Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

কাঙ্ক্ষা এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  কাঙ্ক্ষা এর বাংলা অর্থ হলো -

(p. 178) kāṅkṣā বি. আকাঙ্ক্ষা, অভিলাষ, কামনা।
[সং. √ কাঙ্ক্ষ্ + অ + আ]।
কাঙ্ক্ষণীয় বিণ. আকাঙ্ক্ষা করার যোগ্য, কাম্য, স্পৃহণীয়।
কাঙ্ক্ষিত বিণ. অভিলাষিত, বাঞ্ছিত, চাওয়া হয়েছে এমন (কাঙ্ক্ষিত বস্তু পাওয়া)।
2)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


কর-তালি
(p. 167) kara-tāli বি. 1 দুই করতলের অভিঘাতজনিত ধ্বনি, হাততালি; 2 প্রশংসা, বাহবা (গান গেয়ে প্রচুর করতালি পেল)। [সং. কর3 বাং. তালি]। 11)
কাছি
(p. 178) kāchi বি. বড় ও মোটা দড়ি। [সং. কক্ষা]। 17)
কাজল
(p. 178) kājala বি. চোখে প্রসাধনী হিসাবে লাগাবার কালো কালিবিশেষ, অঞ্জন। কাজলের মতো কালো বা কাজলযুক্ত (কাজল আঁখি, কাজল মেঘ)। [সং. কজ্জ্বল প্রা. কজ্জল]। ̃ লতা বি. কাজল তৈরি করবাররাখবার পাত্রবিশেষ। 1 (স্ত্রী.) বিণ. কাজলবর্ণা, উজ্জ্বল শ্যামবর্ণা। কাজলা2 বি. আখবিশেষ বা তার গাছ। 22)
কোণ
(p. 210) kōṇa বি. 1 (জ্যামি.) দুই সরলরেখার মিলনস্হাল, angle (সরলকোণ, সমকোণ); 2 অভ্যন্তর (গৃহকোণ); 3 প্রান্ত (আঁখিকোণ); 4 খুঁট (কাপড়ের কোণ); 5 অস্ত্রাদির সূক্ষ্ম অগ্রভাগ (ছুরির কোণ); 6 বাড়ির ভিতরদেশ, অন্তঃপুর ('বাবুটী সন্ধ্যা না হইতেই কোণে ঢোকেন': অ. ব.)। [সং. √ কুণ্ + অ]। ̃ ঘেঁষা বিণ. 1 এক কোণে বা এক প্রান্তে রয়েছে এমন; 2 লাজুক; নির্জনে থাকতে অভ্যস্ত। ̃ ঠাসা বিণ. উপেক্ষিত; অন্য সকলের চাপে জড়সড়। প্রবৃদ্ধ-কোণ বি. (জ্যামি.) দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ অপেক্ষা ছোট কোণ, reflex angle. সন্নিহিত কোণ বি. (জ্যামি.) এক সরলরেখার উপর অপর সরলরেখা স্হাপিত হলে পাশাপাশি যে-দুটি কোণ উত্পন্ন হয় তাদের যে-কোনোটি, adjacent angle. সম-কোণ বি. (জ্যামি.) এক সরলরেখার উপর অপর একটি সরলরেখা লম্বভাবে স্হাপিত হলে যে-দুটি পরস্পর-সমান সন্নিহিত কোণ উত্পন্ন হয় তাদের যে-কোনোটি, right angle. সম-কৌণিক বিণ, সমকোণযুক্ত; সমকোণসম্বন্ধীয়। সরল-কোণ বি. (জ্যামি.) দুই সমকোণ বা 18 ডিগ্রি পরিমিত কোণ, straight angle. সূক্ষ্ম-কোণ বি. (জ্যামি.) সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর কোণ, acute angle. স্হূল-কোণ বি. (জ্যামি.) এক সমকোণের চেয়ে বড় কিন্তু দুই সমকোণের চেয়ে ছোট কোণ, obtuse angle. 7)
কষিত
(p. 174) kaṣita বিণ. নিকষে বা কষ্টিপাথরে পরীক্ষিত। কষিত কাঞ্চন পরীক্ষা করা বা যাচাই করা হয়েছে এমন সোনা; খাঁটি সোনা; খাঁটি এবং উজ্জ্বল সোনা। [সং. √ কষ্ + ত]। 4)
ক্রয়
(p. 215) kraẏa বি. মূল্যের বিনিময়ে নেওয়া; কেনা। [সং. √ ক্রী + অ]। ̃ বিক্রয় বি. 1 কেনাবেচা; 2 ব্যাবসা-বাণিজ্য। ̃ মূল্য বি. কেনাদাম, যে দামে কেনা হয়েছে (কোনো দোকানদার কি তোমাকে ক্রয়মূল্যে জিনিস দেবে?)। ̃ যোগ্য বিণ. কেনা বা খরিদ করা যেতে পারে এমন (দোকানে যাই বটে, তবে ক্রয়যোগ্য জিনিস তো তেমন চোখে পড়ে না)। ̃ সাধ্য বিণ. কেনার ক্ষমতা আছে এমন। ̃ সীমা বি. যে পর্যন্ত কেনা যেতে পারে (ও জিনিস সাধারণ লোকের ক্রয়সীমার বাইরে)। ক্রয়েচ্ছু বিণ. কিনতে আগ্রহী। 7)
কথা
(p. 160) kathā বি. 1 উক্তি, বচন (আস্তে কথা বলে); 2 কাহিনি, গল্প, আখ্যান (রামায়ণের কথা, মহাভারতের কথা); 3 মত, অভিমত (এ ব্যাপারে এই হল আমার কথা); 4 প্রসঙ্গ, বিষয় (অবান্তর কথার অবতারণা করা); 5 প্রতিশ্রুতি (কথা দেওয়া, কথা রাখা); 6 কথকতা (আজ জমিদারবাড়িতে কথা হবে); 7 আলাপ (তার সঙ্গে কথা বন্ধ); 8 পরামর্শ, প্ররোচনা (মন্হরার কথায় কৈকেয়ী দশরথের কাছে বর চাইলেন); 9 তিরস্কার, কটুবাক্য (খুব করে কথা শুনিয়ে দিয়েছি); 1 তুলনা (ধনীর সঙ্গে কার কথা?); 11 ব্যাপার (যে-সে কথা নয়); 12 প্রয়োজন, বাধ্যবাধকতা (যেতেই হবে এমন কোনো কথা নেই); 13 ওজন, কৈফিয়ত (ভুল হলে কোনো কথা শুনব না); 14 কল্পনাধর্মী বর্ণনা (কথাসাহিত্য); 15 আদেশ, নির্দেশ (গুরুর কথা ঠেলতে পারব না); 16 প্রবাদ (কথায় বলে, কানা গোরুর ভিন্ন পথ)। [সং. √ কথ্ + অ + আ]। কথা কাটা ক্রি. বি. কথা এড়ানো; প্রতিবাদ করা; যুক্তি খণ্ডন করা। কথা কাটা-কাটি বি. তর্কাতর্কি; বাদ-প্রতিবাদ; বচসা। ̃ কলি বি. পৌরাণিক যুদ্ধকাহিনিমূলক ভারতীয় নৃত্যবিশেষ। [সং. কথা (কাহিনি) + কলি (=যুদ্ধ)]। ̃ চ্ছলে, কথার ছলে ক্রি-বিণ. প্রসঙ্গক্রমে, কথাবার্তা বলতে বলতে (কথাচ্ছলে প্রস্তাবটা করলাম)। ̃ ন্তর বি. 1 ঝগড়া, বাদানুবাদ, কথা কাটাকাটি; 2 অন্য প্রসঙ্গ; 3 কথার মধ্যে বিরাম; 4 কথার খেলাপ। কথা পাড়া ক্রি. বি. প্রস্তাব করা; প্রস্তাব উত্থাপন করা। ̃ প্রসঙ্গে ক্রি-বিণ. কথাচ্ছলে, কথা বলতে বলতে; কথায় কথায়। কথা ফোটা ক্রি বি. (শিশু, পাখি প্রভৃতির) মুখে অর্থযুক্ত শব্দ উচ্চারিত হওয়া; কথা বলতে শেখা। ̃ বার্তা বি. আলাপ-আলোচনা। কথা-মাত্র সার কেবল কথাই, কাজ নয়; ফাঁকা আওয়াজ; ফাঁকি। কথায় কথায় ক্রি-বিণ. 1 কথাচ্ছলে, কথাপ্রসঙ্গে; 2 অকারণে বা প্রায়ই (কথায় কথায় ঝগড়া)। কথার কথা বি. গুরুত্বহীন বা বাজে কথা, অসার বা অবান্তব কথা। কথার নড়চড় বি. প্রতিশ্রুতিভঙ্গ। কথার মারপ্যাঁচ বি. কথার কৌশল বা জটিলতা। ̃ রম্ভ বি. বক্তব্য বা কাহিনির শুরু। ̃ শিল্প বি. উপন্যাস গল্প ইত্যাদি গদ্যে লিখিত সাহিত্য শিল্পী বি. উপন্যাসপ্রণেতা; গল্প বা কাহিনির লেখক। কথাসাহিত্য বি. গল্প-উপন্যাস প্রভৃতি। উচিত কথা বি. যোগ্য বা হক কথা; ন্যায্য এবং কড়া মন্তব্য (উচিত কথা শুনিয়ে দিয়েছি)। কাজের কথা বি. দরকারি কথা। ছোট মুখে বড় কথা বি. তুচ্ছ বা কনিষ্ঠ লোকের মুখে বড়র প্রতি বা মাননীয়ের প্রতি অসম্মানজনক কথা। দশ কথা বি. অনেক কথা, নানা কথা; গালমন্দ (বাড়ি বয়ে দশ কথা শুনিয়ে গেল)। নাকে মুখে কথা, চোখে মুখে কথা বি. বেশি কথা, বাচালতা। বাজে কথা বি. খেলো বা অসার কথা। মোট কথা বি. মোটমাট বক্তব্য, ফলকথা; সব মিলে যা দাঁড়াল তাই। লাখ কথার এক কথা বি. অনেক বাজে কথার মধ্যে একটিমাত্র দামি বা কাজের কথা। শেষ কথা বি. 1 যে কথার পর আর বক্তব্য বা মন্তব্য চলে না; 2 মরণকালের কথা। 13)
কুহা
ক্যামেরা
কাজিয়া
কংসারি
(p. 156) kaṃsāri বি. কংসের শত্রু, শ্রীকৃষ্ণ। [সং. কংস + অরি]। 17)
কাজরি, (বর্জি.) কাজরী
(p. 178) kājari, (barji.) kājarī বি. ভারতীয় পল্লিসংগীতবিশেষ বা তার সুর। [হি. কাজরী]। 21)
কালিকা
কৃতজ্ঞ
(p. 202) kṛtajña বিণ. 1 উপকারীর উপকার মনে রাখে ও স্বীকার করে এমন; 2 ঋণী (চিরদিন তোমার কাছে কৃতজ্ঞ থাকব)। [সং. কৃত + √ জ্ঞা + অ]। বি. ̃ তা। ̃ চিত্ত বিণ. মনে কৃতজ্ঞতার বোধ আছে এমন; উপকারীর উপকার মনে রেখেছে বা রাখে এমন। 51)
করবী, করবীর
(p. 167) karabī, karabīra বি. মধুর কিন্তু মৃদু গন্ধবিশিষ্ট ফুলবিশেষ ও তার গাছ। [সং. করবীর]। রক্তকরবী বি. লাল করবী। শ্বেত করবী বি. সাদা রঙের করবী। 17)
ক্রৌঞ্চ
কপি1
(p. 163) kapi1 বি. বানর, বাঁদর। [সং. √ কপ্ + ই]। ̃ কেতন, ̃ ধ্বজ বি. 1 অর্জুন (কপি বা হনুমান কেতন বা ধ্বজা অর্থাত্ পতাকা যাঁর); 2 অর্জুনের রথ। 14)
কুচ্ছা, কুচ্ছিত
(p. 194) kucchā, kucchita যথাক্রমে কুত্সাকুত্সিত -এর কথ্যা রূপ। 21)
কালাচাঁদ
(p. 186) kālācān̐da দ্র কালা2। 40)
কপালিয়া, কপালে
(p. 163) kapāliẏā, kapālē বিণ. 1 ভাগ্যবান; 2 কপালযুক্ত (আটকপালিয়া, উঁচকপালে)। [সং. কপাল + বাং. ইয়া এ]। 12)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2542170
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2147885
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1739854
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 952736
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886482
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840141
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698622
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604081

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us