Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

হতে এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  হতে এর বাংলা অর্থ হলো -

(p. 858) hatē - হইতে -র চলিত রূপ।
অব্য. 1 (ব্যক্তি বিষয়ে স্হানকাল সম্পর্কে) থেকে ('মার কাছ হতে কাড়ি': রবীন্দ্র); 2 দ্বারা ('আমা হতে এই কর্ম হবে না সাধন': নবীন); 3 ফলে (এই ঘটনা হতে একথা সহজেই অনুমান করা যায়); 4 তুলনায়, চেয়ে ('বিত্ত হতে চিত্ত বড়ো')।
[প্রাকৃ. অহনতহি বা হিস্তো বাং. হইতে]।
35)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


হৃত্
হরি-তালিকা, হরি-তালী
হজ-রত
হেত্বাভাস
(p. 873) hētbābhāsa বি. কু-তর্ক, আপাতদৃষ্টিতে সমর্থনযোগ্য বলে মনে হলেও প্রকৃতপক্ষে তা নয় এমন যুক্তি, fallacy (বি. প.)। [সং. হেতু + আভাস]। 4)
হাব
(p. 865) hāba বি. রমণীয় লাস্য বা বিলাসভঙ্গি। [সং. √ হ্বে + অ]। ̃ ভাব বি. 1 ছলাকলা; 2 চালচলন। 29)
হিম
(p. 869) hima বি. 1 শীতঋতু (হিমাগম); 2 তুষার (হিমপাত); 3 শীতল স্পর্শ, শৈত্য (হিমে টেকা দায়); 4 শিশির। বিণ. শীতল, ঠাণ়্ডা (হিমবাত)। [সং. হিম + অ]। ̃ কর বি. (শীতল কিরণবিশিষ্ট বলে) চন্দ্র। ̃ গিরি, ̃ বান (-বত্), ̃ শৈল বি. (সর্বদা তুষারাবৃত থাকে বলে) ভারতের উত্তর সীমানায় অবস্হিত জগদ্বিখ্যাত পর্বতশ্রেণী, হিমালয়। ̃ পাত বি. তুষারপতন। ̃ বাহ বি. পর্বতগাত্র বেয়ে নিম্নদিকে ধীরে প্রবহমাণ তুষারস্রোত, glacier (বি. প.); তুষার-ঝটিকা। ̃ মণ্ডল বি. দুই মেরুর সন্নিহিত ক্ষীণতম সূর্যালোকবিশিষ্ট ভূভাগ, frigid zone (বি. প.)। ̃ রেখা বি. পর্বতাদির যে রেখার উপরিস্হিত অংশ সর্বদা তুষারাবৃত থাকে, snow-line (বি. প.)। ̃ শিম বি. অত্যধিক পরিশ্রমে ক্লান্ত হওয়ার ভাব, হয়রান অবস্হা (হিমশিম খাওয়া)। ̃ শিলা বি. তুষার, করকা। ̃ শীতল বিণ. তুষারের মতো ঠাণ্ডা। ̃ সাগর বি. 1 তুষার সমুদ্র; 2 (আল.) প্রবল শৈত্য; 3 এক জাতের উত্কৃষ্ট আম; 4 মাথা ঠাণ্ডা রাখে এমন কবিরাজি তেলবিশেষ। হিমাংশু বি. (শীতল কিরণবিশিষ্ট বলে) চন্দ্র। হিমাগম বি. হেমন্তকাল; শীতঋতু। হিমাঙ্গ বিণ. তাপশূন্য দেহযুক্ত। বি. তাপহীন বা প্রাণহীন দেহ। হিমাচল বি. 1 হিমালয় পর্বত; 2 পাঞ্জাবের উত্তরপূর্বস্হ প্রদেশ। হিমাদ্রি বি. হিমালয়-পর্বতশ্রেণি। হিমানি বি. তুষারপুঞ্জ, বরফ। হিমালয় দ্র হিমগিরি। হিমালয়নন্দিনী বি. দুর্গাদেবী। হিমেল বিণ. হিমশীতল; অত্যন্ত ঠাণ্ডা (হিমেল হাওয়া)। 29)
হল্লা
হাসিল
(p. 867) hāsila বিণ. সিদ্ধ, পূর্ণ, সম্পাদিত (কাজ হাসিল করা)। বি. সিদ্ধি, আদায়, সম্পাদন। [আ.]। 69)
হাঁকড়া
হব-হব, হবো-হবো
(p. 858) haba-haba, habō-habō বিণ. হবার উপক্রম করেছে এমন, আসন্ন (সন্ধ্যা হবহব)। [হওয়া দ্র (প্রকার অর্থে দ্বিত্ব)]। 56)
হাতা-হাতি
(p. 865) hātā-hāti বি. হাত দিয়ে পরস্পর মারামারি। [হাত দ্র]। 10)
হিল্লোল
হেঁট
(p. 872) hēn̐ṭa বিণ. 1 অবনত (মাথা হেঁট হওয়া); 2 আনত (হেঁটমুণ্ড); 3 অবনতমস্তক (হেঁট হয়ে প্রণাম করা)। বি. তলদেশ (হেঁটে কাঁটা); নিম্নাঙ্গ ('হেটে বস্ত্র')। [পা. হেট্ঠা সং. অধস্তাত্]। 30)
হস্ত
(p. 862) hasta বি. 1 হাত, কর, পাণি; বাহু, ভুজ; 2 কনুই অথবা বগল থেকে আঙুলের ডগা পর্যন্ত দেহাংশ; 3 চব্বিশ অঙ্গুলি বা প্রায় আঠারো ইঞ্চি পরিমাণ দৈর্ঘ্যের মাপবিশেষ; 4 হাতির শুঁড়। [সং. √ হস্ + তন্]। ̃ কৌশল বি. হাত চালাবার কায়দা, হাতের কায়দা। ̃ ক্ষেপ, ̃ ক্ষেপণ বি. হাত দেওয়া; কোনো কাজে অংশগ্রহণ বা বাধাদান (অন্যের কাজে বা অধিকারে হস্তক্ষেপ)। ̃ গত বিণ. অধিকৃত, দখলীকৃত, করায়ত্ত। ̃ গ্রাহ্য বিণ. হস্তদ্বারা গ্রহণযোগ্য বা স্পর্শনসাধ্য। ̃ চ্যুত বিণ. 1 হাতছাড়া, অধিকারচ্যুত, বেদখল; 2 হাত থেকে পড়ে গিয়েছে এমন। ̃ ধারণ বি. হাত ধরা। ̃ রেখা বি. করতলের রেখা। ̃ লাঘব বি. হাতসাফাই; হাতের নৈপুণ্য। ̃ লিখিত বিণ. হাতেলেখা অর্থাত্ মুদ্রিত নয়। ̃ .লিপি, ̃ .লেখ বি. হাতের লেখা।; হস্তাক্ষর বি. হাতের লেখার ছাঁদ; হাতের লেখা। হস্তান্তর বি. অন্য লোকের অধিকারভুক্ত হওয়া; হাতবদল (জমির হস্তান্তর)। হস্তান্তরিত বিণ. অন্যের অধিকারে গেছে এমন; অন্য লোককে প্রদত্ত। হস্তাব-লেপ বি. 1 হাত বুলানো; 2 (বিরল) হস্তসঞ্চালনের দ্বারা গর্বপ্রকাশ। হস্তাম-লক বি. 1 করতলস্হিত আমলকী; 2 (আল.) সম্পূর্ণ আয়ত্ত বস্তু বা সহজে আয়ত্ত হয় এমন বস্তু; 3 শংকরাচার্যকৃত বেদান্তগ্রন্হবিশেষ। হস্তার্পণ বি. হস্তক্ষেপ -এর অনুরূপ। 9)
হিট-স্ট্রোক
(p. 869) hiṭa-sṭrōka বি. সর্দি-গরমি। [ইং. heatstroke]। 18)
হামে-হাল
(p. 867) hāmē-hāla ক্রি-বিণ. হামেশা, অনবরত। [ফা. হম্অ + আ. হাল]। 19)
হতে
(p. 858) hatē - হইতে -র চলিত রূপ। অব্য. 1 (ব্যক্তি বিষয়ে স্হানকাল সম্পর্কে) থেকে ('মার কাছ হতে কাড়ি': রবীন্দ্র); 2 দ্বারা ('আমা হতে এই কর্ম হবে না সাধন': নবীন); 3 ফলে (এই ঘটনা হতে একথা সহজেই অনুমান করা যায়); 4 তুলনায়, চেয়ে ('বিত্ত হতে চিত্ত বড়ো')। [প্রাকৃ. অহনতহি বা হিস্তো বাং. হইতে]। 35)
হামা
(p. 867) hāmā বি. হাঁটুহাতের চেটোর সাহায্যে এগোনো, হামাগুড়ি। [দেশি]। হামা টানা, হামা দেওয়া ক্রি. বি. হামাগুড়ি দেওয়া। ̃ গুড়ি বি. হামা দেওয়া বা হামা দিয়ে চলা। 13)
হুমকি
হেরোয়িন
(p. 873) hērōẏina বি. মরফিন থেকে তৈরি অতি তীব্র মাদকবিশেষ। [ইং. heroin]। 18)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2542170
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2147885
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1739850
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 952732
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886481
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840141
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698622
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604081

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us