Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মূল এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  মূল এর বাংলা অর্থ হলো -

(p. 714) mūla বি. 1 শিকড়, বৃক্ষাদির স্হিতিসাধক গোড়ার অংশবিশেষ যার সাহায্যে বৃক্ষ মাটি থেকে খাদ্যরস আহরণ করে; 2 আলু কচু ইত্যাদি কন্দজাতীয় উদ্ভিদ; 3 আদি, গোড়া (ঘটনার মূল); 4 আদি কারণ; 5 উত্পত্তির স্হান (কর্ণমূল, বাহুমূল); 6 উত্স; 7 ভিত্তি; 8 (গণি.) যে রাশি নি়জের দ্বারা এক বা একাধিকবার গুণিত হয়ে অন্যরাশি উত্পন্ন করেছে, root (বর্গমূল)।
বিণ. 1 আদ্য, প্রথম গো়ড়াকার (মূলগ্রন্হ); 2 প্রধান (মূলমন্ত্র, মূলনীতি)।
[সং. √ মূল + অ]।
মূলক বিণ. বহুব্রীহি সমাসে উত্তরপদ হলে ক-যোগে মূল শব্দের রূপ (ভ্রান্তিমূলক, চিন্তামূলক)।
মূলক2 বি. কন্দবিশেষ, মুলো।
.কারণ
বি. সৃষ্টি, জন্ম বা উত্পত্তির প্রথম প্রধান অথবা প্রকৃত কারণ।
.কেন্দ্র
বি. 1 মর্মস্হল; 2 প্রধান অঞ্চল বা কার্যালয়, সদর।
.গত বিণ. 1 মূল থেকে জাত; 2 মৌলিকত, (বর্জি.)তঃ ক্রিবিণ. 1 মূলে; 2 প্রকৃতপক্ষে।
.তত্ত্ব
বি. মৌলিক তত্ত্ব যার উপর ভিত্তি করে অন্যন্য তত্ত্ব গড়ে ওঠে।
ত্র,.ত্রাণ
বি. মাটির নীচে মূলকে রক্ষাকারী মূলের উপরের রোমশ আবরণ, মূলরোম।
.ধন বি. পুঁজি, ব্যাবসায় বিনিয়োজিত অর্থ।
.নীতি
বি. প্রধান প্রকৃত বা মৌলিক নীতি।
.ভিত্তি
বি. প্রধান ভিত্তি, ভিতের সর্বনিম্ন স্তর, প্রধান আধার; গোড়াপত্তন।
.মন্ত্র
বি. 1 বীজমন্ত্র; 2 প্রধান সংকল্প (জীবনের মূলমন্ত্র)।
.রোম বি. মূলত্রমূলত্রাণ -এর অনুরূপ।
.সূত্র
বি. 1 আদি কারণ; 2 প্রধান বা প্রাথমিক বিধি-নিয়ম (বাংলা ছন্দের মূলসূত্র)।
মূলাকর্ষণ বি. শিকড় ধরে টান।
মূলানুগ বিণ. মূল অংশের বা আদি রূপের সঙ্গে সংগতিসম্পন্ন।
মূলাশ্রয়ী বিণ. মূল রূপকে অবলম্বন বা অনুসরণ করে এমন।
মূলী (-লিন্) বিণ, মূলযুক্ত, শিকড়যুক্ত।
বি. বৃক্ষ।
মূলী-করণ বি. (-গণি.) বর্গমূল নির্ণয়।
মূলী-ভূত বিণ. 1 আদিকারণস্বরূপ; 2 ভিত্তিস্বরূপ; 3 মূলগত।
মূলে ক্রি-বিণ. 1 আদিতে, গোড়ায়; 2 আদৌ (মূলে সে যায়ইনি)।
মূলোচ্ছেদ, মূলোত্-পাটন বি. শিকড়সমেত উপড়ে ফেলা; সম্পূর্ণ বিনাশ।
3)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


মুসম্মত
মুড়কি
(p. 710) muḍ়ki বি. গু়ড় বা চিনির রসে জারিত খই।[দেশি]। 23)
মনো-ভার
(p. 676) manō-bhāra বি. দুঃখ বা অভিমানের জন্য মনের কষ্ট ('নামাতে পারি যদি মনোভার': রবীন্দ্র)। [সং. মনস্ + ভার]। 158)
মিটা, মেটা
(p. 704) miṭā, mēṭā ক্রি. বি. 1 নিষ্পন্ন হওয়া, শেষ হওয়া, চুকে যাওয়া (এতক্ষণে সব কাজ মিটল); 2 দূর হওয়া, ঘোচা (তার দুঃখ কোনোদিন মিটবে না); 3 মীমাংসিত বা মিটমাট হওয়া (ঝগড়া মিটেছে); 4 তৃপ্ত হওয়া (আশ মিটেছে)। বিণ. উক্ত সব অর্থে। [দেশি]। ̃. নো ক্রি. বি. 1 নিষ্পন্ন করা, শেষ করা, চুকানো (পাওনা মেটানো হয়নি); 2 দূর করা ('সারা পথের ক্লান্তি আমার সারা দিনের তৃষা/কেমন করে মেটাব যে': রবীন্দ্র); 3 মীমাংসা করা (নিজের ঝগড়া নিজেরাই মিটিয়ে নাও); 4 তৃপ্ত করা (আশা মিটিয়ে খাও)। বিণ. উক্ত সব অর্থে। 29)
মনো-ভাব
(p. 676) manō-bhāba বি. 1 মনের ক্রিয়া, মনের গতি; 2 উদ্দেশ্য; 3 মানসিকতা। [সং. মনস্ + ভাব]। 157)
ম্যাড়-ম্যাড়
মনো-ভব
(p. 676) manō-bhaba বি. মদন, কামদেব। [সং. মনস্ + √ ভূ + অ]। 156)
মাত-গুড়
(p. 692) māta-guḍ় বি. 1 ঝোলাগুড়; 2 চিটে গুড়। [বাং. মাত3 + গুড়]। 98)
মারীচ
মাটা-পালাম
মুষল
(p. 712) muṣala বি. 1 গদা, মুদ্গর; 2 ঢেঁকির মোনা; 3 উদুখলের পেষনদণ্ড বা ওই-জাতীয় পদার্থ।[সং. √ মুষ্ + অল]। ̃ .ধার, ̃ .ধার বি. অত্যন্ত মোটা ধারা (মুষলধারায় বৃষ্টি)। মুষলী (-লিন্) বি. বলরাম। 40)
মচ্ছব
(p. 676) macchaba বি. মহোত্সব -এর বিকৃত কথ্য রূপ (বাড়িতে যেন মচ্ছব লেগে গেছে)। 9)
মোট৩
(p. 718) mōṭa3 বি. বোঝা, ভার (মোটা বওয়া); 2 বস্তা, গাঁটরি (মোটা বাঁধা)। [তা. মোট্টই]। ̃ .ঘাট বি. পোঁটলাপুঁটলি, গাঁটরিসমূহ। ̃ .বাহক বি. মুটে। ̃ .মাট বি. মালপত্র (এতে মোটমাট নিয়ে হাঁটা যায় না)। 20)
মনো-গত
(p. 676) manō-gata বিণ. অন্তরের, মনের ভিতরের (মনোগত ইচ্ছা, মনোগত বাসনা) [সং. মনস্ + গত]। 136)
-ময়1
মশ-মশ
(p. 688) maśa-maśa বি. শুকনো চামড়া দুমড়ানোর বা নতুন জুতো পায়ে দিয়ে চলার শব্দ। [ধ্বন্যা.]। 12)
মির
মেশিন
(p. 717) mēśina বি. যন্ত্র, কল। [ইং. machine]। ̃ .গান বি. হালকা কামানবিশেষ 14)
মালই-চাকি
(p. 700) māli-cāki বি. মানুষের হাঁটুর চক্রাকার হাড়, knee-cap, knee-pan। [সং. মালচক্র]। 79)
মোদ্দা
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2541916
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2147600
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1739505
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 952457
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886399
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840068
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698543
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604042

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us