Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

নর2 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  নর2 এর বাংলা অর্থ হলো -

(p. 447) nara2 বি. 1 মানুষ (নরদেহ, নরকঙ্কাল); 2 পুরুষ মানুষ (নরনারী); 3 ঋষিবিশেষ; 4 (বাং.) বিণ. মর্দা (নর হরিণ)।
[সং. √ নৃ + অ]।
স্ত্রী. নারী।
কঙ্কাল
বি. মানবদেহের অস্হিময় কাঠামো।
কপাল
বি. মড়ার খুলি, মড়ার মাথা।
খাদক
বিণ. মানুষ খায় এমন।
বি. মানুষথেকো পশু, রাক্ষস ইত্যাদি।
দেব বি. মানুষরূপী দেবতা, ব্রাহ্মণ।
নারায়ণ
বি. 1 পৌরাণিক ঋষিদ্বয় যাঁরা শ্রীকৃষ্ণঅর্জুনরূপে জন্মগ্রহণ করেছিলেন; 2 নররূপী নারায়ণ, মানুষের রূপে নারায়ণ বা পরমেশ্বর, শ্রীকৃষ্ণ।
পতি বি. নৃপতি, রাজা।
পশু বি. পশুবত্ হৃদয়হীন আচরণকারী মানুষ।
পিশাচ
বি. পিশাচের মতো হিংস্রজঘন্য প্রবৃত্তিবিশিষ্ট মানুষ।
পুঙ্গব
বি. মানবশ্রেষ্ঠ।
মুণ্ড
বি. মানুষের মাথা।
মেধ বি. প্রাচীন যজ্ঞবিশেষ যাতে মানুষ বলি দেওয়া হত।
লোক বি. মর্ত্যধাম, পৃথিবী।
সমাজ
বি. মানুষের সমাজ; মানবসম্প্রদায়।
সিংহ,হরি,
নৃসিংহ বি. 1 মাথা থেকে কোমর পর্যন্ত মানুষের আকৃতি এবং কোমরের নিম্নাংশ সিংহের আকৃতিবিশিষ্ট বিষ্ণুর অবতারবিশেষ; নৃসিংহ অবতার; নরশ্রেষ্ঠ।
সুন্দর
বি. নাপিত।
64)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


নেপাম-বোমা
নীরজ2, (বর্জি.) নীরজাঃ
(p. 475) nīraja2, (barji.) nīrajāḥ (-জস্) বিণ. 1 ধূলিরহিত; 2 রজোগুণরহিত; 3 ফুলের পরাগহীন; 4 রজস্বলা নয় এমন। [সং. নির্ + রজস্]। 88)
নির্বিচার
নভেল
নিলয়
নাবি
(p. 454) nābi বিণ. বিলম্বিত, দেরিতে হয় বা জন্মে এমন (নাবি ধান)। [বাং. নাবা নামা]। 39)
নব1
(p. 447) naba1 বিণ. 1 নতুন, নবীন (নব বধূ, নব বস্ত্র, নব কলেবর, নববর্ষ); 2 সদ্যোজাত (নবজাতক, নব কিশলয়); 3 টাটকা, তাজা, তরুণ (নবাঙ্কুর, নব জলধর)। [সং. √ নু + অ]। ̃ কার্তিক বি. 1 শিশু কার্তিকেয়; 2 শিশু কার্তিকের মতো সুন্দর ব্যক্তি; 3 (ব্যঙ্গে) খুব কালো এবং কুত্সিত লোক। ̃ গঠিত বিণ. সদ্য তৈরি হয়েছে এমন। ̃ জল-ধর-শ্যাম বি. নতুন মেঘের মতো কৃষ্ণাভ বা নীল বর্ণ। ̃ জাত বিণ. সদ্যপ্রসূত, সদ্য জন্ম হয়েছে বা উত্পন্ন হয়েছে এমন (নবজাত শিশু)। ̃ জাতক বি. সদ্যোজাত শিশু ('নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার': সুকান্ত)। ̃ জীবন বি. নতুন জীবন; পুনর্জন্ম; (আল.) দুরবস্হার পরবর্তী উন্নত বা সুখের অবস্হা। ̃ দম্পতি বি. সদ্যবিবাহিত স্বামী-স্ত্রী। ̃ পল্লব বি. নতুন পাতা, সদ্য যে পাতা গজিয়েছে। ̃ বিধান বি. 1 নতুন নিয়ম বা ব্যবস্হা; 2 কেশবচন্দ্র সেন-প্রবর্তিত ব্রাহ্ম ধর্মসম্প্রদায়ের শাখাবিশেষ। ̃ মল্লিকা, ̃ মালিকা বি. মালতীজাতীয় ফুলবিশেষ বা তার গাছ। ̃ যুগ বি. নতুন যুগ বা কাল। ̃ যুবক বি. যার যৌবন সদ্য আরম্ভ হয়েছে। স্ত্রী. ̃ যুবতী। ̃ যৌবন বি. যে যৌবন সদ্য আরম্ভ হয়েছে, প্রথম যৌবন, অচিরপ্রবৃত্ত যৌবন। বিণ. বি. স্ত্রী. ̃ যৌবনা। 2)
নরখাদক
(p. 447) narakhādaka দ্র নর2। 67)
নিবিষ্ট
(p. 461) nibiṣṭa বিণ. 1 গভীর মনোযোগযুক্ত, একাগ্র, অভিনিবেশযুক্ত (নিবিষ্ট মনে চিন্তা করা); 2 মগ্ন (ধ্যাননিবিষ্ট); 3 বিন্যস্ত; 4 প্রবিষ্ট (মনকে নিবিষ্ট করা)। [সং. নি + √ বিশ্ + ত]। স্ত্রী. নিবিষ্টা। বি. ̃ তা। 76)
নিরবদ্য
নহর
(p. 451) nahara বি. খাল। [আ. নহ্র্]। 3)
নির্মোচ্য
(p. 473) nirmōcya বিণ. মোচনযোগ্য, মোচন করতে হবে বা করা উচিত এমন। [সং. নির্ + √ মুচ্ + য]। 2)
নিষ্কলুষ
নির্গম, নির্গমন
(p. 468) nirgama, nirgamana বি. 1 বহির্গমন, বাইরে বেরিয়ে আসা; 2 নিঃসরণ (নির্গমনপথ)। [সং. নির্ + √ গম্ + অ, অন]। 39)
নির্বাদ
(p. 468) nirbāda বিণ. নিন্দা, দুর্নাম, অপবাদ। [সং. নির্ + বাদ]। 91)
-নাম্নী
(p. 454) -nāmnī দ্র -নামা2। 58)
নিদারুণ
(p. 461) nidāruṇa বিণ. 1 অতিশয় দারুণ, অতি কঠোর বা ভীষণ (নিদারুণ শোক); 2 একান্ত অসহ্য (নিদারুণ অবজ্ঞা, নিদারুণ অপমান)। [সং. নি + দারুণ]। 22)
নিরলং-কার
নাওয়া, নাহা
(p. 451) nāōẏā, nāhā ক্রি. স্নান (নাওয়া হয়নি, নাওয়া-খাওয়া শেষ হল)। বিণ. স্নাত (নাওয়া গা)। বাং. √ নাহ্ ( সং √স্না) + আ]। ̃ নো ক্রি. স্নান করানো (এত বেলায় ছেলেটাকে নাওয়াচ্ছে)। বি. বিণ. উক্ত অর্থে। 24)
নিম্ন
(p. 461) nimna বিণ. 1 নিচু, পদমর্যাদায় বা ক্ষমতায় নিচু (নিম্ন আদালত); 2 অনুন্নত (নিম্নভূমি); 3 নীচের, নীচে রয়েছে এমন, অধোভাগস্হ (নিম্নদেশ)। বি. তলদেশ, নিম্নবর্তী স্হান (পর্বতের নিম্ন, নদীর নিম্নে, নিম্নে উল্লিখিত)। [সং. নি + √ স্না + অ]। বি. ̃ তা। ̃ গ, ̃ গামী (-মিন্) বিণ. নীচের দিকে যায় এমন, অধোগামী (নিম্নগামী স্রোত, স্নেহ অতি নিম্নগামী)। ̃ গা বিণ. নিম্নগ -র স্ত্রীলিঙ্গ। বি. নদী। ̃ দেশ বি. নীচের অঞ্চল। ̃ বিত্ত বিণ. যাদের বিত্ত বা সম্পদ খুবই সামান্য আছে এমন, অসচ্ছল অবস্হাপন্ন। ̃ মধ্যবিত্ত বিণ. বি. মধ্যবিত্তদের মধ্যে দরিদ্রতর শ্রেণী বা ওই শ্রেণীভুক্ত। ̃ মুখী বিণ. 1 নীচের দিকে মুখ রয়েছে এমন; 2 নীচের দিকে বা কমতির দিকে গতিবিশিষ্ট। ̃ লিখিত বিণ. নীচে লেখা আছে এমন। ̃ সপ্তক বি. (সংগীতে) খাদের সপ্তক বা উদারার সপ্তক। ̃ সীমা বি. ন্যূনতম বা সবচেয়ে কম বা নীচের সীমা বা মান। নিম্নোক্ত, নিম্নোদ্ধৃত, নিম্ন-ধৃত বিণ. নীচে উল্লেখ করা হয়েছে এমন। নিম্নোন্নত বিণ. উঁচু-নিচু, অসমতল। 101)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2541930
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2147618
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1739524
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 952479
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886400
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840073
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698543
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604042

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us