Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ইচ্ছা]। দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

তৃপ্ত
(p. 375) tṛpta বিণ. সন্তুষ্ট, কামনা ও ইচ্ছা পূর্ণ হওয়ার ফলে আনন্দিত। [সং. √ তৃপ্ + ত]। স্ত্রী. তৃপ্তা। তৃপ্তি বি. সন্তুষ্টি, তৃষ্ণা বা কামনার নিবৃত্তি। 248)
অছিয়ত-নামা
(p. 8) achiẏata-nāmā বি. ইচ্ছাপত্র, উইল (will); অছির মনোনয়নপত্র বা ইচ্ছাপত্র। [আ. বসীয়ত্+ফা. নামহ]। 88)
অজিজ্ঞাসু
(p. 8) ajijñāsu বিণ. জানবার ইচ্ছা নেই এমন, যার মনে প্রশ্ন নেই। [সং. ন+জিজ্ঞাসু]। অজিজ্ঞাস্য বিণ. জিজ্ঞাসার অযোগ্য। 116)
অননু-মেয়
(p. 22) ananu-mēẏa বিণ. অনুমান করা যায় না এমন (তাঁর এই বিপুল ইচ্ছাশক্তি সাধারণ মানুষের পক্ষে অননুমেয়)। [সং. ন+অনুমেয়]। 9)
অনভি-প্রায়
(p. 23) anabhi-prāẏa বি. 1 অভিপ্রায় বা ইচ্ছার অভাব; 2 অসম্মতি। [সং. ন+অভিপ্রায়]। 11)
অনভি-প্রেত
(p. 23) anabhi-prēta বিণ. 1 অভিপ্রেত বা প্রত্যাশিত নয় বা চাওয়া হয়নি এমন, অবাঞ্ছিত; 2 ইচ্ছাবিরুদ্ধ। [সং. ন+অভিপ্রেত]। 12)
অনিচ্ছা
(p. 25) anicchā বি. 1 ইচ্ছার অভাব; 2 অরুচি; 3 অসম্মতিচ 4 [সং. ন + ইচ্ছা]। ̃ কৃত বিণ. বিনা ইচ্ছায় বা ইচ্ছার বিরুদ্ধে করা হয়েছে এমন (অনিচ্ছাকৃত ত্রুটি)। অনিচ্ছু, অনিচ্ছুক বিণ. অনাগ্রহী; ইচ্ছুক বা রাজি নয় এমন। 28)
অনু-চিকীর্ষা
(p. 25) anu-cikīrṣā বি. অনুকরণ বা নকল করার ইচ্ছা। [সং. অনু + √ কৃ + সন্ + আ]। অনু-চিকীর্ষু বিণ. অনুকরণ করতে ইচ্ছুক। 84)
অনু-সন্ধিত্সা
(p. 32) anu-sandhitsā বি. 1 অনুসন্ধান করার বা খোঁজ করার ইচ্ছা; 2 গবেষণা করার বা জানবার ইচ্ছা (প্রাচীন ইতিহাস সম্পর্কে অনুসন্ধিত্সা)। [সং. অনু + সম্ + √ ধা + সন্ + আ]। অনু-সন্ধিত্সু বিণ. অন্বেষণ বা খোঁজ করতে ইচ্ছুক। অনুসন্ধেয় দ্র অনুসন্ধান। 2)
অনৈচ্ছিক
(p. 32) anaicchika বিণ. স্বেচ্ছায় চালিত বা কৃত নয় এমন; ইচ্ছাশক্তির দ্বারা চালিত নয় এমন, involuntary (বি. প.)। [সং. ন + ঐচ্ছিক]। 24)
অন্তিম
(p. 34) antima বিণ. 1 শেষ; 2 মৃত্যুকালীন (বৃদ্ধের অন্তিম ইচ্ছা)। বি. পরিণতি (অন্তিমে অক্ষয় স্বর্গলাভ). [সং. অন্ত + ইম ('ভব' অর্থে)]। ̃ কাল, ̃ সময় বি. মরণকাল। ̃ দশা বি. শেষ অবস্হা; মুমূর্ষু অবস্হা। ̃ শয্যা বি. যে শয্যায় শায়িত অবস্হায় মৃত্যু ঘটে। 32)
অপ-চিকীর্ষা
(p. 34) apa-cikīrṣā বি. অপকার বা ক্ষতি করার ইচ্ছা। [সং. অপ + √ কৃ + সন্ + অ + আ]। অপ-চিকীর্ষু বিণ. অপকার বা ক্ষতি করতে ইচ্ছুক এমন। 79)
অভি-প্রায়
(p. 50) abhi-prāẏa বি. 1 ইচ্ছা; উদ্দেশ্য; মতলব, অভিসন্ধি; 2 অর্থ, তাত্পর্য। [সং. অভি + প্র + √ ই + অ]। অভি-প্রেত বিণ. চাওয়া হয়েছে এমন, উদ্দিষ্ট (তাঁর অসম্মান আমার অভিপ্রেত নয়)। 98)
অভি-মত
(p. 50) abhi-mata বি. মত, মতামত; উদ্দেশ্য, অভিপ্রায়। বিণ. অনুমোদিত; উদ্দেশ্য বা ইচ্ছা অনুসারে করা হয়েছে এমন, উদ্দিষ্ট, অভীষ্ট। [সং. অভি + মত]। 109)
অভি-রুচি
(p. 50) abhi-ruci বি. প্রবৃত্তি (ব্যক্তিগত অভিরুচি); অভিলাষ, ইচ্ছা (তোমার যেমন অভিরুচি তেমনিই করো)। [সং. অভি + √ রুচ্ + ই]। 121)
অভি-লাষ
(p. 50) abhi-lāṣa বি. 1 বাসনা, কামনা, ইচ্ছা; লোভ; 2 অনুরাগ। [সং. অভি + √ লষ্ + অ]। অভি-লষণীয় বিণ. কামনা বা বাসনার যোগ্য, স্পৃহণীয়। অভি-লষিত বিণ. বাঞ্ছিত, প্রার্থিত, চাওয়া হয়েছে এমন। অভি-লাষী (-ষিন্) বিণ. ইচ্ছুক, কামনা করে এমন, পেতে চায় এমন। স্ত্রী. অভি-লাষিণী। 124)
অভীপ্সা
(p. 55) abhīpsā বি. একান্ত কামনা; তীব্র আকাঙ্ক্ষা; প্রবল ইচ্ছা। [সং. অভি + ঈপ্সা]। অভীপ্সিত বিণ. একান্তভাবে বা প্রবলভাবে চাওয়া হয়েছে এমন; আকাঙ্ক্ষিত। অভীপ্সু বিণ. একান্তভাবে ইচ্ছু, অভিলাষী। 3)
অভীষ্ট
(p. 55) abhīṣṭa বি. 1 আকাঙ্ক্ষা, অভিলাষ, ইচ্ছা; 2 আকাঙ্ক্ষিত বস্তু, যে জিনিস চাওয়া হয়েছে (এতদিনে তাঁর অভীষ্ট লাভ হল)। বিণ. আকাঙ্ক্ষিত, ঈপ্সিত, চাওয়া হয়েছে এমন, বাঞ্ছিত (অভীষ্ট লক্ষ্য)। [সং. অভি + ইষ্ট]। ̃ .সিদ্ধি বি. আকাঙ্ক্ষিত বস্তু পাওয়া; আকাঙ্ক্ষা পূরণ। 4)
অরাজক
(p. 61) arājaka বিণ. 1 শাসনহীন; বিশৃঙ্খল; কোনো নিয়ম বা শৃঙ্খলা নেই এবং যার যা ইচ্ছা তাই করে এমন; 2 রাজা নেই এমন, রাজহীন। [সং. ন + রাজন্ + ক]। ̃ তা বি. বিশৃঙ্খল অবস্হা (দেশে তখন চরম অরাজকতা চলছিল)। 6)
অস্পৃহ
(p. 73) aspṛha বিণ. স্পৃহা নেই এমন; কামনা লোভ বা ইচ্ছা নেই এমন। [সং. ন + স্পৃহা]। 46)
অস্বেচ্ছা-কৃত
(p. 75) asbēcchā-kṛta বিণ. স্বেচ্ছায় করা হয়নি এমন; ইচ্ছাকৃত নয় এমন; নিজের ইচ্ছায় করা হয়নি এমন। [সং. ন + স্বেচ্ছাকৃত]। 7)
অ৩
(p. 1) a3 অব্য সমাসে অন্য পদের পূর্বে 'নঞ্' এই অব্যয়ের স্হানবর্তী হয়ে অভাবাদি অর্থ প্রকাশ করে, যথা- অভাব অর্থে (অযত্ন, অভয়), বিরোধ বা বৈপরীত্য (অসুর, অধর্ম), অন্যত্ব (অহিন্দু, অবা়ঙালি), অল্পতা (অজন্মা, অবোধ), অপ্রশস্ততা বা অযোগ্যতা (অকাল, অকর্ম); পরবর্তী পদের প্রথম বর্ণ স্বরবর্ণ হলে অ-স্হানে অন্ হয় (অন্+ইচ্ছা অনিচ্ছা, এইভাবে অনায়াস, অনলস)। 4)
আকাঙ্ক্ষা
(p. 81) ākāṅkṣā বি. পাওয়ার ইচ্ছা; বাসনা; প্রার্থনা। [সং. আ + √কাঙ্ক্ষ + অ + আ] আকাঙ্ক্ষণীয় বিণ. চাওয়া হয়েছে এমন। আকাঙ্ক্ষী (-ক্ষিন) বিণ. আকাঙ্ক্ষা করে এমন (মঙ্গলাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী)। স্ত্রী. আকাঙ্ক্ষিণী। 8)
আকুত, আকুতি, আকূত, আকূতি
(p. 81) ākuta, ākuti, ākūta, ākūti বি. 1 আকুলতা; আকুল প্রার্থনা; 2 অভিপ্রায়, মনের ইচ্ছা বা কামনা। [সং. আ + √ কু, √ কূ + ত, তি]। 26)
আগ্রহ
(p. 82) āgraha বি. 1 ঝোঁক, উত্সাহ (লেখাপড়ায় আগ্রহ); 2 বিশেষ প্রবৃত্তি, আসক্তি; 3 ঐকান্তিক চেষ্টা বা ইচ্ছা। [সং. আ + √ গ্রহ্ + অ]। আগ্রহাতি-শয় বি. অতিশয় আগ্রহ, অতিশয় উত্সাহ বা আসক্তি। আগ্রহান্বিত, আগ্রহী বিণ. আগ্রহ বা উত্সাহ আছে এমন, উত্সুক (শিখতে আগ্রহী, এ ব্যাপারে আমি বেশ আগ্রহান্বিত বোধ করছি)। 70)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2070638
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1767510
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1364774
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 720582
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 697341
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 594129
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 543938
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 542005

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন