Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

রঙ্গ-জীবক এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  রঙ্গ-জীবক এর বাংলা অর্থ হলো -

(p. 733) raṅga-jībaka বি. রং দিয়ে যে-শিল্পী পট আঁকে, পটুয়া।
[সং. রঙ্গ + √ জীব্ + অক]।
6)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


রাজাজ্ঞা, রাজাদেশ
(p. 741) rājājñā, rājādēśa বি. রাজার হুকুম, সরকারি হুকুম। [সং. রাজ4 + আজ্ঞা, আদেশ]। 31)
রিমিকি-ঝিমিকি
রাধা-বল্লভি
(p. 742) rādhā-ballabhi বি. লুচি ও ডালপুরির মতো খাবারবিশেষ। [রাধা + বল্লভ + ই]। 20)
রেজি-মেন্ট
রেট
(p. 748) rēṭa বি. 1 দর (কম রেটে বিক্রি); 2 হার (পাশের রেট); 3 দস্তুর, রেওয়াজ (আজকালকার রেট)। [ইং. rate]। 30)
রেহান
(p. 749) rēhāna বি. বন্ধক। [আ. রিহ্ন]। ̃ .নামা বি. বন্ধকি দলিল। 32)
রত্ন
(p. 733) ratna বি. 1 মণিমাণিক্যাদি বহুমূল্য মণিমুক্তা; 2 (আল.) শ্রেষ্ঠ বস্তু, কোনো শ্রেণি বা জাতির মধ্যে যা শ্রেষ্ঠ বা উত্কৃষ্ট (রমণীরত্ন, ভারতরত্ন); 3 সমুদ্রমন্হনে লব্ধ লক্ষ্মী-কৌস্তুভ-পরিজাত ইত্যাদি চোদ্দোটি অমূল্যঅলৌকিক বস্তু। [সং. √ রম্ + ন]। ̃ .খচিত বিণ. মণিমাণিক্যাদি দিয়ে সাজানো, মণিময়। ̃ .গর্ভ বিণ. মধ্যে রত্ন আছে এমন রত্নময়। বি. সমুদ্র। ̃ .গর্ভা বিণ. (স্ত্রী.) অসাধারণ গুণবান সন্তানের জননী। বি. পৃথিবী। ̃ .গিরি বি. সুমেরু পর্বত। ̃ .জীবী (-বিন্) বিণ. মণিকার, রত্নব্যবসায়ী। ̃ .দ্বীপ বি. প্রবালদ্বীপ। ̃ .প্রভ বিণ. রত্নের মতো দীপ্তিশালী বা উজ্জ্বল। ̃ .প্রভা বি. হীরা-মাণিক্যাদির দীপ্তি বা ঔজ্জ্বল্য। বিণ. (স্ত্রী.) রত্নের মতো উজ্জ্বল বা দীপ্তিযুক্ত। ̃ .প্রসবিনী, ̃.প্রসূ বিণ. (স্ত্রী.) 1 রত্ন প্রসব করে এমন, মণিমাণিক্যাদি উত্পাদনকারিণী, রত্নগর্ভা; 2 (আল.) সুসন্তানবতী। ̃ .বনিক বি. মণিমুক্তার কারবারি, মণিকার, জহরি। ̃ .ভাণ্ডার বি. প্রচুর রত্নের আধার। ̃ .মণ্ডিত-রত্নখচিত -র অনুরূপ। ̃ .ময় বিণ. 1 রত্নপূর্ণ; 2 রত্নদ্বারা নির্মিত বা গঠিত। স্ত্রী. ̃ .ময়ী। ̃ সূ বিণ. (স্ত্রী.) রত্নপ্রসবিণী। রত্নাকর বিণ. 1 রত্নের খনি; 2 সমুদ্র; 3 (রামায়ণে বর্ণিত) বাল্মীকির পূর্বনাম। রত্নাবলী বি. 1 রত্নসমূহ; 2 রত্নহার; 3 সংস্কৃত নাট্যগ্রন্হবিশেষ। রত্নাভরণ, রত্নালং-কার বি. জড়োয়া গৃহনা, রত্নখচিত গহনা। 47)
রেসুড়ে
(p. 749) rēsuḍ়ē বি. 1 ঘোড়দৌড়ের জুয়াড়ি; 2 রেসের খেলায় মেতে আছে এমন লোক। [ইং. race + বাং. উড়িয়া এ]। 28)
রাবীন্দ্রিক
রাজৈশ্বর্য
রহ-মত
(p. 738) raha-mata বি. করুণা, দয়া, কৃপা। [আ. রহ্মত্]। 8)
রূপ-কথা
রাশ৭১৯
(p. 743) rāśa719 বি. ঘোড়ার বল্গা, লাগাম। [আ.]। রাশ আলগা করা ক্রি. বি. (আল.) শাসন না করা, যথেচ্ছ আচরণ করতে দেওয়া। রাশ টানা ক্রি. বি. 1 লাগাম ধরে টানা; 2 (আল.) সংযত করা। 19)
রেবতী2
(p. 749) rēbatī2 বি. সপ্তবিংশতি নক্ষত্রের শেষ নক্ষত্র। [সং. √ রেব্ + অত + ঈ]। ̃ .রমণ বি. চন্দ্র। 15)
রেকাব2, রেকাবি
(p. 748) rēkāba2, rēkābi বি. ক্ষুদ্র থালা, ডিশ। [ফা. রকাবি]। 20)
রোখ
(p. 749) rōkha বি. 1 জেদ, ঝোঁক (রোখ চাপা); 2 তেজ (আপন রোখে, মনের রোখে); 3 বাড় (গাছের রোখ)। [ সং. রোষ]।
রক্ত
(p. 731) rakta বি. মানুষ বা মেরুদণ্ডী প্রাণীর শরীরে সংবাহিত লাল রঙের তরল পদার্থ যা শরীরের কলায় অক্সিজেন সরবরাহের এবং কলা থেকে নিষ্কাশিত কার্বনডাই অক্সাইড বহনের কাজ করে অমেরুদণ্ডী প্রাণীর দেহাভ্যন্তরস্হ অনুরূপ তরল পদার্থ যার রং কিন্তু লাল নাও হতে পারে, শোণিত, রুধির। বিণ. 1 শোণিতবত্ লাল রঙের (রক্তজবা); 2 রঞ্জিত 3 ক্রোধে লাল হয়েছে এমন (রক্তআঁখি); 4 আসক্ত, অনুরক্ত। [সং. √ রঞ্জ্ + ত]। ̃ .আঁখি বি. রাগে লাল হওয়া চোখ; রোষদৃষ্টি। রক্ত ওঠা ক্রি. বি. রক্তবমি হওয়া, বমির সঙ্গে রক্ত বার হওয়া। ̃ ক বি. 1 রক্ত 2 লাল কাপড়। ̃ .কমল বি. লালপদ্ম, কোকনদ। ̃ .করবী বি. লাল রঙের করবীফুল। ̃ .ক্ষয়ী (-য়িন্) বিণ. বহু লোকের রক্ত ঝরায় বা প্রাণহানি ঘটায় এমন (রক্তক্ষয়ী যুদ্ধ)। ̃ .গঙ্গা বি. (আল.) প্রচুর রক্তপাত, রক্তারক্তি কাণ্ড খুনোখুনি। রক্ত গরম হওয়া ক্রি. বি. অত্যন্ত ক্রদ্ধ বা উত্তেজিত হওয়া। ̃ .চক্ষুরক্তআঁখি -র অনুরূপ। ̃ .চন্দন বি. লাল রঙের চন্দনকাঠ। ̃ .জবা বি. লাল রঙের জবাফুল। ̃ .জিহ্ব বিণ. যার জিভ লাল (রক্তজিহ্ব রাক্ষস)। বি. সিংহ। রক্ত ঝরা, রক্ত পড়া ক্রি. বি. দেহ থেকে রক্ত বার হওয়া। ̃ .দোষ, দুষ্টি বি. রক্ত দূষিত হওয়া। ̃ .নিশান বি. লাল পতাকা। ̃ .নেত্র-রক্তআঁখি -র অনুরূপ। ̃ .পাত বি. 1 শরীরের কোনো অংশে কেটে যাওযায় রক্ত বেরোনো 2 আঘাতের ফলে করেও শরীর থেকে রক্ত বার হওয়া (বিনা রক্তপাতে বিপ্লব)। ̃ প, ̃ .পায়ী (-য়িন্) বিণ. রক্তপানকারী। ̃ .পিণ্ড বি. জমাট রক্তের ডেলা। ̃ .পিত্ত বি. পিত্তবিকারের ফলে দুষিত রক্তের আধিক্য। ̃ .পিপাসা বি. 1 শত্রুর রক্ত পান করার নিষ্ঠুর ইচ্ছা; 2 শত্রুর রক্তপাত ঘটানোর ইচ্ছা। ̃ .পিপাসু বিণ. শত্রুর রক্ত পান করতে বা শত্রুর রক্তপাত ঘটাতে ইচ্ছুক। ̃ .প্রদর বি. স্ত্রীলোকের রক্তস্রাবযুক্ত প্রদররোগবিশেষ। ̃ .প্রবাল বি. লাল রঙের প্রবাল। ̃ .বমন, ̃ .বমি বি. বমির সঙ্গে উদ্গিরণ। ̃ .বর্ণ বি. রক্তের মতো লাল রং। বিণ. ঘোর লাল রঙের। ̃ .বাহী (-হিন্) বিণ. যার ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয় (রক্তবাহী শিরা)। ̃ .বীজ বি. 1 পৌরাণিক অসুরবিশেষ যার প্রতিটি রক্তের ফোঁটা থেকে নতুন অসুরের জন্ম হত; 2 ডালিমবিশেষ। রক্তবীজের বংশ বা ঝাড় (আল.) যে বংশের বা দলের লোকদের কোনোভাবেই বিনাশ করা যায় না। রক্ত-মাংসের শরীর (আল.) দেহের ও মনের স্বাভাবিক দুর্বলতাযুক্ত মানুষের স্হূল শরীর। ̃ .মোক্ষণ বি. দেহের রক্ত নিষ্কাশিত করা। ̃ .রাগ বি. রক্তের মতো লাল আভা বা রং। ̃ .শোষণ বি. 1 রক্ত চুষে পান করা 2 (আল.) সর্বস্ব আত্মসাত্ করা। ̃ .স্রোত বি. রক্তের প্রবাহ। ̃ .হীন বিণ. (শরীরে) রক্ত নেই এমন। বি. ̃ .হীনতা। রক্তাক্ত বিণ. 1 রক্তে-মাখা (রক্তাক্ত শরীর); 2 ভয়ানক, রক্তপাতযুক্ত (রক্তাক্ত সংগ্রাম)। রক্তাক্তি-সার বি. রক্তস্রাবযুক্ত উদরাময় রোগবিশেষ। রক্তাধিক্য বি. দেহে রক্তের পরিমাণ বেড়ে যাওয়া। রক্তাভ বিণ. রক্তের মতো লাল আভাযুক্ত। রক্তাম্বর বি. লালরঙের কাপড় বা বস্ত্র। বিণ. লাল বস্ত্র পরেছে এমন। রক্তা-রক্তি বি. পরস্পরের রক্তপাত প্রচুর রক্তপাত। রক্তাল্পতা বি. শরীরে রক্তের পরিমান হ্রাস, anaemia. রক্তিম বিণ. রক্তের আভাযুক্ত, লাল আভাযুক্ত (রক্তিম মেঘ)। রক্তিমা (-মন্) বি. রক্তবর্ণ অবস্হা লাল আভা। রক্তিল বিণ. রক্তযুক্ত রক্তিম (রক্তিল বিন্যাস জী.দা.)। রক্তের অক্ষরে লেখা (আল.) বহু প্রাণহানির বা রক্তপাতের কাহিনি-সংবলিত ওইরকম ইতিহাস বা তা রচনা করা। রক্তের টান রক্তের সম্পর্ক থাকার জন্য পরস্পরের প্রতি আকর্ষণ বা মায়া। রক্তোত্-পল বি. লালপদ্ম। রক্তোপল বি. গিরিমাটি। 12)
রান্না
রাজর্ষি
(p. 741) rājarṣi বি. ঋষির মতো জীবনযাপনকারী রাজা। [সং রাজন্ + ঋষি]। 21)
রাঘব
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2541916
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2147600
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1739505
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 952458
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886399
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840068
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698543
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604042

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us