Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দুশ্চরিত্র, দুশ্চরিত এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  দুশ্চরিত্র, দুশ্চরিত এর বাংলা অর্থ হলো -

(p. 416) duścaritra, duścarita বিণ. দুষ্ট বা অসত্ স্বভাববিশিষ্ট; চরিত্রহীন।
বি. মন্দ স্বভাব।
[সং. দুর্ + চরিত্র, চরিত]।
বি.তা।
23)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


দুরত্যয়
দুর্ভক্ষ্য
(p. 414) durbhakṣya বিণ. খাওয়া যায় না বা কষ্টকর এমন (দুর্ভক্ষ্য খাদ্য)। [সং. দুর্ + ভক্ষ্য]। 60)
দেহ2
(p. 421) dēha2 বি. শরীর। [সং. √ দিহ্ + অ]। ̃ কোষ বি. 1 প্রাণী বা উদ্ভিদের দেহের সূক্ষ্ম অংশ, cell; 2 গায়ের চামড়া, ত্বক। ̃ ক্ষয় বি. 1 দেহের ক্ষতি বা ধ্বংস; স্বাস্হ্যহানি; 2 মৃত্যু। ̃ চর্চা বি. শরীরের বা স্বাস্হ্যের উন্নতির জন্য ব্যায়াম ইত্যাদি প্রক্রিয়া। ̃ জ বিণ. দেহ থেকে উত্পন্ন (দেহজ মল)। বি. পুত্র। বিণ. স্ত্রী. ̃ জা। ̃ তত্ত্ব বি. 1 অঙ্গসংস্হানবিদ্যা, শারীরস্হানবিদ্যা, anatomy; 2 দেহের মধ্যেই সমস্ত সত্যের অবস্হান-এই তত্ত্ব (দেহতত্ত্বের গান)। ̃ ত্যাগ বি. মৃত্যু, প্রাণত্যাগ। ̃ দান বি. 1 মৃত্যু, জীবন বিসর্জন; 2 যৌন সম্ভোগের জন্য (প্রধানত স্ত্রীলোক কর্তৃক) শরীর সমর্পণ। ̃ ধারণ বি. 1 প্রাণধারণ, জীবনযাপন, বেঁচে থাকা; 2 দেবতাদের মানবদেহ বা মানবজন্ম পরিগ্রহ। ̃ ধারী (-রিন্) বিণ. শরীরী, অঙ্গ বা মূর্তিবিশিষ্ট। ̃ পাত বি. 1 দেহের ক্ষয় বা ধ্বংস (কার জন্য দেহপাত করছি); 2 মৃত্যু। ̃ পিঞ্জর বি. পিঞ্জরস্বরূপ দেহ, দেহ; শরীরের কাঠামো। ̃ ভৃত্ বি. দেহ। ̃ যাত্রা বি. জীবনযাপন। ̃ রক্ষা বি. মৃত্যু (দেহরক্ষা করা)। ̃ রক্ষী বি. রাজা প্রভৃতিকে রক্ষা করার জন্য যে অনুচর সঙ্গে সঙ্গে থাকে। দেহ রাখা ক্রি. বি. মারা যাওয়া (কাশীতে দেহ রেখেছেন)। ̃ শোভা, ̃ শ্রী বি. শরীরের সৌন্দর্য বা কান্তি। ̃ সৌন্দর্য, ̃ সৌষ্ঠব বি. দেহশ্রী -র অনুরূপ। 42)
দুরপনেয়
(p. 413) durapanēẏa বিণ. সহজে মোচন বা দূর করা যায় না এমন (দুরপনেয় অপবাদ, দুরপনেয় কলঙ্ক)। [সং. দুর্ + অপনেয়]। 9)
দুর্লভ
(p. 416) durlabha বিণ. 1 পাওয়া দুঃসাধ্য এমন, দুষ্প্রাপ্য (দুর্লভ সম্মান); 2 বিরল; 3 দুর্মূল্য। [সং. দুর্ + √ লভ্ + অ]। বি. ̃ তা। 10)
দিগন্ত
(p. 407) diganta বি. 1 দিকের সীমা; 2 দূর থেকে চেয়ে দেখলে যেখানে আকাশ ও পৃথিবী মিলিত হয়েছে বলে মনে হয়। [সং. দিক্ + অন্ত]। ̃ প্রসারী (-রিন্), ̃ বিস্তৃত, ̃ ব্যাপী (-পিন্) বিণ. বহুদূর বিস্তৃত; সুদূরপ্রসারী। 24)
দিত্সা
(p. 408) ditsā বি. দান করার বা দেবার ইচ্ছা। [সং. √ দা + সন্ + আ]। দিত্সু বিণ. দান করতে বা দিতে ইচ্ছুক। 16)
দানেশ-মন্দ
দ্বারবান
(p. 426) dbārabāna বি. দারোয়ান, দ্বারী। [তু. সং. দ্বার; ফা. দর্ওয়ান্]। 18)
দেধান
দাঁড়া1
দৈনিক
(p. 421) dainika বিণ. দৈনন্দিন, প্রত্যহ করতে হয় বা ঘটে এমন (দৈনিক রুটিন)। বি. রোজ প্রকাশিত হয় এমন সংবাদপত্র (দৈনিকে চোখ বুলানো)। [সং. দিন + ইক]। 61)
দেহাত্ম-প্রত্যয়
দধ্যগ্র
(p. 396) dadhyagra বি. দইয়ের মাথা বা উপরের অংশ। [সং. দধি + অগ্র]। 42)
দুরন্বয়
দধীচ, দধীচি
দোনা
(p. 421) dōnā বি. 1 পানের খিলি রাখবার ঠোঙা; 2 পানের খিলি। [সং. দ্রোণ]। 86)
দার্ঢ্য
(p. 406) dārḍhya বি. 1 দৃঢ়তা, অনমনীয়তা; 2 স্হৈর্য; 3 কাঠিন্য। [সং. দৃঢ় + য]। 28)
দূর
(p. 416) dūra বি. 1 ব্যবধান, অন্তর (কত দূর?); 2 দূরবর্তী স্হান, নিকট নয় এমন দেশ বা স্হান (দূর থেকে দেখা, 'দূরের বন্ধু': রবীন্দ্র); 3 অবিষয় (ভালো খেলা দূর থাক, সে তো খেলেই না)। বিণ. 1 অনিকট, কাছের নয় এমন ('দূরদেশী সেই রাখাল ছেলে': রবীন্দ্র); 2 ব্যাপক, গভীর (দূরদৃষ্টি); 3 বিস্তৃত (দূরপথ); 4 বিতাড়িত, বহিষ্কৃত (বাড়ি থেকে দূর করা, আপদ দূর হয়েছে); 5 অপগত, দূরীভূত (বিপদ দূর হয়েছে)। অব্য. ঘৃণা লজ্জা বিরক্তি অবিশ্বাস অসম্মতি প্রভৃতি ভাবপ্রকাশক (দূর ছাই, দূর দূর, ভালো লাগে না)। [সং. দূর + √ ই + র]। দূর করা ক্রি. বি. বিতাড়িত বহিষ্কৃত বা দূরীভূত করা (ময়লা দূর করা, অশিক্ষা দূর করা, রোগ দূর করা)।̃ গ, ̃ গামী (-মিন্) বিণ. দূরে গমন করে এমন। স্ত্রী. ̃ গামিনী। দূর-ছাই করা ক্রি. বি. অবজ্ঞা করা (এটা কিন্তু দূর-ছাই করার মতো জিনিস নয়)। ̃ ত (-তস্), (বর্জি.) ̃ তঃ অব্য. ক্রি-বিণ. দূর থেকে। ̃ তা, ̃ ত্ব বি. ব্যবধান; পার্থক্য। ̃ দর্শন বি. 1 দূর থেকে নিরীক্ষণ; 2 যে যন্ত্রের সাহায্যে দূরের বস্তু দেখতে পারা যায়, television; 3 পরিণামদর্শন, দূরদৃষ্টি। ̃ দর্শী (-দর্শিন্) বিণ. পরিণামদর্শী, বিচক্ষণ, যার ভবিষ্যদ্দৃষ্টি আছে। বি. ̃ দর্শিতা। দূর দূর অব্য. (বিতাড়নসূচক বা বিরক্তি ইত্যাদি সূচক) দূর হও, ছি ছি। ̃ দূরান্ত বি. বহু দূরবর্তী স্হান। ̃ দৃষ্টি বি. ভবিষ্যদ্দৃষ্টি। ̃ বর্তী (-র্তিন্) বিণ. দূরে অবস্হিত, দূরস্হ (দূরবর্তী দেশ)। বি. ̃ বর্তিতা। স্ত্রী. ̃ বর্তিনী। ̃ বীক্ষণ, ̃ বিন বি. দূরের বস্তু স্পষ্টভাবে দেখবার যন্ত্রবিশেষ, telescope. ̃ ভাষ বি. যে যন্ত্রের সাহায্যে দূরবর্তী স্হান থেকে কথা বলা ও শোনা যায়, telephone. ̃ শ্রুত বিণ. দূর থেকে ভেসে এসে শ্রুত হচ্ছে এমন, দূরের কথা বা শব্দ শোনা যাচ্ছে এমন। ̃ স্হ, ̃ স্হিত বিণ. দূরের, দূরবর্তী। ̃ হি ক্রি-বিণ. (ব্রজ.) দূরে। দূর হোক অব্য. বিরক্তিপ্রকাশক উক্তি। দূরাগত বিণ. দূর থেকে আগমনকারী বা আগত (দূরাগত ধ্বনি)। দূরান্তর বি. বহুদূরব্যাপী ব্যবধান। দূরিত বিণ. দূর করা হয়েছে এমন (বিপদ দূরিত হয়েছে)। দূরীকরণ বি. বিতাড়ন, অপসারণ, বহিষ্কার, সরানো। দূরী-কৃত বিণ. বিতাড়িত, অপসৃত, সরানো হয়েছে এমন, বহিষ্কৃত। দূরী-ভবন বি. অপসরণ; বিতাড়িত হওয়া, বহিষ্কৃত হওয়া। দূরী-ভূত বিণ. অপসৃত, বিতাড়িত, বহিষ্কৃত। 64)
দৃপ্ত, দৃপ্র
(p. 418) dṛpta, dṛpra বিণ. 1 দর্পযুক্ত, দর্পিত, গর্বিত, উদ্ধত; 2 তেজঃপূর্ণ (দৃপ্তকণ্ঠে বলা)। [সং. √ দৃপ্ + ত, র]। 6)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2542170
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2147885
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1739850
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 952732
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886481
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840141
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698622
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604081

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us