Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দ৩ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  দ৩ এর বাংলা অর্থ হলো -

(p. 395) -da3 বিণ. প্রদানকারী, দাতা (সুখদ, জলদ)।
[সং. √ দা + অ]।
স্ত্রী. দা (সুখদা, মানদা)।
4)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


দোলাই
দায়2
(p. 405) dāẏa2 বি. 1 সংকট, বিপদ (দায়ে ঠেকেছে); 2 গরজ, প্রয়োজন (পেটের দায়ে, দায়টা আমারই); 3 গুরুতর কর্তব্যের ভার (কন্যাদায়, পিতৃদায়); 4 দায়িত্ব, ঝুঁকি (অপরের দায় ঘাড়ে নেওয়া); 5 অভিযোগ (ডাকাতির দায়ে গ্রেপ্তার হয়েছে)। [সং. দায় বাং. অর্থান্তরে]। ̃ সারা বি. বিণ. অবহেলা বা অবহেলাপূর্ণ; অসহযোগিতা বা অসহযোগিতাপূর্ণ (দায়সারা কাজ)। দায়ে ঠেকা, দায়ে পড়া ক্রি. বি. বিপদে পড়া; প্রয়োজনের চাপে পড়া (দায়ে পড়া টাকা দিতে হল)। 30)
দন্ত
(p. 396) danta বি. দাঁত। [সং. √ দম্ + ত]। দন্ত-কচ-কচি বি. খিচিমিচি, ঝগড়া। ̃ কাষ্ঠ বি. দাঁতন, যে কাঠি দিয়ে দাঁত মাজা হয়। ̃ ধাবন বি. 1 দাঁতের মাজন; 2 দাঁতন; 3 দাঁত মাজা। ̃ পঙ্ক্তি বি. দাঁতের সারি, দাঁতের পাটি। ̃ বিকাশ বি. 1 দাঁত দেখানো; 2 দাঁত খিঁচুনি; 3 (ব্যঙ্গে) হাসি। ̃ মঞ্জন বি. দাঁত মাজা, দাঁত পরিষ্কার করা; দাঁতের মাজন। ̃ মাংস, ̃ বেষ্ট বি. দাঁতের মাঢ়ী। ̃ মূলীয় বিণ. দন্তমূলসম্বন্ধীয়। বি. দন্তমূল থেকে উচ্চারিত বর্ণ, অর্থাত্ ন, র, ল এবং স। ̃ রুচি বি. দাঁতের শোভা; (ব্যঙ্গে) হাসি। ̃ শূল বি. দাঁতের যন্ত্রণা। ̃ স্ফুট বি. 1 কামড়; 2 (আল.) দুর্বোধ্য বিষয়ের মধ্যে প্রবেশ (দন্তস্ফুট করা যায় না)। দন্তাঘাত বি. দাঁতের আঘাত; কামড়। দন্তাদন্তি বি. কামড়াকামড়ি। 46)
দাওয়া৩, দাওয়াই
(p. 402) dāōẏā3, dāōẏāi বি. ওষুধ। [আ. দওয়া]। ̃ খানা বি. ওষুধের দোকান, ডাক্তারখানা। 24)
দুষ্প্রধর্ষ
(p. 416) duṣpradharṣa বিণ. 1 প্রবল পরাক্রান্ত, দুর্ধর্ষ; 2 অপরাজেয়। [সং. দুর্ + প্র + √ ধৃষ্ + অ]। 45)
দীপন
দিদৃক্ষা
(p. 408) didṛkṣā বি. দেখার ইচ্ছা। [সং. √ দৃশ্ + সন্ + আ]। দিদৃক্ষ-মাণ বিণ. দেখছে এমন। দিদৃক্ষু বিণ. দেখতে ইচ্ছুক, দর্শনাভিলাষী। 20)
দিগ্দিগন্ত
(p. 407) digdiganta দ্র দিক2। 23)
দেশাত্ম-বোধ
দেড়
(p. 419) dēḍ় বিণ. এক এবং আধ (দেড়খানা রুটি, দেড় দিন ছুটি)। [সং. দ্ব্যর্ধ তু. হি. ডেঢ়]। 15)
দৃঢ়
(p. 418) dṛḍh় বিণ. 1 শক্ত, কঠিন, মজবুত, পোক্ত (দৃঢ় ভিত্তি); 2 কঠোর (দৃঢ়হস্তে শাসন); 3 বলিষ্ঠ (দৃঢ়দেহ); 4 স্হির, অবিচলিত, অটল (দৃঢ়সংকল্প, দৃঢ়চিত্ত); 5 গভীর (দৃঢ়ভক্তি); 6 অকম্পিত (দৃঢ়স্বর); 7 তেজোদৃপ্ত (দৃঢ়কণ্ঠে প্রতিবাদ)। [সং. √ দৃহ্ + ত]। বি. ̃ তা। ̃ কায় বিণ. বলিষ্ঠ দেহবিশিষ্ট। ̃ চেতা বিণ. সংকল্পে অটল, স্হিরচিত্ত। ̃ নিশ্চয় বিণ. স্হিরসিদ্ধান্ত, সুনশ্চিত। ̃ প্রতিজ্ঞ বিণ. কৃতসংকল্প; প্রতিজ্ঞা পালনে অবিচলিত। ̃ ব্রত বিণ. কিছুতেই সংকল্পচ্যুত হয় না এমন; কঠোর অধ্যবসায়যুক্ত। ̃ মুষ্টি বিণ. 1 সহজে শিথিল হয় না এমন মুষ্টিযুক্ত, আঁট মুষ্টিযুক্ত; 2 (আল.) কৃপণ। ̃ মূল বিণ. 1 যার মূল দৃঢ়ভাবে মাটিতে প্রোথিত; 2 (আল.) গভীরভাবে প্রতিষ্ঠিত (দৃঢ়মূল সংস্কার, দৃঢ়মূল বিশ্বাস); 3 অনড়। ̃ সন্ধ বিণ. দৃঢ়প্রতিজ্ঞ। দৃঢ়ীকরণ বি. শক্ত বা পোক্ত করা; সুপ্রতিষ্ঠিত করা। দৃঢ়ী-কৃত বিণ. পোক্ত বা মজবুত করা হয়েছে এমন; সুপ্রতিষ্ঠিত করা হয়েছে এমন। দৃঢ়ী-ভবন বি. শক্ত বা কঠিন হওয়া; জমাট হওয়া; সুপ্রতিষ্ঠিত হওয়া। দৃঢ়ী-ভূত বিণ. জমাট, পোক্ত বা মজবুত হয়েছে এমন; সুপ্রতিষ্ঠিত। 5)
দিল2
(p. 408) dila2 বি. 1 মন, হৃদয় (লোকটার দিলটা ভালো); 2 দরাজ হৃদয়, মহাপ্রাণতা, উদারতা (লোকটার দিল আছে)। [ফা. দিল্]। ̃ খুশ, ̃ খোশ বিণ. 1 প্রফুল্লহৃদয়; 2 মনোরম, মনকে খুশি করে এমন। ̃ খোলসা, ̃ খোলা বিণ. অকপট, মন খোলা যার। ̃ দরিয়া বিণ. যার হৃদয় দরিয়ার মতো অর্থাত্ বড় নদী বা সমুদ্রের মতো উদার, বদান্য, উদারহৃদয়। ̃ দার বিণ. 1 মহানুভব, উদারহৃদয়; 2 প্রেমিক। বি. প্রেমিক। 41)
দুর্ভোগ
(p. 414) durbhōga বি. দুর্গতি, কষ্ট, লাঞ্ছনা (অনেক দুর্ভোগ ভুগতে হল)। [সং. দুর্ + ভোগ]। 69)
দহ্য-মান
(p. 402) dahya-māna বিণ. দগ্ধ হচ্ছে এমন (দহ্যমান হৃদয়)। [সং. √ দহ্ + মান (শানচ্)]। 18)
দীর্ঘ
(p. 408) dīrgha বিণ. 1 লম্বা (দীর্ঘ কেশ, দীর্ঘ দেহ); 2 দূরপ্রসারিত, দূরত্বযুক্ত ('দীর্ঘপথের শেষে': রবীন্দ্র); 3 অধিক, বেশি (দীর্ঘকাল, দীর্ঘ সময়); 4 বহুকালব্যাপী (দীর্ঘায়ু, দীর্ঘনিদ্রা); 5 আয়ত, প্রসারিত (দীর্ঘ নয়ন); 6 গভীর (দীর্ঘশ্বাস); 7 (ব্যাক.সংগীতে) বিলম্বিত (দীর্ঘস্বর, দীর্ঘতাল)। [সং. √ দৃ + ঘ]। স্ত্রী. দীর্ঘা। বি. ̃ তা, দৈর্ঘ্য। ̃ গ্রীব বিণ. লম্বা গলাবিশিষ্ট। বি. 1 বক; 2 জিরাফ; 3 উট। ̃ জীবী (-জীবিন্) বিণ. বহুকাল বাঁচে এমন। স্ত্রী. ̃ জীবিনী। ̃ তপা, (বর্জি.) ̃ তপাঃ (-পস্) বিণ. বহুকাল ধরে তপস্যা করছে এমন। ̃ দর্শী (-র্শিন্) বিণ. দূরদর্শী। স্ত্রী. ̃ দর্শিনী। ̃ নাস বিণ. লম্বা বা বড় নাকবিশিষ্ট। ̃ নিঃশ্বাস, ̃ নিশ্বাস, ̃ শ্বাস বি. (শোক হতাশা ইত্যাদি ভাবের জন্য) গভীর ও সশব্দ শ্বাসত্যাগ। ̃ পাদ বিণ. লম্বা পা-বিশিষ্ট। বি. উট বক সারস প্রভৃতি প্রাণী। ̃ মেয়াদি বিণ. দীর্ঘকাল যাবত্ স্হায়ী; যার নির্দিষ্ট কাল সুদীর্ঘ (দীর্ঘমেয়াদি ঋণ, দীর্ঘমেয়াদি পরিকল্পনা)। ̃ রোমা (-মন্) বিণ. লম্বা লোমযুক্ত। বি. ভল্লুক। ̃ সূত্র, ̃ সূত্রী (-ত্রিন্) বিণ. কাজ করতে দেরি করে এমন; অলস। বি. ̃ সূত্রতা। ̃ স্হায়ী (-য়িন্) বিণ. বেশিক্ষণ বা বেশিদিন স্হায়ী হয় এমন (দীর্ঘস্হায়ী বন্ধুত্ব)। দীর্ঘাকার, দীর্ঘাকৃতি বিণ. লম্বা। দীর্ঘাগ্র বিণ. সম্মুখের দিক ক্রমশ সরু হয়ে এসেছে এমন। দীর্ঘায়ত বিণ. 1 দীর্ঘ, লম্বা; 2 দীর্ঘস্হায়ী; 3 দীর্ঘপ্রশস্ত। দীর্ঘায়ু বিণ. বেশি দিন বাঁচে এমন, দীর্ঘজীবী। 72)
দাপ
(p. 402) dāpa বি. 1 অহংকার, গর্ব; 2 দাপট (গ্রীষ্মের দাপ); 3 দবদবা, প্রভাব (পায়ের দাপে মাটি কাঁপে)। [ সং. দর্প]।
দুর্বলতা
(p. 414) durbalatā বি. 1 বল বা শক্তির অভাব; 2 ক্ষীণতা, মৃদুতা; 3 রুগ্ণভাব; 4 পক্ষপাত, আসক্তি (আমার প্রতি তাঁর একটা দুর্বলতা আছে)। [সং. দুর্ + বল + তা]। 40)
দোর্দণ্ড
দদ্রু
(p. 396) dadru বি. দাদ, চর্মরোগবিশেষ। [সং. √ দদ্ + রূ, বিকল্পে রু]। ̃ ঘ্ন বিণ. দাদনাশক। 39)
দেরি
(p. 421) dēri বি. বিলম্ব। [ফা. দের্]। 30)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2542195
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2147895
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1739886
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 952741
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 886483
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 840148
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 698631
Bikram Bangla Font
Bikram
Download
View Count : 604082

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us