Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সারি1 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  সারি1 এর বাংলা অর্থ হলো -

(p. 830) sāri1 বি. মাঝিমাল্লাদের গানবিশেষ।
[তু. সারি2]।
28)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


সাড়ে-বত্রিশ-ভাজা
সসজ্জ, (বাং.) সসজ্জিত
(p. 820) sasajja, (bā.) ṃsasajjita বিণ. সজ্জিত; সজ্জাযুক্ত। [সং. সহ + সজ্জা]। 20)
সপ
(p. 806) sapa বি. 1 বড়ো মাদুরবিশেষ; 2 (আঞ্চ.) মাদুর। [আ. সফ্]। 15)
সধর্মা, (-র্মন্), সধর্মী (-র্মিন্)
(p. 803) sadharmā, (-rman), sadharmī (-rmin) বিণ. 1 একই ধর্ম গুণ বা বৃত্তি অবলম্বনকারী; 2 তুল্য, সদৃশ। [সং. সমান + ধর্মন্; সধর্ম + ইন্]। 38)
সৌরাষ্ট্র
স্বচক্ষে
(p. 852) sbacakṣē ক্রি-বিণ. নিজের চোখ দিয়ে, নিজের চোখে (স্বচক্ষে দেখা)। [সং. স্ব + বাং. চক্ষে ( সং. চক্ষুঃ)]। 5)
সনেট
(p. 803) sanēṭa বি. চতুর্দশপদী কবিতাবিশেষ। [ইং. sonnet]। 46)
সাত
(p. 823) sāta বি. বিণ. 7 সংখ্যা বা সংখ্যক। [সং. সপ্ত]। ̃ ই, সাতুই বি. মাসের সপ্তম দিন বা সাত তারিখ। সাতকাণ্ড রামায়ণ 1 সপ্ত কাণ্ডে বা অধ্যায়ে বিভক্ত রামায়ণগ্রন্হ; 2 (আল.) মস্ত ব্যাপার। সাতখুন মাপ (আল.) বহু গুরুত্বপূর্ণ অপরাধের জন্য কোনো শাস্তি না দেওয়া, সমস্ত অপরাধ বরদাস্ত করা। সাত ঘাটের জল খাওয়া বা খাওয়ানো 1 নানা স্হানে চাকরি করা বা করানো; 2 কাজ উপলক্ষ্যে নানা স্হানে বদলি হওয়া বা বদলি করা; 3 নানা বিপদে পড়া বা ফেলা; 4 নানাভাবে জীবনযাপন করা বা করানো; 5 বেজায় নাকাল হওয়া বা করা। সাত চড়ে বা বেরোয় না (আল.) সমস্ত নির্যাতন নীরবে সহ্য করে অর্থাত্ অত্যন্ত নিরীহ। সাত সতিনের ঘর (আল.) যেসংসারে নিরন্তর কলহ বিবাদহিংসাদ্বেষ বিদ্যমান। সামসমুদ্র তেরো নদীর পার (রূপকথা থেকে) বহু দূরবর্তী; বহু দূরবর্তী স্হান বা দেশ (সাতসমুদ্র তেরো নদীর পারের রাজপুত্র)। সাতেও নেই পাঁচেও নেই ঝঞ্ঝাটের সঙ্গে সম্পর্কহীন, নিরপেক্ষ, উদাসীন। ̃ তাড়াতাড়ি ক্রি-বিণ. 1 খুব তাড়াতাড়ি; 2 ব্যস্তসমস্ত হয়ে। ̃ নর, ̃ নরি বিণ. সাত প্যাঁচওয়ালা। সাত প্যাঁচওয়ালা কণ্ঠহার। ̃ নলা বি. বিণ. একসঙ্গে সাতটি গুলি ছোড়ার নলবিশিষ্ট (বন্দুক) ̃ প্যাঁচ বিণ. বিবিধ, নানা। বি. 1 নানা কথা (সাতপাঁচ ভেবে); 2 অগ্রপশ্চাত্। ̃ পুরুষ বি. পিতা-পিতামহাদিক্রমে ঊর্ধ্বতন সাতপুরুষ। ̃ ষট্টি বি. বিণ. 67 সংখ্যা বা সংখ্যক। ̃ সকাল বি. খুব সকাল; তাড়াতাড়ি। ̃ সতেরো বি. নানারকম জিনিস বা কথা (সাত-সতেরো শুনানো)। 52)
সংসার
(p. 796) saṃsāra বি. 1 জগত্, পৃথিবী ('বৃথা জন্ম এ সংসারে'); 2 ইহলোক, মর্তলোক (সংসারলীলা); 3 গার্হস্হ্যজীবন (সংসারাশ্রম); 4 পরিবার, ঘরকন্না (সংসারের দাবি, সংসার চালানো); 5 মায়াবন্ধন, পার্থিব আকর্ষণ (সংসারবৈরাগ্য); 6 (বাং.) বিবাহ (কর্তার দুই সংসার); 7 পত্নী (প্রথম পক্ষের সংসার)। [সং. সম্ + √ সৃ + অ]। ̃ ক্ষেত্র বি. কর্মজীবন। সংসার চালানো ক্রি. বি. ঘরকন্না করা বা দৈনন্দিন জীবন নির্বাহ করা। ̃ ত্যাগী (-গিন্) বিণ. বি. গার্হস্হ্য জীবন ত্যাগ করেছে এমন; বৈরাগী, সন্ন্যাসী। ̃ ধর্ম, সংসারাশ্রম বি. গার্হস্হ্যজীবন। সংসার পাতা ক্রি. বি. বিবাহ করে ঘরকন্না আরম্ভ করা। ̃ বন্ধন বি. মায়াবন্ধন, পার্থিব আকর্ষণ; গার্হস্হ্যজীবনের প্রতি টান। ̃ বাসনা বি. গার্হস্হ্য জীবন যাপনের ইচ্ছা; সংসার পাতার ইচ্ছা; পার্থিব ইচ্ছা। ̃ বৈরাগ্য বি. পার্থিব জীবন সম্পর্কে অনাসক্তি। ̃ যাত্রা বি. জীবনযাত্রা, পার্থিব জীবন; গার্হস্হ্য জীবন (সংসারযাত্রা নির্বাহ)। ̃ লীলা বি. পার্থিব জীবন; মানবজন্ম, জীবজন্ম। ̃ সমুদ্র বি. বিরাট ইহজীবন; বিশাল পার্থিব জীবন; পার্থিব জীবনরূপ সমুদ্র। ̃ স্রোত বি. সৃষ্টির জীবনপ্রবাহ; পার্থিব জীবনের ধারা। সংসারাশ্রম বি. 1 পার্থিব জীবন; 2 গৃহীজীবন, বিবাহিত জীবন। সংসারাসক্ত বিণ. সংসারধর্মের প্রতি আকর্ষণযুক্ত; পার্থিব জীবনের বা গৃহীজীবনের প্রতি তীব্র আকর্ষণযুক্ত। সংসারী (রিন্) বিণ. 1 গৃহী, গার্হস্হ্য জীবন যাপনকারী; 2 গার্হস্হ্য জীবন সম্পর্কে বিশেষভাবে অভিজ্ঞ; 3 অত্যন্ত হিসাবি। ঘোর সংসারী পারিবারিকবৈষয়িক ব্যাপারে অত্যন্ত আসক্ত। 22)
স্হূল
সবিষ
(p. 808) sabiṣa বিণ. 1 বিষযুক্ত; 2 বিষমিশ্রিত; 3 বিষধর। [সং. সহ + বিষ]। 23)
স্মর
(p. 855) smara বিণ. 1 কন্দর্প; 2 স্মরণ। বিণ. স্মরণকারী (জাতিস্মর)। [সং. √ স্মৃ + অ]। ̃ জিত্, ̃ হর, স্মরারি বি. মদনভস্মকারী শিব। 21)
সদ্-বিবেচনা, সদ্বিবেচনা
সন্তত
(p. 803) santata বিণ. 1 অবিচ্ছিন্ন; 2 বহুদূরব্যাপী; 3 সতত ('সন্তত আভাসে ঘুমন্ত তোমাকে দেখি': বিষ্ণু)। [সং. সম্ + √ তন্ + ত]। 48)
সমসাময়িক
(p. 808) samasāmaẏika দ্র সম। 70)
সৌদামিনী, (বিরল) সৌদামনী
(p. 846) saudāminī, (birala) saudāmanī বি. বিদ্যুত্, তড়িত্। [সং. সুদামন্ + অ + ঈ]। 23)
সাধু
(p. 823) sādhu বিণ. 1 ধার্মিক, সত্ (সাধু ব্যক্তি); 2 শিষ্ট, ভদ্র, মার্জিত (সাধু ভাষা); 3 উত্তম (সাধু আচরণ); 4 সুষ্ঠু, উচিত, উপযুক্ত (সাধু প্রয়োগ, সাধু উদ্দেশ্য, সাধু দৃষ্টান্ত)। বি. সন্ন্যাসী, যোগী; বণিক; সুদখোর। [সং. সাধ্ + উ]। ̃ গিরি বি. ধার্মিকতা বা সততা বা সন্ন্যাসের ভান। ̃ তা বি. ধার্মিকতা। বি. স্ত্রী. ̃ নী সাধু বা বণিকের পত্নী; সন্ন্যাসিনী। ̃ বাদ বি. প্রশংসাবাদ। ̃ য়ানী বি. বণিকের স্ত্রী। ̃ ভাষা বি. মার্জিতপ্রাচীন রীতি অনুযায়ী বাংলার লেখ্য ভাষা (তু. চলিত ভাষা)। ̃ সংসর্গ, ̃ সঙ্গ বি. সাধুর বা সত্ লোকের সঙ্গ বা সাহচর্য। সাধু সাবধান (আল.) ভাবী বিপদাদি সম্বন্ধে সতর্কতাজনক উক্তি। 79)
স্টিল
(p. 846) sṭila বি. ইস্পাত। [ইং. steel]। 62)
সকারণ
(p. 796) sakāraṇa বিণ. সহেতুক, কারণযুক্ত। বিপ. অকারণ। [সং. সহ + কারণ]। 62)
সবার
(p. 808) sabāra দ্র সব। 16)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2541930
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2147616
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1739524
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 952477
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886400
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840073
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698543
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604042

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us