Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নিন্দক এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নিন্দক এর বাংলা অর্থ হলো -

(p. 461) nindaka (অপ্র.) বিণ. নিন্দাকারী, যে নিন্দা করে।
[সং. নিন্দ্ + অক]।
38)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নাগেশ্বর
(p. 452) nāgēśbara দ্র নাগ। 36)
নিরাশ্রয়
নরখাদক
(p. 447) narakhādaka দ্র নর2। 67)
নাম
(p. 454) nāma (-মন্) বি. 1 যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর পরিচয় জানা যায়, আখ্যা বা সংজ্ঞা (নাম রাখা, নাম দেওয়া, লোকের নাম, জিনিসের নাম); 2 খ্যাতি (নামডাক, এ কাজে কোনো নাম নেই, সে বেশ নাম করেছে); 3 পরিচয় (নামহীন, গোত্রহীন); 4 স্মরণ (আজই তোমার নাম করছিলাম); 5 উল্লেখ ('বিয়ের নামে নেচে ওঠে': দীনবন্ধু); 6 ইষ্টদেবতার নাম (নাম জপ করে); 7 শপথ, দোহাই, দিব্যি (ধর্মের নামে বলছি); 8 অজুহাত (কাজের নামে ছুটি নিয়েছে); 9 পরিচয়ে বা বর্ণনায় কিন্তু আসলে নয় (নামেই নেতা); 1 আভাসমাত্র, যত্কিঞ্চিত্, অতি সামান্য পরিমাণ (কাজের নাম নেই, নামমাত্র); 11 (ব্যাক.) বিভক্তিহীন (বস্তুবাচক বা বস্তুর বিশেষণবাচক) শব্দ। [সং. নামন্ তু. ফা. নাম]। নাম করা ক্রি. 1 স্মরণ বা উল্লেখ করা (যাওয়ার নামই করে না); 2 খ্যাতি অর্জন করা। ̃ করণ বি. শিশু বা প্রতিষ্ঠানাদির নাম দেওয়া; আখ্যান। ̃ করা, ̃ জাদা বিণ. বিখ্যাত। নাম কাটা ক্রি. বাদ দেওয়া (তালিকা থেকে তার নামটা কেটে দাও)। ̃ গন্ধ বি. সামান্যতম চিহ্ন বা উল্লেখ, আভাস। ̃ গান বি. ইষ্টদেবতার নাম কীর্তন। নাম জপা ক্রি. বি. ইষ্টনাম জপ করা। ̃ জাদা - নামকরা -র অনুরূপ। ̃ জারি বি. নাম ঘোষণা; দলিলপত্রে নাম লেখা বা লেখানো। ̃ ডাক বি. যশ ও প্রতিপত্তি, খ্যাতি। নাম ডাকা ক্রি. বি. নাম ধরে ডেকে উপস্হিতি জানাতে বলা বা হাজির হতে বলা। নাম ডোবানো ক্রি. বি. সুনাম নষ্ট করা। ̃ ত, (বর্জি) তঃ অব্য. নামে, নামে মাত্র (তিনি নামত সেক্রেটারি)। নাম ধরা ক্রি. নাম উচ্চারণ করা (গুরুজনের নাম ধরে ডাকতে নেই)। ̃ ধাতু বি. (ব্যাক.) প্রত্যয়ের যোগে নাম (অর্থাত্ বিশেষ্যবিশেষণ) থেকে গঠিত ধাতু যথা ধ্বংস ধ্বংসা বা ধ্বংসানো। ̃ ধাম বি. নাম পরিচয়বাসস্হান, নাম ও ঠিকানা।A ̃ ধারী (-রিন্) বিণ. নামযুক্ত, নামবিশিষ্ট। ̃ ধেয় বিণ. নামযুক্ত। বি. নাম। নাম নেওয়া, নাম লওয়া ক্রি. স্মরণ করা; উপাসনা করা। ̃ মাত্র বিণ. একটুখানি পরিমাণ, সামান্য পরিমাণ। ̃ মুদ্রা বি. নামাঙ্কিত সিলমোহর বা আংটি। নাম রটা ক্রি. বি. সুখ্যাতি বা অখ্যাতি প্রচার হওয়া। নাম রাখা ক্রি. বি. 1 নামকরণ করা (ছেলের কী নাম রাখলে?); 2 সুনাম অক্ষুণ্ণ রাখা (বংশের নাম রাখা, বাপের নাম রাখা); 3 খ্যাতি লাভ করা (পৃথিবীতে নাম রেখে গেছেন)। নাম লওয়া দ্র নাম নেওয়া। নাম লেখানো ক্রি. বি. ভরতি বা দলভুক্ত হওয়া। নাম শোনানো ক্রি. বি. হরিনাম বা ইষ্টদেবতার নাম বা নামগান শোনানো। ̃ সংকীর্তন বি. দেবতার স্তুতিগান বা মহিমাকীর্তন। নাম হওয়া ক্রি. বি. খ্যাতি বা যশ প্রচারিত হওয়া। ̃ হীন বিণ. 1 নাম নেই এমন; 2 অপরিচিত বা অখ্যাত। নামে নামে ক্রি-বিণ. প্রত্যেকের নাম করে, জনে জনে (প্রত্যেকের নামে নামে জিনিস রাখা হয়েছে)। 44)
নিষ্ক্রান্ত
(p. 475) niṣkrānta বিণ. বহির্গত, বেরিয়ে গেছে এমন (দ্রুতবেগে ঘর থেকে নিষ্ক্রান্ত হল)। [সং. নির্ + √ ক্রম্ + ত]। 14)
নারঙ্গ, নারঙ্গি
(p. 454) nāraṅga, nāraṅgi বি. কমলালেবু বা তার গাছ। [সং. নারঙ্গ]। 66)
নিরয়
(p. 467) niraẏa বি. নরক। [সং. নির্ + অয় (সৌভাগ্য)]। ̃ গমন বি. মৃত্যুর পরে নরকে গমন বা নরকবাস। ̃ গামী (-মিন্) বিণ. নরকগামী; মৃত্যুর পরে নরকে গমনকারী। 3)
নেক-নজর
নিষ্ঠা
(p. 475) niṣṭhā বি. 1 দৃঢ় আস্হা, ভক্তি বা মনোযোগ (কর্মে নিষ্ঠা); 2 ধর্মানুষ্ঠানে শ্রদ্ধা বা অনুরাগ (নিষ্ঠাবান ব্রাহ্মণ)। [সং. নি + √ স্হা + অ + আ]। ̃ বান, (বর্জি.) ̃ বান্ (-বত্) বিণ. নিষ্ঠা আছে এমন। নিষ্ঠিত বিণ. নিষ্ঠা আছে এমন, নিষ্ঠাবান। 18)
নিউট্রন বোমা
নিষ্কাশ, (বিরল) নিষ্কাস
(p. 475) niṣkāśa, (birala) niṣkāsa বি. বার হওয়া, নিঃসরণ, নির্গমন, বহির্গমন। [সং. নির্ + √ কশ্ (কস্) + অ]। ̃ ন বি. 1 জল, রস ইত্যাদি তরল পদার্থ বার করা, বহিষ্করণ; নিঃসরণ (জলনিষ্কাশন); 2 দূরীকরণ; 3 নির্বাসন। নিষ্কাশিত বিণ. বার করা হয়েছে এমন; বহিষ্কৃত; নিঃসারিত; দূরীকৃত; নির্বাসিত। 8)
নিরবসাদ
(p. 461) nirabasāda বিণ. অবসাদহীন, ক্লান্তিহীন। [সং. নির্ + অবসাদ]। 148)
নেংটা,
(p. 479) nēṇṭā, (কথ্য) নেংটো দ্র ন্যাংটা, ন্যাংটো। 8)
নাশ-পাতি
(p. 454) nāśa-pāti বি. আপেলজাতীয় ফলবিশেষ, pear. [ফা. নাশপাতী]। 90)
নৈর্ঋত
(p. 480) nairṛta বি. 1 দক্ষিণ-পশ্চিম কোণ; 2 দৈত্যদানব। [সং. নির্ঋতি + অ]। 36)
নির্ঝঞ্ঝাট
নৈতিক
নোটিস
(p. 481) nōṭisa বি. বিজ্ঞপ্তি, বিজ্ঞাপন। [ইং. notice]। 9)
নিবন্ধক
(p. 461) nibandhaka বি. যে রেজিস্ট্রি করে, registrar (স. প.)। [সং. নি + √ বন্ধ্ + অক]। 60)
নূতন
(p. 475) nūtana বিণ. 1 নতুন, নবীন ('নূতন প্রাণ দাও, প্রাণসখা': রবীন্দ্র); 2 তরুণ (রোগের নূতন অবস্হা); 3 অভিনব (এ এক নূতন কায়দা)। [সং. নব + তন]। বি. ̃ ত্ব। 119)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2543083
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2148931
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1740975
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 954208
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886790
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840356
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698846
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604217

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us