Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শশ1, শশক এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  শশ1, শশক এর বাংলা অর্থ হলো -

(p. 773) śaśa1, śaśaka বি. খরগোশ।
[সং. √ শশ্ + অ, ক]।
বিষাণ,শৃঙ্গ
বি. খরগোশের শিং অর্থাত্ অসম্ভব বস্তু।
ব্যস্ত
বিণ. (খরগোশের মতো) অতি চঞ্চল বা ব্যস্ত।
6)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


শোভ-নীয়
(p. 784) śōbha-nīẏa বিণ. (অসং.) শোভন। 55)
শায়েস্তা
শিহরা
(p. 779) śiharā ক্রি. রোমাঞ্চিত হওয়া; কাঁপা। [শিহরন দ্র]। ̃ নো ক্রি. বি. রোমাঞ্চিত হওয়া বা করা; কাঁপা বা কাঁপানো। 50)
শাসানো
শির-শির
(p. 779) śira-śira বি. শিহরণের ভাব (গা শিরশির করা)। [ধ্বন্যা]। 8)
শমিত
(p. 769) śamita বিণ. 1 প্রশমিত, নিবারিত; 2 দমিত, বিনাশিত। [সং. √ শম্ + ণিচ্ + ত]। স্ত্রী. শমিতা। 51)
শায়িত
(p. 773) śāẏita বিণ. 1 শয়ন করানো হয়েছে এমন; 2 নিপাতিত। [স. √ শী + ণিচ্ + ত]। স্ত্রী. শায়িতা। 83)
শুবা, শুবে
(p. 781) śubā, śubē বি. সন্দেহ, সংশয়। [আ. শুবহ্]। 47)
শব্দ
(p. 769) śabda বি. 1 আওয়াজ, ধ্বনি (কী শব্দ হল?); 2 অর্থসূচক ধ্বনি, অক্ষর বা অক্ষরসমষ্টি (বাক্যের শব্দ)। [সং. √ শব্দ্ + অ]। ̃ কোশ, ̃ কোষ বি. অভিধান, শব্দাভিধান। ̃ তত্ত্ব বি. ভাষার শব্দাদি সংক্রান্ত তত্ত্ব। ̃ তরঙ্গ বি. যে তরঙ্গায়িত গতির সাহায্যে শব্দ বা ধ্বনি বাহিত হয়, sound wave. ̃ দ্বৈত বি. একই শব্দ পরপর দুবার ব্যবহার; পরপর ব্যবহৃত একই শব্দ, যুগ্মশব্দ। ̃ বহ বি. 1 বাতাস; 2 আকাশ। বিণ. শব্দ বহনকারী। ̃ বিন্যাস বি. যথাস্হানে শব্দস্হাপনপূর্বক বাক্যরচনা। ̃ বেধী (-ধিন্), ̃ ভেদী (-দিন্) বিণ. শব্দ শুনে লক্ষ্যভেদে সমর্থ (শব্দভেদী বাণ)। ̃ ব্রহ্ম বি. 1 শব্দরূপ বা শব্দাত্মক ব্রহ্ম; 2 বেদ। ̃ যোজনা বি. বাক্যে শব্দ যোগ বা শব্দের সঙ্গে শব্দ যোগ। ̃ রচনা বি. শব্দ তৈরি; নতুন শব্দ তৈরি করা। ̃ রূপ বি. বিভিন্ন বিভক্তি ও বচনে শব্দের রূপ। ̃ শ, (বর্জি.) ̃ শঃ ক্রি-বিণ. শব্দানুসারে, শব্দের হিসাবে। ̃ শক্তি বি. অভিধা লক্ষণা ব্যঞ্জনা প্রভৃতি শব্দের অর্থবোধিকা বৃত্তি। ̃ শাস্ত্র বি. ব্যাকরণাদি শাস্ত্র। ̃ হীন বিণ. শব্দ নেই এমন, নিঃশব্দ, নীরব; ধ্বনিশূন্য। বি. ̃ হীনতা। শব্দাতীত বিণ. শব্দদ্বারা প্রকাশ করা যায় না এমন, অনির্বচনীয়। শব্দাভি-ধান বি. যে অভিধানে শব্দের অর্থ-পদ-ব্যুত্পত্তি ইত্যাদির বিবৃতি থাকে। শব্দায়-মান বিণ. শব্দ করছে এমন। শব্দার্থ বি. শব্দের মানে। শব্দালংকার বি. (অল.) রচনার মাধুর্যসাধক বিশিষ্ট ভঙ্গির শব্দবিন্যাস অর্থাত্ অনুপ্রাস যমক শ্লেষ প্রভৃতি। (তু. অর্থালংকার)। শব্দিত বিণ. ধ্বনিত, আওয়াজযুক্ত। শব্দেন্দ্রিয় বি. কান, কর্ণ, যে-ইন্দ্রিয় দিয়ে আওয়াজ শোনা যায়। 46)
শালিধান
(p. 776) śālidhāna দ্র শালি2। 14)
শাসা
(p. 776) śāsā ক্রি. শাসন করা, ভয় দেখানো (আমাকে শাসিয়ে গেল)। [সং. √ শাস্ + বাং. আ]। 27)
শ্রমণ
শলি, (বর্জি.) শলী
(p. 772) śali, (barji.) śalī বি. ধান বা অনুরূপ শস্যের পরিমাণ। [সং. শুল্ব]। 30)
শতেক
(p. 769) śatēka বিণ. 1 একশত; 2 বহু, অসংখ্য। [সং. শত + এক (বাং. সন্ধি)]। ̃ খোয়ারি, (বর্জি.) ̃ খোয়ারী বিণ. (স্ত্রী.) 1 যার ভাগ্যে বহু খোয়ার বা দুর্গতি আছে এমন; 2 যে বহু স্বজনকে খুইয়েছে (গালিবিশেষ)। 28)
শয়ন
(p. 769) śaẏana বি. 1 শোয়া (শয্যায় শয়ন); 2 নিন্দ্রা (শয়নে স্বপনে); 3 বিছানো ('প্রভাতে জাগিয়া শূন্য এ শয়নে': রবীন্দ্র)। [সং. √ শী + অন]। ̃ কক্ষ, ̃ গৃহ, ̃ মন্দির, শয়নাগার বি. শোবার জন্য নির্দিষ্ট ঘর। ̃ কাল বি. ঘুমের সময়। ̃ ভঙ্গ বি. নিদ্রাভঙ্গ, ঘুম ভাঙ্গা। শয়নীয় বি. বিণ. শয্যা, যাতে শোয়া যায় ('কণ্টকিত শয়নীয়ে শুয়ে': সু. দ.)। 60)
শড়া
(p. 769) śaḍ়ā ক্রি. পচে যাওয়া, শটিত হওয়া। বি. বিণ. উক্ত অর্থে। [সং. √ শট্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. পচানো, পচিয়ে ফেলা। বিণ. উক্ত অর্থে। 17)
শাস্তা
(p. 776) śāstā (-তৃ) বি. 1 শাসনকর্তা, নৃপতি; 2 উপদেষ্টা, গুরু, শিক্ষক; 3 বুদ্ধদেব। [সং. √ শাস্ + তৃ]। 32)
শৌখিন, (বর্জি.) শৌখীন
শাসন
(p. 776) śāsana বি. 1 দমন (দুষ্টের শাসন); 2 সুব্যবস্হার সঙ্গে প্রতিপালন (প্রজাশাসন); 3 পরিচালনা (রাজ্যশাসন); 4 রাজ্য-পরিচালনা (ইংরেজ শাসন); 5 নিয়ন্ত্রণ, সংযমন (ইন্দ্রিয়শাসন); 6 উপদেশ, নির্দেশ, আজ্ঞা, চিঠি (শাস্ত্রের শাসন, ধর্মের শাসন); 7 আজ্ঞাপত্র, সনদ (তাম্রশাসন); 8 তিরস্কার, শান্তিদান (পুত্রকে শাসন); 9 বন্ধন (নিয়মের শাসন)। [সং. √ শাস্ + অন]। ̃ কর্তা (-র্তৃ) বি. যে শাসন করে; নৃপতি, গভর্নর, রাজপ্রতিনিধি ইত্যাদি। ̃ তন্ত্র বি. রাজ্যশাসন প্রণালী, দেশশাসন প্রণালী। ̃ বিধি বি. শাসন করার নিয়ম, সংবিধান। শাসনাধীন বিণ. শাসকের এলাকাভুক্ত। শাসনীয়, শাস্য বিণ. 1 শাসনযোগ্য; 2 দণ্ডনীয়; 3 শিক্ষণীয়। শাসিত বিণ. শাসন বা পরিচালন করা হয়েছে এমন (স্বয়ংশাসিত প্রতিষ্ঠান)। স্ত্রী. শাসিতা। 26)
শিখা1
(p. 776) śikhā1 বি. 1 চূড়া, শীর্ষদেশ; 2 টিকি (শিখাবন্ধন); 3 আগুনের শিষ (অগ্নিশিখা, দীপশিখা)। [সং. √ শী + খ + আ]। 60)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2542170
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2147885
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1739850
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 952732
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886481
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840141
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698622
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604081

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us