Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শ্রাবণ2 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  শ্রাবণ2 এর বাংলা অর্থ হলো -

(p. 786) śrābaṇa2 বিণ. শ্রবণেন্দ্রিয়জনিত; শ্রবণেন্দ্রিয়সম্বন্ধীয় (শ্রাবণ জ্ঞান)।
[সং. শ্রবণ + অ]।
66)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


শরাসন
(p. 772) śarāsana বি. ধনুক। [সং. শর + √ অস্ + অন]। 15)
শারঙ্গী
(p. 773) śāraṅgī বি. ছড়ি দিয়ে বাজাতে হয় এমন বাদ্যযন্ত্রবিশেষ, সারেঙ্গি। [সং. √ শৃ + অঙ্গ + ঈ]। 87)
শুক-নাস
(p. 781) śuka-nāsa বিণ. টিয়া পাখির ঠোঁটের মতো তীক্ষ্ণবাঁকানো নাকবিশিষ্ট। [সং. শুক + নাস]। 21)
শক্তি
(p. 768) śakti বি. 1 ক্ষমতা, সামর্থ্য, বল (প্রাণশক্তি, শরীরের শক্তি); 2 প্রভাব, প্রতিপত্তি; 3 পরাক্রান্ত স্বাধীন রাষ্ট্র (ইয়োরোপীয় শক্তিবর্গ); 4 হোমিয়োপ্যাথিক ওষুধের ক্রম অথবা গুণের মাত্রা (নাক্স ভম 3 শক্তি); 5 দুর্গা, কালী, কমলা এই তিন স্ত্রী-দেবতা; 6 পৌরাণিক অস্ত্রবিশেষ (শক্তিশেল); 7 দেবসেনাপতি কার্তিকেয়র অস্ত্র; 8 (বিজ্ঞা.) কর্মক্ষমতাদির মাত্রা, energy (বি. প.)। [সং. √ শক্ + তি]। ̃ .উপাসক বি. দুর্গা কালী প্রভৃতি স্ত্রী-দেবতার উপাসক, শাক্ত। ̃ .ধর বিণ. প্রচুর শক্তি বা ক্ষমতার অধিকারী (শক্তিধর রাষ্ট্র, শক্তিধর মল্ল)। বি. 'শক্তি'-অস্ত্রধারী কার্তিকেয়র এক নাম। ̃ .পূজা, ̃ আরাধনা বি. কালী দুর্গা প্রভৃতি স্ত্রী-দেবতার আরাধনা। ̃ .বর্ধক বিণ. যাতে শক্তি বা জোর বাড়ে (শক্তিবর্ধক ওষুধ)। ̃ .ময় বিণ. শক্তিশালী। স্ত্রী. ̃ .ময়ী। ̃.মান, ̃.শালী বিণ. শক্তি আছে এমন, বলবান। স্ত্রী. ̃ .মতী, ̃.শালিনী। বি. ̃ .মত্তা, ̃.শালিতা। ̃.শেল বি. রাবণের 'শক্তি'-নামক অনিবার্যমারাত্মক অস্ত্রবিশেষ যার আঘাতে লক্ষণ ধরাশায়ীপ্রায় নিহত হয়েছিলেন। ̃ .সাধক-শক্তিউপাসক -এর অনুরূপ। ̃ .হীন বিণ. শক্তি নেই এমন, দুর্বল। স্ত্রী. ̃ .হীনা। বি. ̃ .হীনতা। ̃ ..হ্রাস বি. শক্তি কমে যাওয়া বা কমিয়ে দেওয়া। 20)
শালি1
(p. 776) śāli1 দ্র শালা2। 11)
শতেক
(p. 769) śatēka বিণ. 1 একশত; 2 বহু, অসংখ্য। [সং. শত + এক (বাং. সন্ধি)]। ̃ খোয়ারি, (বর্জি.) ̃ খোয়ারী বিণ. (স্ত্রী.) 1 যার ভাগ্যে বহু খোয়ার বা দুর্গতি আছে এমন; 2 যে বহু স্বজনকে খুইয়েছে (গালিবিশেষ)। 28)
শতানীক
শামুক
(p. 773) śāmuka বি. ঝিনুকতুল্য শক্ত আবরণযুক্ত জলচর প্রাণীবিশেষ। [সং. শম্বুক]। শামুক-চুন দ্র চুন। 80)
শার্দূল
শেওলা, শেয়ালা
(p. 784) śēōlā, śēẏālā বি. 1 শৈবাল, moss; 2 পানা, জলজ তৃণবিশেষ। [সং. শৈবাল]। 9)
শূন্য
(p. 783) śūnya বি. 1 এই চিহ্ন (পরীক্ষায় শূন্য পাওয়া); 2 রিক্ততাসূচক বা অনস্তিত্বসূচক চিহ্ন; 3 আকাশ ('অগ্নি যেথা বায়ু হয়ে শূন্যে মিশে যায়': বুদ্ধ; অসীম শূন্য); 4 অভাব। বিণ. 1 রিক্ত; বর্জিত, বিরহিত (জনশূন্য); 2 খালি, ফাঁকা ('শূন্য এ বুকে পাখে মোর আয়': নজরুল; 'আমার ভুবন শূন্য করেছি পুরাতে তোমার আশ': রবীন্দ্র; শূন্য খাঁচা); 3 উদাস (শূন্য হৃদয়)। [সং. √ শূন্ + য]। বি. ̃ তা। ̃ কুম্ভ বি. জলহীন কলসি, ফাঁকা কলসি। ̃ গর্ভ বিণ. ভিতরে বা অভ্যন্তরে কিছুই নেই এমন, অসার, সারহীন (শূন্যগর্ভ কথাবার্তা)। ̃ তা. পূরণ বি. ফাঁকা জায়গা পূর্ণ করা। ̃ দৃষ্টি বি. উদাস চাহনি। ̃ পথ বি. আকাশপথ। ̃ বাদ বি. শূন্যই একমাত্র সত্য এবং তা থেকেই উত্পত্তিবিনাশ-এই মত; নাস্তিক্য; বৌদ্ধমতবিশেষ। ̃ ময় বিণ. ফাঁকা, খালি। 20)
শির-দাঁড়া
শৃঙ্গ-বের
(p. 784) śṛṅga-bēra বি. 1 আদা; 2 রামায়ণোক্ত গুহকচণ্ডালের নগর। [সং. শৃঙ্গ + বের]। 3)
শাহ
শর্ত
শত-রঞ্জ, শত-রঞ্চ
(p. 769) śata-rañja, śata-rañca বি. দাবাখেলা। [আ. শত্ রঞ্জ্-তু. সং. চতুরঙ্গ]। 20)
শঙ্কনীয়
(p. 769) śaṅkanīẏa বিণ. ভয়ের যোগ্য, যাতে ভয়ের ব্যাপার আছে এমন। [সং. √ শঙ্ক্ + অনীয়]। 3)
শুয়া, শোয়া
(p. 783) śuẏā, śōẏā ক্রি. শয়ন করা (এখন শুয়েছ কেন?)। বি. উক্ত অর্থে (শোয়া-বসার জায়গা)। বিণ. শুয়ে আছে এমন (শোয়া লোকটি)। [সং. √ শী + বাং. আ]। ̃ নো ক্রি. শয়ন করানো। বি. বিণ. উক্ত অর্থে। শোয়া-বসা বি. 1 শোয়া এবং বসা; 2 (আল.) বসবাস। 3)
শাণ
(p. 773) śāṇa বি. 1 কষ্টিপাথর; 2 অস্ত্রাদিতে ধার দেওয়ার পাথর বা যন্ত্র; 3 ধার (ছুরিতে শাণ দেওয়া)। [সং. √ শো + ণ]। 50)
শ্রী
(p. 786) śrī বি. 1 লক্ষ্মীদেবী; 2 ঐশ্বর্য, সম্পদ, সৌভাগ্য (শ্রীবৃদ্ধি); 3 সৌন্দর্য, লাবণ্য, শোভা (মুখশ্রী); 4 ঢং, ভঙ্গি (কথার কোনো শ্রী নেই); 5 জীবিত ব্যক্তি, দেবতা, অবতার বা মহাপুরুষের নামের পূর্বে এবং বৈষ্ণবদের পবিত্র বস্তুতীর্থস্হানাদির উল্লেখের পূর্বে বিশেষণের মতো ব্যবহৃত শব্দবিশেষ (শ্রীহরি, শ্রীকৃষ্ণ, শ্রীক্ষেত্র, শ্রীসেনগুপ্ত); 6 সংগীতে রাত্রিকালীন রাগবিশেষ। [সং. √ শ্রি + ক্বিপ্]। ̃ অঙ্গ বি. সুন্দর বা পবিত্র দেহ (সচ. দেবতা, পূজ্য ব্যক্তিপ্রিয়জনের দেহ সম্বন্ধে প্রযোজ্য)। ̃ কণ্ঠ বি. শিব। ̃ কান্ত বি. বিষ্ণু। ̃ ক্ষেত্র বি. পুরীধাম। ̃ খণ্ড বি. চন্দনকাঠ। ̃ খণ্ডি বি. 1 মঙ্গলানুষ্ঠানে পরিধেয় তাঁতবস্ত্রবিশেষ; 2 বিবাহের পিঁড়ি। ̃ খোল বি. কীর্তনগানের সংগতে ব্যবহৃত খোল। ̃ ঘর বি. (ব্যঙ্গে) জেলখানা, কারাগার। ̃ ঘর-বাস বি. জেলে যাওয়া বা থাকা অর্থাত্ কয়েদি হয়ে জেলে থাকা। ̃ চরণ, ̃ চরণ-কমল বি. পূজ্য ব্যক্তি বা গুরুজনের চরণ। ̃ চরণ-কমলেষু, ̃ চরণেষু পূজ্য ব্যক্তির কাছে পত্র লেখার পাঠবিশেষ। ̃ ছাঁদ বি. লাবণ্য, সৌন্দর্য (কথার কোনো শ্রীছাঁদ নেই)। কথ্য ছিরি-ছাঁদ। ̃ ধর বি. বিষ্ণু; শ্রীকৃষ্ণ। ̃ নিবাস, ̃ পতি বি. বিষ্ণু। ̃ পঞ্চমী বি. মাঘ মাসের শুক্লাপঞ্চমী; সরস্বতীপূজার তিথি। ̃ পদ, ̃ পদ-পঙ্কজ, ̃ পদ-পল্লব, ̃ পদ-কমল, ̃ পাদ, ̃ পাদ-পদ্ম - শ্রীচরণ এর অনুরূপ (নিত্যানন্দ শ্রীপাদ)। ̃ পর্ণ বি. পদ্ম। ̃ ফল বি. বেল। ̃ বত্স বি. 1 শনির দ্বারা উত্পীড়িত পুরাণোক্ত রাজা; 2 বিষ্ণুর বক্ষস্হ দক্ষিণাবর্ত লোমরাজি। ̃ বত্স-লাঞ্ছন বি. 1 সমৃদ্ধি, উন্নতি। ̃ ভ্রষ্ট বিণ. সম্পদ বা সৌন্দর্য হারিয়েছে এমন, লক্ষ্মীছাড়া। ̃ মণ্ডিত বিণ. শ্রীযুক্ত; সম্পদশালী; সৌন্দর্যময়। ̃ মত্ বি. মহিমময়; সাধুসন্ন্যাসীদের এবং পবিত্র গ্রন্হাদির নামের পূর্বে প্রযুক্ত সম্মানসূচক শব্দ (শ্রীমত্ স্বামীলোকেশ্বরানন্দ, শ্রীমদ্ভাগবত)। ̃ মতী বিণ. (স্ত্রী.) সৌভাগ্যবতী। বি. 1 সুন্দরী নারী; যুবতী; 2 রাধা। ̃ মন্ত বিণ. সৌভাগ্যবান; সম্পদশালী। ̃ মান বিণ. 1 সুন্দর, কান্তিময়; 2 সৌভাগ্যশালী; 3 লক্ষ্মীমন্ত। ̃ মুখ বি. সুন্দর মুখ; পবিত্র মুখ। ̃ যুক্ত, ̃ যুত বিণ. সৌভাগ্যযুক্ত, মহাশয় (মান্য পুরুষের নামের পূর্বে প্রযুক্ত)। স্ত্রী. ̃ যুক্তা। ̃ ল বিণ. সৌভাগ্যবান, লক্ষ্মীমন্ত (বিশেষত মান্য পুরুষের নামের পূর্বে প্রযুক্ত)। ̃ শ বি. বিষ্ণু। ̃ হস্ত বি. সুন্দর বা পবিত্র হাত। ̃ হস্তিনী বি. হাতিশুঁড়া গাছ। ̃ হীন বিণ. 1 শোভাসৌন্দর্যহীন; 2 সৌভাগ্যহীন। বি. ̃ হীনতা। 70)
Lipishree Bangla Font
Lipishree
Download
View Count : 2060946
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 1764146
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1360955
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 718871
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 695233
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 592927
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 541289
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 538704

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
ওয়েবসাইটটি পছন্দ হলে লাইক দিন