Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শত এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  শত এর বাংলা অর্থ হলো -

(p. 769) śata বি. 1 সংখ্যা।
বিণ. 1 1 সংখ্যক; 2 বহু বা বিবিধ (শতরকম বায়না); 3 অসংখ্য ('শতরূপে শতবার': রবীন্দ্র)।
ক বিণ. শতসংখ্যাযুক্ত।
বি. 1 শতসংখ্যা; 2 শতাব্দ (সপ্তদশ শতক); 3 একশোটি বস্তুর সমষ্টি (জীবনীশতক); 4 একশো শ্লোক বা কবিতা সংবলিত কাব্য (সদ্ভাবশতক)।
[সং. শো + উতচ্]।
করা ক্রি-বিণ. বিণ. প্রতি একশতে, শতের অনুপাতে (শতকরা হারে)।
কিয়া
বি. এক থেকে একশো পর্যন্ত গণনা।
কোটি
বিণ. 1 একশো কোটি সংখ্যা; 2 (আল.) অসংখ্য (শতকোটি প্রণাম)।
ক্রতু
বি. (একশত ক্রতু অর্থাত্ যজ্ঞ করেছিলেন বলে) ইন্দ্র।
খানেক
বি. বিণ. একশো বা তার কাছাকাছি।
গ্রন্হি
বিণ. একশত বা বহু গ্রন্হিযুক্ত বা গিঁটযুক্ত।
ঘ্নী
বি. একসঙ্গে একশত যোদ্ধাকে বধ করতে সমর্থ প্রাচীন অস্ত্রবিশেষ।
চ্ছদ
বি. 1 শতদল পদ্ম; 2 কাঠঠোকরা পাখি।
চ্ছিন্ন
বিণ. নানাস্হানে ছিন্ন, ছিন্নবিচ্ছিন্ন।
তম বিণ. শতসংখ্যার পূরক (শততম জন্মদিবস)।
দল বি. (বহু পাপড়িবিশিষ্ট বলে) পদ্মফুল।
দল-বাসিনী
বি. লক্ষ্মীদেবী।
দ্রু
বি. পাঞ্জাবের সিন্ধু নদের শাখাবিশেষ।
ধা ক্রি-বিণ. 1 শত রকমে (শতধা বিভক্ত); 2 শতবার (তাকে শতধা সতর্ক করেছি)।
ধার বিণ. 1 শত বা বহু ধারযুক্ত বা প্রান্তবিশিষ্ট; 2 বহু স্রোত বা ধারাযুক্ত।
বি. বজ্র।
ধারে
ক্রি-বিণ. অজস্র ধারায় (শতধারে বয়ে চলেছে)।
পত্র
বি. 1 পদ্ম; 2 ময়ূর।
শতপথ ব্রাহ্মণ যজুর্বেদের অন্তর্গত ব্রাহ্মণাংশবিশেষ।
পদী বি. 1 বৃশ্চিক, বিছে; 2 কেন্নো।
বর্ষ
বি. একশত বত্সর।
বর্ষ-জীবী
(-বিন্) বিণ. একশত বত্সর পরমায়ুযুক্ত, একশত বত্সর বাঁচে এমন (শতবর্ষজীবী উদ্ভিদ)।
ভিষক,ভিষা
বি. নক্ষত্রবিশেষ।
মারী
(-রিন্) বি. 1 শতবার পারদজারণকারী; 2 ভালো চিকিত্সক; 3 (ব্যঙ্গে) একশত রোগীর প্রাণবধকারী চিকিত্সক অর্থাত্ হাতুড়ে বৈদ্য।
মুখ বিণ. কোনো বিষয়ে উচ্ছ্বাসের সঙ্গে বারংবার কথা বলে এমন, মুখর (প্রশংসায় শতমুখ)।
মুখী
বি. ঝাঁটা।
মূলী
বি. লতাবিশেষ বা তার শিকড়।
রূপা
বি. 1 সরস্বতীদেবী; 2 ব্রহ্মার কন্যা সাবিত্রী।
বিণ. শতবর্ণে বা বহুবর্ণে বা বহু রূপে শোভিতা ('শতরূপা এই কুসুমের মাসে')।
শ, (বর্জি.)শঃ ক্রি-বিণ. শত শত করে; শতভাবে।
সহস্র
বিণ. 1 বহু, অসংখ্য; 2 সহস্রের শতগুণ, একলক্ষ।
হ্রদা
বি. বিদ্যুত্।
19)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


শ্রোতা
(p. 789) śrōtā (-তৃ) বিণ. বি. শ্রবণকারী। [সং. √ শ্রু + তৃ]। শ্রোতৃ-বর্গ, শ্রোতৃ-মণ্ডল, শ্রোতৃ-মণ্ডলী বি. শ্রোতারা, শ্রোতার দল, audience. 11)
শিব
(p. 776) śiba বি. 1 শুভ, মঙ্গল; 2 মহাদেব, মহেশ। বিণ. 1 শুভদ, শুভদায়ক; 2 সুখদায়ক; 3 রম্য, সুন্দর। [সং. √ শী + ব]। শিব গড়তে বাঁদর গড়া (আল.) খুব ভালো কিছু করতে গিয়ে খারাপ কিছু করে ফেলা। ̃ চতুর্দশী বি. ফাল্গুনমাসের কৃষ্ণচতুর্দশী। ̃ জ্ঞান বি. শুভজ্ঞান; সমস্তই শুভ বা মঙ্গল-এই ধারণা; শুভাশুভকালজ্ঞাপক শাস্ত্র। ̃ ত্ব বি. শিবের চরিত্রব্যক্তিত্ব। ̃ ত্ব. প্রাপ্তি বি. মৃত্যু। ̃ নেত্র বি. ধ্যানী শিবের মতো ঊর্ধ্ব দৃষ্টি। ̃ পুরী, ̃ লোক বি. 1 শিবের বাসস্হান; 2 কৈলাস; 3 বারাণসী। ̃ প্রিয়া বি. দুর্গাদেবী। ̃ বাহন বি. বৃষ, ষাঁড়। ̃ রাত্রি বি. শিবচতুর্দশীর রাত্রি। শিবরাত্রির সলতে (আল.) একমাত্র সন্তান বা জীবিত বংশধর। ̃ লিঙ্গ বি. পাথর মাটি প্রভৃতি দিয়ে তৈরি শিবের লিঙ্গমূর্তি। শিবহীন যজ্ঞ (আল.) প্রধান ব্যক্তিকে বাদ দিয়ে অনুষ্ঠান। শিবা বি. (স্ত্রী.) 1 শিবজায়া দুর্গা; 2 শৃগালী। শিবানী বি. (স্ত্রী.) দুর্গা। শিবানু-চর বি. শিবের অনুচর, ভূতপ্রেত; প্রমথ। শিবালয় বি. 1 কৈলাস; 2 শিবমন্দির; 3 বারাণসী। শিবেতর বি. অশুভ, অমঙ্গল। শিবের অসাধ্য (আল.) সর্বতোভাবে অসাধ্য এবং অসম্ভব, যে-কাজ কেউই পারবে না এমন। 78)
শরাহত
(p. 772) śarāhata দ্র শর। 16)
শুক্ত, শুক্তো, (আঞ্চ.) শুক্তনি
শেজ1
শাণিত
শংসন, শংসা
(p. 768) śaṃsana, śaṃsā বি. 1 প্রশংসা (শংসাপত্র); 2 উক্তি, কথন; 3 অভিলাষ, ইচ্ছা। [সং. √ শন্স্ + অন, অ + আ়। ̃ .পত্র বি. 1 প্রয়োজনীয় দলিল বা প্রমাণপত্র; 2 প্রশংসাপত্র, certificate. শংসিত বিণ. 1 প্রশংসিত; 2 উক্ত; 3 ঈপ্সিত। 6)
শোয়া, শোয়ানো
(p. 784) śōẏā, śōẏānō দ্র শুয়া। 58)
শ্লক্ষ্ণ
(p. 789) ślakṣṇa বিণ. 1 কোমল, স্নিগ্ধ; 2 মসৃণ। [সং. √ শ্লিষ্ + স্ন]। শ্লথ বিণ. 1 শিথিল, ঢিলা (বন্ধন শ্লথ হওয়া); 2 দীর্ঘসূত্র (কাজে বড়ো শ্লথ); 3 মন্হর ('শ্লথপায়ে চলি'); 4 আলুথালু, বিস্রস্ত (শ্লথবেশ)। [সং. √ শ্লথ্ + অ]। ̃ ন বি. দীর্ঘসূত্রতা; অলসতা। 15)
শাক্ত
শশি-কর, শশী-কর
(p. 773) śaśi-kara, śaśī-kara বি. চাঁদের কিরণ বা আলো, জ্যোত্স্না। [সং. শশিন্ + কর]। 8)
শির2, শিরঃ
শিঙাড়া
শিবেতর
(p. 776) śibētara দ্র শিব। 81)
শিখর
শিক্ষা
(p. 776) śikṣā বি. 1 চর্চা অভ্যাস প্রভৃতির দ্বারা আয়ত্তীকরণ (অস্ত্রশিক্ষা, অসিশিক্ষা, সীবনশিক্ষা); 2 বিদ্যাভ্যাস, অধ্যয়ন (বিজ্ঞানশিক্ষা); 3 জ্ঞানার্জন, বিদ্যার্জন (শিক্ষার অগ্রগতি); 4 উপদেশ, নির্দেশ (শাস্ত্রের শিক্ষা, এই গল্প পড়ে কী শিক্ষা পেলে?); 5 অভিজ্ঞতা, জ্ঞান (জীবনে অনেক শিক্ষাই পেয়েছি); 6 আক্কেল, তিক্ত অভিজ্ঞতা (পরোপকার করতে গিয়ে খুব শিক্ষা পেয়েছি); 7 দণ্ড, শাস্তি (লোকটাকে উচিত শিক্ষা দেওয়া দরকার); 8 (সং.) উচ্চারণবিষয়ক বেদাঙ্গ গ্রন্হবিশেষ। [সং. √ শিক্ষ্ + অ + আ]। ̃ কর বি. দেশের বা রাজ্যের মধ্যে শিক্ষাদানের ব্যবস্হা করার জন্য সরকারকে প্রদেয় কর বা খাজনা। ̃ কেন্দ্র বি. শিক্ষাদানগ্রহণের স্হান। ̃ গুরু, ̃ দাতা (-তৃঃ বি. শিক্ষক। ̃ দীক্ষা বি. 1 শাস্ত্রাদি অধ্যয়নমন্ত্রগ্রহণ; 2 বিদ্যার্জন ও আচরণ, লেখাপড়াস্বভাব। ̃ ধীন বিণ. শিক্ষানবিশ, এখনও শিক্ষা লাভ করছে এমন। ̃ নবিশ বিণ. বি. (প্রধানত কারিগরি বিদ্যার) শিক্ষার্থী; যে কাজ শিখছে। ̃ প্রণালী বি. শিক্ষার অর্থাত্ শিক্ষাদানের পদ্ধতি। ̃ বিদ বিণ. বি. শিক্ষা সম্বন্ধে জ্ঞান আছে এমন। ̃ ব্রতী বিণ. বি. শিক্ষাই যাঁর জীবনের ব্রত, শিক্ষায় নিবেদিত মন। ̃ মূলক বিণ. 1 শিক্ষাসংক্রান্ত; 2 শিক্ষাপ্রদ। ̃ য়তন বি. শিক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল কলেজ ইত্যাদি। শিক্ষিত বিণ. শিক্ষাপ্রাপ্ত (শিক্ষিত মন); বিদ্বান; শিক্ষা করা হয়েছে এমন। স্ত্রী. শিক্ষিতা। 56)
শরাসন
(p. 772) śarāsana বি. ধনুক। [সং. শর + √ অস্ + অন]। 15)
শরীর
শর্বরী
(p. 772) śarbarī বি. 1 রাত্রি, রজনী ('দেখা দিল রাজদণ্ডরূপে, পোহালে শর্বরী': রবীন্দ্র); 2 নারী। [সং. √ শৃ + বর + ঈ]। 24)
শস্য
(p. 773) śasya বি. 1 ফসল, কৃষিজাত ফল বা বীজ; 2 ফলের ভক্ষণীয় অংশ বা সারভাগ। [সং. √ শস্ + য]। ̃ ক্ষেত্র বি. শস্য উত্পাদনের জমি, শস্যের খেত। ̃ ভাণ্ডার বি. শস্য যেখানে মজুত রাখা হয়। ̃ শ্যামল বিণ. সবুজ শস্যপূর্ণ; প্রচুর শস্যের সবুজ আভায় উদ্ভাসিত। স্ত্রী. ̃ শ্যামলা। শস্যাগার বি. শস্যের ভাণ্ডার, গোলা। 20)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2541907
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2147586
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1739495
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 952444
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886391
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840067
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698543
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604040

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us