Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

যাতব্য এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  যাতব্য এর বাংলা অর্থ হলো -

(p. 726) yātabya বিণ. 1 গমনীয়, গমনের যোগ্য 2 আক্রমণের যোগ্য, আক্রমণীয়।
[সং. √ যা + তব্য]।
12)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


যেমন
যতন
(p. 722) yatana বি. যত্ন-র কোমল রূপ। যতনে রতন মেলে চেষ্টা করলে সুফল বা শুভফল পাওয়া যায়। 17)
যেথা
(p. 728) yēthā বি. (কথ্য ও কাব্যে) যে স্হান ('যেথা হতে সবে আনে উপহার': রবীন্দ্র)। ক্রি-বিণ. যেথায়, যেখানে (যেথা যাই)। [সং. যথা]। ̃ .কার বিণ. যে স্হানের। ̃ য ক্রিবিণ. যেখানে ('যেথায় চলেছ যাও তুমি ধনি': রবীন্দ্র)। যেথা-সেথা ক্রি-বিণ. (কথ্য ও কাব্যে) যেখানেসেখানে। 26)
যদি
(p. 723) yadi অব্য 1 কার্যকারণ-সম্পর্ক বা হেতু (যদি মশায় কামড়ায় তবে জ্বর হতে পারে); 2 অবধারণ বা বিকল্প (যদি থাক তবে খুশি হব); 3 সম্ভাবনা (রোগী যদি জাগে তবে এই ওষুধ দিয়ো); 4 সংশয় বা আশঙ্কা (যদি বৃষ্টি নামে, তাই ছাতা নিলাম); 5 যখন ('ব্যথা যদি দিলে আমায় ব্য়থার মত ব্যথা দাও')। [সং. যদ্ + ই]। ̃ ই অব্য. যদি -র দৃঢ়তাব্যঞ্জক রূপ, একান্তই (যাবে যদিই তবে যাও)। ̃ ও, ̃চ অব্য. সত্ত্বেও (যদিও সে অসুস্হ তবুও সে যাবে)। যদি-না অব্য. না যদি হত, না যদি হয়, না হলেও। যদি-বা অব্য. যদিই তবু যদি অথবা যদি একান্তই যদি (যদি-বা যেতে চায়, যেন টাকা নিয়ে যায়)। 16)
যক্ষ
যোগ্য
যুগ
(p. 726) yuga বি. 1 বারো বত্সর কাল 2 সত্য ত্রেতা দ্বাপর ও কলি এই চার পৌরাণিক কাল-বিভাগ; 3 আমল, সময় (আকবরের যুগে); 4 বিশিষ্ট লক্ষণ দ্বারা চিহ্নিত কালপরিমাণ (প্রাচীন যুগ); 5 জোয়াল (যুগন্ধর); 6 জোড়া, যুগল (পদযুগ); 7 চারহাত পরিমাণ মাপ। [সং. যুজ্ + অ]। ̃ .ক্ষয়, যুগান্ত বি. 1 যুগের অবসান 2 প্রলয়কাল। ̃ .ধর্ম বি. 1 যুগোপযোগী ধর্ম; 2 নির্দিষ্ট যুগের বৈশিষ্ট্য বা লক্ষণ বা ঝোঁক 3 কালোচিত আচার-আচরণ (যুগধর্ম না মেনে উপায় নেই)। ̃ .ন্ধর বি. 1 জোয়ালের সঙ্গে যুক্ত বা সংলগ্ন কাঠ; 2 লাঙলের ঈষা বা গাড়ির বোম; 3 (আল.) একটি বিশেষ যুগের প্রবর্তক বা প্রতিনিধি। ̃ .লক্ষণ বি. কোনো বিশেষ যুগের বৈশিষ্ট। ̃ .সন্ধি বি. যে-সময়ে এক যুগের অবসান এবং অন্য যুগের সূচনা হয়, transition. যুগান্ত-যুগক্ষয় -এর অনুরূপ। যুগান্ত-কারী (-রিন্) বিণ. নতুন যুগের সৃষ্টিকারী, অতি গুরুত্বপূর্ণ (যুগান্তকারী ঘটনা)। যুগান্তর বি. অন্য যুগ (যুগ থেকে যুগান্তর)। ̃ .যুগান্তর বি. নানা যুগ, বহু যুগ। যুগাব-তার বি. 1 কোনো যুগের শ্রেষ্ঠ ধর্মীয় প্রবক্তা বা নেতা 2 যুগের অবতার। যুগোপ-যোগী বিণ. নির্দিষ্ট যুগের পক্ষে উপযুক্ত। 51)
যো1
(p. 728) yō1 সর্ব. 1 যে ব্যক্তি, যিনি 2 যা, যাহা (যো হুকুম)। [সং. যঃ, যত্]। 32)
যোত্র
(p. 728) yōtra দ্র যোক্ত্র। 51)
যাওয়া
(p. 723) yāōẏā ক্রি. বি. 1 গমন করা (স্কুলে যাওয়া, বাড়ি যাওয়া); 2 অতিবাহিত হওয়া, কেটে যাওয়া (দিন যায়, বেলা যায়); 3 দূর হওয়া ('ভয় কেন তোর যায় না': রবীন্দ্র); 4 নষ্ট বা ধ্বংস হওয়া (জীবন যায়, মান যায়); 5 ব্যয়িত হওয়া (জলের মতো টাকা যাচ্ছে); 6 অপ্রত্যাশিত বা অস্বস্তিকর কোনো কাজ ঘটা (টাকা চুরি গেছে, মরে যাওয়া, হেরে যাওয়া); 7 টেকসই হওয়া (কলমটায় গেল অনেকদিন); 8 কোনো অবস্হায় আসা বা থাকা (বাদ যাওয়া, খোয়া গেল); 9 করতে বা চলতে থাকা (খেলে যাও, বলে যাও মুখ যখন আছে, চালিয়ে যাও)। [বাং. √ যা]। ̃ আসা বি. যাতায়াত (দুটো পরিবারের মধ্যে তেমন যাওয়া-আসা নেই)। যায়যায় বি. বিণ. মরার বা গত হওয়ার উপক্রম (প্রাণ যায়যায় অবস্হা)। যেতে বসা ক্রি. নষ্ট হবার উপক্রম করা। 59)
যাই
(p. 723) yāi 2 ক্রি. গমন করি (এবার তবে যাই)। [বাং. √ যাওয়া]। যাও অনু-ক্রি. গমন করো। 57)
যা-তা
(p. 726) yā-tā দ্র যা2। 15)
যাজ্ঞ -সেনী
(p. 726) yājña -sēnī বি. যজ্ঞ সেনের অর্থাত্ দ্রুপদরাজের কন্যা দ্রৌপদী। [সং. যজ্ঞ সেন + অ + ঈ]। 8)
যৌক্তিক
যন্ত্রাংশ
(p. 723) yantrāṃśa বি. যন্ত্রের অংশ। [সং. যন্ত্র + অংশ]। 24)
যদৃচ্ছা
(p. 723) yadṛcchā বি. 1 স্বেচ্ছা, নিজের ইচ্ছা বাসনা বা খুশি; 2 দৈবক্রম, আকষ্মিক ঘটনা; 3 অনায়াস (যদৃচ্ছালব্ধ)। [সং. যদ্ + √ ঋচ্ছ্ + অ + আ]। 18)
যজ্ঞ
(p. 722) yajña বি. 1 দেবতার উদ্দেশ্যে দ্রব্যত্যাগরূপ পূজার অনুষ্ঠান; 2 বৈদিক ক্রিয়াবিশেষ, যাগ, ক্রতু; 3 পূণ্যকর্ম; 4 (আল.) বিরাট ব্যাপার বা অনুষ্ঠান। [সং. √ যজ্ + ন]। ̃ কর্তা (-র্তৃ) বি. যাজক, যিনি যজ্ঞ করেন। ̃ কুণ্ডু বি. হোমাগ্নি জ্বালবার জন্য যজ্ঞ স্হলে যে-গর্ত খোঁড়া হয়। ̃ ডুমুর, (কথ্য) যজ্ঞি -ডুমুর বি. বড়ো ডুমুরবিশেষ। ̃ ধূম বি. যজ্ঞের ধোঁয়া। ̃ পশু বি. 1 যজ্ঞে বলি দেবার উপযোগী বা বলি দেবার জন্য নির্দিষ্ট প্রাণী; 2 ছাগ; 3 অশ্ব। ̃ পাত্র বি. যজ্ঞে র জন্য প্রয়োজনীয় বাসনকোসন। ̃ পুরুষ, যজ্ঞে শ্বর বি. নারায়ণ, বিষ্ণু। ̃ বেদি বি. যজ্ঞ স্হলে যে উঁচু বেদি তৈরি করা হয়। ̃ ভূমি, ̃ শালা, ̃ স্হল বি. যে স্হানে যজ্ঞ অনুষ্ঠিত হয়। ̃ সূত্র, যজ্ঞোপবীত বি. পইতে। যজ্ঞাংশ-ভুক বি. দেবতা। যজ্ঞাগ্নি, যজ্ঞানল বি. হোমের আগুন। যজ্ঞীয় বিণ. যজ্ঞ সম্বন্ধীয়, যজ্ঞ সংক্রান্ত। 13)
যেই
(p. 728) yēi ক্রি-বিণ. যে-মুহূর্তে, যখনই, যেমনি (সে যেই এল অমনি ঝগড়াও থেমে গেল)। বিণ. (কাব্যে) যে (যেইদিন)। [বাং. যে + ই]। 23)
যথা-যথ্য
(p. 726) yathā-yathya বি. যথার্থতা, যথাযথতা, [সং. যথার্থ + য]। 21)
যাতা1
(p. 726) yātā1 বি. গমনকর্তা, যে যায়। [সং. √ যা + তৃ]। 13)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2542665
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2148383
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1740391
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 953619
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886614
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840260
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698710
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604143

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us