Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বর্ডার এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বর্ডার এর বাংলা অর্থ হলো -

(p. 580) barḍāra বি. 1 প্রান্ত (শাড়ির বর্ডার); 2 সীমান্ত (ভারতপাকিস্তান বর্ডার)।
[ইং. border]।
96)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বিনিদ্র
বিদ্বান, (বর্জি.) বিদ্বান্
(p. 614) bidbāna, (barji.) bidbān (-দ্বস্) বিণ. বি. 1 পণ্ডিত, সুশিক্ষিত; 2 জ্ঞানী। [সং. √ বিদ্ + বস্]। বিণ. (স্ত্রী.) বিদূষী। 35)
বড্ড
(p. 575) baḍḍa বিণ. ক্রি-বিণ. বিণ-বিণ. বড়ো, খুব (বড্ড ব্যথা, বড্ড লেগেছে, বড্ড বোকা)। [প্রাকৃ. বড্ড]। 18)
বাদে
(p. 598) bādē দ্র বাদ3। 30)
বচ
(p. 573) baca বি. ঝাল বা কটু কন্দবিশেষ। [সং. বচা]। 56)
বেসন, (কথ্য) বেসম
(p. 642) bēsana, (kathya) bēsama বি. ডালের গুঁড়ো। [দেশি]। 49)
বাতিক
(p. 596) bātika বি. 1 বায়ু রোগ; 2 বাত বা বায়ু থেকে আগত; 3 (বাং.) বাই, পাগলামি (বাতিকগ্রস্ত); 4 (বাং.) খ্যাপাটে ভাব, ছিট; 5 প্রবল শখ (বেড়ানোর বাতিক)। বিণ. বাত বা বায়ু থেকে উত্পন্ন; বায়ুজনিত। [সং. বাত + ইক]। ̃ গ্রস্ত বিণ. বাতিকযুক্ত; খ্যাপাটে। 52)
বেআদব, বেয়াদব
বিদ্রব
(p. 616) bidraba বি. 1 ক্ষরণ, স্রাব; 2 দ্রবীভূত হওয়া; 3 উপহাস; 4 পলায়ন, পালিয়ে যাওয়া। [সং. বি + √ দ্রু + অ]। ̃ ণ বি. বিদ্রব; ক্ষরিত হওয়া; গলে যাওয়া। 4)
বোঁচা
বিপ্লব
বার্তা1
বাঞ্ছা
বাদাল
(p. 598) bādāla বি. বোয়ালজাতীয় মাছবিশেষ; বোয়াল মাছ। [সং. বদাল + অ]। 22)
বিক্ষোভ
বর্তিষ্ণু
(p. 580) bartiṣṇu বিণ. স্হিতিশীল। [সং. √ বৃত + ইষ্ণু]। 119)
বাঁদি-পোতা, বাঁধি-পোতা
বদনাম, বদনেশা, বদবু, বদবুদ্ধি, বদমাশ, বদমায়েশি, বদমেজাজ, বদমেজাজি
(p. 575) badanāma, badanēśā, badabu, badabuddhi, badamāśa, badamāẏēśi, badamējāja, badamējāji দ্র বদ। 46)
বাঁধা2
(p. 591) bān̐dhā2 ক্রি. বি. 1 বাঁধন দেওয়া বা বন্ধন করা (দড়ি দিয়ে বাঁধা); 2 আটক করা ('আমারে বাঁধবি তোরা সেই বাঁধন কি তোদের আছে': রবীন্দ্র); 3 বাঁধ দেওয়া (খাল বাঁধা); 4 থামানো (বাস বাঁধুন, নামব); 5 সংযত বা শান্ত করা (মনটাকে বাঁধো); 6 গ্রথিত বা রচনা করা (গান বাঁধা, খোঁপা বাঁধা); 7 স্হায়ী করা, নির্মাণ করা (ঘর বাঁধা); 8 ছন্দোবদ্ধ করা (একটা গান বেঁধেছি); 9 ঠিকমতো সংযোগ করা (সেতারের সুর বাঁধা); 1 একত্র করা বা একত্র হওয়া (দল বাঁধা); 11 সংহত হওয়া (দানা বাঁধা, জমাট বাঁধা)। বিণ. 1 আবদ্ধ, বন্ধনযুক্ত (বাঁধা হাত, স্নেহের বন্ধনে বাঁধা); 2 আটক (ফাঁসে বাঁধা পড়া); 3 বাঁধযুক্ত (বাঁধা খাল); 4 বাঁধানো বা পাকা করা হয়েছে এমন (বাঁধা সিঁড়ি, বাঁধা রাস্তা); 5 নির্ধারিত, নির্দিষ্ট, বরাদ্দ (বাঁধা মাইনে); 6 বৈচিত্র্যহীন, একঘেয়ে (বাঁধা গত্); 7 অপরিবর্তনীয় (বাঁধা পথে চলা, বাঁধা নিয়ম)। [সং. √ বন্ধ্ + বাং. আ]। ̃ ই বি. বাঁধা বা বাঁধানোর কাজ; বাঁধা বা বাঁধানোর মজুরি (বাঁধাইয়ের খরচ)। ̃ কপি বি. কেবল পাতাযুক্ত ভোজ্য কপিবিশেষ। বাঁধা গত্ বি. (আল.) বৈচিত্র্যহীনএকঘেয়ে নিয়ম বা কাজকর্ম। ̃ ছাঁদা বি. ভালো করে বাঁধার কাজ, বাঁধা এবং গোছগাছ (গাড়ি এসে গেছে, এখনও বাঁধাছাঁদা হয়নি?)। ̃ ধরা বিণ. 1 নির্দিষ্ট; অপরিবর্তনীয়; 2 একঘেয়ে। ̃ নো ক্রি. বি. 1 বইখাতা ইত্যাদি শক্ত বা মজবুত করে বাঁধাই করা; 2 ফ্রেমে আবদ্ধ করা (ছবি বাঁধানো); 3 নির্মাণ করানো (দাঁত বাঁধানো); 4 খচিত করা, মোড়া (সোনা দিয়ে বাঁধানো); 5 ইট ইত্যাদি দিয়ে পাকা করা (রাস্তা বাঁধানো, শান বাঁধানো)। বিণ. উক্ত সব অর্থে। ̃ বাঁধি বিণ. ধরাবাঁধা, নির্দিষ্ট, নিয়মবদ্ধ (এ ব্যাপারে কোনো বাঁধাবাঁধি নিয়ম নেই)। বি. ধরাবাঁধা নিয়ম (পথ্যের ব্যাপারে বাঁধাবাঁধি নেই)। বাঁধা বুলি বি. যে কথা অপরিবর্তিতভাবে বারবার বলা হয়। 26)
বলা2
(p. 580) balā2 ক্রি. 1 কহা, কওয়া (কথা বলা); 2 উল্লেখ করা (তার কথা আর বোলো না); 3 জানানো, জ্ঞাপন করা (এই কথাটা তাকে বোলো); 4 অনুমতি বা সম্মতি দেওয়া (তুমি বললে তবেই যাব); 5 আদেশ বা অনুরোধ করা (তাকে আসতে বলেছি); 6 পরামর্শ মন্ত্রণা বা উপদেশ দেওয়া (এই হল অবস্হা, এখন বল আমি কী করব); 7 আহ্বান নিমন্ত্রণ বা আমন্ত্রণ করা, ডাকা (এই অনুষ্ঠানে তাঁকে বলনি?); 8 প্রকাশ করা (মনের দুঃখের কথা বলাই ভালো); 9 বর্ণনা বা বিবৃত করা (ছেলেবেলার কথা বলতে শুরু করল); 1 তিরস্কার বা নিন্দা করা (নিজের ভুল বুঝতে পেরেছে, আর কিছু বোলো না); 11 বিচার করে দেখা (অর্থ বল, মান বল, সবই বৃথা)। বি. 1 কথন; 2 উল্লেখ; 3 জ্ঞাপন; 4 বর্ণন। বিণ. বলা হয়েছে এমন (বারবার বলা গল্প)। [সং. √ বদ্ প্রাকৃ. বোল্ল √ বল্ তু. হি. বোলনা]। ̃ কওয়া, ̃ কহা বি. 1 বিশেষ করে বলা বা অনুরোধ করা (অনেক বলা-কওয়া করে রাজি করানো হয়েছে); 2 জ্ঞাপন (সেখানে যাবে তো বলছ, তা আগে থেকে বলা-কওয়া আছে?)। ̃ নো ক্রি. বি. পরকে দিয়ে বলার কাজ করানো, কওয়ানো। বিণ. উক্ত অর্থে। ̃ বলি বি. 1 কথোপকথন (আগে থেকে ওটা সম্বন্ধে একটু বলাবলি করে নেওয়াই ভালো); 2 পরস্পর কানাকানি বা মন্ত্রণা (ব্যাপারটা নিয়ে কীসব বলাবলি হচ্ছে); 3 ক্রমাগত অনুরোধ (অনেক বলাবলি করেছি, তবে রাজি হয়েছেন)। বলে-কয়ে ক্রি-বিণ. বিশেষভাবে বলে এবং অনুরোধ করে (বলে-কয়ে রাজি করানো)। 172)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2541916
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2147600
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1739505
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 952458
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886399
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840068
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698543
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604042

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us