Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বাঙ্ময়, বাঙ্ময়ী এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বাঙ্ময়, বাঙ্ময়ী এর বাংলা অর্থ হলো -

(p. 591) bāṅmaẏa, bāṅmaẏī দ্র বাঙ্ময়।
87)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বিয়া2
(p. 621) biẏā2 ক্রি. প্রসব করা। [সং. বী (=গর্ভগ্রহণ) + বাং. আ]। ̃ নো ক্রি. বি. প্রসব করা। বিণ. উক্ত অর্থে। 87)
বেডৌল
বিষ
(p. 627) biṣa বি. 1 যে পদার্থ দেহে প্রবেশ করলে মৃত্যু বা স্বাস্হ্যহানি ঘটে, গরল, হলাহল (সাপের বিষ, রোগের বিষ); 2 (আল.) অতি অপ্রীতিকর বস্তু বা ব্যক্তি (দুচোখের বিষ); 3 (আল.) হিংসা দ্বেষ প্রভৃতি মনোবৃত্তি (মনের বিষ)। [সং. √ বিষ্ + অ]। ̃ কণ্ঠ বি. 1 বিষের মতো অসহ্য কণ্ঠস্বর বা ভাষা; 2 শিব। বিণ. বিষের মতো অসহ্য কণ্ঠস্বরবিশিষ্ট। ̃ কন্যা বি. যে নারীর সংস্পর্শে বা সহবাসে মৃত্যু অবশ্যম্ভাবী। ̃ কাঁটালি বি. অতি বিষাক্ত লতাবিশেষ, belladonna. ̃ কুম্ভ বি. 1 বিষে পূর্ণ কলসি; 2 (আল.) যে ব্যক্তির অন্তর বিষে পূর্ণ। ̃ ক্রিয়া বি. দেহের মধ্যে বিষের প্রভাব। ̃ ঘ্ন বিণ. বিষক্রিয়ানাশক। ̃ ণ বি. বিষসঞ্চার, poisoning (বি. প.)। বিষ ঝাড়া ক্রি. বি. ওঝা কর্তৃক মন্ত্রাদি দ্বারা বিষ বার করা। ̃ দ বিণ. বিষদায়ক। ̃ দন্ত, (কথ্য) ̃ দাঁত বি. 1 সাপের যে দাঁতের গোড়ায় বিষের থলি থাকে; 2 (আল.) দন্ত বা অহংকারের মূল কারণ বা শক্তি। ̃ দিগ্ধ বিণ. বিষের দ্বারা লিপ্ত, বিষ-মাখা। স্ত্রী. ̃ দিগ্ধা। ̃ দুষ্ট বিণ. বিষাক্ত। ̃ দৃষ্টি, ̃ নয়ন বি. হিংস্র বা হিংসাপূর্ণ দৃষ্টি; কুনজর; অত্যন্ত বিদ্বেষ। ̃ ধর বিণ. (প্রধানত দাঁতে) বিষ ধারণ করে এমন, সবিষ। বি. 1 যে সাপের দাঁতে বিষ আছে; 2 সাপ। ̃ নাশক বিণ. বিষের ক্রিয়া নষ্ট করে এমন। ̃ বিষ নেই তার কুলোপানা চক্কর বিষহীন সাপের ফণার মতো মাথা তুলে আস্ফালন। ̃ প্রয়োগ বি. হত্যার উদ্দেশ্যে কারও দেহের ভিতরে বিষ প্রবেশ করানো। ̃ ফল বি. বিষাক্ত ফল। ̃ ফোড়া বি. অত্যন্ত যন্ত্রণাদায়ক ছোটো ফোড়াবিশেষ। ̃ বত্ বিণ. বিষের মতো (বিষবত্ পরিত্যাগ করা)। ̃ বিদ্যা বি. দেহ থেকে বিষ বার করার বিদ্যা। ̃ বৃক্ষ বি. 1 বিষফলের বৃক্ষ; 2 (আল.) যা বা যাকে লালন করলে ধ্বংসের কারণ হয়। ̃ বৈদ্য বি. বিষক্রিয়ার চিকিত্সক; রোজা। বিষ মরা ক্রি. বি. 1 বিষ নষ্ট হওয়া; 2 (আল.) তেজ নষ্ট হওয়া (এত ঘা খেয়েও লোকটার বিষ মরে না)। বিষ মারা ক্রি. বি. 1 বিষ নষ্ট করা; 2 (আল.) তেজ নষ্ট করে দেওয়া। ̃ মুখ বি. বিষযুক্ত মুখ। বিণ. কটুভাষী। ̃ হর বিণ. বিষনাশক। স্ত্রী. ̃ হরা। ̃ হরী বি. (স্ত্রী.) মনসাদেবী। 35)
বিধিত্সা
(p. 616) bidhitsā বি. বিধান করার বা ব্যবস্থা করার ইচ্ছা। [সং. বি + √ ধা + সন্ + অ + আ]। বিধিত্সু বিণ. বিধান করতে ইচ্ছুক। 21)
বুক2
(p. 633) buka2 বি. 1 অগ্রিম মূল্য দিয়ে বা লিখিত দাবি করে আসন ইত্যাদি সংরক্ষণ (সিট বুক করে রেখেছে); 2 রেলে মালপত্র পাঠাবার ব্যবস্হা (লাগেজ বুক করা); 3 (বই, হিসাবের খাতা ইত্যাদি (লগবুক)। [ইং. book]। 3)
বৃন্ত
(p. 633) bṛnta বি. 1 ফুল ফল বা পাতার বোঁটা; 2 স্তনাগ্র, স্তনের বোঁটা। [সং. √ বৃ + ত, ন্ আগম (নি.)]। ̃ চ্যুত বিণ. বোঁটা থেকে খসে পড়েছে এমন (বৃন্তচ্যুত কুসুম)। ̃ হীন বিণ. বৃন্ত নেই এমন, বৃন্তচ্যুত ('বৃন্তহীন পুষ্পসম আপনাতে আপনি বিকশি': রবীন্দ্র)। 71)
বর্ধক
(p. 580) bardhaka দ্র বর্ধন। 123)
বলা2
(p. 580) balā2 ক্রি. 1 কহা, কওয়া (কথা বলা); 2 উল্লেখ করা (তার কথা আর বোলো না); 3 জানানো, জ্ঞাপন করা (এই কথাটা তাকে বোলো); 4 অনুমতি বা সম্মতি দেওয়া (তুমি বললে তবেই যাব); 5 আদেশ বা অনুরোধ করা (তাকে আসতে বলেছি); 6 পরামর্শ মন্ত্রণা বা উপদেশ দেওয়া (এই হল অবস্হা, এখন বল আমি কী করব); 7 আহ্বান নিমন্ত্রণ বা আমন্ত্রণ করা, ডাকা (এই অনুষ্ঠানে তাঁকে বলনি?); 8 প্রকাশ করা (মনের দুঃখের কথা বলাই ভালো); 9 বর্ণনা বা বিবৃত করা (ছেলেবেলার কথা বলতে শুরু করল); 1 তিরস্কার বা নিন্দা করা (নিজের ভুল বুঝতে পেরেছে, আর কিছু বোলো না); 11 বিচার করে দেখা (অর্থ বল, মান বল, সবই বৃথা)। বি. 1 কথন; 2 উল্লেখ; 3 জ্ঞাপন; 4 বর্ণন। বিণ. বলা হয়েছে এমন (বারবার বলা গল্প)। [সং. √ বদ্ প্রাকৃ. বোল্ল √ বল্ তু. হি. বোলনা]। ̃ কওয়া, ̃ কহা বি. 1 বিশেষ করে বলা বা অনুরোধ করা (অনেক বলা-কওয়া করে রাজি করানো হয়েছে); 2 জ্ঞাপন (সেখানে যাবে তো বলছ, তা আগে থেকে বলা-কওয়া আছে?)। ̃ নো ক্রি. বি. পরকে দিয়ে বলার কাজ করানো, কওয়ানো। বিণ. উক্ত অর্থে। ̃ বলি বি. 1 কথোপকথন (আগে থেকে ওটা সম্বন্ধে একটু বলাবলি করে নেওয়াই ভালো); 2 পরস্পর কানাকানি বা মন্ত্রণা (ব্যাপারটা নিয়ে কীসব বলাবলি হচ্ছে); 3 ক্রমাগত অনুরোধ (অনেক বলাবলি করেছি, তবে রাজি হয়েছেন)। বলে-কয়ে ক্রি-বিণ. বিশেষভাবে বলে এবং অনুরোধ করে (বলে-কয়ে রাজি করানো)। 172)
বিভাকর
(p. 621) bibhākara দ্র বিভা। 30)
বিকম্পিত
(p. 605) bikampita বিণ. অত্যন্ত কম্পিত, প্রবলভাবে কাঁপছে এমন। [সং. বি + √ কম্প্ + ত]। 80)
বিপরি-ণাম
বার-বেলা
(p. 602) bāra-bēlā বি. রবি সোম ইত্যাদি বারের বা দিনের সমার্ধপরিমিত যে অংশে জ্যোতিষমতে যাত্রা বা শুভকাজ নিষিদ্ধ। [সং. বার7 + বাং. বেলা]। 14)
বিপ্রতি-পত্তি
বোদ্ধা
(p. 646) bōddhā (-দ্ধৃ) বিণ. বুঝতে পারে এমন; সমঝদার। [সং. √ বুধ্ + তৃ]। 34)
ব্যতি-হার
বর্ষোপল
(p. 580) barṣōpala বি. মেঘজাত শিলা, করকা, শিল। [সং. বর্ষ (বৃষ্টি) + উপল]। 149)
বিপ্লাবন
ব্যব-হিত
(p. 648) byaba-hita বিণ. 1 ব্যবধানে অবস্হিত; ফারাক বা তফাত আছে এমন, ব্যবধানবিশিষ্ট; 2 দূরীকৃত, অন্তরিত; 3 আচ্ছাদিত; 4 অন্তর্হিত। [সং. বি + অব + √ ধা + ত]। 40)
ব্যাপন
বেল1
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2543083
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2148931
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1740975
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 954208
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886790
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840356
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698846
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604217

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us