Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বিথার এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বিথার এর বাংলা অর্থ হলো -

(p. 611) bithāra বিণ. (কাব্যে) 1 ছড়ানো, আলুলায়িত ('কেশবেশ যদি বিথার হইল': চণ্ডী); 2 পরিব্যাপ্ত, পরিপূর্ণ ('স্রোত বিথার জলে': মু.গু.)।
বি. (কাব্যে) বিস্তার।
[সং. বিস্তার]।
বিথারা ক্রি. (কাব্যে) বিস্তার করা বা হওয়া, ছড়ানো ('দুহাত বিথারি': রবীন্দ্র; 'নিত্যানন্দ করুণা বিথারে': জ্ঞান.)।
90)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বাত1
(p. 596) bāta1 বি. 1 কথা, বাক্য ('শুনিতে তাহারি বাত': চণ্ডী); 2 (বিদ্রুপে) গালভরা কথা, বড়ো বড়ো কথা (আর বাত দিয়ো না); 3 খবর, সংবাদ ('ঘরে বসে পুছে বাত': খ. ব.)। [সং. বার্তা]। 33)
বাচাল
(p. 591) bācāla বিণ. অকারণে বেশি কথা বলে এমন, প্রগল্ভ। [সং. বাচ্ + আল]। বি. ̃ তা। 94)
বিমুক্ত
বিধূনিত
(p. 616) bidhūnita দ্র বিধুনন। 26)
বিজাত
(p. 611) bijāta বিণ. জারজ, বেজন্মা, বেজাত। [সং. বি (বিরুদ্ধ) + জাত (উত্পন্ন)]। 37)
বিনি-বর্তন
(p. 616) bini-bartana বি. 1 পুনরায় আগমন বা গমন, প্রত্যাবর্তন, ফিরে আসা বা ফিরে যাওয়া; 2 বিরতি। [সং. বি + নি + √ বৃত্ + অন]; 3 ফেরানো। [সং. বি + নি + √ বৃত্ + ণিচ্ + অন]। বিনি-বর্তিত বিণ. ফেরানো বা নিরস্ত করা হয়েছে এমন। বিনি-বৃত্ত বিণ. ফিরেছে বা নিরস্ত হয়েছে এমন (বনবাস থেকে বিনিবৃত্ত)।
বাধা৩
(p. 599) bādhā3 ক্রি. বি. 1 জড়িয়ে যাওয়া, আটকানো (কথা বাধে না); 2 অপ্রীতিকর কিছু ঘটা (তর্ক বেধে যায়, হাঙ্গামা বেধে গেল, যুদ্ধ বাধবে); 3 বাধা পাওয়া, বিরুদ্ধ হওয়া (ধর্মে বাধে, মিথ্যে কথা বলতে মোটেই বাধে না); 4 কষ্টবোধ করা (গিলতে বাধছে, বিশ্বাস করতে বাধে)। বিণ. জড়িত; বাধাপ্রাপ্ত; আবদ্ধ। [সং. √ বাধ্ + বাং. আ]। ̃ নো ক্রি. বি. 1 বদ্ধ করা, আটকানো; 2 ঘটানো (ঝগড়া বাধানো)। বিণ. উক্ত উভয় অর্থে। 5)
বক্রী
(p. 573) bakrī (-ক্রিন্) বিণ. 1 বাঁকা; 2 প্রতিকূল। [সং. বক্র + ইন্]। 30)
বন্দো-বস্ত
বৈদ্য
বিশীর্ণ
(p. 627) biśīrṇa বিণ. 1 অতি শীর্ণ বা কৃশ (বিশীর্ণ দেহ); 2 অতি জীর্ণ; 3 অতি শুষ্ক (বিশীর্ণ বৃক্ষপত্র)। [সং. বি + শীর্ণ]। বি. ̃ তা, ̃ ত্ব। স্ত্রী. বিশীর্ণা। 6)
বকা2, বকাটে, বকামি
(p. 573) bakā2, bakāṭē, bakāmi যথাক্রমে বখা, বখাটেবখামি -র রূপভেদ। 17)
বিভিন্ন
বিগ্ন
(p. 605) bigna বিণ. 1 উদ্বিগ্ন, উত্কণ্ঠিত; 2 ভীত। [সং. √ বিজ্ + ত]। 130)
বিলোকন
(p. 626) bilōkana বি. আগ্রহের সঙ্গে দেখা, অবলোকন। [সং. বি + √ লোক্ + অন]। বিলোকিত বিণ. অবলোকিত, ভালোভাবে বা সাগ্রহে দৃষ্ট। 12)
বড়2, বড়ো
(p. 575) baḍ়2, baḍ়ō বিণ. 1 বৃহত্, প্রকাণ্ড (বড় গাছ, বড়ো বাড়ি); 2 দীর্ঘ, লম্বা (বড় বাঁশ); 3 স্ফীত, স্হূল (বড় জালা, বড়ো পেট); 4 প্রশস্ত (বড়ো ঘর, বড়ো রাস্তা); 5 উচ্চস্বরযুক্ত (বড় গলা); 6 তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক, অত্যন্ত উত্তেজনাপূর্ণ, অতি কৌতূহলোদ্দীপক (বড়ো খেলা, বড় মামলা, বড় লড়াই); 7 অধিক, খুব, অত্যন্ত (বড়ো দুঃখ); 8 জ্যোষ্ঠ (বড় ভাই, আমার চেয়ে দুবছরের বড়ো); 9 শ্রেষ্ঠ ('আপনারে বড় বলে বড় সেই নয়'); 1 সম্মানে প্রধান (বড়মা); 11 উচ্চপদস্হ (বড়বাবু, বড়দারোগা, ব়ড়সাহেব); 12 সম্ভ্রান্ত (বড়ো বংশ); 13 ধনবান (ব়ড়লোক); 14 আসল (বড় কথা); 15 গর্বিত (বড় মুখ); 16 যোগ্য, দক্ষ, খ্যাতিমান (বড় উকিল)। বিণ-বিণ. নিতান্ত, নেহাত (বড় খারাপ, বড় জোর)। ক্রি-বিণ. খুব ('সর্বজয়া কথাটি শুনিয়া বড় দমিয়া গেল': বিভূতি)। অব্য. বিদ্রুপসূচক (বড়ো তো চাকরি); বিস্ময়সূচক (আবার এলে যে বড়ো)। [প্রাকৃ. বড্ড সং. বড্র]। বড় একটা, বড়ো একটা 1 বিশেষ (বড়ো একটা ভালো কাজ করনি); 2 তেমন বেশিপরিমাণে (তাকে আজকাল বড়ো একটা দেখি না)। বড় (বড়ো) কথা বি. 1 অহংকারপূর্ণ উক্তি, স্পর্ধিত উক্তি (ছোট মুখে বড় কথা); 2 প্রধান বিষয় (সে সত্ কি না সেটাই বড় কথা)। বড় (বড়ো) করা ক্রি. বি. 1 বাড়ানো, বর্ধিত করা বা প্রলম্বিত করা; 2 অতিরিক্ত প্রশংসা করা (মোসাহেবরা মুরুব্বিকে তো বড় করবেই); 3 অত্যধিক গুরুত্ব দেওয়া (নিজের দুঃখ বড় করা); 4 লালনপালনপূর্বক পূর্ণবয়স্ক করে তোলা (কোলেপিঠে করে বড় করেছি, অনেক যত্নে গাছটাকে বড়ো করেছে)। ̃ কর্তা বি. 1 সর্বোচ্চ কর্তৃত্বের অধিকারী; 2 মালিকদের মধ্যে প্রধান। বড়ো কুটুম্ব, (কথ্য) বড়ো কুটুম বি. শ্যালক, সম্বন্ধী; স্ত্রীর জ্যেষ্ঠ ভ্রাতা। বড় (বড়ো) গলা বি. 1 গর্ব (বড় গলায় বলা); 2 চিত্কার। বড় (বড়ো) ঘর বি. উঁচু বা সম্ভ্রান্ত বংশ। বড় (বড়ো) জোর খুব বেশি যদি হয় (বড় জোর সাত দিন লাগবে)। ̃ ত্ব বি. 1 জ্যেষ্ঠত্ব; 2 মহত্ত্ব। ̃ বাবু বি. 1 অফিসের কোনো বিভাগের কর্তা; 2 পরিবারের কর্তা। ̃ লাট বি. লাট দ্র। ̃ সড় বিণ. বড় আকারের, বৃহদায়তন (একটা বড়সড় মাছ চাই)। বড় (বড়ো) হওয়া ক্রি. বি. 1 বাড়া, বৃদ্ধি পাওয়া (গাছটা অনেক বড় হবে); 2 পূর্ণবয়স্ক হওয়া (বড় হয়ে তুমি কী হতে চাও?); 3 ধন মান যশ প্রভৃতিতে উন্নতি করা (তুমি অনেক বড় হবে); 4 গুরুত্বপূর্ণ হওয়া (দেশে খাদ্য সমস্যা এখন খুব বড়ো হয়ে উঠেছে)। ̃ হাজরি - হাজরি দ্র। 20)
বড়াই2, (বর্জি.) বড়ায়ি
(p. 575) baḍ়āi2, (barji.) baḍ়āẏi বি. 1 যোগমায়া নামে পরিচিত বৃন্দাবনের যে বৃদ্ধা নারী রাধাকৃষ্ণের মিলন ঘটিয়েছিলেন; 2 অতি বৃদ্ধা নারী; 3 মাতামহী; 4 আই। [সং. বড়2 + আয়ী (আই-বড় মাতা বা বড় দিদিমা)। ̃ বুড়ি বি. বৃদ্ধা বড়াই। 26)
বালু-সাই, বালু-শাই
(p. 602) bālu-sāi, bālu-śāi বি. ময়দার তৈরি এবং ঘিয়ে ভাজা মিঠাইবিশেষ। [হি. বালুসাহী]। 85)
বিরিঞ্চি
(p. 621) biriñci বি. 1 ব্রহ্ম; 2 (বিরল) শিব; 3 (বিরল) বিষ্ণু। [সং. বি + √ রচ্ + অ + ই]। 108)
বহুল2
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2542329
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2148018
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1740009
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 952958
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886520
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840168
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698651
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604099

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us