Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ভীষণ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ভীষণ এর বাংলা অর্থ হলো -

(p. 667) bhīṣaṇa বিণ. 1 ভয়ংকর, ভীতিজনক, সাংঘাতিক (ভীষণ মূর্তি); 2 (কথ্য) দারুণ, অত্যন্ত (ভীষণ খিদে, ভীষণ বিপদ)।
[সং. √ ভী + ণিচ্ + অন]।
বি.তা,.ত্ব।
স্ত্রী. ভীষণা।
.দর্শন
বিণ. দেখতে ভয়ংকর (ভীষণদর্শন রাক্ষস)।
14)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ভোর1
(p. 670) bhōra1 বি. ভর1-এর রূপভেদ (জীবনভোর রাতভোর)। 87)
ভোঁস
ভঁইসা, ভঁয়সা
(p. 655) bham̐isā, bham̐ẏasā বিণ. 1 মোষের দুধ দিয়ে তৈরি (ভঁয়সা ঘি); 2 মোষে-টানা (ভঁইসা গাড়ি)। [হি. ভঁইস সং. মহিষ]। 4)
ভাগ্য
(p. 660) bhāgya বি. 1 অদৃষ্ট, নিয়তি, কপাল, বরাত (ভাগ্যে যা আছে হবে); 2 সৌভাগ্য (তোমার কী ভাগ্য ! ভাগ্যবান)। [সং. √ ভজ্ + য]। ̃ .ক্রমে ক্রি-বিণ. ভাগ্যের জোরে, সৌভাগ্যবশত (সে ভাগ্যক্রমে বেঁচে গেছে)। ̃ .গণনা বি. ভবিষ্যত্ শুভাশুভ নির্ণয়। ̃ .গুণে - ভাগ্যক্রমে -র অনুরূপ। ̃ .চক্র বি. পরিবর্তনশীল ভাগ্য, একবার সৌভাগ্য একবার দুর্ভাগ্য এইভাবে পরিবর্তনশীল অদৃষ্ট। ̃ .দেবতা, ̃ .বিধাতা বি. যে-দেবতা ভাগ্য নির্ধারণ করেন। স্ত্রী. ̃ .দেবী, ̃ .বিধাত্রী। ̃ .দোষে ক্রিবিণ. দুর্ভাগ্যের জন্য, দুর্ভাগ্যবশত (রাজা ভাগ্যদোষে একদিন ফকির হয়ে গেলেন)। ̃ .ধর বিণ. ভাগ্যবান। ̃ .নিয়ন্তা বিণ. বি. যিনি ভাগ্য বা অদৃষ্ট স্হির বা নির্ধারণ করেন, ভাগ্যবিধাতা। ̃ .পরীক্ষা বি. ভাগ্যে কী আছে অর্থাত্ ভাগ্য ভালো কি মন্দ তার পরীক্ষা। ̃ .বল বি. ভাগ্যের সহায়তা বা আনুকূল্যে, সৌভাগ্য। ̃ .বান বিণ. সৌভাগ্যবান, যার ভাগ্য ভালো। স্ত্রী. ̃ .বতী। ̃ .বিপর্যয় বি. দুর্ভাগ্য, হঠাত্ বিপদে পড়া, দুরদৃষ্ট। ̃ .রেখা বি. (জ্যোতিষ) হাতের তালুতে ভাগ্যনির্দেশক রেখা। ̃ .লিপি বি. অদৃষ্টের লিখন, কী ঘটবে সে সম্বন্ধে পূর্বাহ্ণে নির্দিষ্ট ভাগ্যের গতি। ̃ .হত বিণ. হতভাগ্য। ̃ .হীন বিণ. হতভাগ্য। স্ত্রী. ̃ .হীনা। ভাগ্যাকাশ বি. ভাগ্যরূপ আকাশ, ভাগ্যরূপে কল্পিত আকাশ। ভাগ্যান্বেষণ বি. সৌভাগ্যের সন্ধান। ভাগ্যদয় বি. সৌভাগ্যের সূচনা। 23)
ভাংটা
(p. 659) bhāṇṭā বি. (আঞ্চ.) খুচরো পয়সা, ভাঙানি। [ভাঙা]। 23)
ভাঁজ
(p. 659) bhān̐ja বি. 1 পাট (কাপড়গুলো ভাঁজ করে রাখো); 2 স্তর, তাক (ভাঁজে ভাঁজে ময়লা জমেছে)। [সং. √ ভন্জ্ + বাং. অ]। ̃ .-ভাঙা বিণ. কাঁচাইস্তিরি করা কাপড় পরবার জন্য খোলা হয়েছে এমন। 26)
ভৌমিক
(p. 670) bhaumika বি. ভূস্বামী, জমিদার। [সং. ভূমি + ইক]। 100)
ভায়
(p. 663) bhāẏa ক্রি. (কাব্য) 1 দীপ্তি বা শোভা পায় ('হাসিখানি তাহে ভায়'); 2 ভালো লাগে ('মোর মনে আন নাহি ভায়': অ. গু)। [বাং. √ ভা ( সং. ভা)]। 21)
ভাওয়াইয়া
ভীমা, ভীমাকৃতি
(p. 667) bhīmā, bhīmākṛti দ্র ভীম। 12)
ভোগী
(p. 670) bhōgī (-গিন্) বিণ. 1 যে ভোগ করে, ভোগকারী (বেতনভোগী); 2 ভোগ করতে ভালোবাসে এমন (ভোগী লোক)। বি. সাপ [সং √ ভোগ + ইন্]। স্ত্রী. ভোগিনী। 73)
ভূবিজ্ঞান, ভূবিদ্যা, ভূভার, ভূভারত, ভূমণ্ডল, ভূমধ্য, ভূমধ্যসাগর
(p. 668) bhūbijñāna, bhūbidyā, bhūbhāra, bhūbhārata, bhūmaṇḍala, bhūmadhya, bhūmadhyasāgara দ্র ভূ2। 31)
ভরা
(p. 658) bharā ক্রি. 1 পূর্ণ করা (দুধ দিয়ে বালতি ভরছে, 'চেয়ে থাকি আঁখি ভরে', প্রাণ ভরে গান শোনো); 2 পরিপূর্ণ হওয়া (জিনিসপত্রে ঘরটা ভরে গেছে, এতেও পেট ভরল না?); 3 ভরতি করা, পোরা (থলিতে জিনিস ভরো)। বি. ভরতি করা, ভরাট করা ('মঙ্গলঘট হয়নি যে ভরা': রবীন্দ্র, বোতলে তেল ভরা শেষ হয়নি)। বিণ. ভরতি, পূর্ণ (ভরা নদী, ভরা শ্রাবণ, ভরা জোয়ার, গোয়াল-ভরা গোরু, ভরা সাঁঝ)। [সং. √ ভৃ + বাং. আ]। ̃ ট বি. পূর্তি; পূরণ (গর্ত ভরাট করা)। বিণ. পূর্ণ, পূরিত। ̃ .ডুবি বি. ভরা নৌকো বা বোঝাই নৌকো ডুবে যাওয়া; (আল.) সমূহ সর্বনাশ। ̃ নো ক্রি. বি. 1 পূর্ণ করানো, ভরতি করানো (পেট ভরানোর চিন্তা, পেট ভরাবার চিন্তা); 2 বোঝাই করানো (মাল দিয়ে নৌকা ভরানো)। ভরা নদী বি. তীর পর্যন্ত জলে ছাপিয়ে যায় এমন নদী। ভরা যৌবন বি. পূর্ণ যৌবন। ̃ .ভরতি বিণ. পুরোপুরি ভরতি; একেবারে ভরতি। 29)
ভেল1
(p. 670) bhēla1 ক্রি. (ব্রজ.) হল ('দশদিশ ভের নিরনন্দা': বিদ্যা.)। [ সং. √ ভূ]। 41)
ভাজি
(p. 661) bhāji বি. ভাজা তরকারি, ভাজা সবজি, শুকনো করে ভাজা সবজি; সচ. ভাতের সঙ্গে খাওয়ার ভাজা সবজি। [বাং. ভাজা + ই]। 15)
ভারত-নাট্যম
ভাগিনেয়
(p. 660) bhāginēẏa বি. ছোটো বোনের কিংবা দিদির ছেলে, ভাগনে। [সং. ভগিনী + এয়]। স্ত্রী. ভাগিনেয়ী। 18)
ভ্রাতৃ
(p. 670) bhrātṛ বি. (সমাসের পূর্বপদে) ভাই। [সং √ ভ্রাজ্ + তৃ]। ̃ .কন্যা বি. (স্ত্রী.) ভ্রাতুষ্পুত্রী, ভাইঝি। ̃ .জায়া, ̃ .বধূ বি. (স্ত্রী.) ভাইয়ের স্ত্রী। ̃ ত্ব বি. ভাইয়ের সম্পর্ক, ভ্রাতৃভাব (ভ্রাতৃত্বের বন্ধন)। ̃ .দ্বিতীয়া বি. কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে ভাইয়ের কল্যাণকামনায় তার কপালে চন্দনাদির চিহ্ন এঁকে দেবার হিন্দু অনুষ্ঠানবিশেষ ভাইফোঁটা। ̃ .প্রতিম বিণ ভাইয়ের কল্যাণকামনায় তার কপালে চন্দনাদির চিহ্ন এঁকে দেবার হিন্দু অনুষ্ঠানবিশেষ, ভাইফোঁটা। ̃ .প্রতিম বিণ. ভাইয়ের সমান বা ভাইয়ের মতো। ̃ .প্রেম, ̃.স্নেহ বি ভাইকে ভালোবাসা ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা। ̃ .ব্য বি. ভাইপো। স্ত্রী. ̃ .ব্যা ভাইঝি। ̃ .ভাব বি. ভাই-ভাই ভাব, ভাই বলে মনে করা। ̃ .স্হানীয় বিণ. ভাই বলে গণনীয়; ভাইয়ের মতো প্রীতির সম্বন্ধযুক্ত। 126)
ভরতা, ভর্তা
(p. 658) bharatā, bhartā বি. আলু বেগুন ইত্যাদি সিদ্ধ করে সরষের তেল দিয়ে মেখে তৈরি মুখরোচক তরকারিবিশেষ। [দেশি]। 16)
ভীত
(p. 667) bhīta বিণ. ভয় পেয়েছে এমন, শঙ্কিত (এত সহজে তিনি ভীত হন না)। [সং. ভী + ত]। স্ত্রী. ভীতা। ভীতি বি. ভয়, শঙ্কা। 7)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2542317
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2148009
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1739999
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 952935
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886518
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840165
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698650
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604098

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us