যাপী। বি. ̃ স্তনতা। বিণ. (স্ত্রী.) ̃ স্তনী। ̃ পরিচিত বিণ. দীর্ঘদিন ধরে জানা আছে এমন; বহু-পুরোনো আলাপী; অনেকদিন ধরেই যার সঙ্গে পরিচয় ̃ প্রচলিত বিণ. আবহমানকাল ধরে বা বহুদিন ধরে চলে আসছে এমন (চিরপ্রচলিত প্রথা)। ̃ প্রবাস বি. 1 জীবনভর বিদেশে বাস; 2 দীর্ঘকাল বিদেশে বাস। ̃ বিচ্ছেদ বি. সারাজীবনের জন্য বা দীর্ঘকালের জন্য ছাড়াছাড়ি। ̃ বিদায় বি. চিরদিনের মতো বিদায় বা প্রস্হান। ̃ বৈর বি. চিরকালের শত্রুতা, যে শত্রুতার কখনো অবসান হয় না। ̃ বৈরী বিণ. বি. দীর্ঘকালব্যাপী বা জীবনভর শত্রুতা করে এমন (ব্যক্তি)। ̃ রহস্য বি. কোনোদিন যে রহস্যের অবসান বা সমাধান হয় না। ̃ রুগ্ণ বিণ. দীর্ঘকালব্যাপী বা জীবনভর রোগগ্রস্ত (ঘরে আছে চিররুগ্ণ স্ত্রী)। ̃ রোগী (-গিন্) বিণ. বি. দীর্ঘকাল ধরে রোগে ভুগছে এমন (ব্যক্তি)। ̃ রুগি (কথ্য) বিণ. বি. চিররোগী -র অনুরূপ। ̃ শত্রু - চিরবৈরী -র অনুরূপ। ̃ শান্তি বি. 1 চিরকালের জন্য শান্তি; 2 মুক্তি, মোক্ষ; 3 মৃত্যু। ̃ শ্যামল, ̃ হরিত্ বিণ. বত্সরের সব ঋতুতে সবুজ থাকে এমন। ̃ সুখী (-খিন্) বিণ. জীবনভর সুখী; জীবনে কখনো দুঃখ পায়নি এমন। ̃ সুহৃত্, ̃ সুহৃদ্ বি. চিরদিনের বন্ধু। ̃ স্হায়ী (-য়িন্) বিণ. 1 চিরকাল বা দীর্ঘকাল থাকে বা টিকে থাকে এমন; 2 অবিনশ্বর, অক্ষয়; 3 অপরিবর্তনীয়। চিরস্হায়ী বন্দোবস্ত সরকারকে নিয়মিতভাবে নির্দিষ্ট হারে খাজনা দেওয়ার শর্তে বাংলার জমিদারদের পুরুষানুক্রমে জমি ভোগদখলের যে ব্যবস্হা 1793 সালে গভর্নর-জেনারেল লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেছিলেন, Permanent Settlement. ̃ স্মরণীয় বিণ. যা বা যাকে চিরদিন মনে রাখা হয় বা মনে রাখা উচিত। ̃ হরিত্ দ্র চিরশ্যামল। 35)
চুম্বক
চড়াও
(p. 276) caḍ়āō বি. আক্রমণ (বাড়ি চড়াও করা)। বিণ. আক্রমণকারী; আক্রমণের জন্য আপতিত, আক্রমণ করতে উদ্যত (চড়াও হওয়া)। [চড়া3 দ্র]। 18)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2542665
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2148383
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1740391
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 953619
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886614
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840260
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698710
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604143

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us