Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

অশ্রু এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  অশ্রু এর বাংলা অর্থ হলো -

(p. 67) aśru বি. চোখের জল।
[সং. √ অশ্ + রু]।
.কণা বি. চোখের জলের বিন্দু।
জল বি. (বাং. প্র.) অশ্রু, চোখের জল ('প্রফুল্ল কপোল বহি বহে অশ্রুজল': বিহারী)।
.পাত,.বর্ষণ,.মোচন
বি. চোখের জল ফেলা, ক্রন্দন, কাঁদা।
পূর্ণ
বিণ. চোখের জলে ভরা (অশ্রুপূর্ণ চোখ)।
.বারি
বি. চোখের জল।
.মুখী
বিণ. (স্ত্রী.) মুখ চোখের জলে ভেজা এমন; ক্রন্দনরতা।
রুদ্ধ
বিণ. চাপা কান্নায় রুদ্ধ, কান্নায় রুদ্ধ হয়েছে বা আটকে গিয়েছে এমন (অশ্রুরুদ্ধ কন্ঠ)।
সিক্ত
বিণ. চোখের জলে ভেজা।
12)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


অব-সন্ন
অপ্রতি-দ্বন্দ্বী
অনভি-লষণীয়
অর্চিষ্মান
(p. 61) arciṣmāna বিণ. জ্যোতি বা দীপ্তি আছে এমন, জ্যোতিষ্মান, দীপ্তিমান। বি. 1 সূর্য; 2 অগ্নি। [সং. অর্চিস্ + মত্]।
অরাতি
(p. 61) arāti বি. যে সুখ বা আনন্দ দেয় না; শত্রু, অরি। [সং. ন + √ রা + তি]। ̃. দমন বিণ. শত্রুকে দমন করে এমন, শত্রুদমনকারী। 7)
অধি-বাসী
(p. 17) adhi-bāsī (-সিন্) বি. বিণ. নিবাসী, বাসিন্দা। [সং. অধি+ √ বস্+ইন্]। 77)
অগস্ট, আগস্ট
(p. 6) agasṭa, āgasṭa বি. ইংরেজি বত্সরের অষ্টম মাস। [ইং. August]। 22)
অপহ্নব, অপহ্নুতি
(p. 39) apahnaba, apahnuti বি. 1 (সত্যের) অপলাপ, (সত্য) গোপন; 2 অস্বীকার; 3 চৌর্য; 4 (অল.) বর্ণনীয় বিষয় বা বস্তুকে গোপন বা অস্বীকার করে উপমানের স্হাপন (যেমন, 'বৃষ্টিজলে গগন কাঁদিলা': মধু.) [সং. অপ + √ হ্নু + অ, তি]।
অপ্রবাস
(p. 42) aprabāsa বি. স্বদেশে বাস; বিদেশে বাস করতে হয় না এমন অবস্হা। [সং. ন + প্রবাস]। অপ্রবাসী (-সিন্) বি. বিণ. স্বদেশে বাস করে এমন (ব্যক্তি); বিদেশে যাকে বাস করতে হয় না। 14)
অনুন্নত
(p. 28) anunnata বিণ. উন্নত বা উচু নয় এমন; অনগ্রসর (অনুন্নত সম্প্রদায়)। [সং. ন (অন্) + উন্নত]। 24)
অহল্যা 2
(p. 75) ahalyā 2 বিণ. 1 হল বা লাঙল চালনার অযোগ্য, কর্ষণের বা চাষের অযোগ্য; 2 হল বা লাঙল দিয়ে কর্ষণ বা চাষ করা হয়নি এমন (পার্বত্য অঞ়্চলের অহল্যা ভুমি)। [সং. ন + হল্য (=হলকর্ষণযোগ্য) + আ (স্ত্রী.)]। 23)
অনিচ্ছা
(p. 25) anicchā বি. 1 ইচ্ছার অভাব; 2 অরুচি; 3 অসম্মতিচ 4 [সং. ন + ইচ্ছা]। ̃ কৃত বিণ. বিনা ইচ্ছায় বা ইচ্ছার বিরুদ্ধে করা হয়েছে এমন (অনিচ্ছাকৃত ত্রুটি)। অনিচ্ছু, অনিচ্ছুক বিণ. অনাগ্রহী; ইচ্ছুক বা রাজি নয় এমন। 28)
অপচীয়মান
(p. 34) apacīẏamāna দ্র অপচয়। 81)
অদানে অব্রাহ্মণে
(p. 17) adānē abrāhmaṇē (আল.) ক্রি-বিণ. সত্ বা সার্থক ব্যাপারে নয়, বাজে কাজে, বাজে ব্যাপারে (সাধারণগত বাজে কাজে অর্থ ও পরিশ্রম ব্যয় সম্পর্কে প্রযোজ্য)। 7)
অশ্ব
অহ-মাল
(p. 75) aha-māla বি. (আদালতি ভাষায়) মালপত্র। [আ. হমল]। 17)
অকুলীন
(p. 3) akulīna বিণ. 1 কুলীন বংশজাত নয় এমন; 2 বংশমর্যাদাহীন। [সং. ন+কুলীন]। 19)
অহিংসক, অহিংস্র
(p. 75) ahiṃsaka, ahiṃsra বিণ. 1 হিংসা করে না এমন; 2 অন্যকে আঘাত করে না এমন ('অহিংসক পাণ্ডবের না করিবে হিংসা': মধু)। [সং. ন + হিংসক, হিংস্র]। 27)
অন্ন
(p. 34) anna বি. 1 ভাত; 2 খাদ্যদ্রব্য (অন্নদাতা)। [সং. √ অদ্ + ত]। ̃ কষ্ট, অন্নভাব বি. খাদ্যের অভাব; দুর্ভিক্ষ। ̃ কূট বি. অন্নের পাহাড় বা স্তূপ; রাশি রাশি খাদ্য বিতরণের উত্সব। ̃ ক্ষেত্র, ̃ সত্র বি. যে জায়গা থেকে অন্ন বিতরণ করা হয়। ̃ গত বিণ. খাদ্যের উপর একান্ত নির্ভরশীল। ̃ গত-প্রাণ বিণ. অন্ন না পেলে বাঁচে না এমন। ̃ চিন্তা বি. আহার জোটানোর চিন্তা। অন্নচিন্তা চমত্কারা আহার জোটানোর চিন্তা কঠিন ব্যাপার কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়, কেননা আহার বিনা কোনো গুণেরই বিকাশ হয় না। ̃ ছত্র বি. অন্নসত্র -র রূপভেদ। ̃ জল বি. দানাপানি; খাবারদাবার; মৃতের আত্মার তৃপ্তির জন্য হিন্দু অনুষ্ঠানবিশেষ। ̃ দা বিণ. স্ত্রী. অন্নদানকারিণী। বি. ভগবতী; দুর্গা, অন্নপূর্ণা। ̃ দাতা (-তৃ) বিণ. 1 অন্নদানকারী; 2 প্রতিপালনকারী। ̃ দাত্রী বিণ. (স্ত্রী.) অন্নদানকারিণী। ̃ দাস বি. কেবল পেটের খোরাকের জন্য পরের দাসত্ব করে এমন ব্যক্তি। ̃ ধ্বংস বি. (ব্যঙ্গে) ভাত ও অন্যান্য খাদ্য ভোজন (বসে বসে কেবল অন্নধ্বংস করে চলেছ)। ̃ নালী বি. যে নালী দিয়ে খাদ্যদ্রব্য কণ্ঠ থেকে পাকস্হলীতে যায়, oesophagus. ̃ পূর্ণা বি. (স্ত্রী.) অন্নদা, দুর্গা। ̃ প্রাশন বি. হিন্দু শিশুর প্রথম অন্নগ্রহণের অনুষ্ঠান, 'ভাত', মুখে-ভাত। অন্নপ্রাশনের ভাত উঠে আসা বমির উদ্রেক হওয়া। ̃ ময় বিণ. খাদ্যে পূর্ণ; খাদ্য দিয়ে গঠিত (অন্নময় কোষ)। অন্নময় কোষ স্হূল দেহ। ̃ রস বি. ভুক্ত খাদ্যদ্রব্য থেকে উত্পন্ন এবং দেহগঠনের সহায়ক রসবিশেষ, chyle, ̃ সংস্হান বি. আহারের ব্যবস্হা; জীবিকার্জন। ̃ সত্র বি. খাদ্য বিতরণের স্হান, অন্নক্ষেত্র, অন্নছত্র। ̃ হীন বিণ. আহারের সংস্হান নেই এমন, নিরন্ন। 45)
অবাঞ্ছিত
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2541901
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2147584
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1739493
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 952443
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886386
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840067
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698543
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604040

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us